নিস্তব্ধ-Silentツ

নিস্তব্ধ-Silentツ আপনার লাইক আমাদের অনুপ্রেরণা

22/08/2023

আপনাকে দেখে হৃদয়ে মুচকি হাসে🙂
সেই আপনার অবহেলায় কষ্টের সাগরে ভাসে 🙁

31/03/2023

কারো প্রতি এতটা প্র'ত্যা'শা করতে নেই যতটা প্র'ত্যা'শা করলে তোমাকে আ'ফ'সো'স করতে হয়।
থাকুক না কিছু চাওয়া অ'পূ'র্ণ।
না পাওয়ার মাঝে ও স্ব'স্তি আছে প্রিয়!

30/03/2023

মাঝে মাঝে আমার
মরে যাবার মতোন মন খারাপ লাগে।
এই যেমন এখন হচ্ছে।
চারপাশে এত হৈচৈ!
এত মুখ, মানুষ, কোলাহল!
অথচ আমার ভেতর জুড়ে
কী ভীষণ রকম মন খারাপের ভার!

এমন হলে আমার অসহায় লাগে খুব!
কারন অন্যকে বোঝানোর মতো এইসব
মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ থাকে না।
বুকের ভেতর কেবলি দীর্ঘশ্বাসের টান!
কেবলি একলা লাগার শূন্যতা!

এই দীর্ঘশ্বাসের দৈর্ঘ্য কিংবা শূন্যতা তো
ব্যাখ্যা করে বোঝানো যায় না।
আমি তাহলে কি বলবো
কি করে বুঝাবো যে,
ঠিক কতটুকু মন খারাপ হলে
মরে যেতে ইচ্ছে করে মানুষের!

30/03/2023

- জীবন থেকে একটা জিনিস খুব ভালো ভাবেই শিখেছি।😊

- চাইলেই সবার প্রিয় মানুষ হওয়া যায় না।🙃💔🥀

তুমি যার জন্য কাঁদো,সে তোমার গল্প অন্যকে বলে হাসে!   By Forhad's Workツ
30/03/2023

তুমি যার জন্য কাঁদো,
সে তোমার গল্প অন্যকে বলে হাসে!


By Forhad's Workツ

ভালোবাসি বলে সব মেনে নিই আর তুমি ভাবো আমি সস্তা?'😅💔
30/03/2023

ভালোবাসি বলে সব মেনে নিই আর তুমি ভাবো আমি সস্তা?'😅💔

30/03/2023

একদিন হয়ে যাব চুপ
হয়ে যাব ঢেউহীন নদীর মতন,
ঢেউ নেই যার, স্রোত নেই যার;
কী হবে নিয়ে তার পাড়ের যতন!

30/03/2023

fb.com/stars

30/03/2023

কিছু মা!নুষ আমাকে বড্ড বেশি ভালোবাসে😒

কিন্তু তাদের প্রয়োজনের সময়...!🥀🥺

30/03/2023

- আমার থেকে যদি কেউ তোমাকে বেশি
ভালো বাসতে পারে।🙂

- তাহলে তুমি আমাকে ভুলে যেও!😊💔🥀

30/03/2023

🍂 প্রিয়..!

🌏✍ ধৈর্য ধরতে হবে কিছুটা সেভাবে, যেভাবে রোজা রাখি এবং জানি যে মাগরিবের আযান হবেই।😊💛

30/03/2023

আমরা সেই লেভেলের স্টুডেন্ট

যাদের পড়াশোনা করতেও ইচ্ছা করে না আবার ছাড়তেও ইচ্ছা করে না

29/01/2023

- কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে..✋

- হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো..🙂

29/01/2023

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।

কাউকে গায়ের রং দেন নি।
কিন্তু মায়াকাড়া চেহারা দিয়েছেন।

কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেন নি,
কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছেন।

কাউকে মেধা দিয়েছেন,
আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ।

কাউকে টাকা-পয়সা দেননি,
কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা।

কাউকে কিছুই দেননি,
কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন।

কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য্য।

আবার কাউকে দিয়েছেন,অগাধ দুঃখ নিয়ে ও
সব পরিস্থিতি হাসিমুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

আবার কাউকে কিছু না দিয়ে,দিয়েছেন মানসিক শান্তি।

সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না,কাউকেই নিরাশ করেন না।

একদিক না একদিকে ঠিকই পূর্ণ করে দেন।
তাই আপনি যেমনই হন না কেনো,আফসোস না করে।

অবশ্যই রবের প্রতি সর্বাস্থায় শুকরিয়া আদায় করুন।

আলহামদুলিল্লাহ।🌸❤

Address

Faridpur

Telephone

+8801873710709

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিস্তব্ধ-Silentツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category