Faridpur City

Faridpur City Faridpur City is a cultural and social organization which started its journey in 2012
(415)

Faridpur City Page & Faridpur Live Group Helping Faridpur Finding Blood Donors, Finding Missing Persons and Objects Working for the Disadvantaged also find tourist place

মনোরম পরিবেশ।স্থান: বাইপাস সড়ক সংলগ্ন ।
20/02/2025

মনোরম পরিবেশ।
স্থান: বাইপাস সড়ক সংলগ্ন ।

ফরিদপুর শহরে এই মুহূর্তে জ্যামের চিত্র গুগল ম্যাপে।লাল চিহ্নিত স্থানগুলোতে জ্যাম
20/02/2025

ফরিদপুর শহরে এই মুহূর্তে জ্যামের চিত্র গুগল ম্যাপে।
লাল চিহ্নিত স্থানগুলোতে জ্যাম

নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর।
20/02/2025

নদী গবেষণা ইনস্টিটিউট, ফরিদপুর।

দিনটি সবার ভালো কাটুক।
20/02/2025

দিনটি সবার ভালো কাটুক।

কবি হুমায়ুন কবির এর বাড়ি বাড়িটি কবিরবাগ নামেই বেশি পরিচিত , যা বর্তমানে সাজেদা  কবীরউদ্দীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় হিসে...
19/02/2025

কবি হুমায়ুন কবির এর বাড়ি
বাড়িটি কবিরবাগ নামেই বেশি পরিচিত , যা বর্তমানে সাজেদা কবীরউদ্দীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচালিত হচ্ছে। ফরিদপুর পৌর সভার শতবর্ষ পূর্তীতে বাড়িটি ফরিদপুরের নারী শিক্ষার প্রসারের জন্য হুমায়ুন কবির এর পরিবার বর্গ হুমায়ুন কবির এর মৃ*ত্যুুর পরে তার পিতা মাতার স্মৃতি রক্ষার্থে ফরিদপুর পৌরসভার নিকট ২৬ ডিসেম্বর ১৯৬৯ সালে উৎসর্গ করেন।
এমন চমৎকার বাড়ি এখন ফরিদপুর শহরে আর ২য়টি দেখতে পাওয়া যায় না। বাড়ির সামনে ছিলো শান বাধানো পুকুর ঘাট। নান্দনিক ভাবে বাড়িটিকে নির্মাণ করা হয়েছিলো ততকালীন সময়ে।
হুমায়ুন কবির ছিলেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক। তাঁর জন্ম ফরিদপুর সদর উপজেলার কোমরপুর গ্রামে। তার পিতা ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট খান বাহাদুর কবিরুদ্দিন আহমদ।
হুমায়ুন কবির দুই দফায় অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আধুনিকতার ছোয়ায় দিন দিন নান্দনিকতা হারিয়ে যাচ্ছে আমাদের শহর থেকে আধুনিকতার ভীড়ে এখনও টিকে আছে এমন কিছু স্থাপত্য।
এই দূর্লভ ছবিটি তুলেছেন ফটোগ্রাফার জনাব মন্টু সরকার, যার ক্যামেরায় বন্দি আছে ফরিদপুরের এমন হাজারও ঐতিহাসিক স্থানের চিত্র।
ফরিদপুরকে দেখুন,ফরিদপুরকে জানুন
স্থানঃ আলীপুর,ফরিদপুর সদর।

এ সমস্ত বাড়িগুেলোই ফরিদপুর শহরকে একটা সময় শহরের রুপ দিয়েছিলো। ‘‘নূর মহল’’ নামটা কি চমৎকার তাই না?পাশেই অবস্থিত আরও একটি ...
19/02/2025

এ সমস্ত বাড়িগুেলোই ফরিদপুর শহরকে একটা সময় শহরের রুপ দিয়েছিলো। ‘‘নূর মহল’’ নামটা কি চমৎকার তাই না?
পাশেই অবস্থিত আরও একটি ভবন যদিও উক্ত ভবনটির নাম জানতে পারিনি। তবে পাশাপাশি দুটি ভবনই বেশ সুন্দর দেখতে। যখন আশে পাশে কোনও উচু ভবন ছিলো না তখন এসব ভবনগুলোই আমাদের শহরের আভিজাত্যকে লালন করেছে। আজও কিছু পুরনো বাড়ি টিকে আছে আমাদের শহরে। মাঝে মাঝে এসব অট্টালিকার সামনে দিয়ে হেটে গেলে দাড়িয়ে যাই আর তাকিয়ে ভাবি কি পরিবর্তন হয়েছে আমাদের ফরিদপুর শহরের। বাড়ির সামনের দেয়ালে বিজ্ঞাপনগুলো না থাকলে আরও ভালোভাবে সৌন্দর্য ফুটে উঠতো।
ফরিদপুরকে দেখুন,ফরিদপুরকে জানুন।

19/02/2025

#ফেইসবুকে নতুন আপডেট।

• বর্তমান লাইভ ভিডিও ৩০ দিন পর অটো ডিলিট হয়ে যাবে।

• পূর্বের লাইভ ভিডিওগুলো ডিলিট এর আগে নোটিফিকেশন দেওয়া হবে, পরবর্তী ৯০ দিন পর্যন্ত সময় থাকবে।

ক্ষতিকর দিক:
বিভিন্ন ঘটনার প্রমাণ হিসেবে এই লাইভগুলো কাজে লাগে, যা একটি শক্তপোক্ত প্রমাণ হিসেবে কাজ করতো - সবার উচিৎ গুরুত্বপূর্ণ লাইভ ফুটেজ গুলো ফেইসবুক থেকে ডাউনলোড করে রাখা৷

19/02/2025

বুধবারের (১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস

আজ বুধবার সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নোলিখিত জেলাগুলোর উপরে:

খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর
বরিশাল বিভাগ: সকল জেলা
ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নরায়নগন্জ, নরসিংদী
চট্টগ্রাম বিভাগ: লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন

তথ্যসূত্র: আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ

===========================
বিশেষ দ্রষ্টব্য: পশ্চিমা লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপরে উপরে ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

শুভ সকাল।
19/02/2025

শুভ সকাল।

সকলে আমন্ত্রিতআগামীকাল সকাল ১০ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। সাংস্কৃতিক আয়োজনে থাকছে কনসার্ট। স্থান: টাইমস ইউনিভার্সিটি বা...
18/02/2025

সকলে আমন্ত্রিত
আগামীকাল সকাল ১০ টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত।
সাংস্কৃতিক আয়োজনে থাকছে কনসার্ট।
স্থান: টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ নিজস্ব ক্যাম্পাস। ২নং সড়ক,নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন, গোয়ালচামট ফরিদপুর সদর।

“জরুরী বিজ্ঞপ্তি”ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানোযাচ্ছে যে, সিস্টেম আধুনিকায়নের নিমিত...
18/02/2025

“জরুরী বিজ্ঞপ্তি”

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো

যাচ্ছে যে, সিস্টেম আধুনিকায়নের নিমিত্ত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বিকাল ৫:০০ ঘটিকা হতে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১:০০ ঘটিকা পর্যন্ত সকল ধরনের
অফলাইন মাধ্যম যেমন- পল্লী বিদ্যুৎ ক্যাশ কাউন্টার, সকল ব্যাংক ও এজেন্ট ব্যাংক এর কালেকশন বন্ধ থাকবে এবং আগামী ১৯ ফেব্রুয়ারি বিকাল ৫:০০ ঘটিকা হতে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১:০০ ঘটিকা পর্যন্ত সকল অনলাইন কালেকশন যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদি বন্ধ থাকবে।

সাময়িকভাবে কালেকশন বন্ধ রাখার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

প্রচারে কর্তৃপক্ষ

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি

ট্যাম্পু❤️মনে পরে সেই দিনগুলোর কথা?
18/02/2025

ট্যাম্পু❤️
মনে পরে সেই দিনগুলোর কথা?

বাদামতলী ব্রিজের বর্ধিতাংশের কাজ চলছিলো তখন।মনে পরে কত সালে কাজ চলছিলো?ফরিদপুর সদর।
18/02/2025

বাদামতলী ব্রিজের বর্ধিতাংশের কাজ চলছিলো তখন।
মনে পরে কত সালে কাজ চলছিলো?
ফরিদপুর সদর।

শুভ সকাল ফরিদপুর।
18/02/2025

শুভ সকাল ফরিদপুর।

17/02/2025

🩸🩸জরুরি রক্তের প্রয়োজনঃ

পেশেন্টের বয়স আনুমানিক ৭০
সমস্যা নাক দিয়ে রক্তক্ষরণ
রোগী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি,
১৭ -০২ -২৫ তারিখে এক ব্যাগে এ বি পজেটিভ রক্ত দেওয়া হয়েছে,
১৮-০২-২৫ তারিখ সকাল দশটার দিকে আর এক ব্যাগ এবি পজেটিভ রক্ত প্রয়োজন

রোগীর আত্নীয়ঃ 01329685852

17/02/2025

২ হাজার চুলোয় হচ্ছে রান্নার বিশাল কর্মযোজ্ঞ
স্থান: আটরশি,সদরপুর উপজেলা,ফরিদপুর।
ভিডিওঃ Tanvir Alam Nirob (কন্ট্রিবিউটর)

সূর্যাস্তের সময় ফরিদপুর শহরের চিত্র।
17/02/2025

সূর্যাস্তের সময় ফরিদপুর শহরের চিত্র।

17/02/2025

আবহাওয়া বার্তা
১৯ থেকে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত আপডেট

শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্হভাগের উপরে অবস্থান করা একটি লঘুচাপের মিলিত প্রভাবে আগামী ১৯ ই ফেব্রুয়ারি থেকে ২৩ শে ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে।

অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নিম্নোক্ত জেলাগুলোর উপরে: যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মদারিপুর, গোপলাগন্জ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগন্জ, বরগুনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট জেলার উপরে

তথ্যসূত্র আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ

Address

Station Road , Faridpur Sadar, Dhaka Division
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Faridpur City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faridpur City:

Videos

Share

Story Of Faridpur

ফরিদপুর জেলার প্রতিষ্ঠা ১৭৮৬ সালে।এই জেলা ১৮১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে । প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে ফরিদপুরের নামকরণ করা হয়েছে । ফরিদপুর জেলার পূর্বনাম ছিল ফতেহাবাদ। ফরিদপুর জেলা ১৭৮৬ সালে প্রতিষ্টিত হলেও তখন ফরিদপুরের নাম ছিল জালালপুর এবং প্রধান কার্যালয় ছিল ঢাকা। ১৮০৭ খ্রিঃ ঢাকা জালালপুর হতে বিভক্ত হয়ে এটি ফরিদপুর জেলা নামে অভিহিত হয় এবং হেড কোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে। গোয়ালন্দ, ফরিদপুর সদর, মাদারীপুর ও গোপালগঞ্জ এই চারটি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায়। বর্তমানে বৃহত্তর ফরিদপুর জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলায় রূপান্তরিত হয়েছে। এই এলাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে রয়েছে গারোদা মসজিদ (১০১৩ হিজরি), পাতরাইল মসজিদ ও দিঘী (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ), সাতৈর মসজিদ (১৫১৯ খ্রিস্টাব্দ)। এলাকার অন্য উল্লেখযোগ্য স্থাপনা হলো ফতেহাবাদ টাঁকশাল (১৫১৯-৩২ খ্রিস্টাব্দ), মথুরাপুরের দেউল, জেলা জজ কোর্ট ভবন (১৮৯৯ খ্রিস্টাব্দ), এবং ভাঙ্গা মুন্সেফ কোর্ট ভবন (১৮৮৯ খ্রিস্টাব্দ), বসুদেব মন্দির ও জগবন্ধুর আশ্রম শ্রী অঙ্গন। ফরিদপুর থেকে হাজি শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলন শুরু করেন। শরীয়তুল্লাহের পুত্র দুদু মিয়ার নেতৃত্বে এখানে নীল কর বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান নীল কুঠিটি ছিলো আলফাডাঙা উপজেলার মীরগঞ্জে, যার ম্যানেজার ছিলেন এসি ডানলপ। এ জেলার ৫২টি নীল কুঠি এর অন্তর্ভূক্ত ছিল। গড়াই, মধুমতি ও বরশিয়া নদীর তীরে নীল চাষ হতো। জেলা শহর বর্তমানে কুমার নদীর তীরে অবস্থিত। ফরিদপুর পৌরসভা সৃষ্টি হয় ১৮৬৯ সালে।