শান্তির পথ

শান্তির পথ "প্রচার করো আমার পক্ষ থেকে যদি তা একটি মাত্র আয়াতও হয়"।
- হযরত মুহাম্মদ (সা)
(9)

18/12/2023

রাসুল (সা) এর স্ত্রীগণ ।

12/12/2023

🎙️ওস্তাদ নোমান আলী খান।

11/12/2023

আমরা কারো কথা শুনতে চাই না।
#নোমান_আলি

06/11/2023

ইসলামের মধ্যে হাজারটি দল।
#আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান
#ইসলামিক_ভিডিও

04/11/2023

নারীকে তোমার সামনে সহজলভ্য করা হয়েছে।
#আবু_ত্বহা_মুহাম্মদ_আদনান
#ইসলামিকপেজ
#ইসলামিক_ভিডিও
#ইসলাম

🇧🇩🇵🇸আসুন নিজ নিজ যায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি🇧🇩🇦🇪 , ,  #আল্লাহুআকবার
04/11/2023

🇧🇩🇵🇸আসুন নিজ নিজ যায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলি🇧🇩🇦🇪
, , #আল্লাহুআকবার

31/10/2023

যে ব্যক্তি নিয়মিত ''ফজরের সালাত'' আদায় করবে, সে কখনো জা''হা''ন্না''মে প্রবেশ করবেনা। 🖤

- সহিহ মুসলিম : ৬৩৪

09/10/2023

মাশাআল্লাহ

07/10/2023

বাবা ।

05/10/2023

Beautiful✨

02/10/2023

কীভাবে বন্ধু ও অন্তরঙ্গ সঙ্গী নির্বাচন করব ?

01/10/2023

আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে।

10/09/2023

"জীবন সঙ্গি নির্বাচনে তুমি দ্বীনদারীকে প্রাধান্য দিবে,
না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে!🖤🌸

[সহিহ বুখারী -: ৫০৯০]

10/09/2023

হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর।নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন! 🖤🌸

সূরা আল বাকারা-১৫৩!

09/09/2023

‘আবদুল্লাহ ইবনু মাস’ঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ কোন বস্তুকে কুলক্ষণ মনে করা ‘শিরক’, কোন বস্তুকে কুলক্ষন ভাবা শিরক। একথা তিনি তিনবার বললেন। আমাদের কারো মনে কিছু জাগা স্বাভাবিক, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে তিনি তা দূর করে দিবেন।


সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৯১০

হে আল্লাহ্ আপনি আমাকে সহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুন 🥺🤲🤲

08/09/2023

তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না।
ঈমান গ্রহণের পরও কাউকে মন্দ নামে ডাকা গুনাহ!
(সূরা হুজুরাত : ১১)

07/09/2023

“আজ–চিৎকার করো না, আমার কাছ থেকে তোমরা কোনো সাহায্য পাবে না”

সূরা আল-মু'মিনূন [আয়াত-৬৫]

07/09/2023

ফজরের দুই রাকাত সুন্নত
নামাজ
দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে,তার থেকে উত্তম আলহামদুলিল্লাহ্💞💞
[মুসলিম:-৭২৫]

04/09/2023

❝আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করুন, খবরদার কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহকে ত্যাগ করবেন না।❞

– ড. বিলাল ফিলিপ্স।

03/09/2023

কোনো কিছু চেয়েও পান নাই?
হতাশ হবেন না! মনে রাখবেন আল্লাহ কুন ফায়াকুন! তিনি সব জানেন,সব দেখেন,সব শুনেন,সময় হলে ভালো কিছুই দিবেন।

ইনশাআল্লাহ!💜

দুনিয়ার জীবন শেষ আছে কিন্তু পরকালের জীবন কোন শেষ নেই।
03/09/2023

দুনিয়ার জীবন শেষ আছে কিন্তু পরকালের জীবন কোন শেষ নেই।

02/09/2023

নিজে দুরুদ পড়ুন।
অন্যকে স্মরণ করিয়ে দিন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

01/09/2023

'এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।'
-[ড. বিলাল ফিলিপ্স]

01/09/2023

"যে বিপদের সময় নিরপেক্ষ থাকে; তাকে কখনো বন্ধু মনে করিও না।"

- হযরত আলী (রাঃ)

31/08/2023

হঠাৎ করেই একদিন দেখবেন আপনার অশ্রুসিক্ত দোয়া গুলো কবুল হয়ে গেছে !'
সেদিন ফিসফিস করে বলে উঠবেন;"হে আমার রব আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হইনি"
আলহামদুলিল্লাহ❤️
[সূরা মারইয়াম ১৯:৪] 💙

31/08/2023

ফজর কাজা হয়ে গেছে, দিনটা রোজা রেখে কাটিয়েছে।
তাহাজ্জুদ ছুটে গেছে, ফজর পড়ে সূর্যোদয় পর্যন্ত মসজিদে কাটিয়েছে।
গতকাল একপারা তিলাওয়াত ছুটে গেছে, আজ দুইপারা পড়ে নিয়েছে।
এমন মুমিনকে শয়তান ভয় পায়। ভবিষ্যতে ওয়াসওয়াসা দেয়ার ব্যাপারে সতর্ক থাকে।💝

—শায়েখ আতিক উল্লাহ (হাফিঃ)

31/08/2023

ইলমের গভীরতা মানে নিরবতা, বিনয়াবনতা।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন
মু'মিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে, কিন্তু পাপীষ্ঠ ব্যক্তি ধোঁকাবাজ ও নির্লজ্জ হয়।
[আবু দাউদ:৪৭৯০]

30/08/2023

❝হতাশ হইও না। কোথাও না কোথাও কাউকে উছিলা করে আল্লাহ তোমার সকল মুশকিল আসান করে দিবেন❞! 😊🌸

❝ইংশাআল্লাহ❞!💙

30/08/2023

"হে বনী আদম!
আকাশ চুম্বি পাপ করার পরও তুমি যদি আমার কাছে ক্ষমা প্রর্থনা কর,
অবশ্যই আমি ক্ষমা করে দিব।"✨

- সুনান আত তিরমিজি-৩৫৪০ 🌸

30/08/2023

আমি বললাম,আমি একাকীত্ব অনুভব করছি।

আল্লাহ তায়ালা বললেন,আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে।

[সূরা-ক্বাফ:১৬]

সুবহানাল্লাহ 🤲

29/08/2023

হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন,
“কি'য়া'মতের দিন সব নবীর উম্মতের চেয়ে আমার উম্মত বেশী হবে এবং আমিই প্রথম জা'ন্না'তের দরজা খুলবো।” ( সুবহানাল্লাহ ) 🌻

(মুসলিম-১৯৬)

29/08/2023

"কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"
অর্থ:- "প্রত্যেক জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।"

|| সূরা আল ইমরান, আয়াত-১৮৫ ||

29/08/2023

"সৌন্দর্য একটি নিয়ামত!" 🌸
সব থেকে সুন্দর হলো আপনার কথা-বার্তা! এর দ্বারা চাইলে কারো মন জিতে নিতে পারেন! আর চাইলে কারো মন ভেঙ্গেও দিতে পারেন!

-মাওলানা তারিক জামিল।

28/08/2023

জীবনে কতগুলো মিনিট, কতগুলো ঘন্টা চলে যাচ্ছে। না আছে, সালাত, তিলাওয়াত, যিকির। হে নফস! হিসাব কিভাবে দিবে।😞💔

“আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।”🌸

27/08/2023

মানুষ কি মনে করেছে যে, ‘আমরা ঈমান এনেছি’ এ কথা বললেই তাদেরকে অব্যাহতি দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবেনা

সূরা আনকাবুত আয়াত ২

Address

Faridpur

Telephone

+8801725281121

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শান্তির পথ:

Share

Category



You may also like