হ্যালো বাগান বাজার

হ্যালো বাগান বাজার বাগান বাজারের সবকিছু এখানে।
লাইক,ফলো ও কমেন্ট করে সাথে থাকুন।
(2)

ব্রেকিং নিউজ #ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের হেয়াকো  বাজার থেকে,  বুধবার সন্ধ্যায়  এক বিশেষ অভি...
20/12/2023

ব্রেকিং নিউজ #
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ২ নং দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজার থেকে, বুধবার সন্ধ্যায় এক বিশেষ অভিযানে অস্ত্র সহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়। এতে অভিযান পরিচালনা করেন অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান।

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন রাস্তার মোড়ে  দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে দুইজন নিহত ও একজনকে গুরুতর আহত অবস...
05/12/2023

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন রাস্তার মোড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে দুইজন নিহত ও একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। নিহতদের নাম আলমগীর ও রুবেল। নিহত দুজনে বাড়ী দাঁতমারা ইউনিয়নের বালু টিলার জিলতলী বলে জানা গিয়েছে।

ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাত...
30/11/2023

ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, মনোনয়নপত্র দাখিল করেন প্রয়াত রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি।

চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনের জন্য, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ...
30/11/2023

চট্টগ্রাম -২ ফটিকছড়ি আসনের জন্য, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি।

ব্রেকিং নিউজ #ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। আজ (২৯ নভেম্...
29/11/2023

ব্রেকিং নিউজ #
ফটিকছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

আজ (২৯ নভেম্বর) বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব স্বেচ্ছায় পদত্যাগ করলে পদটি শূন্য করে স্থানীয় সরকার বিভাগ।

ব্রেকিং নিউজ #ফটিকছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগকরেছেন।
29/11/2023

ব্রেকিং নিউজ #
ফটিকছড়ি উপজেলার বর্তমান চেয়ারম্যান
এইচ এম আবু তৈয়ব ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগকরেছেন।

চট্টগ্রাম জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হলে যারা
26/11/2023

চট্টগ্রাম জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হলে যারা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং থেকে এক নবজাতকের লাশ উদ্ধার।গতকাল সকাল ৯ টায় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশ থেকে ...
26/11/2023

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং থেকে এক নবজাতকের লাশ উদ্ধার।

গতকাল সকাল ৯ টায় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের পাশ থেকে ব্যাগ ভর্তি অবস্থায় স্থানীয় জনতা একটি নবজাতকের লাশ দেখতে পায়। পরে স্থানীয় জনগণ ৯৯৯ কল দিলে ফটিকছড়ি থানা পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে নিয়ে যায়। ব্যাপারে পুলিশ কর্মকর্তা বলেন ময়না তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্দি কাশি থেকে সেরে উঠতে কিছু ঘরোয়া উপায়**********************************************ঠান্ডা লাগা বা সর্দি হওয়া আমাদে...
26/11/2023

সর্দি কাশি থেকে সেরে উঠতে কিছু ঘরোয়া উপায়
**********************************************

ঠান্ডা লাগা বা সর্দি হওয়া আমাদের জন্য খুবই সাধারণ একটি বিষয়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—যে কোনো মৌসুমে এ সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ঠান্ডা-সর্দি অনেক দিন থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে দ্রুতই সেরে যায়।

সাধারণত ঋতু বদলের সময় ঠান্ডা-সর্দির মতো উপসর্গগুলো অনেকের ক্ষেত্রে মাথাচাড়া দিয়ে ওঠে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এ সমস্যা আরও জটিল আকার ধারণ করে। হালকা তাপমাত্রার তারতম্য ও দূষণের প্রভাব সামলানো তাদের ক্ষেত্রে বেশ মুশকিল হয়ে যায়।

সর্দির লক্ষণগুলো কী কী?

ঠান্ডা-সর্দির বেশ কিছু লক্ষণ থাকে, যেগুলো শিশু ও প্রাপ্তবয়স্কদের একই রকম হয়ে থাকে। সেগুলো হলো নাক বন্ধ হওয়া, সর্দি থাকা, গলাব্যথা, মাথাব্যথা, মাংসপেশিতে ব্যথা, কাশি, হাঁচি, জ্বর, কানে ও মুখে চাপ অনুভব করা, স্বাদ ও ঘ্রাণের অনুভূতি কমে আসা।

সর্দি কেন হয়?

বিশ্বের সবচেয়ে বেশি হওয়া রোগগুলোর মধ্যে একটি হচ্ছে ঠান্ডা-সর্দি। এ রোগের কারণ হলো ভাইরাসের সংক্রমণ। একসময় ধারণা করা হতো, সর্দি হওয়ার একমাত্র কারণ ছিল একটি বিশেষ গোত্রের ভাইরাস। পরে আশির দশকে সে ধারণা বদলে যায়। তখন বিজ্ঞানীরা নিশ্চিত হন, সাতটি গোত্রের ভাইরাসের কারণে সর্দি হয়ে থাকে।

শীতের সময় এ ভাইরাসগুলো দ্রুত সংক্রমিত বা ছড়িয়ে পড়ার মতো পরিবেশ পায়। তাই এ সময়টাতে মানুষের সর্দি হওয়ার আশঙ্কা থাকে বেশি। সর্দি থাকা অবস্থায় সংক্রমণকারী জীবাণু নাসারন্ধ্রের ভেতরে মিউকাস লাইনিং অতিক্রমের মাধ্যমে প্রবেশ করে। এতে নাসারন্ধ্রের ভেতর অতিরিক্ত সর্দি জমা হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘রাইনোরেয়া’ বলা হয়।

ঘরোয়া উপায়ে সেরে উঠুন ঠান্ডা-সর্দির হাত থেকে

সাধারণত কয়েক দিনের মধ্যেই ঠান্ডা-সর্দি ভালো হয়ে যায়। তবে কয়েকটি ঘরোয়া উপায়ে স্বাভাবিকের চেয়ে আরও দ্রুত সময়ে এ সমস্যা দূর করা সম্ভব। চলুন, একনজরে উপায়গুলো জেনে নেওয়া যাক—

গরম পানির ভাপ

সর্দির সমস্যায় ভুগলে প্রথমেই গরম পানির ভাপ বা স্টিম ইনহেল করা প্রয়োজন। যদি সমস্যা বেশি হয় তাহলে দিনে ২-৩ বার এ গরম পানির ভাপ নিতে পারেন। যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে, তাদের পোস্ট নেজাল ড্রিপিং হয় এবং সেই পানি গলায় প্রবেশ করে কাশির সমস্যা আরও বাড়িয়ে দেয়। এ ক্ষেত্রে স্টিম ইনহেলেশন ভালো কাজ করে।

পানীয় তৈরি করুন

আদা, কাঁচা হলুদ, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ আর মেথি একটি পাত্রে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিন। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিন। এরপর কয়েক মিনিট রেখে দিন। তীব্র গরম ভাব কেটে গেলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে চায়ের মতো পান করুন। এতে খুশখুশে কাশি থাকলে তো কমবেই, সেই সঙ্গে ইনফ্লামেশনও চলে যাবে।

তরল পানীয় পান করুন

সর্দি কমাতে সারা দিন গরম পানি পান করতে পারেন। সেই সঙ্গে স্যুপ, আদা ও মধু দেওয়া চা খেতে পারেন। তবে শরীরে আর্দ্রতার যেন কোনো ঘাটতি না হয়, সেদিকেও নজর রাখতে হবে।

গার্গল করুন

গরম পানি গার্গল করলে সর্দি অনেকটা কমে যায়। এ জন্য লবণ দেওয়া গরম পানি দিয়ে সকালে ও রাতে গার্গল করুন। এতে সর্দি কমার পাশাপাশি গলার খুশখুশে ভাব কেটে যাবে।

আমলকী বা লেবু খান

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি। তাই আমলকী বা লেবুর মতো ফল প্রতিদিন নিয়ম করে খেলে সর্দি থেকে মুক্তি মিলতে পারে।

পেঁয়াজ

সর্দির সমস্যা দূর করার জন্য পেঁয়াজ হতে পারে একটি কার্যকর উপাদান। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার সঙ্গে শরীরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করে দেয়। একটি পাত্রে কয়েক টুকরো পেঁয়াজ কেটে তাতে মধু মেশান। এরপর সারারাত পাত্রটি ঢেকে রাখুন। সকালে খালি পেটে এর থেকে বেরিয়ে আসা সামান্য তরলটুকু পান করলেই উপকার মিলবে।

তুলসী পাতা

তুলসী পাতাকে অনেক রোগের ওষুধ হিসেবে ধরা হয়। বিশেষ করে সর্দি-কাশিতে তুলসী পাতা বেশ উপকারী একটি উপাদান। প্রথমে তুলসী পাতা ও আদা একসঙ্গে গরম পানিতে ফুটিয়ে নিন। এবার গরম পানিতে কয়েক ফোঁটা মধু মিশিয়ে চায়ের মতো পান করুন। অতিরিক্ত ঠান্ডা লাগলে মিশ্রণটি দিনে দুবার পান করলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলুন

যে কোনো ঠান্ডাজাতীয় খাবার এড়িয়ে চলুন। যেমন : দই, শরবত ও আইসক্রিম—এসব খাবার খেলে সর্দি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
সূত্র : এই সময়

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসন থেকে, এবারের নৌকার মাঝি হলেন , প্রয়াত রফিকুল আনোয়ার এর কন্যা খাদিজাতুল আনোয়ার সনি।          ...
25/11/2023

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসন থেকে, এবারের নৌকার মাঝি হলেন , প্রয়াত রফিকুল আনোয়ার এর কন্যা খাদিজাতুল আনোয়ার সনি।

24/11/2023

ফটিকছড়ি উপজেলার ভূজপুরজপুর থানাধীন, ১ নং বাগানবাজার ইউনিয়নের আধার মানিক বাজারে ২৪/১১/২০২৩ ইং ভোর বেলায় একসাথে চারটি দোকানের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

ফটিকছড়ির বাগান বাজারে পাহাড় কাটার দায়ে দুজন মহিলার ১ মাসের কারাদণ্ড।"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""...
22/11/2023

ফটিকছড়ির বাগান বাজারে পাহাড় কাটার দায়ে দুজন মহিলার ১ মাসের কারাদণ্ড।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
আজ ২২/১১/২০২৩ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদাইয়া পাথর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভূমি ও এক্সি ভিটি ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। তাৎক্ষণিক পাহাড় কাটার দায়ে আটক করা হয় দুজন নারীকে, আটককৃত নারীরা দায় স্বীকার করলে তাদেরকে ভূমি আইন মোতাবেক, মোবাইল কোর্টের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা হলেন উদাইয়া পাথর এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাশেদা আক্তার ও শারমিন আক্তার। তাছাড়া আরও তথ্যের ভিত্তিতে মোহাম্মদ ইউনুস, আরিফুল ইসলাম, আবুল কালাম, জোহরা, নুরুল আমিন, নুরুল করিম, সাঈদ মেম্বার, আলমগীর, শাজাহান, লিটন সহ আরো অজ্ঞাতনামা ব্যক্তির নামে বন বিভাগকে মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছেন । অভিযান চলাকালীন সময় আরো উপস্থিত ছিলেন ভূজপুর থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তা বৃন্দ। এ ব্যাপারে ভূমি অফিসার আরো বলেন ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।

(সবাই লাইক , শেয়ার কমেন্ট করে পাশে থাকুন , এবং আমাদের পেইজটি বন্ধুদের ইনভাইট করুন)

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসন থেকে কি হচ্ছে এবার নৌকার মাঝি? আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে।
22/11/2023

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসন থেকে কি হচ্ছে এবার নৌকার মাঝি?
আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে।

22/11/2023

মাশাল্লাহ,
নতুন কারিকুলামে সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কি শেখানো হচ্ছে তা নিজেই দেখে নিন, আর ভেবে দেখুন এই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানরা ভবিষ্যতে কি হতে পারে?

ব্রেকিং নিউজ #ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন,বালুটিলা এলাকার নুরপুর গ্রামের সৌদি আরব  অবস্থানরত, ওমর ফারুকের বাড়িতে গ্...
21/11/2023

ব্রেকিং নিউজ #
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন,বালুটিলা এলাকার নুরপুর গ্রামের সৌদি আরব অবস্থানরত, ওমর ফারুকের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি , তবে বসতঘর সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ওমানে নিভে গেল আরেক প্রবাসী জীবন প্রদীপ"""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""""""...
07/11/2023

ওমানে নিভে গেল আরেক প্রবাসী জীবন প্রদীপ
"""""""'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""""""""""'''''''''''''"""""
ওমানের বারকা চায়না মার্কেট (গোল্ডেন ড্রাগ্রন মার্ট) এর বিপরিতে মৃত অবস্থায় ওই প্রবাসীকে পড়ে থাকতে দেখে অন্য প্রবাসীরা।তার বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারের পশ্চিম পাশে, নাম জেবল আলী

১ নং বাগানবাজার ইউপির মতিন নগরের বাসিন্দা ও চিকনছড়া বাজারের পল্লী চিকিৎসক দুলাল চন্দ্র শীলকে আজ সকালে ব্যক্তিগত বিরোধের ...
02/11/2023

১ নং বাগানবাজার ইউপির মতিন নগরের বাসিন্দা ও চিকনছড়া বাজারের পল্লী চিকিৎসক দুলাল চন্দ্র শীলকে আজ সকালে ব্যক্তিগত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করেছেন তার প্রতিবেশী । আহত দুলাল চন্দ্র শীল রামগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার পরিবার সূত্রে জানা গেছে, তারা দাঁতমারা পুলিশ তদন্তকেন্দ্রে অভিযোগ করেছেন।

ব্রেকিং নিউজ #ফটিকছড়ি উপজেলা পরিষদের  চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব গুরুতর অসুস্থ, বর্তমানেউন্নত চিকিৎসার জন্য চট্...
02/11/2023

ব্রেকিং নিউজ #
ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব গুরুতর অসুস্থ, বর্তমানে
উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি ফটিকছড়ি বাসির নিকট দোয়া চেয়েছেন , আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

ব্রেকিং নিউজ #১নং বাগানবাজার ইউনিয়নের অন্তর্গত চিকনছড়া বাজারের ব্যসায়ী মোঃ ছাদেক মিয়ার লাশ অত্র ইউনিয়নের  মাদারতলী জাম...
01/11/2023

ব্রেকিং নিউজ #
১নং বাগানবাজার ইউনিয়নের অন্তর্গত চিকনছড়া বাজারের ব্যসায়ী মোঃ ছাদেক মিয়ার লাশ অত্র ইউনিয়নের মাদারতলী জামে মসজিদের টয়লেটে ভিতরে দরজা লাগানো অবস্হায় উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।

এবার বাংলাদেশীদের জন্য  পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার নতুন ভিসা বন্ধ করলো ওমান সরকার!
31/10/2023

এবার বাংলাদেশীদের জন্য পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার নতুন ভিসা বন্ধ করলো ওমান সরকার!

ব্রেকিং নিউজ #গাজীপুরে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক, পুলিশের গুলিতে নিহত হয...
30/10/2023

ব্রেকিং নিউজ #
গাজীপুরে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক, পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় উত্তর ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দীন...
28/10/2023

বিএনপির মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় উত্তর ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জসিম উদ্দীন মেম্বার, সদস্য মো: কাসেম মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ আবদুল হক, সদস্য সচিব মোঃ লোকমান,যুবদল কর্মী রুবেল, তাঁতী দল কর্মী সুমন
সহ মোট ৬ জন কে ডেমরা থানা পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরন করে।।

৬ নেতার গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির
আহবায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার (অবঃ)
বিবৃতিতে জানান গ্রেফতারকৃত সকল নেতাদের
আইনী প্রক্রিয়াতে দ্রুত মুক্ত করা হবে।

ব্রেকিং নিউজ #এবার জামালপুরের মাদারগঞ্জে  করইছড়া ইউনিয়নের পশ্চিম জটিয়ায় সাবিনা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লা...
19/10/2023

ব্রেকিং নিউজ #
এবার জামালপুরের মাদারগঞ্জে করইছড়া ইউনিয়নের পশ্চিম জটিয়ায় সাবিনা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর লাস উদ্ধার করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা হতে পারে।

বাগান বাজার ইউনিয়নের চিকনছড়ার বাংলাবাজার  নামক স্থানে রামগড় থানায় কর্মরত কনস্টেবল সাজ্জাদ (স্টাফ নং ১৬৯৪) ৭৪ বোতল ফে...
18/10/2023

বাগান বাজার ইউনিয়নের চিকনছড়ার বাংলাবাজার নামক স্থানে রামগড় থানায় কর্মরত কনস্টেবল সাজ্জাদ (স্টাফ নং ১৬৯৪) ৭৪ বোতল ফেনসিডিল সহ জনতার হাতে আটক হন। জনতা তাকে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করলে ১ নং বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু তাকে ভূজপুর থানায় সোপাদ্য করে। আটকৃত কনস্টেবল সাজ্জাদ নাটোর জেলায় বড়ইগ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে । রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

10/10/2023

হাজীগঞ্জে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে প্রবাস ফেরত স্বামীকে গলা কেটে হত্যা!
ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেখুন।

13/07/2023

জরুরী ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি।

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম।  'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জা...
14/05/2023

বৈদ্যুতিক বাতির আবিস্কারক বিজ্ঞানী টমাস আলভা এডিসন এর একটি গল্প পড়েছিলাম। 'মাদারস লাভ ফর এ বয়' গল্পটির কাহিনি অনেকেই জানেন। তারপরও আজকে এই ছবিটি দেখে, সেই গল্পের কথা মনে পড়ে গেল।

এডিসন পড়াশোনাতে বেশ দূর্বল ছিলেন। পরীক্ষায় খাতায় তেমন ভালো করতে পারেননি। ফলে তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, 'চিঠিটা যেনো খোলা না হয়। সোজা মায়ের হাতে দেয়া হয়।

এডিসন মায়ের হাতে চিঠি দিলেন এবং চিঠিতে কি লেখা কৌতুহলবশত মায়ের কাছে জানতে চাইলেন।

তার মা আওয়াজ করে এডিসনকে শুনিয়ে বললেন,‘আপনার পুত্র খুব মেধাবী, এই স্কুলটি তার জন্য অনেক ছোটো এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই। দয়া করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন।'

তারপর থেকে তিঁনি মায়ের কাছেই শিক্ষা নেওয়া শুরু করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হবার পর টমাস আলভা এডিসন হয়ে উঠেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, শিল্পপতি এবং মার্কেটিং জগতে সফল উদ্যোক্তা। কিন্তু তাঁর মা সেসময় বেঁচে ছিলেন না। হঠাৎ একদিন পুরানো কাগজ নাড়তে থাকেন। ভাঁজ করা এক কাগজের দিকে চোখ আটকে যায়। চিঠিটি খুলে দেখেন সেই পুরানো স্কুলের চিঠি। আবেগতারিত হয়ে যান। মনের ক্যানভাসে ভেসে উঠে সেসব দিনের কথা।

সেই চিঠিতে লেখা ছিল- ‘আপনার সন্তান স্থূলবুদ্ধিসম্পন্ন, সে এই স্কুলের উপযুক্ত নয়, আমরা কোনোভাবেই তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না’।

তারপর এডিসনের চোখ ভিজে যায়! তাঁর মায়ের কথা ভীষণ মনে হয়। ডাইরীতে লিখে রাখলেন তখন,‘টমাস আলভা এডিসন মানসিক অসুস্থ এক শিশু ছিলেন কিন্তু তার মা তাকে শতাব্দীর সেরা প্রতিভাবান মানুষ হিসেবে গড়ে তুলেছেন।’

এই ছবিটি কে তুলেছেন জানা নেই।

তবে জানা আছে মায়ের ভালোবাসার কথা। এই সন্তানকে গড়তে মায়ের অকৃত্রিম ভালোবাসা আর সংগ্রামের কথা। মায়েরা সন্তানকে এভাবেই গড়ে তোলেন!

একজন সাহসী, সংগ্রামী, মমতাময়ী
সব মায়েরা যেনো এমনি।

স্যালুট মা ❤️ copy post

চান্দিনায় ২ মাসের বাচ্চা  কোলে নিয়ে শপিং করতে গেছে মা  কিন্তু মায়ের কোলে বাচ্চা মরে আছে, বুঝতে পেরেছে শপিং শেষ হওয়ার প...
15/04/2023

চান্দিনায় ২ মাসের বাচ্চা কোলে নিয়ে শপিং করতে গেছে মা

কিন্তু মায়ের কোলে বাচ্চা মরে আছে,
বুঝতে পেরেছে শপিং শেষ হওয়ার পর।😭😥 #আফসোস
ফেইসবুকে নিউজফিডে দেখলামঃ
কুমিল্লা'র চান্দিনায় ২ মাসের বাচ্চা নিয়ে শপিং।
মায়ের কোলে বাচ্চা মরে আছে, নিজের কোলের শিশু মৃত্যুর পরে ডাক্তারের কাছে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করে ডাক্তার !!

রেফারেন্সঃ Debidwar Barta-24

আহারে শপিং...

আজ কুমিল্লাতে তাপমাত্রা ৪০ ডিগ্রী, মায়ের অসতর্কতায় আজ শিশুটি ইন্তেকাল করলেন।

12/04/2023

আজ
১ নং বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজুর উদ্যোগে এই প্রথম বাগানবাজার ইউনিয়নের ১৩৫ জন ইমাম এবং ১২০ জন মুয়াজ্জিনকে সম্মাননা প্রদান প্রদান করা হয়, এতে চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু বলেন, ইমামরাই সমাজের মুরুব্বী তাই ইমামদের সম্মান করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির গ...
11/04/2023

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

10/04/2023

ফটিকছড়ির বাগান বাজারে হেঁয়াকো সংলগ্ন আমতলি এলাকায় ছেলের অত্যাচারে পালিয়ে বেড়াচ্ছে মা,
মায়ের সংবাদ সম্মেলন

ছেলের নির্যাতনে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মা! বিচার দিলেন ভান্ডারী-তৈয়বের কাছে

নিজের পেটে ধরা সন্তানের নির্যাতনের শিকার হয়ে বসতঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ফটিকছড়ির এক মা। বিচার চাইলেন সংসদ সদস্য নজীবুল বশর মাইজভান্ডারি ও উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বের কাছে।

১০ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে ছেলে কর্তৃক নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন মা নুর জাহান বেগম।

সংবাদ সম্মেলনে নুর জাহান বেগম বলেন, সাত সন্তানের মধ্যে চতুর্থ নুর মোহাম্মদ মনা সকল সম্পত্তি নিজের নামে লিখে দিতে তাকে চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়াতে মনা ক্ষিপ্ত হয়ে নিজের মা ও বড় ছেলের বউকে মারধর করে।
এতে ক্ষ্যান্ত হয় নি মনা। মোটর সাইকেল দিয়ে বড় বউকে হত্যা চেষ্টাও করে বলে অভিযোগ করেছেন নুর জাহান।

এমপি ভান্ডারী ও উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বের সাথে সু সম্পর্কের প্রভাব দেখিয়ে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালানোর অভিযোগ এনে তাঁদের কাছে মনার অপকর্মের বিরোদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান নুর জাহান বেগম।

একটি শোক সংবাদ  #১ নং বাগানবাজার ইউনিয়নের  সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম (প্রকাশ তজু চেয়ারম্যান) আজ (৮/৪...
08/04/2023

একটি শোক সংবাদ #
১ নং বাগানবাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম (প্রকাশ তজু চেয়ারম্যান) আজ (৮/৪/২০২৩) দুপুর ২ টা ১৫ মিনিটের সময়ে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

মিরেরশ্বরাই থানার করেরহাট ইউনিয়নের কয়লা নামক এলাকা থেকে ১২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
26/03/2023

মিরেরশ্বরাই থানার করেরহাট ইউনিয়নের কয়লা নামক এলাকা থেকে ১২০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

ফটিকছড়ির বালুটিলায় দুর্বৃত্তের হাতে যুবক খুন!ফটিকছড়ি উপজেলার  ২নং দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় পূর্ব বিরোধের জের ধর...
25/03/2023

ফটিকছড়ির বালুটিলায় দুর্বৃত্তের হাতে যুবক খুন!

ফটিকছড়ি উপজেলার ২নং দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে মাসুদ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মাসুদ বালুটিলা এলাকার সাবেক সেনা সদস্য মরহুম সাইদুর রহমানের ছেলে এবং দাতঁমারা ইউনিয়ন আ,লীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাবুর ভাই।

শনিবার দিবাগত রাত তারাবির নামাজের পর বালুটিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী এবং তাঁর প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা আকতার হোসেন এর সাথে নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর পরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা আকতার হোসেনসহ কয়েকটি বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত মাসুদ ইউছুফ আলী মেম্বারের সমর্থক।পুলিশ ঘটনাস্হল থেকে শামীম মিয়াজী নামে একজনকে আটক করেছে। সে আকতার হোসেনের চাচাত ভাই। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্হা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

"মানবিক সাহায্যের আবেদন"""""""""""""""""""""""""""""""""""""নাজমুল হোসেন,গ্রাম:- মধ্যম পানুয়াপোস্ট :-চিকনছড়াথানা:- ভূজ...
13/03/2023

"মানবিক সাহায্যের আবেদন"
""""""""""""""""""""""""""""""""""""
নাজমুল হোসেন,
গ্রাম:- মধ্যম পানুয়া
পোস্ট :-চিকনছড়া
থানা:- ভূজপুর
ফটিকছড়ি, চট্টগ্রাম।
গত ৯/০৩/২৩ ইঃ তারিখে ফেনী লালপোল নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, আর্থিক সংকটের কারণে তার পরিবার চিকিৎসা চালিয়ে যেতে অক্ষম, কারণ তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জন কারী ব্যক্তি, পরিবারে তার মা, বোন, স্ত্রী এবং দুই সন্তান রয়েছে, একমাত্র উপার্জনকারী ব্যক্তি হাসপাতলে ভর্তি থাকার কারণে তার পরিবারের সদস্যরা ও মানবেতার জীবনযাপন করছে। ইতিমধ্যে ডাক্তার বলেছে তার যদি পর্যাপ্ত চিকিৎসা না হয় তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। এমতাবস্থায় রোগীর উন্নত সুচিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশে ও প্রবাসের, হৃদয়বান, দাতা, দানবীর, ধনাঢ্য, বিত্তবান, দানশীল, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের নিকট আর্থিক সাহায্য-সহায়তা প্রদানের জন্য, উদাত্ত আহ্বান জানিয়েছেন।
রোগীর সাথে যোগাযোগ
📲01823529296
বিকাশ পার্সোনাল,
সাইফুল ইসলাম
👉01627367256

( এলপিজি দাম  বৃদ্ধির কারনে )হেয়াকো থেকে যে সব সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি করা হয়েছে নিম্নে দেওয়া হল।১. হেয়াকো-বারৈয়ারহাট ...
06/03/2023

( এলপিজি দাম বৃদ্ধির কারনে )
হেয়াকো থেকে যে সব সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি করা হয়েছে নিম্নে দেওয়া হল।

১. হেয়াকো-বারৈয়ারহাট ৬০ টাকার পরিবর্তে ৭০ টাকা ( কয়লা,বালুটিলা, এই গুলোতে কোন ভাড়া বৃদ্ধি হয়নি)

২.হেয়াকো-শান্তিরহাট ২৫ টাকার পরিবর্তে ৩০ টাকা।( ঢালারমুখ,দাঁতমারা, বটতলি পূর্বের ভাড়া)

৩. হেয়াকো-কাজিরহাট ৬০ টাকার পরিবর্তে
৭০ টাকা।

৪. হেয়াকো - বিবিরহাট সদর ৯০ টাকা পূর্বের ভাড়া থাকছে।

তথ্য সূত্রে হেয়াকো সিএনজি সমিতি।

নাজিরহাট-কাজিরহাট-হেঁয়াকো আঞ্চলিকসড়কে যাতায়াত নিয়ে যা বললেন ওসি ভূজপুর, হুবহু উল্লেখ করা হলোঃভূজপুর থানার সম্মানিত নাগরি...
05/03/2023

নাজিরহাট-কাজিরহাট-হেঁয়াকো আঞ্চলিক
সড়কে যাতায়াত নিয়ে যা বললেন ওসি ভূজপুর, হুবহু উল্লেখ করা হলোঃ

ভূজপুর থানার সম্মানিত নাগরিকবর্গ,
আস্সালামু আলাইকুম।
০৪/৩/২০২৩ খ্রি. থেকে ০৭/৩/২০২৩ খ্রি. পর্যন্ত সময়ে ভূজপুর থানাধীন নাজিরহাট-কাজিরহাট-হেঁয়াকো আঞ্চলিক মহাসড়ক ও আশ-পাশ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট অফিসারদের ফায়ারিং অনুশীলনের জন্য সময় নির্ধারিত আছে। এসময় এ সড়কে চলাচলকারী সম্মানিত নাগরিকদের সতর্কতার সাথে চলাচল করার জন্য বিনীত অনুরোধ করছি।

এটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়মিত প্রশিক্ষণ।

ভীতি নয়, সতর্কতা অবলম্বন করি।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করি।

অনুরোধসহ
অফিসার ইনচার্জ
ভূজপুর থানা, চট্টগ্রাম।

সুখবর! সুখবর! সুখবর!আপনি কি প্রবাসে থাকেন? আপনি কি ইমো, হোয়াটসঅ্যাপ , মেসেঞ্জার ,ব্যবহার করে ফ্যামিলির সাথে যোগাযোগ করত...
04/03/2023

সুখবর! সুখবর! সুখবর!

আপনি কি প্রবাসে থাকেন? আপনি কি ইমো, হোয়াটসঅ্যাপ , মেসেঞ্জার ,ব্যবহার করে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছেন না?

আপনি কি নেটওয়ার্ক সমস্যার কারণে আপনার ব্যবসা-প্রতিষ্ঠান, অফিস কিংবা নিজ বাড়ির ভেতর থেকে ইন্টারনেট ব্রোজিং করতে সমস্যা হচ্ছে , দুর্বল মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে দেশ-বিদেশ থেকে ঘরে বসে আপনার স্বজনদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কথা বলতে পারছেন না , আর এ সমস্যা থেকে মুক্তি দিতে পানুয়াতে এসে গেল নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ , আপনিও চাইলে নিতে পারেন আপনার বাড়িতে অফিসে কিংবা দোকানে, আর অনায়াসে কথা বলুন ইমো, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে , দেশেও প্রবাসে থাকা আপনার স্বজনদের সাথে। ঘরে বসে করুন অফিস কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ড । তাহলে আর দেরী কেন!

নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিতে আজই যোগাযোগ করুন
ডা: আনোয়ার হোসেন
📲 +8801817777885

Address

Fatickcheri
4440

Website

Alerts

Be the first to know and let us send you an email when হ্যালো বাগান বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হ্যালো বাগান বাজার:

Videos

Share

Nearby media companies


Other Fatickcheri media companies

Show All