কাগজের ফুল

কাগজের ফুল really life

07/09/2024
07/09/2024

এদিকে রাখালেরই কি খুব সুখে দিন কাটছিল? পরী চলে যাবার পর থেকে ঘর-দোর অগোছালো, ছেলেকে সে না পারে ঠিকভাবে খাওয়াতে, না পারে ঘুম পাড়াতে। এক বুড়ি দাই দেখাশোনা করে বলেই কোনমতে বাঁচিয়ে রাখতে পেরেছে। যাবার সময় পরী তার উপর রাগ করে গেছে। সেটাই স্বাভাবিক, তা বলে সে একবারও ভাবলো না তার কোলের ছেলেটির কথা। আর কি সে ফিরে আসবে কোনদিন! রাখাল ভাবে আর অভ্যাসমত ছেলেকে কোলে করে রোজই এসে বসে থাকে সরোবরের তীরে, সেই গাছটির তলায়। তার আজকাল আর বাঁশি বাজানোতেও মন নেই।

সেদিনও অমনি বসে আছে সরোবরের তীরে, হঠাত মনে হলো, আকাশ থেকে কে যেন একটা নামছে। প্রথমে ঈগলপাখি ভেবে বাচ্চাকে কোলে নিয়ে লুকোতে যাচ্ছিল, তারপর বুঝতে পেরেই তার চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এ যে ছোটপরী। রাখাল ভাবলো পরী বোধহয় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে। রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরীর দিকে এগিয়ে গেল।

কিন্তু একি করছে ছোট পরী, সে মাটিতে নেমে ডানাজোড়া প্রথমে খুলে রাখল। তারপর কোত্থেকে একটা চকমকি বের করে তা ঠুকে আগুন জ্বালালো। তারপর পাখাজোড়াটাকে নিয়ে সেই দৃঢ়ভাবে সেই আগুনে ফেলে দিল।

‘একি, একি করলে তুমি’, ছুটে এলো রাখাল, জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকাল পরীর দিকে। ‘আর তো তুমি ফিরে যেতে পারবে না’।

‘আর আমি যেতে চাইও না; এখানে তুমি আছো, আমার ছেলে আছে, আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়েই আনন্দে থাকতে পারব না।’ বলে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিল ছোটপরী।

তারা পরম নিশ্চিন্তে হাঁটা দিল গ্রামের পথে। পিছনে পুড়ে ছাই হতে থাকলো পরীর ডানাজোড়া।

02/02/2024

আল্লাহ আমার সমস্যা গুলো আমার থেকে ভালো জানেন সুতরাং আমাকে ক্ষমা করুন এবং আমার জন্য যা ভালো হয় তা আমাকে দান করুন আমিন

12/10/2023
02/08/2023

"মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে
কখনো ভাবিনি তুমি চলে যাবে
এভাবে রেখে আমায় একাকী
আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে
খুঁজে তোমায় পেতেই হবে
অস্তিত্ব তুমি আমার"

#সেই_তুমিটাকে কি এখনো খুঁজে বেড়াও তুমি সবসময়? তোমার হাতটি ধরে জীবনের এত সময় রাঙিয়ে দেয়া মানুষটা কেন ছাড়লো তোমার হাত? সে ফিরে এসে ক্ষমা চায় যদি, মায়ামুখটার দিকে তাকিয়ে কি বুকে টেনে নেবে তাকে?

#জুড়াও_তোমার_হৃদয়

27/07/2023

নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তা দুই লাইনের গল্প মাত্র ,প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তা কেউ ভুলে যাই আর আমরা তো সাধারন মানুষ....আমি স্বার্থপর নই!শুধু তাদের থেকে দূরে থাকি যাদের কছে আমার কোন মূল্য নেই I তর্কের চেয়ে নীরবতা ভালো,প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো I আমিও মুখের উপর জবাব দিতে পারি কিন্তু আমার মন বলে, না থাক তার অনেক খারাপ লাগবে........

05/03/2023

My heart
22/12/23

তাজ জন্ম ২২/০২/২০২৩
23/02/2023

তাজ জন্ম ২২/০২/২০২৩

Address

S M TAINURJAHAN
Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when কাগজের ফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাগজের ফুল:

Videos

Share