ফরিদপুর টং খিচুড়ি

ফরিদপুর টং খিচুড়ি খাবার আল্লাহর সব থেকে বড় নেয়ামত 🤲

পোলাও খেতে ভালোবাসেন না,এরকম মানুষ হয়তো খুব একটা পাওয়াই যাবে না! পোলাও এর সাথে নানা রকমের সব শাহী খাবার খেতে জাস্ট অসাধা...
14/11/2024

পোলাও খেতে ভালোবাসেন না,এরকম মানুষ হয়তো খুব একটা পাওয়াই যাবে না! পোলাও এর সাথে নানা রকমের সব শাহী খাবার খেতে জাস্ট অসাধারন লাগে! তাই আপনাদের জন্য দিয়ে দিলাম কিছু স্পেশাল পোলাও এর রেসিপি। আশা করি সবার ভালো লাগবে!
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)

🟩 সাদা/প্লেইন পোলাও

উপকরনঃ
চিনিগুড়া চাল ৫০০ গ্রাম- (মেজারমেন্ট কাপে ২.৫ কাপ হয়)
কাঁচা মরিচ- ৪/৫ টি
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
তেজপাতা- ২/৩টি
দারুচিনি- ৪/৫ টুকরা
এলাচ- ৪/৫টি
আদা বাটা- ১ চামচ
রসুন বাটা- ১/২ চা চামচ
সয়াবিন তেল- ১/২ কাপ
ঘি- ৩ টেবিল চামচ
গোলাপজল- ২ চা চামচ
গরম পানি চালের দ্বিগুন- (যেহেতু ৫০০ গ্রাম চালে ২.৫ কাপ হয় তাই গরম পানি হবে ৫ কাপ)
কিসমিস- পরিমানমত
লবন- পরিমানমত

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে চাল ভাল ভাবে ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে পরে পানি ঝড়িয়ে দিয়ে রেখে দিন। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে ভাল করে গরম করে নিন। গরম হলে সেখানে তেল দিয়ে দিন। তেল ভাল ভাবে গরম হবার পর পেয়াজ কুচি, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে কিছুক্ষন নাড়ুন। পেয়াজ বেশি বাদামি করে ভাজবেন না। হালকা ভেজে আদা রসুন বাটা দিয়ে আরো ১ মিনিট ভেজে চাল দিয়ে দিন। চাল মিডিয়াম হিটে ১০ মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে দিবেন। এবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিন। পানি দিয়ে সাথে সাথে লবন দিবেন। এবারে ঢেকে রাখুন,মিডিয়াম হাই হিটে। যখন দেখবেন পানি শুকিয়ে আসছে তখন ঢাকনা তুলে কিসমিস ও কাচামরিচ দিয়ে দিন। ভালো করে নেড়ে দিবেন। এবারে দমে দেয়ার পালা। দমে দেয়ার আগে ঘি ছড়িয়ে দিবেন। এতে মনে হবে পোলাও ঘি দিয়ে রান্না করা হইছে! চুলার আচ একেবারে লো করে দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। ঢাকনায় ছিদ্র থাকলে বন্ধ করে দিবেন। ৫ মিনিট পরে ঢাকনা তুলে উপর নিচ থেকে নাড়িয়ে দিবেন। এতে করে নিচে কোন বাদামি লেয়ার বসবে না। এবারে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট দমে রাখুন। ব্যাস ঝরঝরে পোলাও রেডি!

🟩 সবজি পোলাও

উপকরনঃ
বাসমতি বা কালিজিরা চাল- ১.৫ কাপ
পানি- ৩ কাপ
পছন্দমতো শীতের সবজি কুচি- ২ কাপ
(ফুলকপি,ব্রকোলি,গাজর,বরবটি,মটরশুঁটি। আপনারা নিজের পছন্দমত সবজি নিতে পারেন। আর সবজিগুলো ছোট টুকরো করে কেটে নিতে হবে)
ঘি- ১/৩ কাপ
পেঁয়াজ কুচি- ১/৩ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ চা চামচ
কাজু বাদাম বাটা- ২ টেবিল চামচ
হলুদ গুড়া- ১/২ চা চামচ
টক দই- ১/৪ কাপ
গরম মশলা গুঁড়া- ১/৪ চামচ
লবন- স্বাদমতো
কাজু ও কিশমিশ- ৭/৮ টি
চিনি- ১ টেবিল চামচ
কাঁচামরিচ- ৫ থেকে ৬ টা
তেজপাতা- ১ টা

ফোরণের জন্যঃ
সামান্য জিরা
২ টা করে এলাচ
দারুচিনি
লবঙ্গ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমেই মাঝারি আঁচে হাড়িতে বাটার গরম করে নিন। তারপর এতে জিরা-এলাচ-দারুচিনি-লং-তেজপাতা দিয়ে একটু ফোড়ন তুলে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজকুচি সাদা সাদা করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ হালকা ভাজা হলেই এতে হলুদ,আদা-রসুন ও বাদামবাটা দিয়ে ১ মিনিট একটু কষিয়ে নিন। তারপর একে একে কাঁচামরিচ কুচি, টকদই, গরমমশলা গুঁড়া ও লবন দিয়ে আবার একটু কষিয়ে নিন।
এবারে যেসব সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিন যেমন গাজর, ফুলকপি, ব্রকোলি। তারপর মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নিন। তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে ৩ থেকে ৪ মিনিট সব একসাথে ভুনে নিন।
তারপর এতে গরম পানি ও গুঁড়োদুধ দিয়ে নেড়ে মিশিয়ে দিন। চুলার আঁচ বাড়িয়ে এই পানিতে একটা বলোক তুলে নিতে হবে। পানি ফুটে উঠলে ১ চা চামচ লবন দিয়ে নেড়ে মিশিয়ে দিন। তারপর এই বাড়তি আঁচেই রান্না করুন মিনিট ৫ ধরে যতক্ষণ না পানি আর চাল সমান সমান হয়ে আসে।
পানি টেনে আসলেই সাথে সাথে চুলার আঁচ কমিয়ে লো করে দিন। তারপর এতে মটরশুঁটি, কাজু,কিশমিশ, চিনি, লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে আলতো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে ১৫ মিনিট রান্না করুন।
১৫ মিনিট পর ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিন। তারপর আবারো ঢেকে ১০ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

নোটঃ
পোলাও ঝরঝরে করতে চাইলে চালগুলো ৪ থেকে ৫ বার কচলে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পানি পরিষ্কার হচ্ছে। এতে করে পানির সাথে চালের স্টার্চ ধুয়ে যাবে আর রান্নার সময় আঠালো হয়ে গায়ে গায়ে চাল গুলো লেগে থাকবে না, একদম ঝরঝরে হবে। আর ধোয়া হয়ে গেলে ভালো করে পানি ঝরিয়ে একটু ছড়িয়ে রেখে দিবেন। চাল দেয়ার পর পানিতে যখন বলোক আসে তখন ওই পানিটা একবার চেখে দেখবেন। ওই সময়ে পানিতে একটু চড়া লবন থাকতে হবে তাহলেই রান্নার পর পোলাওয়ের লবন ঠিকঠাক হবে। তাই যদি চেখে দেখেন লবন ঠিক লাগছে তাহলে আরো একটু লবন দিয়ে নিতে হবে।

🟩 পনির পোলাও

উপকরনঃ
সেদ্ধ করা বাসমতি চাল- ৫০০ গ্রাম (চিনিগুড়া দিয়েও হবে)
পনির- ৩০০ গ্রাম
জিরা- ১ চা চামচ
তেজপাতা- ৪ টি
লবঙ্গ- ৫ টি
এলাচ- ৫-৬ টি
পেঁয়াজকুচি- ১/২ কাপ
সেদ্ধ করে রাখা মটরশুটি- ১/৪ কাপ
কাঁচামরিচ- ৫টি
টম্যাটো সস- ১/২ কাপ
গোলমরিচ- ১ চা চামচ
টক দই- ১ কাপ
চিনি- ১ চা চামচ
ধনেপাতা- ১/২ কাপ
লবন- পরিমানমত
কাজু বাদাম ও কিসমিস- ইচ্ছা

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে কড়াইয়ে তেল গরম করে জিরা, তেজপাতা, পেঁয়াজকুচি, কাঁচামরিচ, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে ভাল করে ভাজতে থাকুন। পেঁয়াজ লালচে হয়ে এলে আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে টক দই দিয়ে দিন। এর পর একে একে লবন এবং চিনি দিয়ে দিয়ে কিছু ক্ষণ ঢেকে রাখুন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে আগে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল ও মটরশুটি দিয়ে দিয়ে ভাল করে কষিয়ে নিন। ঝোলের সঙ্গে চাল ভাল করে মিশে গেলে আগে থেকে ভাজা পনিরগুলি দিয়ে দিন। অল্প পানি দিয়ে ঢেকে দিন। ১০-১৫ মিনিট পর ঢাকা খুলে যদি দেখে পানি শুকিয়ে গিয়েছে, তাহলে উপর থেকে ধনেপাতা আর কাজু-কিশমিশ ছড়িয়ে নামিয়ে নিন। আলুর দমের সঙ্গে জমে যাবে পনির পোলাও।

🟩 বাসন্তী পোলাও

উপকরনঃ
গোবিন্দ ভোগ/চিনিগুড়া চাল- ১ কাপ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
লবন- স্বাদমত
চিনি- ১/৪ কাপ
আদা- ১ ইঞ্চি
এলাচ- ৩ টি
লবঙ্গ- ৩ টি
দারুচিনি- ২ ইঞ্চি
জয়িত্রী- ১ টি
তেজপাতা- ৩/৪ টি
কাজুবাদাম- ২৫ গ্রাম
কিসমিস- ২৫ গ্রাম
ঘি- ৫০ গ্রাম
পানি- পানি ২ কাপ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি পাত্রে চাল ভালো করে ধুয়ে নিন। চাল ভিজিয়ে রাখুন ১০ মিনিট।
তারপর চালের পানি ঝরিয়ে নিয়ে একটি পাত্রে ভালোকরে শুকিয়ে নিন।
এরপর ওই চালের মধ্যে আদা বাটা,হলুদ গুঁড়া,ঘি,কিছু গোটা গরম মসলা (লবঙ্গ,এলাচ,দারুচিনি,জয়িত্রী) দিয়ে ভালোকরে মাখিয়ে ঘন্টাখানেক রেখেদিন।
এরপর একটি কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম আর কিসমিস ভেজে নিন।
ওই কড়াইতে ঘি গরম করে গোটা গরম মসলা ফোরণ দিয়ে মাখিয়ে রাখা চাল একটু ভেজে নিন এবং পরিমান মতো লবন ও চিনি দিয়ে নেড়ে নিন।
এরপর চালের পরিমানের দ্বিগুন গরম পানি দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিন ১০ মিনিট।
এরমধ্যে এবার ভাজা কাজু আর কিসমিস দিয়ে একটু আঁচ কমিয়ে ঢেকে দিন কিছুক্ষনের জন্য।
এরপর পানি শুকিয়ে যাবে আর পোলাও টাও তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। এখন আপনি গরম গরম নামিয়ে নিয়ে পরিবেশন করুন।

12/07/2024

টং খিচুড়ি কি ফরিদপুর আবার ওপেন করলে আপনাদের ভালোবাসা কি ফিরে পাবো ☺️☺️ জানাবেন

02/06/2024

আবেগের আরেক নাম ফরিদপুর টং খিচুড়ি 😐💔

ফরিদপুর টং খিচুড়ি পক্ষ সকল মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদ মোবারক ❤️
10/04/2024

ফরিদপুর টং খিচুড়ি পক্ষ সকল মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদ মোবারক ❤️

এপোলো ডায়গনস্টিক সেন্টার এর ৪০ পেকেট চিকেন ভর্তা খিচুড়িযেকোন প্রোগ্রাম এর জন্য অডার করতে পারেনযোগাযোগ 01619172590
03/04/2024

এপোলো ডায়গনস্টিক সেন্টার এর ৪০ পেকেট চিকেন ভর্তা খিচুড়ি

যেকোন প্রোগ্রাম এর জন্য অডার করতে পারেন

যোগাযোগ 01619172590

খ্রিষ্টান মিশন স্কুলে 150 পেকেট টং খিচুড়ি।
23/03/2024

খ্রিষ্টান মিশন স্কুলে 150 পেকেট টং খিচুড়ি।

Ramadan Mubarak ❤️
11/03/2024

Ramadan Mubarak ❤️

গত শুক্রবার এর অডার ছিল ডিম, চিকেন, ভর্তা দিয়ে খিচুড়ি পেকেজ এরকম অডার পবিত্র মাহে রমজানে পেতে যোগাযোগ করতে পারেন।মোবাই...
08/03/2024

গত শুক্রবার এর অডার ছিল ডিম, চিকেন, ভর্তা দিয়ে খিচুড়ি পেকেজ

এরকম অডার পবিত্র মাহে রমজানে পেতে যোগাযোগ করতে পারেন।

মোবাইল:01619172590

জুম্মা মোবারক ❤️
08/03/2024

জুম্মা মোবারক ❤️

বেইলি রোড এ সকল নিহতদের আল্লাহ জান্নাতবাসী করুন,, 🤲🤲এবং আহতদের জন্য দোয়া করুন যাতে তারা আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপন ...
01/03/2024

বেইলি রোড এ সকল নিহতদের আল্লাহ জান্নাতবাসী করুন,, 🤲🤲এবং আহতদের জন্য দোয়া করুন যাতে তারা আবার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে।💔🥺

গতকালকের অর্ডার ছিল 30 পেকেট ফুল খিচুড়ি পেকেজ, এরকম খিচুড়ি পেকেজ  অর্ডার করতে পারেন এবং সামনে পবিত্র মাহে রমজানে জন্য ...
24/02/2024

গতকালকের অর্ডার ছিল 30 পেকেট ফুল খিচুড়ি পেকেজ, এরকম খিচুড়ি পেকেজ অর্ডার করতে পারেন এবং সামনে পবিত্র মাহে রমজানে জন্য খিচুড়ি অর্ডার করতে যোগাযোগ করুন।

01619172590

লোকেশন: ফরিদপুর প্রেস ক্লাবের সামনে, মুজিব সড়ক।

জমে উঠুক ফরিদপুর টং খিচুড়ির সাথে ফাল্গুনের উৎসব।  সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা 🏵️
13/02/2024

জমে উঠুক ফরিদপুর টং খিচুড়ির সাথে ফাল্গুনের উৎসব।
সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা 🏵️

এই স্নিগ্ধ শীতে ফরিদপুর টং খিচুড়িএর ভর্তা +মুরগী খিচুড়ি হলে আর কি লাগে..... ✨লোকেশন:প্রেস ক্লাবের সামনে, মুজিব সড়ক ফরি...
12/02/2024

এই স্নিগ্ধ শীতে ফরিদপুর টং খিচুড়িএর ভর্তা +মুরগী খিচুড়ি হলে আর কি লাগে..... ✨

লোকেশন:প্রেস ক্লাবের সামনে, মুজিব সড়ক ফরিদপুর

মোবাইল:01619172590

ঘন মেঘে করছে খেলা,বৃষ্টির দিনে খিচুড়ি একমাত্র আশা 😁হোম ডেলিভারি পেতে কল করুন:01619172590লোকেশন: প্রেস ক্লাবের সামনে অথবা...
01/02/2024

ঘন মেঘে করছে খেলা,বৃষ্টির দিনে খিচুড়ি একমাত্র আশা 😁

হোম ডেলিভারি পেতে কল করুন:01619172590

লোকেশন: প্রেস ক্লাবের সামনে অথবা ল্যাব এইড হাসপাতালে অপর দিকে

জীবনটা হোক খিচুড়িময় 😅,যেখানে ডাল ভাত কেবল বন্ধুত্ব করবে।
31/01/2024

জীবনটা হোক খিচুড়িময় 😅,যেখানে ডাল ভাত কেবল বন্ধুত্ব করবে।

প্রিয় কাস্টমার,আজ 21-01-2024 রবিবার কিছু সমস্যার কারণে ফরিদপুর টং খিচুড়ি আজ বিকাল 4 টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকবে...
21/01/2024

প্রিয় কাস্টমার,
আজ 21-01-2024 রবিবার কিছু সমস্যার কারণে ফরিদপুর টং খিচুড়ি আজ বিকাল 4 টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকবে এবং আগামীকাল থেকে সঠিক সময়ে খোলা থাকবে

আসসালামুয়ালাইকুম প্রিয় ফরিদপুর বাসী আপনাদের জন্য এই চরম 🌧️শীতে 🔥গরম করতে ফরিদপুর টং খিচুড়ি নিয়ে আসছে 🦢হাঁসের মাংস,🧉আ...
17/01/2024

আসসালামুয়ালাইকুম প্রিয় ফরিদপুর বাসী আপনাদের জন্য এই চরম 🌧️শীতে 🔥গরম করতে ফরিদপুর টং খিচুড়ি নিয়ে আসছে 🦢হাঁসের মাংস,🧉আচার এবং ভর্তা পেকেজ তাও আবার মাটির প্লেটে ,,এই সুন্দর খাবার উপভোগ করতে চলে আসুন ফরিদপুর টং খিচুড়িতে

দাম মাত্র ১৫০ টাকা

লোকেশন: প্রেস ক্লাবের সামনে, মুজিব সড়ক ফরিদপুর

অডার করতে যোগাযোগ করুন:01619172590

Address

Faridpur
7830

Telephone

+8801619172590

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর টং খিচুড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category