08/08/2024
চার্টার্ড লাইফ-এর মৃত্যু বীমাদাবী চেক হস্তান্তরঃ
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর বরিশাল সেলস-এর সম্মানীত বীমা গ্রাহক জনাবা প্রজ্ঞা পারমিতা বেপারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ জনাবা প্রজ্ঞা পারমিতা বেপারীর মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ১ টি পলিসির অনুকূলে মোট ১২,০০,০০০/- ( বারো লক্ষ) টাকার চেক গ্রাহকের মনোনীতক স্বামী জনাব হিমাংশু কুমার বিশ্বাস এর হাতে তুলে দেন। চেক হস্তান্তর করেন কোম্পানীর মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম জিয়াউল হক, এফএলএমআই। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব মোঃ মনজুর আহাম্মদ, এজেন্সী ডিরেক্টর জনাব মুত্তাকীন ইসলাম মুক্তা এবং হেড অব পলিসি ওনার সার্ভিস এন্ড ক্ল্যাইমস ডিপার্টমেন্ট জনাব মোঃ কামরুজ্জামান সহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।