ফরিদপুর TV 7

ফরিদপুর TV 7 দেশ- বিদেশের খবর রা খবর পেতে আমাদের সাথেই থাকুন।

এই কাজটা যে করেছে তাকে আমার স্যালুট ❤️🫡
22/12/2024

এই কাজটা যে করেছে তাকে আমার স্যালুট ❤️🫡

"অর্থনৈতিক শুমারী তে তথ্য দিননতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন।"চলছে অর্থনৈতিক শুমারী ২০২৪, এ কার্যক্রমের অংশ হিসাবে  অদ্...
22/12/2024

"অর্থনৈতিক শুমারী তে তথ্য দিন
নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন।"
চলছে অর্থনৈতিক শুমারী ২০২৪, এ কার্যক্রমের অংশ হিসাবে অদ্য ২২/১২/২০২৪ তারিখে এম. এ. মজিদ জুট মিল, দুগ্ধ ও গবাদি জাত উন্নয়ন খামার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন কেন্দ্রে, নগরকান্দা ফরিদপুর। এর তথ্য সংগ্রহের খন্ড চিত্র।

আসছে ২৭শে ডিসেম্বর শুক্রবার ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে পেপারটেক ৮ম ঘুড়ি উৎসব।স্থান: ধলার মোড় ফরিদপুর।আয়োজনে ফরিদপুর সিটি অর্গান...
22/12/2024

আসছে ২৭শে ডিসেম্বর শুক্রবার ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে পেপারটেক ৮ম ঘুড়ি উৎসব।

স্থান: ধলার মোড় ফরিদপুর।

আয়োজনে ফরিদপুর সিটি অর্গানাইজেশন।

এবারের ঘুড়ি উৎসব সকাল থেকে শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ঘুড়ি উৎসবে এবছর ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে তাই সন্ধ্যার পরে কোনো আয়োজন থাকছে না, এবং কোনো আলোকসজ্জা থাকছে না। ঘুড়ি উৎসবে ঘুড়ি নির্মাণ শিল্পীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে একটি টেলিভিশন এবং আরও ৯টি আকর্ষণীয় পুরস্কার।

22/12/2024
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভাইয়া! আপনি আমার জীবনের সেই আশ্রয়স্থল, যেখান থেকে আমি সবসময় সাহস পাই। আল্লাহ আপনার জীবনে স...
20/12/2024

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভাইয়া! আপনি আমার জীবনের সেই আশ্রয়স্থল, যেখান থেকে আমি সবসময় সাহস পাই। আল্লাহ আপনার জীবনে সুখ, সফলতা এবং সুস্থতা দান করুন। আপনার প্রতিটি দিন হোক আনন্দময়। শুভ জন্মদিন প্রিয় বড় ভাই ❤️ 🎂❤️

20/12/2024

* শোক সংবাদ * *শোক সংবাদ *
মুক্তিযুদ্ধা মোহাম্মাদ আলী মন্ডল ষ্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ....... রাজেউন।

20/12/2024

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোহন মন্ডল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

17/12/2024

অর্থনৈতিক শুমারি ২০২৪, এর কাজ সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সেন্সাস উইং এর উপপরিচালক জনাব মীনাক্ষী বিশ্বাস স্যার।
স্থান: নগরকান্দা উপজেলার,রামনগর ইউনিয়নের গজারিয়া বাজার।

গণমাধ্যমকর্মীরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই, ইন্টারনেট আছে? এ সময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকেন জুনাইদ আহমেদ প...
17/12/2024

গণমাধ্যমকর্মীরা তাকে উদ্দেশ্য করে বলেন, ‘পলক ভাই, ইন্টারনেট আছে? এ সময় মুখে আঙুল দিয়ে কিছুক্ষণ চুপ থাকেন জুনাইদ আহমেদ পলক...

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস..জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন ফরিদপুর সাংগঠনিক জেলা ০২ এর  পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গ...
16/12/2024

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস..
জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠন ফরিদপুর সাংগঠনিক জেলা ০২ এর পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।

15/12/2024

দেশে এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে, জানা গেল জরিপে

15/12/2024

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।🫡🇧🇩

প্রেস রিলিজতারিখঃ ১৪-১২-২০২৪ খ্রিঃ   ফরিদপুরে জেলার কোতয়ালী থানার অজ্ঞাতনামা ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটনসহ ০২ জন আসাম...
14/12/2024

প্রেস রিলিজ
তারিখঃ ১৪-১২-২০২৪ খ্রিঃ

ফরিদপুরে জেলার কোতয়ালী থানার অজ্ঞাতনামা ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটনসহ ০২ জন আসামী গ্রেফতার ও ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি, সরঞ্জাম এবং ডাকাতি হওয়া গরু উদ্ধার ।

বাদী মোঃ মোতালেব মাদবর (৪০), পিতা- মৃত আব্দুল রশিদ মাদবর, সাং-গংগেশকাঠি, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুর, গত ০৭/১২/২০২৪ ইং তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হাজির হইয়া অবহিত করেন যে, বাদী একজন গরু ব্যবসায়ী। গত ইং ০৭/১২/২০২৪ তারিখ গরু কেনার জন্য কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন আলামপুর বালিয়াপাড়া পশু হাটে যান। উক্ত হাট হইতে বিভিন্ন মূল্যের ০৬টি কালো রংয়ের ষাড় গরু ক্রয় করিয়া একই দিনে সন্ধ্যা অনুমান ০৫.০০ ঘটিকায় উক্ত গরুগুলি নিয়া পিকআপ গাড়ী নং-ঢাকা মেট্রো-ন-১১-৪৩৮৮ যোগে বাদী নিজ বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করেন। ইং ০৭/১২/২০২৪ তারিখ রাত্র অনুমান ০৮.৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় ও মুন্সীবাজার এর মাঝামাঝি পশ্চিম গোয়ালচামট সাকিনস্থ জনৈক সোহরাব মন্ডল এর পরিত্যক্ত টিনশেড দোকান ঘরের সামনে ফরিদপুর শহর বাইপাস মহাসড়কের উপর পৌছাইলে অজ্ঞাতনামা একটি পিকআপ যোগে ০৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাত আসিয়া বাদীর গরু বোঝাই পিকআপ এর সামনে বেরিকেড দিয়া গরু বোঝাই পিকআপ গাড়ীটি ডাকাতদের নিয়ন্ত্রনে নিয়া বাদীর কাছে থাকা নগদ ১,০২,৬০০/- টাকা, ০৬টি গরু, ০২টি মোবাইল ফোন ও উক্ত পিকআপটি জোরপূর্বক ছিনাইয়া নিয়া বাদী ও ড্রাইভারকে রাজবাড়ী জেলার সদর থানাধীন বসন্তপুর বাজারের কাছাকাছি একটি ফাঁকা জায়গায় ফেলে দিয়ে চলিয়া যায়। বাদী ফরিদপুর পৌছাইয়া ঘটনার বিষয়টি থানা পুলিশকে অবহিত করিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাইয়া বাদীর লুন্ঠিত গরুসহ অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টাকালে ফরিদপুর হইতে ভাঙ্গাগামী মহাসড়কের কাফুরা নামক এলাকা হইতে ইং ০৭/১২/২০২৪ তারিখ রাত ২৩.৪৫ ঘটিকায় বাদীর ভাড়াকৃত লুন্ঠিত পিকআপ গাড়ী নং-ঢাকা মেট্রো-ন-১১-৪৩৮৮ উদ্ধার করিয়া বাদীর এজাহার প্রাপ্ত হইয়া ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামালা নং-১৮, তাং-০৮/১২/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলাটি রুজু হয়। এসআই(নিঃ)/ ফাহিম ফয়সাল তরফদার মামলার তদন্তভার গ্রহন করেন।

এই ঘটনায় পুলিশ সুপার মহোদয়ের দিক-নির্দেশনায় কোতয়ালী থানা পুলিশের একটি চৌকস দল তদন্ত কার্যক্রম শুরু করে। গুপ্তচর নিয়োগ ও তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করিয়া আসামী সনাক্ত, আসামী গ্রেফতার এবং গরু উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন।
গত ১৩/১২/২০২৪ ইং রাত্র অনুমান ০৯.৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রঘুনন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাত দলের ০১ জন সক্রিয় সদস্য আসামী ১। হাসিবুল হাসান ওরফে জসিম মোল্লা (২৬), পিতা- হারেস মোল্লা, সাং-মীরকান্দি, থানা-সালথা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করিয়া উক্ত ডাকাতি কাজে ব্যবহৃত ঢাকা মেট্টো- ড-১২-৫৮৮৬ নম্বরের পিকআপ ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীর দেওয়া তথ্য মতে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর সাকিনস্থ আসামী ২। মোঃ ইয়াদ আলী খান (৫২), পিতা- মৃত হাতেম খানকে গ্রেফতার করিয়া তাহার নিজ বসত বাড়ী হইতে উক্ত ডাকাতি হওয়া একটি কালো রংয়ের ষাড়গরু ও গরু বিক্রি করা নগদ ১,০০,০০০/-(এক লক্ষ ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। হাসিবুল হাসান ওরফে জসিম মোল্লা (২৬), ২। মোঃ ইয়াদ আলী খান (৫২) দ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

"অর্থনৈতিক শুমারী তে তথ্য দিননতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন।"চলছে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর ৪র্থ দিনের কার্যক্রম।
14/12/2024

"অর্থনৈতিক শুমারী তে তথ্য দিন
নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন।"
চলছে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর ৪র্থ দিনের কার্যক্রম।

14/12/2024

"অর্থনৈতিক শুমারী তে তথ্য দিন
নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন।"

আধুনিক পদ্ধতিতে রসুন চাষ মুরাইল, বোয়ালমারী, ফরিদপুর।
14/12/2024

আধুনিক পদ্ধতিতে রসুন চাষ
মুরাইল, বোয়ালমারী, ফরিদপুর।

Address

Faridpur
7821

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর TV 7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফরিদপুর TV 7:

Videos

Share