Antor Kumar Malo

Antor Kumar Malo Hello Friends,
I am Video Creator's. Please Follow our page. Thanks You

23/08/2024

প্রিয় ফরিদপুর জেলার সকল সংগঠনের নেতৃবৃন্দ,

বন্যার্তদের সহায়তার জন্য ফরিদপুর সিটি অর্গানাইজেশন গ্রুপ, মানবতা কল্যাণে ফরিদপুর সংগঠন, নিকতো ফাউন্ডেশন এবং ফরিদপুরের সকল সাধারণ ছাত্র ও জনতা সংগঠনসহ অন্যান্য অনেক সংগঠন ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা যারা অর্থ সংগ্রহ করছেন, তাদের প্রচেষ্টাকে সম্মান জানাই।✊

🔴একটি গুরুত্বপূর্ণ পরামর্শ: যদি এসব সংগঠন আলাদা আলাদা ভাবে সহায়তা প্রদান করতে যায়, তাহলে গাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ অনেক বেশি হতে পারে। তবে, যদি সব সংগঠন একত্রিত হয়ে একটি নির্দিষ্ট দিনে সহায়তা প্রদান করে, তাহলে গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ অনেক কমে আসবে।

আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে বাংলাদেশের বিভিন্ন জেলায়—ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ ইত্যাদি—যাতে আমরা বৃহত্তর পরিসরে সহায়তা পৌঁছে দিতে পারি।
এইভাবে, আমরা সাশ্রয়কৃত অর্থ ব্যবহার করে আরও বেশি কার্যকরভাবে সহায়তা প্রদান করতে সক্ষম হব।

আশা করি, আপনারা এই প্রস্তাবনাটি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সম্মিলিতভাবে কাজ করবেন।
ধন্যবাদান্তে,
অন্তর কুমার মালো

কলকাতার পাশের একটি মেডিকেল কলেজ। আরজিকর।পূর্ব ভারতের একসময়ের সবচেয়ে নামী মেডিকেল কলেজ।সেই মেডিকেল কলেজের একজন মেয়ে ডাক্ত...
16/08/2024

কলকাতার পাশের একটি মেডিকেল কলেজ। আরজিকর।পূর্ব ভারতের একসময়ের সবচেয়ে নামী মেডিকেল কলেজ।

সেই মেডিকেল কলেজের একজন মেয়ে ডাক্তার মৌমিতা দেবনাথ। টানা ৩৬ ঘন্টা নাইট ডিউটি দেওয়ার পর সেমিনার রুমে রেস্ট নেয়ার সময় কিছু পশুর দ্বারা নির্মমভাবে রেইপড হয়েছেন।কতবার হিসেবে নেই।শুধু জীবিত অবস্থায় নয়,মৃত্যুর পরও অসংখ্যবার। এই ঘটনার বর্ণনা পড়তে গিয়ে আমার গা গুলিয়ে ওঠেছে।

ত্রিশ সেকেন্ডের বেশি তার গলা সর্বশক্তিতে চেপে ধরে রাখা হয়েছে যতোক্ষণ পর্যন্ত তার চোখ দিয়ে রক্ত আসতে থাকে,যতক্ষণ পর্যন্ত না, মুখ দিয়ে অনবরত রক্ত না আসতে থাকে। চেপে ধরে রাখার জন্য কোনো শব্দ করতে পারে নি সে,অসীম যন্ত্রনা সহ্য করেছে সে।

তার সারা শরীরে ১১৩ টি কামড়ের দাগ!১১৩ টি ইনজুরি করতে ঠিক কি পরিমাণ অত্যাচার করতে হয় আমি জানি না।তার শরীর থেকে প্রায় ১৫০ গ্রাম রক্ত ও সিমেন মিশ্রিত ফ্লুইড পাওয়া গেছে। যার এক তৃতীয়াংশ মেয়েটির নিজের রক্ত হলেও অবশিষ্ট এমাউন্ড থেকে স্পষ্ট মেয়েটিকে অন্তত দশ থেকে পনেরো বার রেইপ করা হয়েছে।

এতোটাই তার পায়ে ফোর্সফুলি করা হয়েছে যে তার কোমড়ের অস্থি - হিপ বোন ফ্রেকচার হয়ে গেছে, গলার উপরের হায়অয়েড বোন ফ্রেকচার হয়ে গেছে।কতবার তা ডাক্তাররা পরীক্ষার পরও নিশ্চিত হয়ে এখনো বলতে পারেন নি।

অন্তত দশ থেকে পনেরো বার?এই ইনসিডেন্ট কয়বার তার জীবন দশায় হয়েছে, কয়বার তার মারা যাবার পর সেটাও বলা যায় নি।কতোটা পশু হলে মৃত্যুর পরও অনবরত রেইপ করা যায় আমি ভাবতে পারি না। মেয়েটার অপরাধ কি ছিলো? মেয়েটি একটা হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে নাইট ডিউটি দিচ্ছিলো।যেখানে একটা ডাক্তার নিরাপদ না, সেই হসপিটালের রোগীরাও কি আদৌ নিরাপদ?

সেই কলেজের প্রিন্সিপাল ডা. সন্দ্বীপ ঘোষ এর থ্রোতে এই ঘটনাটি ঘটবার পর বাসায় জানানো হয়েছে, 'আপনার মেয়ে আত্মহত্যা করেছে।' ডা. সন্দ্বীপ ঘোষ একজন ডাক্তার হয়ে দেখেই বোঝার কথা কোনটা আত্মহত্যা আর কোনটা রেইপ!গায়ে শ খানেক ইনজুরি,কোনো কাপড় নেই, এভাবে মানুষ আত্মহত্যা করে?কার প্রশ্রয়ে উনি মিথ্যা স্টেটমেন্ট দিয়েছেন পরিষ্কার নয়।কেউ তো আছেই।

সবচেয়ে অদ্ভুত ব্যাপার সেই ঘটনার তিনদিন হয়ে যাবার পরও পুলিশ নাকি বুঝতে পারছে না এটা একজনের কাজ নাকি একাধিক জনের কাজ! উচ্চমহলের হাত ছাড়া একজন পুলিশ এই কথা কিভাবে বলেন? এই ঘটনার প্রতিবাদে ভারতে গতকাল চলেছে,'মেয়েরা রাত দখল করো!' আন্দোলন, সমাবেশ। যে যে জায়গা থেকে প্রতিবাদ করেছে একত্রে জড়ো হয়ে।একই কমিউনিটির মানুষ হিসেবে এর প্রতিবাদ করছি ও একাত্মতা প্রকাশ করছি।

বর্ণনাটা এখনো চোখে ভাসছে...
'A broken hyoid bone, blood spilled from eyes, black mark all over the body, blood from the private part, seminal fluid of multiple persons inside the body...'



সারাদেশে সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদ আগামীকাল ১০ই আগস্ট,২০২৪ খ্রিঃ মৌন মানববন্ধন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পেষ ক...
09/08/2024

সারাদেশে সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদ আগামীকাল ১০ই আগস্ট,২০২৪ খ্রিঃ মৌন মানববন্ধন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো পেষ করা হবে।

সকলে দলে দলে যোগদান করুন। যে যত মানুষ আছে সাথে নিয়ে আসুন। প্রচারণা করুন। সাথে বাংলাদেশের পতাকা আনতে পারেন।

স্থানঃ ফরিদপুর প্রেসক্লাব।

সময়ঃ বিকাল ৩ঘটিকা।
বিশেষ কারণ ছাড়া কেউ যদি আগামীকালকের মানববন্ধনে অনুপস্থিত থাকে বা কোনোভাবে এটাকে জেনেও অবহেলা করে তাহলে আমরা সনাতনী সমাজ তাকে বয়কট করবো।
এমনকি কোনো সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান যদি আমাদের পাশে কালকে না দাঁড়ায়, সে প্রতিষ্ঠানকেও বয়কট করা হবে। কোনো হিন্দু সেই প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে যাবেন না। এখন প্রশ্নটা আমাদের অস্তিত্বের, আমাদের বাঁচার, আমাদের অধিকারের।

09/08/2024

পাঁচটি পরিস্থিতিেত অস্ত্র অবশ্যই উঠাও
আত্মরক্ষা,
ধর্ম রক্ষা,
দেশ রক্ষা,
স্ত্রী রক্ষা,
এবং সত্য রক্ষা
✊🇧🇩✅

09/08/2024

Dr. Muhammed Yunus

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি দফতরের দায়িত্ব পালন করবেন।
তাকে দুটি বিভাগ ও ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি দফতরের দায়িত্ব পালন করবেন। তাকে দুটি বিভাগ ও ২৫টি মন্ত্র...
09/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭টি দফতরের দায়িত্ব পালন করবেন।
তাকে দুটি বিভাগ ও ২৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

17/07/2024

মেধা-ই হোক দেশের একমাত্র কোটা 🇧🇩

17/07/2024

ভাষা শহীদের কে দেখি নি,,
দেখেছি আবু সাঈদ ভাই কে!🫡💝

17/07/2024

আর্তনাদ #কোটা #বাংলাদেশ #রাজাকার

17/07/2024

I got 2 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

17/07/2024

I gained 35 followers, created 7 posts and received 50 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

05/07/2024

আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন পাবে না 😕 এখনই এই সেটিং ঠিক করে নিন

03/08/2023

এখন আপনিও
আপনার শার্ট / শাড়ির কালার পরিবর্তন করতে পারবেন || Tiktok Viral Video | Tiktok viral Photo Editing 💙❤️🤟

28/07/2023

ফরিদপুরের ঐতিহ্যবাহী তেতুলতলার মিষ্টি
তেতুল তলার মোল্লার মিষ্টি 🙂 | এত স্বাদ কে 🤣

08/07/2023

Marriage video |বিয়ে | বৌভাত স্পেশাল ভিডিও | বোয়ালমারী - মাগুরা 🔥 শালিখা🔥
#বিয়ে #বৌভাত

07/07/2023

Mujhe Pyar Hua Tha | Siddat

07/07/2023

অনেক দিন পর সবাই একসাথে ❤️💙

04/07/2023

Happy 1st Married Anniversary Didi & Jamai babu❤️💙

03/07/2023

Happy 1st Married Anniversary Didi & Jamai babu❤️💙
মালাবদল

03/07/2023

Our Falcon Emiliano Martínez 🫶😘
বিশ্বকাপ জয়ের মহানায়ক 🦅 | এমি মার্টিনেস |
#ইমিমার্টিনেজ #বাজপাখি #মার্টিনেজ

03/07/2023

khamosiya Song | Arijit singh | ভাঙ্গা গোল চত্বর

02/07/2023

এই ছিন দেকে ভক্তরা কান্না করতে বাদ্ধ হয়েছে | প্রিয়তমা | শাকিব খান | ইধিকা পাল
®© ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ❤️💙
#প্রিয়তমামুভি #শাকিবখান

28/06/2023

রথযাত্রা ২০২৩ | ফরিদপুর
#রথযাত্রা

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
25/04/2023

I have reached 300 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

11/02/2023

গল্পের শেষটা সত্যিই অসাধারণ ছিল গল্পের মূল চরিত্রে থাকা প্রেমিক তার প্রেমিকাকে চুরি গিফট করল। এরপর প্রেমিক নিশ্চুপ হয়ে তার জীবন থেকে আজীবনের মত সরে গেল। শেষ হয়ে গেল বহু বছরের একটা প্রেমের গল্প। আর হ্যাঁ, প্রেম শেষ হয়ে গেছে কিন্তু ভালোবাসা কিন্তু শেষ হয়ে যাই নাই । কারণ প্রেমিক তার প্রেমিকাকে মন থেকে সত্যিই ভালবাসতো এবং বাসে। ❤️‍🩹

আসন্ন ১১ নং গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কোতয়ালি থানা আওয়ামী লীগের উপ-দপ্ত...
11/02/2023

আসন্ন ১১ নং গেরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কোতয়ালি থানা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং গেরদা ইউনিয়ন বাসীর আস্থার প্রতীক শ্রী অখিল চন্দ্র দাস এর নির্বাচনের সালাম ও শুভেচ্ছা
শুভেচ্ছান্তেঃ
শ্রী অখিল চন্দ্র দাস
দপ্তর সম্পাদক কোতয়ালি থানা আওয়ামী লীগ ফরিদপুর।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু, গত ২০১৬ সালে প্রলয়ঙ্করী টর্নেডোতে ক্ষতিগ্রস্তের মাঝে এানসামগ্রী বিতরন কালে আয়োজিত সভায় উপস্থ...
08/02/2023

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু,
গত ২০১৬ সালে প্রলয়ঙ্করী টর্নেডোতে ক্ষতিগ্রস্তের মাঝে এানসামগ্রী বিতরন কালে আয়োজিত সভায় উপস্থিত তৎকালীন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) পাশে উপবিষ্ট কোতয়ালী থানা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গেরদা ইউনিয়ন বাসীর আস্থার প্রতীক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী শ্রী অখিল চন্দ্র দাস।

ফরিদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনেগেরদায় প্রার্থীদের দৌড় ঝাপ শুরুফরিদপুর:সম্ভাব্য ১৬ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউন...
07/02/2023

ফরিদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে
গেরদায় প্রার্থীদের দৌড় ঝাপ শুরু

ফরিদপুর:
সম্ভাব্য ১৬ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়ে দৌড় ঝাপ শুরু করেছেন। ২৩ জানুয়ারি ক্ষমতাশীন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরা থানা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক মাধ্যমে জেলা আওয়ামীলীগের কাছে নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন প্রত্যাশি হয়ে আবেদন পত্র ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। ফরিদপুরে শুরু হয়েছে নির্বাচনী গুনজন। কে হবেন ৫ বছরের নেতৃত্বের জন্য স্ব স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি।

ফরিদপুর সদরের ১২টি ইউনিয়নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন গেরদা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের মানুষের আস্থায় দীর্ঘ সময় জন প্রতিনিধিত্ব করেছেন প্রবিন আওয়ামীলীগের নেতা মোঃ জাহিদুর রহমান জাহিদ ও আলহাজ্ব আব্দুল খালেক। জাহিদুর রহমান জাহিদ মৃত্যুবরণ করলে গত ৩০ জানুয়ারি, ২০২১ এই ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী আরিফ হোসেন জয় লাভ করেন। জাহিদ চেয়ারম্যানের নেতৃত্বে থাকা গেরদায় হঠাৎ করে বিএনপি প্রার্থীর জয় পাওয়াটা আওয়ামীলীগ নেতাকর্মীদের মর্মাহত করেছিল। রাজনৈতিক ভুল নাকি সমন্বয়ের অভাব ছিল সে অংক মেলানো ভার। তবে এবারের নির্বাচনে গেরদার নেতাকর্মীরা স্বপ্ন দেখছেন জাহিদ চেয়ারম্যানের পরিবারের কেউ হোক জনপ্রতিনিধি অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও আলোচনায় রয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে পুনরায় নির্বাচিত করার।

আগামী ১৬ই মার্চের নির্বাচনে গেরদায় যারা প্রার্থী হতে পারেন তাদের মধ্যে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, জাহিদ চেয়ারম্যানের পুত্র শহর যুবলীগের নেতা কামরুল হাসান ডেভিড, থানা আওয়ামীলীগের ত্যাগী নেতা অখিল চন্দ্র দাস, থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মোঃ এম.আর হক, গেরদা আওয়ামীলীগের সভাপতি, সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের মামাতো ভাই সৈয়দ গোলাম আইয়ুব হারিছ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

দলীয় মনোনয়ন কে পাবেন? সেই অপেক্ষায় থাকতে হবে আর কয়েকদিন। নির্বাচনী আলোচনায় শীতের হিমেল হাওয়ায় ততক্ষণ চায়ের কাপে চুমুক চলতে থাকুক ইউনিয়নগুলোতে।
Antor's official

Address

Faridpur
7841

Alerts

Be the first to know and let us send you an email when Antor Kumar Malo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category