আল আরাফাত-অন্তরালে চলি

আল আরাফাত-অন্তরালে চলি https://www.youtube.com/channel/ আমি আল্লাহ ব্যাতিত কারো মুখাপেক্ষী নই।
(8)

11/11/2023

এসো কুরআনের আলো মেখে আলোকিত হই ❤️

আপনি আমায় শাসন করিয়েন। ভুল হলে ভালোবেসে শুধরিয়ে দিয়েন।মানুষের যত্ন নিতে হয়,শাসন করতে হয়।না হয় মানুষ পরিপাটি হতে পারে না।...
04/11/2023

আপনি আমায় শাসন করিয়েন।
ভুল হলে ভালোবেসে শুধরিয়ে দিয়েন।
মানুষের যত্ন নিতে হয়,শাসন করতে হয়।
না হয় মানুষ পরিপাটি হতে পারে না।
আপনি নিলেইতো পারেন আমার দায়িত্ব,
আমার দায়িত্ব নিলে কি হয়?

লেখা: মাহবুব সরদার সবুজ
@ফলোয়ারর@হাইলাইট করুনন

20/08/2023

@ বক্তা এবং নেতা সাঈদী সাহেবের পাশাপাশি লেখক সাঈদী সাহেবকেও দেশবাসীর কাছে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে হবে আমাদের। তিনি ছিলেন অলরাউন্ডার! প্রায় ৮০টির অধিক বই লিখে গেছেন তিনি। এখানে তার কয়েকটি উল্লেখ করলাম মাত্র। জনপ্রিয় বুকশপগুলো এই সব বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারেন।

১. আখিরাতের জীবনচিত্র।

২. দুর্নীতি মুক্ত সমাজ গড়ার মূলনীতি।

৩. ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবী ও প্রাসঙ্গিক ভাবনা।

৪. সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলাম।

৫. শিশুর প্রশিক্ষণ পদ্ধতি।

৬. রাসূলুল্লাহর (সা.) মোনাজাত।

৭. কাদিয়ানীরা কেন মুসলমান নয়।

৮. পবিত্র কোরআনের মু'জিজা।

৯. নীল দরিয়ার দেশে।

১০. নিজ পরিবারবর্গের প্রতি আমার অসিয়্যত।

১১. মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে- ১ম খন্ড।

১২. মহিলা সমাবেশে প্রশ্নের জবাবে- ২য় খন্ড৷

১৩. মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ
আল-কোরআন।

১৪. খোলা চিঠি।

১৫. জান্নাত লাভের সহজ আমল।

১৬. ঈমানের অগ্নিপরীক্ষা।

১৭. হাদীসের আলোকে সমাজ জীবন।

১৮. দ্বীনে হক-এর প্রতি দাওয়াত না দেয়ার পরিণতি।

১৯. দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ধৈর্যের অপরিহার্যতা।

২০. দেখে এলাম অবিশ্বাসীদের করুণ পরিণতি।

২১. চরিত্র গঠনে নামাযের অবদান।

২২. তাফসীরে সাঈদী- সূরা আল-আসর।

২৩. তাফসীরে সাঈদী- সূরা লূকমান।

২৪. তাফসীরে সাঈদী- সূরা আল-ফাতিহা।

২৫. তাফসীরে সাঈদী- আমপারা।

২৬. বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন- ১ম খন্ড।

২৭. বিষয়ভিত্তিক তাফসীরুল কোরআন - ২য় খন্ড।

২৮. আল্লামা সাঈদী রচনাবলী- ১ম খন্ড।

২৯. আল্লামা সাঈদী রচনাবলী- ২য় খন্ড।

৩০. মাওলানা সাঈদী রচনাবলী- ৩য় খন্ড।

৩১. আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন?

৩২. আল্লাহ কোথায় আছেন?

৩৩. আল কোরআনের মানদন্ডে সফলতা ও ব্যর্থতা।

৩৪. আল-কোরআনের দৃষ্টিতে মহাকাশ ও বিজ্ঞান।

৩৫. আল-কোরআনের দৃষ্টিতে ইবাদাতের সঠিক অর্থ।

৩৬. সীরাতে সাইয়্যেদুল মুরসালীন।

৩৭. শিশু-কিশোরদের প্রশ্নের জবাবে।

৩৮. নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে।
বাকি বইয়ের তালিকা সামনে দিবো ইনশাআল্লাহ

শত শত পাঠকের কাছে বইয়ের তালিকাটি ছ/ড়িয়ে দিন।

****Munshi Mohammod Nur Nobi

17/08/2023

80% bf জানে না gf কেন রেগে যায়!

তুমি ভাবছো 20% জানে? বাকি 20% জানেই না তাদের gf রেগে আছে।🙂

17/08/2023

তুমি কি রাগ করছো?
সে যদি বলে না!'আমি কেন রাগ করবো?'আমার কি রাগ আছে?'

তাইলে ভাই বেশি কথা না বইলা পা- য়ে পইরা যাইস নাইলে তোর খবর আছে!'🙂

17/08/2023

শেখ হাসিনা যদি আরো ৫ বছর ক্ষমতায় থাকে, আল্লাহ উনাকে ৬ বছর হায়াত দিক। যদি ২০ বছর ক্ষমতায় থাকে আরো, তাহলে ২১ বছর হায়াত দিক।

আল্লাহ উনার হায়াত বাড়িয়ে দিক। আমিন। 🙂

15/08/2023

তুমি আর আসবে না বাংলায়,
তোমাকে ভুলবো কিভাবে রহাবার😥
আর জন্মাবেনা সাইদি বাংলায়......😭
(দু:খিত ভিডিওতে আগে থেকে মিউজিক এড করা ছিল)

১. স্ত্রীর দোষ ধরবেন না।২. তার ভরণপোষণের খোঁটা দিবেন না।৩. তার পরিবারের সদস্যদের আঘাত করে কথা বলবেন না।৯০% স্বামী স্ত্রী...
06/08/2023

১. স্ত্রীর দোষ ধরবেন না।
২. তার ভরণপোষণের খোঁটা দিবেন না।
৩. তার পরিবারের সদস্যদের আঘাত করে কথা বলবেন না।
৯০% স্বামী স্ত্রী পারষ্পরিক সম্মান হারিয়ে ফেলে শুধুমাত্র স্বামীদের আখলাকের এই কয়েকটি ত্রুটির কারণে। আপনার কাছে বিষয়গুলা দেখতে খুব ছোটো, তবে এর ইফেক্ট নারীদের মনে বেশ ভয়াবহ।

• Family :  establish yourself, first then marry.• Allah (Subhanah wa taala) : get married first, It's my responsibility...
04/08/2023

• Family : establish yourself, first then marry.
• Allah (Subhanah wa taala) : get married first, It's my responsibility to establish you.❤️
Quran ( 24:32)

”হুমায়ূনের সংলাপ এত সাবলীল যে মুখস্থ করতে হতো না। মনে হতো যেন আমার মুখে বসেই আছে। অন্যদের সংলাপ আমার মুখস্থ করতে হতো। সব...
28/07/2023

”হুমায়ূনের সংলাপ এত সাবলীল যে মুখস্থ করতে হতো না। মনে হতো যেন আমার মুখে বসেই আছে। অন্যদের সংলাপ আমার মুখস্থ করতে হতো। সবাই বলে ‘বহুব্রীহি’ হাসির নাটক। আপনি কিন্তু ওখানে এমন কোনো সংলাপ পাবেন না, যেটা হাসির। বা ধরেন অভিনেতাকে কসরত করে দর্শক হাসাতে হচ্ছে—এ রকম অভিনয় করার কোনো সুযোগ নেই। গল্পটাই এমনভাবে সাজানো, সংলাপগুলো এমন সুন্দর! যেমন- এক জায়গায় রহিমার মা চোখে চশমা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাড়ির কর্ত্রী জিজ্ঞেস করছেন, ‘রহিমার মা, তুমি এ রকম চশমা চোখে দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন?’ আসল কারণটা হলো যে তিনি চশমা নিয়েছেন একটা, সুতরাং রহিমার মা–ও নিয়েছেন। অথচ রহিমার মায়ের জবাবটা ছিল, ‘কেন, আমি গরিব বলে কি আমার কোনো শখ–আহ্লাদ নাই!’
এই যে সিচুয়েশনটা তৈরি হলো, এতে কিন্তু মানুষ হাসছে। এখনকার নাটকের সঙ্গে ওইটাই তফাত। এখন অনেক চেষ্টা করার পরও মানুষ হাসে না। তারা শারীরিকভাবে হাসানোর চেষ্টা করছে। নানা ধরনের উদ্ভট উদ্ভট সংলাপও বলা হচ্ছে, তবু লোকে হাসছে না।”

[আসাদুজ্জামান নূর (বাকের ভাই)-এর সাক্ষাতকারের অংশবিশেষ]
ছবি- গুগল থেকে নেয়া।

I said: My sins are so many.  Allah said: "And who can forgive sins except Allah? [3:135]I said: Do not leave me. Allah ...
26/07/2023

I said: My sins are so many.

Allah said: "And who can forgive sins except Allah? [3:135]

I said: Do not leave me.

Allah said: "So remember Me ;I will
remember you." [2 :152]

I said: I'm facing a lot of difficulties in life.

Allah said: "And whoever fears Allah ? He will make for him a way out." [65:2]

I said: I have many dreams that I want to come true.

Allah said: "Call upon Me and I will respond to you" [40: 60]

ফলো করে রাখতে পারেন....
26/07/2023

ফলো করে রাখতে পারেন....

#ফেসবুক ভিডিওতে আসছে নতুন সুবিধা
Dhaka Post Desk
তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ জুলাই ২০২৩, ১১:৩৪ এএম
আল আরাফাত-অন্তরালে চলি Abdullah Al Arafat

ফেসবুক ভিডিওতে আসছে নতুন সুবিধা
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনেক দিন পর আবারো নতুন ফিচার নিয়ে আসছে ভিডিও সেকশনে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে এইচডিআর ভিডিও সহজেই আপলোড করতে পারবেন।

এই ফিচার চালু হলে ওয়েচ ট্যাবের পরিবর্তে ভিডিও ট্যাব দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা ভিডিও সরাসরি সম্পাদনা করার নতুন নতুন ফিচার পাবেন।

ফেসবুকের নতুন সম্পাদনা টুলের সাহায্যে ব্যবহারকারীরা ভিডিওতে মিউজিক, ফিল্টার এবং অন্যান্য এফেক্ট যোগ করতে পারবেন। এছাড়াও ফেসবুকের এখন ভিডিও কাট করা, ট্রিম করার পাশাপাশি হেডলাইন ও ক্যাপশন যোগ করার সুবিধা আগের মতই পাওয়া যাবে।

ফেসবুকের নতুন ভিডিও ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই ফেসবুকে ভিডিও সার্চ করতে পারবেন। এই নতুন অপশন শর্টকাট বারেও দেখা যাবে।

মেটা জানিয়েছে, এটি ভিডিওর জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে রিলস, দীর্ঘ ভিডিও এবং লাইভ সবকিছু দেখা যাবে। এই ভিডিও অপশনটি অ্যান্ড্রয়েড অ্যাপে উপরের দিকে এবং আইওএস-এ নিচে প্রদর্শিত হবে।

ADVERTISEMENT

মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুক ফিডে রিল এডিটিং টুলও পাবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় সরাসরি ভিডিওতে অডিও, টেক্সট এবং মিউজিক যোগ করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে ভিডিওর গতি বাড়াতে পারবেন। ভিডিও রিভার্স বা রিপ্লেস করতে পারবেন। অডিও কাস্টমাইজ করার সুবিধাও পাবেন।

24/07/2023

#ইসলামিক

19/07/2023

জান্নাতের এতো মনোহর আয়োজন আদম আলাইহিস সালামের অন্তর থেকে একজন সঙ্গীর শূন্যতা কাটাতে পারেনি৷ একজন হালাল জীবনসঙ্গীর মূল্য কতোটা উঁচুতে, ভাবুন 💚

13/07/2023

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিঃ

পদবিঃ সুপার ভাইজার (সিকিউরিটি গার্ডরা ঠিকঠাক করছে কিনা নজর রাখা)
পদসংখ্যাঃ ১ জন।
ডিউটিঃ সারাদিন (থাকা খাওয়া ও বউ/জামাই ফ্রি)
বেতনঃ ৩০,০০০/-

পদবিঃ সিকিউরিটি গার্ড
পদসংখ্যাঃ ৩ জন।
ডিউটিঃ ৮ ঘন্টা
বেতনঃ ২০,০০০/-
লোকেশনঃ রাঙ্গামাটি সদর।

২০ বছরের পূর্ব অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

বিঃদ্রঃ সুন্দরী মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।

[আমার বাড়িতে ৩টা কাঁচা মরিচ গাছ আছে সেগুলোকে সার্বক্ষণিক পাহারা দিতে হবে। মরিচের কিছু হলে মরিচ প্রতি ১ মাস এর বেতন ভাতা কর্তন করা হবে]

13/07/2023

যার বিয়ে হয়েছে, সে বলছে 'বিয়ে করাটাই তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিলো। কেন যে করতে গেলাম!' আর যারা বিয়ে করেনি, তারা দিনরাত বিয়ে নিয়ে মহাস্বপ্নের জাল বুনে চলেছে।
যার বাচ্চা আছে, সে 'বাচ্চাদের জালায় অস্থির হয়ে যাচ্ছি' বলে দিনরাত অভিযোগ করছে। যার বাচ্চা নেই, সে একটা বাচ্চার জন্য দিনরাত কেঁদেকেটে মরছে।
যার চাকরী আছে সে বলতেছে, চাকরি করা পেইন। প্রতিদিন এক জায়গায় যাওয়া আর একই কাজ করা কি যে বোরিং! আবার, যার চাকরি নাই সে বলতেছে চাকরির অভাবে অনেক কষ্টে আছে।
যার সন্তান পড়াশুনা করতে বিদেশ চলে যাচ্ছে, সে ভাবছে অমুক সাহেব আর যাই হোক, অন্তত সন্তানদের চাইলেই দেখতে পাচ্ছে। আর আমি আমার সন্তানকে চাইলেও দেখতে পারছিনা। আবার যারা সন্তানকে সবসময় কাছে পাচ্ছে, তাদের আফসোস হলো সন্তানগুলোকে এত কষ্ট করে পড়াশুনা করালাম! অমুকের মাথামোটা ছেলেটা পর্যন্ত স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে গেলো, আর আমার ছেলেটা কিনা এখনো দেশেই পড়ে আছে! বিদেশ যাওয়ার কোন ইচ্ছাই নাই! হায়রে কপাল! এত কষ্ট করে এজন্য পড়াশুনা করালাম?
যে ইন্ড্রাস্টিয়াল চাকরি করতেছে, সে বলতেছে টিচিং প্রফেশানই ভালো। অল্প পরিশ্রমেও অনেক টাকা কামানো যায়। যে টিচার সে বলতেছে, কেন শুরুতে ইন্ড্রাস্টিতে ঢুকলাম না, এতদিনে লাখ টাকা বেতন হতো। সারাদিন চিল্লায়ে চিল্লায়ে কথা বলতে বলতে গলা শেষ হয়ে গেলো।
যে বিদেশে আছে সে বলতেছে, দেশে একটা কোনমতে একটা চাকরি করে পরিবারের সাথে আরামে থাকতে পারতাম, হুদাই আসছি বিদেশে। যে দেশে আছে, সে বলতেছে অমুক অমুক বিদেশে গিয়ে কত মর্যাদার জীবন যাপন করতেছে, জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতেছে, আর আমি হতভাগা কোনমতে ছোটখাট একটা জব নিয়ে বসে আছি।"
যার একটা নুন্যতম মাথা গুঁজার জন্য বাসা আছে, সে ভাবছে, 'ধুর! একটা ফ্ল্যাটবাড়িই করতে পারলাম না! অমুক অমুক পর্যন্ত করে ফেললো! আর আমি এই এক পুরানা আমলের ঘর নিয়েই পড়ে থাকলাম সারাজীবন। আবার যে ফ্ল্যাটবাড়ি বানিয়েছে, সে একটা রাত শান্তিতে ঘুমানোর জন্য ছটফট করছে। অন্তরে একটু সুখ পাবার আশায় কত ব্যর্থ চেষ্টাই না করছে! মুভি, গান-বাজনা, সিরিয়াল, জোকস, ফানি ভিডিও কত কিছু! কিন্তু কোনটাই মনকে ভালোভাবে প্রশান্ত করতে পারেনা। সবগুলোই কিছুক্ষণ পর বিরক্তিকর হয়ে যায়। কোনটা দিয়েই অন্তরের অভাব দূর হয়না। লাখ টাকার বিছানায় শুয়ে একটু ভাল করে ঘুমাবে- সেটাও আসেনা। রিক্সাওয়ালার রিক্সায় ঘুমানো দেখে সে কেবল

10/07/2023

- আমি: এই তরকারি দিয়ে আমি ভাত খাব না, ডিম ভেজে দাও.!😛
ডিম ভেজে দেয়ার পর.!😇
-আমি: আম্মু একটু তরকারি দিবা.!🥺😁

06/07/2023

প্রতিবেশী: তোমার বয়সী অনেকেই বিয়ে করছে,
তুমি কবে করবা? 🤨

আমি : আপনার বয়সী অনেকেই মারা গেছে,আমি
কি আপনাকে কিছু বলছি!😒

06/07/2023

রাসূল সাঃ বলেন___

❝কেউ তোমাদের ফুল দিলে তা যেনো প্রত্যাখ্যান করো না, কেননা তা বহনে হালকা ও ঘ্রাণে উত্তম!❞🌸

📚[মুসলিম - ৫৬৮৭]📚

দ্বীনি ঘরানার সবাই মিলে এই অবস্থার পরিবর্তন না ঘটালে সামনে আমাদের জন্য অনেক খারাপ সময় আসছে । আর তাই সবাই মিলে সামাজিক আ...
06/07/2023

দ্বীনি ঘরানার সবাই মিলে এই অবস্থার পরিবর্তন না ঘটালে সামনে আমাদের জন্য অনেক খারাপ সময় আসছে । আর তাই সবাই মিলে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত ।

ডিজাইন : Mansur ahmed shafi

06/07/2023


05/07/2023

Follow this page for more Islamic video💗

03/07/2023

আমাকে একটু কথা পাঠাবেন?
আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।

'ভালোবাসি' পাঠাতে হবে না।
ভালো তো বাসেনই না,
সেটা আমি জানি। টের পাই।

ভালো যে বাসেন না, সেটাই বলে পাঠান।
আমাকে অপছন্দ আপনার, এইটুকু বলে পাঠান।
তবুও একটু কথা পাঠান, প্লিজ!
আমার না–আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে।
খুউব মানে খুউব! 'বিষম ভীষণ' এর মতোন!

#আমায়_তুমি_ফিরিয়ে_নিও_ফুরিয়ে_যাবার_আগে
সালমান হাবীব - কবিতায় গল্প বলা মানুষ

02/07/2023

যেওনা মেঘের মায়া রেখে, বুকভার অভিমান!
চেয়ে দেখো চোখে, কিনেছি তোমার নামে আসমান।

©️ Sagor

02/07/2023

─༅༎•🌺🌸༅༎•─
– কারো সাথে সত্যিকারের সম্পর্কে জড়ালে-🌻
– নিজের ভালো থাকাটা তার ওপর নির্ভর করে!🖤🥀
─༅༎•🌺🌸༅༎•─

02/07/2023

আশেপাশে অনেক-কে বলতে শুনি
“ইসস্ কি বাজে দেখতে!”, “শেষমেষ তোর একে পছন্দ হলো!”, বা “ওদের দুজনকে একদম মানাচ্ছে না” ইত্যাদি ইত্যাদি,🌸

কোনো বস্তু-কোনো জীব-কোনো মানুষ সুন্দর কি না! সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার মনের ওপরে, আপনি তাকে “সুন্দর” স্কেলের কোন পর্যায়ে জাজ করছেন তার উপরে, কারন সৌন্দর্যের আলাদা করে কোনো প্যারামিটার নেই, কোনোদিনও ছিল না,
তাই অনেকসময় একটা মিষ্টি সকালের থেকে একটা নিঝুম গাঢ় রাত অনেকের কাছে সুন্দর বলে মনে হয়, একটা বৃষ্টির ফোঁটাকে গোটা মেঘলা আকাশের থেকে সুন্দর বলে মনে হয়,, খুব সাধারণ একজন মানুষকে সমস্ত বিশ্বের থেকে সুন্দর বলে মনে হয়,

তাই আপনার কাছে যেটা সো কলড “সুন্দর না” ট্যাগ পায়, সেটা কারও না কারও কাছে পাহাড়ের মতো দৃঢ়
বা নদীর মতো স্নিগ্ধ হতেই পারে!🖤

©

02/07/2023

-আন্টি আপনার মেয়ে তো কোনো কাজের না বাড়িতে রেখে কি করবেন.?🙂
-আমাকে দিয়ে দেন.!😉

01/07/2023

সমবয়সী রিলেশনের বিয়ের পর যখন বাচ্চা হয় আর বউ হঠাৎ করে বলে কিরে কোথায় আছিস আয় খেতে আয় তখন বা'প ছেলে দুইজনই ক'ন'ফি'উ'জ'ড যে কাকে ডাকতেছে!🤣
Abdullah Al Arafat

30/06/2023

কুরবানির ঈদেও যারা সালামি চায় এরাই প্রকৃত চাঁদাবাজ,এদের চিনে রাখুন-পুলিশে দিন......

28/06/2023

ফোনের ওয়াইফাই অন করে কারেন্ট আছে কিনা চেক করা আমি🤣

হয়তো তুমি কেবল প্যারাসিটামল বা নাপা খেয়েছো। কয়েক মিনিট পরেই মনে হল তোমার মাথা ব্যথা কমে যাচ্ছে । কিন্তু প্যারাসিটামল কাজ...
24/06/2023

হয়তো তুমি কেবল প্যারাসিটামল বা নাপা খেয়েছো। কয়েক মিনিট পরেই মনে হল তোমার মাথা ব্যথা কমে যাচ্ছে । কিন্তু প্যারাসিটামল কাজ শুরু করতে প্রায় ৩০ মিনিট লাগে।
তাহলে মাথা ব্যাথা কমলো কীভাবে ? ❗
কারণ তোমার মন জানে তুমি ওষুধ খেয়েছো ,তাই এটা ভাল হয়ে যাবে । তোমার বিশ্বাসটাই এখানে কাজে লেগেছে। এটার নাম হচ্ছে 𝗧𝗵𝗲 𝗽𝗹𝗮𝗰𝗲𝗯𝗼 𝗲𝗳𝗳𝗲𝗰𝘁.
মন ও দেহ কিন্তু আলাদা নয়। তুমি বৃষ্টিতে ভেজার পর যদি মনে করো ঠান্ডা লাগবে বা জ্বর আসবে , সম্ভাবনা ৯০% জ্বর আসার। আর যদি এটা তোমার মাথায়ই না আসে তাহলে সম্ভাবনা খুবই কম।
- পজিটিভ বিশ্বাস আমাদের দেহে পজিটিভ প্রভাব ফেলে..!
নিজের উপর পজেটিভ বিশ্বাস রাখো ..!💝🌸

24/06/2023

যারে ভাল্লাগে তারে ধইরা রাখো। নিজের সবটা দিয়া আগলে রাখো। যত্ন নাও, বুকে চাইপা রাখো। সামান্য ঝড়ে ছাইড়ো না। হাত ফসকে গেলে মানুষখান আর হাতে আসে না।
একখান মানুষ হারাইলে আর পাইবা না।🖤🥺

23/06/2023

সাংবাদিক কনক সরওয়ার সাহেব ড: শফিকুল ইসলামকে প্রশ্ন করেন "জামায়াতের সাথে সরকারের গোপন বৈঠকের গুঞ্জন নিয়ে কি বলবেন?"

জবাবে তিনি বলেন, আমরা ঘরে বৈঠক করলেও গোপন বৈঠক নাম দিয়ে গ্রেফতার করা হয়! সরকারের সাথে গোপন বৈঠক করলে তো পুলিশের উচিৎ হবে সরকারকে গ্রেফতার করা!🤣

কেমন দিলেন?

Address

Munshir Hat
Feni
3943

Alerts

Be the first to know and let us send you an email when আল আরাফাত-অন্তরালে চলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল আরাফাত-অন্তরালে চলি:

Videos

Share

Category