Ishika Jahan

Ishika Jahan যদি বন্ধু হও তবে হাতটা বাড়াও 🌹

30/10/2024

শীত আমার ভালো লাগে
হয়না ঝড় বৃষ্টি,
ভাপা পিঠা খেজুর রস
খেতে ভারী মিষ্টি,
কুয়াশা ঘেরা গ্রামের পরিবেশ
জোড়ায় দুই দৃষ্টি,
ফুলকপি পাতাকপি শীতের সবজি
বিধাতার অপরুপ সৃষ্টি।

28/10/2024

আকাশ বাতাস হয়ে আসছে ঝাপসা
সাঝ সকালে দেখা মিলে কুয়াশা
হাওর বাওরে অতিথি পাখির দেখা মিলে সহসা
এই বুঝি প্রকৃতি দিচ্ছে শীতের আগমনী বার্তা

23/10/2024

মজাদার আলুর নাস্তা

22/10/2024

এক মেঘাচ্ছন্ন বিকেলে একটা ভয়া*বহ ঘূর্ণিঝড় আমার হৃদয়ে আঘাত হেনেছে, ক্যাটাগরি ৫ টাইপের এই শক্তিশালী ঘূর্ণিঝড় মুহুর্তেই আমার হৃদয়কে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, আমি নিঃস্ব সর্বস্বান্ত হয়েছিলাম, সেই থেকে আজ অবধি কারো মনের উপকূলে বাসা বাধিনা।

19/10/2024

দুপুর থেকে সন্ধ্যে অবধি রিমঝিম বৃষ্টি হওয়ার পর এখন চট্টগ্রামে কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে, ফ্যান না চালিয়ে বসে আছি তারপরেও শীত শীত লাগছে, তবে কি বৃষ্টি আপু শীত নামিয়েছে, আহা খুব ঘুম পাচ্ছে।

19/10/2024

চট্টগ্রামের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা, বৃষ্টি হচ্ছে রিমঝিম দুপুর ১২টা থেকে এখন অবধি বিকেল চারটা, চারদিকে শীতল ঠান্ডা বাতাসে স্নিগ্ধ পরিবেশটা, আবার মাঝে মধ্যে বিকট বজ্রে কেঁপে উঠছে আকাশটা।

04/10/2024

বড়ই মেঘাচ্ছন্ন ডার্ক স্কাই
চট্টগ্রামে আজ রোদের দেখা নাই,
একটু করে দেখা মিললেও রোদের
পরক্ষণে আবার নাই,
মেঘ রোদের লুকোচুরিতে
বৃষ্টি আসে যায় 💧

03/10/2024

আধো রৌদ আধো বৃষ্টি
ওয়েদারটা ভারী মিষ্টি,
মিঠি মিঠি ঠান্ডা বাতাস
পরিষ্কার আজ চট্টগ্রামের আকাশ।

02/10/2024

গুড়ি গুড়ি বৃষ্টি
কখনওবা ভারি বর্ষণ
এই নিয়ে চলছে
চট্টগ্রামের জীবন যাপন
থাকতো যদি প্রিয়জন
ফোনে করতাম আলাপন
গল্প করে কাটিয়ে দিতাম
এই বৃষ্টি ভেজা দিন ক্ষণ।

30/09/2024

আমি বাতাসে হেলে পড়া
এক রক্তজবা ফুল,
আমার দুপাশ শূণ্য
নাই কোনো কূল,
আমি ছেড়া স্যান্ডেলের
পাতলা ফিতা,
ফুটপাতের ধুলোবালিতে
ঠাই আমার,
কেউ বুঝেনা আমার মনের ব্যাথা।

30/09/2024

এক পশলা বৃষ্টি
ঝরে গেলো সন্ধ্যায়,
শীতল এক প্রশান্তি অনুভব হচ্ছে
মনেরি আঙিনায়,
আল্লাহ সত্যিই মহান
উনি বুঝেন বান্দারা কি চায়,
তাইতো ভালোবাসি পরম দয়ালু
হে রাব্বুল আলামিন তোমায় ❤️

21/09/2024

গরীবের জ্যান্ত ইলিশ

22/05/2024

বৃষ্টি তুই কই গেলি
আয়না একটু ভিজি
আকাশের সাথে তুর কি
ঝগড়া হয়েছে বুঝি?
এই গরমে তুর একটু
শীতল পরশ খুজি
রাগ অভিমান ভেঙে সবি
আয়না চলে আজি 💧

11/08/2023

এলাকার বিয়ে বাড়ি

22/03/2023

ঈদ মোবারক 🌙

22/09/2022

বাবার মতো দায়িত্বশীল আর মায়ের মতো যত্নশীল পৃথিবীতে আর কাউকে পাবেন না।

Address

Chittagong
Fatikchari

Alerts

Be the first to know and let us send you an email when Ishika Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category