Cricket & Football live news

Cricket & Football live news সকল খেলার আপডেট পেতে চোখ রাখুন! আমি অতি সাধারন,, সকলকে সাথে নিয়ে কিছু করতে চাই

27/06/2024

En Mónaco para la gala de la UEFA.

In Monaco for the UEFA Gala.

- LIO

27/06/2024
সর্বকালের অন্যতম সেরা তারকা মেসির ৩৭তম জন্মদিনটা বিশেষভাবে উদযাপন করেছেন তার ভক্ত-সমর্থকরা। বাদ যায়নি ফিফাও.
27/06/2024

সর্বকালের অন্যতম সেরা তারকা মেসির ৩৭তম জন্মদিনটা বিশেষভাবে উদযাপন করেছেন তার ভক্ত-সমর্থকরা। বাদ যায়নি ফিফাও.

লোকলজ্জার ভয়ে বড় ভাইরে ট্রল করতে পারিনা!🫤২০১২ এশিয়া কাপ ফাইনাল :- পাকিস্তানের বিপক্ষে বড় ভাই নন স্ট্রাইকে চলে যান আর পাক...
27/06/2024

লোকলজ্জার ভয়ে বড় ভাইরে ট্রল করতে পারিনা!🫤

২০১২ এশিয়া কাপ ফাইনাল :- পাকিস্তানের বিপক্ষে বড় ভাই নন স্ট্রাইকে চলে যান আর পাকিস্তান ২ রানে ম্যাচ জিতে যায়।

২০১৬ টি-টুয়ান্টি বিশ্ব কাপ :- প্রতিপক্ষ ভারত, সহজে ম্যাচ জিতা যায়, সেই ম্যাচে সিক্স মারতে গিয়ে ১ রানে আবারো মারা খাওয়াইলেন বড় ভাই।

২০২১ টি-টুয়ান্টি বিশ্ব কাপ :- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, বল হাতে আন্দ্রে রাসেল, প্রয়োজন ১ বলে ৪ রান ডট বল দিয়ে জিতিয়ে নেয় আন্দ্রে রাসেল, সেখানে ও
(বড় ভাই) দেশ সেরা ফিনিসার ব্যর্থ।

২০২৪ টি-টুয়ান্টি বিশ্ব কাপ :- দেশ সেরা ফিনিসার ভূমিকায় খেলতে গেলেন, কিন্তু যখন দরকার তখন
সেই আগের ব্যর্থ বড় ভাই ই রয়ে গেলেন।

এমন ফিনিসার আর না আসুক
বাংলাদেশ ক্রিকেটে,ধন্যবাদ দেশ সেরা ফিনিসার.🙏

ইনিংসের শুরু থেকে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এক পাশ আগলে রেখে একের পর এক এটাক করে যাচ্ছিলেন। পরবর্তীতে রিয়াদের ইনিংসের পর ...
26/06/2024

ইনিংসের শুরু থেকে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এক পাশ আগলে রেখে একের পর এক এটাক করে যাচ্ছিলেন। পরবর্তীতে রিয়াদের ইনিংসের পর বুঝলেন আর সেমি খেলা সম্ভব না। তারপর ম্যাচ জিতার জন্য চেষ্টা করে গেলেন।
তাসকিন এর আগে বহুবার ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন। তাইতো তাসকিনের উপর ভরসা রেখেই স্ট্রাইক বদল করেছেন।

কিন্ত লিটন কি জানতো সেই সিংগেলের পর আর তার কাছে কোনো সুযোগ আসবে না নিজের এই লড়াকু ইনিংসের মাধ্যমে দেশের মানুষকে জয় উপহার দিবার।

লিটনের এই ইনিংস একটা সময় মানুষ ভুলে যাবে। কিন্ত একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি ভুলবো না লিটন আজ কতটা চেষ্টা করেছে।

দেশসেরা ফিনিশার, বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব প্রাপ্ত প্লেয়াররা যেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারে নাই সেখানে এই লর্ডটা জ্বলে উঠেছিলো।

23/06/2024

Freefire gameplay broadcast

22/06/2024








গতকাল খেলেছে। আজ আবার মাঠে নামছে। বিরতি নেই। সুপার এইটে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আজকের প্রতিপক্ষ ভারত...
22/06/2024

গতকাল খেলেছে। আজ আবার মাঠে নামছে। বিরতি নেই। সুপার এইটে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আজকের প্রতিপক্ষ ভারত। পার্থক্য শুধু সময়ের। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছিল সকাল সাড়ে ৬টায়। প্রথম আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলা রাত সাড়ে ৮টায়। ভেন্যু অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। সুপার এইটে দুই দলের এটা দ্বিতীয় ম্যাচ।

নাজমুলবাহিনী ডিএল মেথডে মার্শবাহিনীর কাছে হেরেছে ২৮ রানে। রোহিত শর্মার দল আফগানিস্তানকে হারিয়েছে ৪৭ রানে। সেমিফাইনাল খেলতে রোহিতবাহিনীকে হারানোর বিকল্প নেই টাইগারদের। রোহিতবাহিনী জিতে যায়, তাহলে সুপার এইট আনুষ্ঠানিকতায় পরিণত হবে টাইগারদের। আফগানিস্তান ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার। পরিসংখ্যানও এগিয়ে রাখছে প্রথম আসরের চ্যাম্পিয়নদের।

১৩ বার মুখোমুখির একটিতে মাত্র জিতেছে বাংলাদেশ। হার ১২টিতে। বিশ্বকাপে এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে খেলেছে তিনবার। ২০০৯ সালে নটিংহ্যামশায়ারে ২৫ রান, ২০১৬ সালে বেঙ্গালুরুতে ১ রান এবং ২০২২ সালে অ্যাডিলেডে ৫ রানে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ-ভারত টি-২০ ম্যাচের কথা এলেই ফিরে আসে ২০১৬ সালের বেঙ্গালুরুর স্মৃতি। টি-২০ বিশ্বকাপের ম্যাচটি জিততে টাইগারদের ১১ রান দরকার ছিল শেষ ওভারে। প্রথম তিন বলে দুই চারে ৯ রান নেন মাহমুদুল্লাহ-মুশফিক জুটি। হার্দিক পান্ডিয়ার শেষ ৩ বলে দরকার ২ রান। কিন্তু পরপর দুই বলে মুশফিক ও মাহমুদুল্লাহ আউট হলে চাপে পড়ে যায় টাইগাররা। শেষ বলে রান আউট হন মুস্তাফিজুর রহমান। ১৪৭ রান তাড়া করতে নেমে ১৪৫ রানে থেমে যায়। অবিশ্বাস্যভাবে টাইগাররা হেরে যায় মাত্র ১ রানে।

নাজমুলবাহিনী আজ নামছে ছন্দহীন টপ অর্ডার নিয়ে। তানজিদ তামিম টানা দুই ম্যাচে শূন্য করেছেন। লিটন বড় স্কোর করতে পারছেন না। টানা ৪ ম্যাচে ব্যর্থ টাইগার অধিনায়ক নাজমুল গতকাল রান করেছেন ৪১। ধারাবাহিক তাওহিদ হৃদয় ৪০ রান করেন। আসরে ৫ ম্যাচে তাওহিদের রান ১৩৫। ভরসা তাসকিন, তানজিম সাকিব, মুস্তাফিজুর ও রিশাদের বোলিং।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুটি গোলই হয়েছে দ্ব...
21/06/2024

যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শুভসূচনা করলেও একাধিক গোল মিস করেছে।

মাঠে নামতেই একটি রেকর্ড হয়ে গেল লিওনেল মেসির। আর্জেন্টিনা অধিনায়ক গড়লেন কোপা আমেরিকায় সর্বোচ্চ ম‍্যাচ খেলার কীর্তি।

ছোট্ট আনুষ্ঠানিকতা দিয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এবার অংশ নিচ্ছে ১৬ দল।

বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করে কানাডা। তবে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো পঞ্চম মিনিটে পিছিয়ে যেতে পারত। একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি লেয়ান্দ্রো পারেদেসের শট।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে আর্জেন্টিনাকে গোল করতে দেয়নি কোপায় অভিষিক্ত কানাডা। দুই দলই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে লিওনেল মেসির দারুণ এক পাস পান আর্জেন্টিনা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার।

কানাডা গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও তাকে বাধা দিতে আসার আগেই ডান প্রান্তে সুবিধাজনক অবস্থানে দাঁড়িয়ে থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে পাস দেন অ্যালিস্টার। ডান পায়ের শটে গোল করে আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ।

আর্জেন্টিনার দুটি গোলেই অবদান মেসির। ৮৮ মিনিটে দ্বিতীয় গোলটি এসেছে তার সরাসরি পাস থেকে। মেসির থ্রু পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। তবে দ্বিতীয়ার্ধে দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি।

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় মাঠে নামবে মেসির দল। কানাডার বিপক্ষে ম...
21/06/2024

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬ টায় মাঠে নামবে মেসির দল। কানাডার বিপক্ষে মাঠে নামার আগে মেসির সামনে যেসব রেকর্ড ভাঙার সুযোগ থাকছে তা একবার দেখে নেয়া যাক।

আজ কানাডার বিপক্ষে মাঠে নামলেই একটি রেকর্ড গড়বেন লিওনেল মেসি। কোপায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোন। তবে কানাডার বিপক্ষে মাঠে নামলেই এককভাবে চূড়ায় উঠবেন আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি।

কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক আর্জেন্টিনার নরবের্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনিয়ো। যৌথভাবে সমান সংখ্যক ১৭ গোল করে এ তালিকায় শীর্ষে রয়েছে তারা। কোপা আমেরিকায় সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়তে মেসির দরকার আরও ৫টি। ৩৪ ম্যাচে তার গোল এখন ১৩টি।

এদিকে এবারের আসরটি হবে মেসির সপ্তম কোপা আমেরিকা। প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে ভিন্ন সাত আসরে খেলার কীর্তি গড়বেন মায়ামির এই ফুটবলার। কোপা আমেরিকায় দুটি করে হ্যাটট্রিক আছে ১০ জনের। এবার একটি হ্যাটট্রিক করলে এই তালিকায় নাম লেখাবেন মেসি। টুর্নামেন্টিতে তার একমাত্র হ্যাটট্রিক ২০১৬ আসরে, পানামার বিপক্ষে।

এখন পর্যন্ত কোপার ১০৮ বছরের ইতিহাসে কোন ফুটবলার দুইবার টুর্নামেন্ট সেরা হতে পারেননি। মেসি যদি এবারের আসরে টুর্নামেন্ট সেরা হতে পারেন, তবে কোপার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়বেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ২৮ রানে হেরেছে টাইগাররা।টস হে...
21/06/2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) ২৮ রানে হেরেছে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং বিপর্যয়ের কারণে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি।

১৪১ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া দুরন্ত সূচনা করে। ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড ওপেনিং জুটিতে করেন ৬৫ রান। মাঝেই চলে বৃষ্টির বাগড়া। বৃষ্টি শেষে ম্যাচ মাঠে গড়ালেও ১২ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া।

১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান করে অজিরা। ঠিক সেসময় আবার বৃষ্টি হানা দিলে বৃষ্টি আইনে অজিদের বিজয়ী ঘোষণা করা হয়।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অজিরা।

প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ রান করেছিলেন। তবে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন।

পাঁচে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ছয়ে নামা সাকিব আল হাসানের ব্যাটও আজ হাাসেনি। ১০ বলে করেছেন ৮ রান। তাসকিন করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথবার দলে সুযোগ পাওয়া শেখ মেহেদী ফিরেছেন শূন্য রানে।

অজিদের হয়ে প্যাট কামিন্স নিয়েছেন সর্বোচ্চ তিন উইকেট। আর অ্যাডাম জাম্পার শিকার ২। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পেরেছিল বাংলাদেশ।

শুরু হচ্ছে লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। অন্যদিকে চলছে ইউরোর লড়াই। দুই আকর্ষণীয় টুর্নামেন্টের সময় ম...
21/06/2024

শুরু হচ্ছে লাতিন আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় আসর কোপা আমেরিকা। অন্যদিকে চলছে ইউরোর লড়াই। দুই আকর্ষণীয় টুর্নামেন্টের সময় মেলাতেই ব্যস্ত ফুটবল ভক্তরা।

২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় এবারের কোপা আমেরিকার পর্দা ‍উঠবে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ কানাডা।

এবারের আসরে অংশ নিচ্ছে ১৬টি দল। কনমেবল থেকে দশটি, কনকাকাফ থেকে ছয়টি। প্রথম রাউন্ডে তারা চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর একে একে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

গ্রুপ পর্বের তারিখ সময় ও ম্যাচ ভেন্যু:

২১ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-কানাডা আটলান্টা

২২ জুন সকাল ৬টা পেরু-চিলি আর্লিংটন.

২৩ জুন ভোর ৪টা ইকুয়েডর-ভেনেজুয়েলা সান্তা ক্লারা.

২৩ জুন সকাল ৭টা মেক্সিকো-জ্যামাইকা হিউস্টন.

২৪ জুন ভোর ৪টা যুক্তরাষ্ট্র-বলিভিয়া আর্লিংটন.

২৪ জুন সকাল ৭টা উরুগুয়ে-পানামা মায়ামি গার্ডেন্স.

২৫ জুন ভোর ৪টা কলম্বিয়া-প্যারাগুয়ে হিউস্টন.

২৫ জুন সকাল ৭টা ব্রাজিল-কোস্টারিকা ইঙ্গেলউড.

২৬ জুন ভোর ৪টা পেরু-কানাডা কানসাস সিটি.

২৬ জুন সকাল ৭টা আর্জেন্টিনা-চিলি ইস্ট রাদারফোর্ড.

২৭ জুন ভোর ৪টা ইকুয়েডর-জ্যামাইকা লাস ভেগাস.

২৭ জুন সকাল ৭টা ভেনেজুয়েলা-মেক্সিকো ইঙ্গেলউড.

২৮ জুন ভোর ৪টা পানামা-যুক্তরাষ্ট্র আটলান্টা.

২৮ জুন সকাল ৭টা উরুগুয়ে-বলিভিয়া ইস্ট রাদারফোর্ড.

২৯ জুন ভোর ৪টা কলম্বিয়া-কোস্টারিকা গ্লেনডেল.

২৯ জুন সকাল ৭টা ব্রাজিল-প্যারাগুয়ে লাস ভেগাস.

৩০ জুন সকাল ৬টা আর্জেন্টিনা-পেরু মায়ামি গার্ডেন্স.

৩০ জুন সকাল ৬টা কানাডা-চিলি অরল্যান্ডো.

১ জুলাই সকাল ৬টা মেক্সিকো-ইকুয়েডর গ্লেনডেল.

১ জুলাই সকাল ৬টা জ্যামাইকা-ভেনেজুয়েলা অস্টিন.

২ জুলাই সকাল ৭টা বলিভিয়া-পানামা অরল্যান্ডো.

২ জুলাই সকাল ৭টা যুক্তরাষ্ট্র-উরুগুয়ে কানসাস সিটি.

৩ জুলাই সকাল ৭টা ব্রাজিল-কলম্বিয়া সান্তা ক্লারা.

৩ জুলাই সকাল ৭টা কোস্টারিকা-প্যারাগুয়ে অস্টিন.

21/06/2024

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৪১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজিরা।

প্রথম ওভারেই মিশেল স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। লিটন দাস ধীর গতিতে ২৫ বল খেললেও আউট হয়েছে ১৬ রানে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪১ রান করেছেন। তবে চারে নামা রিশাদ সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন।

পাঁচে নেমে তাওহিদ হৃদয় ২৮ বলে ৪০ রানের ইনিংস খেলেছেন। ছয়ে নামা সাকিব আল হাসানের ব্যাটও আজ হাাসেনি। ১০ বলে করেছেন ৮ রান। তাসকিন করেছেন ৭ বলে ১৩ রান। আর চলতি আসরে প্রথবার দলে সুযোগ পাওয়া শেখ মেহেদী ফিরেছেন শূন্য রানে।

21/06/2024

দিনের দিকে খেলা হওয়াতেই আত্মবিশ্বাসের সুর ছিল আফগান কোচ জনাথন ট্রটের কণ্ঠে। কেননা রাতে হলে শিশির পরার খুব একটা সম্ভাবনা ছিল।

কিন্তু এর ফলে পেসাররা বাড়তি সুইং, পান না স্পিনাররা স্পিন পান না। টস হেরে আগে বোলিংয়ে নেমে এক রশিদ খান ছাড়া কোনো বোলারই আস্থার প্রতিদান দিতে পারেনি।

সুপার এইটের সেই ম্যাচে টস জিতে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান পেয়েছে ভারত। তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়েছে আফগানরা। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। আফগানদের ব্যাটিংয়েল সর্বোচ্চ ২৬ রান আসে আজমতউল্লা ওমরজাইয়ে কাছ থেকে। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।

20/06/2024

Freecire Gameplay

18/06/2024

Gameplay

Address

Faridpur, Dahaka
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Cricket & Football live news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cricket & Football live news:

Videos

Share