Freefire gameplay broadcast
#Tanzim_Tanzim_Tanzim
#Bestplay
#T20WorldCup2024
#follower
#cricket
#highlights
#bestchallenge
#BangladeshCricketTeam
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা।
প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ রান করেছেন। তবে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন।
পাঁচে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ছয়ে নামা সাকিব আল হাসানের ব্যাটও আজ হাাসেনি। ১০ বলে করেছেন ৮ রান। তাসকিন করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথবার দলে সুযোগ পাওয়া শেখ মেহেদী ফিরেছেন শূন্য রানে।
দিনের দিকে খেলা হওয়াতেই আত্মবিশ্বাসের সুর ছিল আফগান কোচ জনাথন ট্রটের কণ্ঠে। কেননা রাতে হলে শিশির পরার খুব একটা সম্ভাবনা ছিল।
কিন্তু এর ফলে পেসাররা বাড়তি সুইং, পান না স্পিনাররা স্পিন পান না। টস হেরে আগে বোলিংয়ে নেমে এক রশিদ খান ছাড়া কোনো বোলারই আস্থার প্রতিদান দিতে পারেনি।
সুপার এইটের সেই ম্যাচে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান পেয়েছে ভারত। তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়েছে আফগানরা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। আফগানদের ব্যাটিংয়েল সর্বোচ্চ ২৬ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ে কাছ থেকে। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।
#football Cricket & Football live news
Like share
Shout out to my newest followers! Excited to have you onboard! Nasibulla Khan, Haydar Ali, Kishor Fulmali Kishor, Rokon Rokon
সাদা বলে হৃদয় জয় করেছেন তাওহিদ হৃদয়। তারই পুরস্কার হিসেবে এবার টেস্ট দলেও ঢুকে পড়লেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে কিপিংয়ের সময় আঙুলে চোট পান মুশফিকুর রহিম।
তাতে আগামীকাল শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকেই ছিটকে পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। গতকাল নির্বাচক কমিটির সভায় মুশফিকের বিকল্প হিসেবে তাওহিদ হৃদয়কে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের এর মধ্যকার ওয়ানডে ম্যাচ টির হাইলাইটস দেয়া হলো। যারা অসাধারণ এই ম্যাচটি মিচ করেছেন দেখে নিন।
#cricket #wow #CricketMoments #everyone #followers #সবাই_লাইক_ফলো_করো #২০২৩
England Vs West Indies এর মধ্যকার টি-২০ ম্যাচ। ওয়েষ্ট ইন্ডিস এর ব্যাটিং হাইলাইট দেয়া হলো।।।
#everyone #wow #cricket #CricketMoments #সবাই_লাইক_ফলো_করো #followers #