Incidents Behind The Scenes

Incidents Behind The Scenes আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
(3)

14/12/2023
09/12/2023

পেজ চালালে একটা সুবিধা বা অসুবিধা সাধারন।
গণহারে টপ ফ্যান হওয়া যায়!

চুপ থাকাটা আমার অক্ষমতা।সম্মতি নয়।
02/12/2023

চুপ থাকাটা আমার অক্ষমতা।

সম্মতি নয়।

21/11/2023

আমাদের দেশের কর্তৃত্বশীলগণ নিজেদেরকে #মুলা হিসেবে আমাদের জন্য ঝুলিয়েছে!
আমাদেরকেও #মুলা মনে করছে!
আমাদের খাওয়াচ্ছেও #মুলা!
আর পরিশেষে দিচ্ছেও #মুলা!
চারিদিকে কেবল #মুলা আর #মুলা

সৈকত মাহমুদ কিরন বলেছে।

দুটোই একই পত্রিকার (টাইম ম্যাগাজিন) প্রচ্ছদ!তবে দুটোর দুই অর্থ।
20/11/2023

দুটোই একই পত্রিকার (টাইম ম্যাগাজিন) প্রচ্ছদ!

তবে দুটোর দুই অর্থ।

19/11/2023

ক্রিকেট এর প্রতি ইন্টারেস্ট থাকলেও ততো আগ্রহ নেই।
কিন্তু ইন্ডিয়ার অহংকার বলে কথা।
এখানে তাদের যেকোন পরাজয় আমাকে আনন্দিত করে।
অপেক্ষায় আছি একটা আনন্দ ও উৎসবের!

আমি এমনটা দেখতে ভালোবাসি।
12/11/2023

আমি এমনটা দেখতে ভালোবাসি।

 #হিজামা! প্রয়োজনে হোয়াটস্ এ্যাপ বা কল করুন ইনশাআল্লাহ্।ইব্‌নু বুহাইনাহ (রাঃ) থেকে বর্ণিতঃ  তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহ...
11/11/2023

#হিজামা! প্রয়োজনে হোয়াটস্ এ্যাপ বা কল করুন ইনশাআল্লাহ্।

ইব্‌নু বুহাইনাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় ‘লাহইয়ে জামাল’ নামক স্থানে তাঁর মাথার মধ্যখানে সিঙ্গা লাগিয়েছিলেন। (বুখারী পর্ব ২৮/১১ হাঃ ১৮৩৬, মুসলিম পর্ব ১৫/১১, হাঃ ১২০৩)

আল লু'লু ওয়াল মারজান, হাদিস নং ৭৫১
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ

আমার জীবনে ২/৩ বার এই সামাজিক উৎসবে শরিক হয়েছিলাম।আপনি?
09/11/2023

আমার জীবনে ২/৩ বার এই সামাজিক উৎসবে শরিক হয়েছিলাম।

আপনি?

BREAKING: The Ministry of Health in Gaza says the death toll of the Israeli genocide campaign in the enclave has climbed...
04/11/2023

BREAKING: The Ministry of Health in Gaza says the death toll of the Israeli genocide campaign in the enclave has climbed to 9,488, with nearly 2,200 others, including children, still unaccounted for beneath the rubble

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍআমি তোমাদের ...
01/11/2023

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

আমি তোমাদের দু’জনকে আল্লাহ্‌র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে।

বুখারী ৪/১১৯, নং ৩৩৭১; ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস থেকে।

আলহামদুলিল্লাহ্
আব্দুল্লাহ্ বিন ফারুক (লাবিব)
মুহাম্মাদ বিন ফারুক (আলিফ)।

ভার্চুয়ালে মুহাম্মাদ বিন ফারুক এর প্রথম ছবি।

ছবির সময় ও তারিখ ২১শে অক্টোবর ২০২২ সকাল ৮:৩৩

হ্যাঁ........!আলহামদুলিল্লাহ্।
30/10/2023

হ্যাঁ........!

আলহামদুলিল্লাহ্।

29/10/2023

প্রযুক্তির উৎকর্ষতায় যেন হারিয়ে না ফেলি তাক্বওয়ার স্বকীয়তা।
====================================

একটা সময় ছিলো, যখন অন্যায় আমাদের হতে অনেক দুরে ছিলো।
অপরাধ বা গুনাহের কাজ করতেও অনেক কষ্টদায়ক ও সময় সাপেক্ষের ব্যাপার ছিলো।

কিন্তু আজ !

প্রযুক্তি উৎকর্ষতায় অপরাধ বা গুনাহের কাজের সর্বোপরি ব্যবস্থা আমাদের শুধু নিকটেই নয় !
একেবারে হাতের মুঠোয় !
--------------------------------------------------------
একটা সময় ছিলো ইলম্ অর্জনের জন্য বা সংগ্রহের জন্য কত দুর-দুরান্ত ভ্রমন করে অনেক কষ্টের বিনিময় আল্লাহ সুবহানু তাআলার অশেষ মেহের বানীতে অর্জন করতে হতো।

কিন্তু আজ !

সময়ের পরিক্রমায় প্রযুক্তির নানাবিধ উৎকর্ষতায় তা আমাদের তা কারও ব্যাগে বা হাতে বা পকেটে।

কষ্টের সেই দিন গুলো যেখানে সুদুর অতিত।

++++++++++++++++++++++++++++++++

এই প্রযুক্তির উৎকর্ষতা মুত্তাকিগন শুধু জাহান্নামের আগুন হতে মুক্তি এবং মহা নেয়ামাত জান্নাত কামনার জন্যই নিয়ন্ত্রিত ব্যবহার করে ইনশাআল্লাহ।

*******************************************

আল্লাহ সুবহানু তাআলার সৃষ্টির মধ্যে হালাল ও উত্তম জিনিষই ব্যবহারের মাধ্যমে তাঁর নিকট ক্ষমা ও জান্নাতের প্রত্যাশা করি।

আল্লাহ আমাদের কবুল করুন।

আমীন।।।

অনেক অনেক আগের পোষ্ট।

আমার অন্য আইডি হতে কপি করা।

কি ক্যাপশন দেবো?
28/10/2023

কি ক্যাপশন দেবো?

এই চাহনি আমাকে লজ্জিত করে।আমাকে আহত করে।আমাকে উগ্র করে।তবে আমি আমার সামর্থের ব্যাপারে আমি জানি।আলহামদুলিল্লাহ্।দোআ কেবল ...
26/10/2023

এই চাহনি আমাকে লজ্জিত করে।

আমাকে আহত করে।

আমাকে উগ্র করে।

তবে আমি আমার সামর্থের ব্যাপারে আমি জানি।

আলহামদুলিল্লাহ্।

দোআ কেবল রবের নিকটেই।

with Saif Islam Sumon

 আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শরিকা লাহু  ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুলুহ্।
23/10/2023



আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শরিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রসুলুহ্।

এই গাছের সাথে বটগাছের আচরনের সাথে বর্ণবাদী ইয়াহুদি রাষ্ট্রের পুরাই মিল যেন!
20/10/2023

এই গাছের সাথে বটগাছের আচরনের সাথে বর্ণবাদী ইয়াহুদি রাষ্ট্রের পুরাই মিল যেন!

আমি যা পারি,আমি যা করি নাই।আমরা যা পারি,আমরা যা করিনাই।তারা যা করে,তারা যা করে নাই।ফ্যাক্ট আত্বসমালোচনা।
18/10/2023

আমি যা পারি,
আমি যা করি নাই।

আমরা যা পারি,
আমরা যা করিনাই।

তারা যা করে,
তারা যা করে নাই।

ফ্যাক্ট আত্বসমালোচনা।

Palestine 🇵🇸

মাশাআল্লাহ্বারাকাল্লাহ্ছাতার বড়ই প্রয়োজন বৃষ্টি হলে বা আসলে ।আর বৃষ্টির মধ্যে ছেড়ে দিলে তো কথাই না !বৃষ্টি দেখায় বাপ বেট...
17/10/2023

মাশাআল্লাহ্
বারাকাল্লাহ্

ছাতার বড়ই প্রয়োজন বৃষ্টি হলে বা আসলে ।
আর বৃষ্টির মধ্যে ছেড়ে দিলে তো কথাই না !

বৃষ্টি দেখায় বাপ বেটা একসাথে।

হ্যাঁ এটাই এখন সেখানে সাধারন।আগেও হতো, তবে এখন তাতে পেয়েছে উৎখাত মাত্রা।
15/10/2023

হ্যাঁ এটাই এখন সেখানে সাধারন।
আগেও হতো, তবে এখন তাতে পেয়েছে উৎখাত মাত্রা।

আমি জালিম অভিশপ্ত ইয়াহুদি জাতি ও তার রাষ্ট্রের অস্তিত্বের বিপক্ষে। ফটো ক্রেডিট  Ismail Ali
12/10/2023

আমি জালিম অভিশপ্ত ইয়াহুদি জাতি ও তার রাষ্ট্রের অস্তিত্বের বিপক্ষে।

ফটো ক্রেডিট Ismail Ali

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
04/10/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

ঋণ গ্রহনের পর তা পরিশোধ না করার মজা ও সুবিধে মনে হয় বাংলাদেশই নাম্বার ওয়ান।আচ্ছা,আমাদের বৈদেশিক ঋণ যেন কত।হিসেবে তো সেটা...
02/10/2023

ঋণ গ্রহনের পর তা পরিশোধ না করার মজা ও সুবিধে মনে হয় বাংলাদেশই নাম্বার ওয়ান।
আচ্ছা,
আমাদের বৈদেশিক ঋণ যেন কত।
হিসেবে তো সেটা এখনও ঋণ খেলাফির পরিমান হতেও কম হওয়ার কথা।

কিছু বিষয় থাকে, যা বলা যায় না,কিছু ব্যাপার আছে, যা প্রকাশ পায়না।কিছু মুহুর্ত আছে, যা সবাই দেখে না,কিছু অনুভুতি আছে, যা শ...
01/10/2023

কিছু বিষয় থাকে, যা বলা যায় না,
কিছু ব্যাপার আছে, যা প্রকাশ পায়না।
কিছু মুহুর্ত আছে, যা সবাই দেখে না,
কিছু অনুভুতি আছে, যা শেয়ার করার মতো না।
কিছু কথা আছে, যা লুকিয়ে রাখাতেই নিরাপদ,
কিছু অনুরাগ থাকে, যা সহজেই অনুমেয়।
কিছু ভাষা আছে, বোবার মতই লাগে।

কিছু ঘটনা আছে, যা অন্তরালেই বেশী ঘটে।
কিছু ঘটনার অন্তরালেই থাকে, ঘটনার মূল্য।

সেল্ফিতে নাকি বিজয়ের সুবাস পাওয়া যায়, সেল্ফিতেই নাকি শত অভিযোগের সুরাহা হয়ে যায়, সেল্ফিতে নাকি সম্পর্ককে মূল্যায়ন করা হয়...
27/09/2023

সেল্ফিতে নাকি বিজয়ের সুবাস পাওয়া যায়,
সেল্ফিতেই নাকি শত অভিযোগের সুরাহা হয়ে যায়,
সেল্ফিতে নাকি সম্পর্ককে মূল্যায়ন করা হয়।

জানিনা সত্যতা।
তবে সেল্ফিতো কেবল সেল্ফি।
সম্পর্ক সেটা তো অন্তরের ভিতরে থাকে।
থাকা না থাকা যেখানে কর্ম আর ভালোবাসায় জড়ানো।

অবসর তো নেই!
ফুসরৎ যেখানে বিজলী বাতির মতো।
তবুও সেই ঝটিকা সময়ে একটু ঝলকানি (ক্লিক)।
স্থান বুড়িগঙ্গা নদীর পাড়।
২৫ শে আগষ্ট ২০২৩ বিকেল ৫টার পর।
আমাদের এক বড় ভাইয়ের ছেলের বিয়ের দাওয়াতে অংশগ্রহনের ফাঁকে।

সাথে আছে Hamja Esmayel nurul islam & Mukhter Ahmed.

25/09/2023

আখিরাতের প্রয়োজনে এই পৃথিবীতে প্রতিটা মানুষের জন্যই একটি পরিক্ষা।
আমার জীবনও সেই পরিক্ষার অন্তর্ভুক্ত।
কেউ পাশ করে, কেউবা ফেল।
কেউ পরিক্ষাকেই জয় করে, কেউবা হয় পরাজিত।
কেউবা পরিক্ষায় পাশ করে আখিরাতকে করে নেয় পুরুস্কার প্রাপ্তির মধ্য দিয়ে।
কেউ বা সেই পরিক্ষাকেই অস্বীকার করে আখিরাতকে করে নেয় চরম যন্ত্রনাদায়ক আজাবের শাস্তির পুরুস্কার।
সবই তাক্বদীরের ফয়সালা।
সবই রবের করুনা, দয়া আর ভালোবাসা।
বান্দা যে যেটা নেয় সেটা তার কর্মের ফলাফল।
সৌভাগ্যবানেরাই কেবল দুনিয়া ও আখিরাতের হাসানা অর্জন করতে পারে।
দুর্ভাগ্যদের জন্য কেবল অনুশোচনাই আছে, নেই কোন মুক্তি,সময়কে সময় মতো মূল্যায়ন না করায়।

রবের কাছে কামনা আমার ও আমাদের,
তিনি যেন আমাকে ও আমাদেরকে কোন পরিক্ষায় না ফেলে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নেন।
আমীন।

১৪ই মে ২০২১ হতে

23/09/2023

📚একটি ঘুমের গল্প📚
ইমাম বুখারী (আল্লাহ তার প্রতি রহম করুন এবং তাকে ক্ষমা করুন) কীভাবে মারা যান?

ইমাম আল-বুখারী তার জীবনের শেষ দিকে পূর্ব ইসলামী বিশ্বের শহরগুলোর শাসকদের কাছ থেকে বিশেষভাবে প্রচণ্ড নিপীড়নের শিকার হয়েছিলেন; অর্থাৎ নিশাপুর, বুখারা, সমরকন্দ.. এর শাসকদের পক্ষ থেকে।

তার মৃত্যুর অনেক কারণের মধ্যে কয়েকটি হচ্ছে,

1- তিনি শাসকের প্রাসাদে এসে তাদের সন্তানদের পড়াতে অস্বীকার করেন। তিনি সুলতানদের কাছে যেতে অস্বীকার করলেন এবং বললেন:
“যেখানে জ্ঞান দেওয়া হয় সেখানে আসতে হয়, জ্ঞান কারো দরজায় যায় না।”
2- কিছু লোক তার খ্যাতি ও সুনামকে হিংসা করত।
এছাড়াও আরো ছিল অন্যান্য কারণ..

ইমাম বুখারী যখন 62 বছর বয়সে উপনীত হন, তখন তিনি নিশাপুরের শাসকের কাছ থেকে হিংসার শিকার হয়েছিলেন। ইমামকে শাসক সেখান থেকে বের করে দিয়েছিলেন। তিনি সেখান থেকে বোখারার উদ্দেশ্যে চলে যান।

কিন্তু শীঘ্রই বুখারার শাসক তার খ্যাতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং নিশাপুরের শাসকের কাছ থেকেও বার্তা আসে যে ইমামকে বোখারা থেকেও বহিষ্কার করা প্রয়োজন, যেমন তাকে পূর্বে নিশাপুর থেকে বহিষ্কার করা হয়েছিল।

শহরের শাসনকর্তার দূত ইমাম বুখারীর বাড়িতে পৌঁছে তাকে জরুরীভাবে শহর ছেড়ে চলে যেতে বলেন। নির্দেশ ছিল যে "এখন" তাকে শহর ছেড়ে চলে যেতে হবে, ইমামের বইগুলো সাথে সংগ্রহ করে নেয়ারও সময় নেই। তার বই এবং সেগুলি সাজানোর সুযোগ নেই। তাই তিনি শহর ছেড়ে তার উপকণ্ঠে একটি তাঁবুতে তিন দিন অবস্থান করেন। সেখানে তিনি তার বইগুলি সামঞ্জস্য করেন ও সাজিয়ে রাখে?!

অতঃপর ইমাম আল-বুখারী সমরকন্দ শহরের দিকে চলে গেলেন, কিন্তু তিনি নিজে শহরে প্রবেশ করেননি, বরং ইব্রাহিম বিন মাকিলের সাথে তার আত্মীয়দের অতিথি হওয়ার জন্য খারতাঙ্ক নামক একটি গ্রামের দিকে রওনা হন।

ইমাম যে বাড়িতে থাকতেন সেই বাড়ির দরজায় শাসকের বাহিনী পৌঁছাতে বেশি সময় লাগেনি, এই সময় সমরকন্দের শাসকের কাছ থেকে তাদের মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়েছিল যে, ইমাম বুখারীকে সমরকন্দ ও এর গ্রাম ত্যাগ করতে হবে!!

এটি ছিল ঈদুল ফিতরের রাত, কিন্তু নির্দেশ ছিল যে তাকে ঈদের পরে নয় "এখন" বাইরে চলে যেতে হবে। ইমামের ভয় ছিল যে তিনি তার আত্মীয়দের কোনো ক্ষতির কারণ হবেন যারা তাকে সম্মান করেছিলেন, তাই তিনি বের হয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। তার ছাত্র ইব্রাহিম বিন মাকিল সফরের সব ব্যবস্থা করলেন। তার জন্য বই তার প্রথম বাহণের উপরে এবং দ্বিতীয়টি ইমামের চড়ার জন্য তিনি প্রস্তুত করেন।

তারপর ইবনে মাকিল ইমাম বুখারীকে বাইরে নিয়ে আসতে শুরু করেন। যখন তারা সওয়ারী পশুর দিকে হাঁটতে থাকেন তখন প্রায় 20 কদম চলার পর ইমাম বুখারী আরও বেশি ক্লান্ত বোধ করেন, তাই তিনি ইবনে মাকিলকে বললেন তাকে বিশ্রামের জন্য কয়েক মিনিট সময় দিতে।

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাস্তার পাশে বসলেন, তারপর ঘুমিয়ে পড়লেন... মাত্র কয়েক মিনিট কেটে গেছে যখন ইবনে মাকিল ইমামকে জাগাতে চাইলেন, তিনি দেখতে পেলেন যে তার আত্মা আল্লাহর কাছে চলে গেছে, সর্বশক্তিমান আল্লাহ তার প্রতি রহম করুন।

ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1 শাওয়াল, 256 হিজরিতে ঈদুল ফিতরের রাতে রাস্তার পাশে মারা যান। তাকে এক শহর, তারপর আরেক শহর অতঃপর তৃতীয় শহর থেকে বহিষ্কার করা হয়েছিল। তখন তার বয়স ছিল 62 বছরের কিছু বেশি। তিনি কেবল নির্ভর করেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

আজ হয়ত সে সময়কার নিশাপুর, বুখারা এবং সমরকন্দের শাসকদের নাম অনেকেই জানে না... কিন্তু সবাই জানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহকে...

আল্লাহ ইমাম আল-বুখারীর প্রতি রহম করুন এবং নবী, সিদ্দীক, শহীদ ও নেককারদের সাথে জান্নাতে তাকে জায়গা করে দিন।

📚ইমাম যাহাবী, সিয়ারু আ’লামিন নুবালা।

শায়েখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ্ এর পেজ হতে।

  গত কয়েক দিন যাবৎ সোস্যাল মিডিয়া/মেইনস্ট্রিম মিডিয়া উভয় প্লাটফর্মেই এক আলোচিত চরিত্র Tanzim Hasan Sakib।কেন আলোচনা কি ন...
21/09/2023




গত কয়েক দিন যাবৎ সোস্যাল মিডিয়া/মেইনস্ট্রিম মিডিয়া উভয় প্লাটফর্মেই এক আলোচিত চরিত্র Tanzim Hasan Sakib।
কেন আলোচনা কি নিয়ে আলোচনা এটা এখন সবার জানা কথা।
তার ফেসবুক আইডির কিছু পুরোনো পোষ্ট এই আলোচনার সুত্র।
তবে সুত্রপাত সে পাদপ্রদীপে আসে ভারতে সাথে বাংলাদেশের ক্রিকেট খেলায় জয়ে অসাধারন ভুমিকা রাখার জন্য, আর সে কারনে বাম/তথাকথিত মুক্তমনা প্রগতশীল নামের ইসলাম ও মুসলিম বিদ্বেষীরা তার আইডি নক করতে থাকে এবং তাদের মাথা নষ্ট করার মত কারন বের করে আনে।
অথচো এই পোষ্টগুলো সময়ের স্রোতে প্রায় হারিয়ে যাওয়ার মতো পর্যায়ে চলে গিয়েছে।
কিন্তু তথাকথিত সেই সুশীল মনাদের প্রভুদের যখন পরাজয় হলো ক্রিকেট নামক এক তামাশার বিনোদনে।
তখনই তারা তা সামনে নিয়ে আসলো।
আর সেই তথা কথিতদের পোষ্ট গুলোও আমাদের মতো কিছু সরল চালাক বোকারা সামনে নিয়ে আসলো প্রতিবাদের নামে।
ফলাফল দুটো,
এক তারাও ভাইরাল হলো।
আর সেই বন্যায় তানজীমের ফেসবুক পোষ্টের উদ্দেশ্যও সফল হলো।
মানুষ জানতে পারলো, তানজীমের মানহাজ, জানতে পারলো তার তাওহীদ প্রীতি, জানতে পারলো তার সুন্নাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য।
জানতে পারলো তার ইসলাম প্র্যাক্টিসিংয়ের বর্তমান হাল হাকিকত।

তার অতীতের পোষ্টগুলোকে সামনে নিয়ে এসে তথাকথিত প্রগতিশীলরা (ইসলামি আদর্শের বিরুদ্ধবাদী) প্রমান করতে চাইলো তানজীম ধর্মীয় মৌলবাদের নামে নারী বিদ্ধেষ প্রকাশ করছে, আর তাদের এহেন প্রচারনায় তানজীমদের অভিভাবক সংস্থা আবার সুকৌশলে সেই সব তথাকথিতদের পক্ষ নিয়েই তানজীমকেই জেরা করলো, দেখলো না যে মাধ্যমে এই পোষ্টগুলো দেয়া সে মাধ্যমেই সেই পোষ্টের গ্রহনযোগ্যতার পার্সেন্টেজ।
এখানেই বুঝা যায় বাঁধার সুত্র/রশি কোথায় বাঁধা।
ইসলাম বিদ্ধেষই কেবল উদ্দেশ্য নই, ইসলাম নির্মুলই এই এজেন্ডার মৌলিক কর্মসূচি।
তানজীমকে দিয়ে বুঝাতে চাচ্ছে দেখো আমরা কি করতে পারি।

এই বিষয় নিয়ে আমাদের বক্তব্যও হচ্ছে।
তানজীম যা বলেছে।
সেটা কিন্তু তার কথাই নয়, এটা আদর্ষিক কথা,(অবশ্যই একজন সিনিয়র গ্রহনযোগ্য ও মানসম্পন্ন আলিমের বক্তব্য)।
তানজীম কেবল ফেরি করেছে, যেমনটা ইসলামী আদর্শের দায়ীগন করে থাকে।
তানজীমকে হারিয়ে দিতে গিয়ে আজ তারাই হেরে গিয়েছে।
নারী বিদ্ধেষের নামে অসত্য তথ্য প্রচার করতে গিয়ে আজ তাদের স্বরুপই প্রকাশ পেয়ে গিয়েছে।
বিষয়টি আরও ভালো লেগেছে এই সময় তার সতীর্থ ও দ্বীনি ভাই বন্ধুরা এমন ভাবে এগিয়ে এসেছে যে, তার বিষয়ে তার অভিভাবক সংস্থা তথাকথিতদের কথাকেই একমাত্র কথা জিসেবে গ্রহন করতে দ্বিধান্বিত হয়েছে এবং সেটা তাদের কাজেই প্রকাশ পেয়েছে।
আমরা চাই তানজীম এগিয়ে যাক এই পথচলায় আগের হতে আরও দুর্দমনীয় রুপে, ইসলামে রাজসিক পদচারনা হোক আহলুল ইলমদের সাহচর্যে আরও শাণীত রুপে।
তাদের এই পরিবর্তন একটা বার্তা দিচ্ছে সবাইকে, আর সেটা হলো

"সালাফিয়াত মানহাজ বাতিলকে কেবল নাড়িয়েই দেয়না, একেবারে সমুলে ধ্বংস করেই ছাড়ে, শির্ক বিদআতের ত্রাস সালাফি মানহাজ।
হিংসাও তৈরী করে দিচ্ছে মাজহাবী ভাইদের এমন উত্থান দেখে সহিহ আকিদার।
মৌলিক ইসলাম মানেই সালফে সালেহীনদের নীতি আদর্শিক ইসলাম।
বিশুদ্ধ ভাবে দ্বীন বুঝতে মানতে চাইলে ফিরে যেতে সালাফদের পথেই।
এটা শুধু বিজয় নয়, এটা শির্ক বিদআতের বিরুদ্ধে বিদ্রোহ, যার চুড়ান্ত ফলাফল কেবল বিশুদ্ধ ঈমান ও আমাল ও তাক্বওয়ার মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উচ্চতর আসনে প্রবেশ করা।
আল্লাহ্ সুবহানু তাআলা আমাদের কবুল করুন সালাফদের সাথে।
আমীন।

মোবারকবাদ মৃত্যুঞ্জয়, মিরাজ, শরিফ সহ যারা এই সময় তাকে নিরঙ্কুশ সাপোর্ট সাহস ও সান্তনা দিয়েছে।
ভালোবাসা নিবেন আপনারা।

Faruq Hassan Akash

মেহরাব হোসেন জুনিয়র।বাংলাদেশ জাতীয় ও লোকাল ক্রিকেটার হিসেবে হয়তো তেমন বিখ্যাত না।তবে ব্যাক্তি হিসেবে তাকে আমি চিনি সেই ২...
10/09/2023

মেহরাব হোসেন জুনিয়র।

বাংলাদেশ জাতীয় ও লোকাল ক্রিকেটার হিসেবে হয়তো তেমন বিখ্যাত না।
তবে ব্যাক্তি হিসেবে তাকে আমি চিনি সেই ২০১১ সাল হতে।
তার বাসায় শায়খ আকরামুজ্জামান এর একটি প্রোগ্রামের সুবাধে তার শাইনপুকুরের বাসায় যাওয়া হয়েছিলো।
যদিও জানতাম না সেখানে শায়েখের ক্লাসের ব্যাপারে।
আবু সুমাইয়া মতিউর রহমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মিরপুর শেওরাপাড়া হতে মুহাম্মাদপুর আলআমীন মাসজিদে জুমআ পড়ার জুনিয়রের ব্যক্তিগত গাড়ীতে করে তার বাসায় যাওয়া হয়।
সেখানে দুপুর হতে প্রায় এশা পর্যন্ত সেখানে থাকা হয়েছিলো।
এরপরও তার সাথে কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে।
তবে বেশ কয়েক বছর যাবৎ দেখা সাক্ষাৎ নেই, আজ ফেসবুকে মাধ্যমে জানতে পারলাম তার বর্তমান কাজের বিষয়টি।
আমি জানতাম সে লন্ডনে আছে।
যাই হোক, আল্লাহ্ সুবহানু তাআলা তাকে ও তার পরিবারকে নিরাপদ রাখুন, বিশুদ্ধতার সাথেই রাখুন এবং পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনকে পরিচালিত করার তাওফিক দান করুন, সাথে আমাদেরকেও।

মেহরাব ভাই ও তার ফ্যামিলি বিশেষ করে মায়ের কথা জানি, তারা কিন্তু সহিহ আকিদা তথা সালাফি মানহাজের ভাই।

Faruq Hassan Akash

রক্ত দান করা একটি সামাজিক কর্মসুচির অন্তর্ভূক্ত। এই কাজটি আমার সব সময় করা হয়ে উঠেনা। তারপরও চেষ্টা করি তথ্য দিয়ে সহযোগিত...
08/09/2023

রক্ত দান করা একটি সামাজিক কর্মসুচির অন্তর্ভূক্ত। এই কাজটি আমার সব সময় করা হয়ে উঠেনা। তারপরও চেষ্টা করি তথ্য দিয়ে সহযোগিতা করতে। ইনশাআল্লাহ্ চেষ্টা করবো উভয় কাজেই পাশে থাকতে।

আসুন , আমরা অসুস্থদের সেবার অংশ হিসেবে রক্ত দান কর্মে নিজেদেরে নিয়োজিত করে সমাজ কল্যানেেএগিয়ে আসি।

অসুস্থদের খোঁজ নেয়া ও তাদের সেবা করাটা ইসলামি আদর্শ ।

Faruq Hassan Akash

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্
06/09/2023

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্

Address

Narayanganj
Fatulla
1400

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 18:00 - 23:00
Friday 19:00 - 22:00
Saturday 18:00 - 22:00
Sunday 18:00 - 22:00

Telephone

+8801748752751

Alerts

Be the first to know and let us send you an email when Incidents Behind The Scenes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Incidents Behind The Scenes:

Videos

Share


Other Digital creator in Fatulla

Show All