রূপকথার রাজ্য

রূপকথার রাজ্য আমি যা দেখি, তুমি কী তা দেখো ⁉️
(5)

15/01/2025

সন্ধ্যার লাইভে বন্ধুদের সাথে গল্প 🌹

15/01/2025

মজাদার নাস্তা খাইয়ে রূপকথা আমার রাগ দূর করে দিল ।😋😋

15/01/2025

শুভ দুপুর

আপনার সন্তানকে বুঝিয়ে দিন যে একটি পাতার তৈরি মুকুটও মানুষকে রাজা বানাতে পারে ।  রাজা হতে মুকুটটাই প্রয়োজন, সেটা দামি হ...
15/01/2025

আপনার সন্তানকে বুঝিয়ে দিন যে একটি পাতার তৈরি মুকুটও মানুষকে রাজা বানাতে পারে ।

রাজা হতে মুকুটটাই প্রয়োজন, সেটা দামি হীরা খচিত হোক অথবা পাতার তৈরি হোক ।

সন্তানকে সাধারণ হতে শেখান । নিজের সাধ্যের বাইরে গিয়ে কখনোই আপনার সন্তানকে বিলাসিতা করতে দিবেন না ।

শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে , ফুটানি দেখানোর মধ্যে আনন্দ খোঁজার স্বভাব ছেলেমেয়েরা প্রথম শেখে নিজের পরিবার থেকে।

স্কুলে টিফিন দামী নিতেই হবে কারণ.... .... এটা দিয়েই সাধারণত শুরু হয় মেকি মানুষ তৈরির প্রথম যাত্রা ।
🌹 শুভ সকাল 🌹
কলমে : আইরিস
( লেখাটা আমার নিজস্ব ধারণা। সন্তান লালন পালনের ক্ষেত্রে এক একজন মানুষের চিন্তাধারা এক এক রকম )

14/01/2025

লাইভে বন্ধুদের সাথে গল্প 🌸

14/01/2025

আমার মতো এমন ছোঁচা কে কে আছেন যাঁরা মাংস রান্না শেষ হওয়ার আগেই চুলায় থাকা কড়াই থেকে মাংস খেয়ে মাঝে মাঝে মুখও পু*ড়ি*য়ে ফেলেন 🥰
শুভ দুপুর 🍗🍛🥕☕

এই ছবিগুলো কেউ আমাদের তুলে দেয়নি ।  ফোনে সেলফ টাইমার সেট করে তোলা । বাসা থেকে বের হওয়ার সময় গেইটের সামনে দাঁড়িয়েই রূপকথা...
14/01/2025

এই ছবিগুলো কেউ আমাদের তুলে দেয়নি । ফোনে সেলফ টাইমার সেট করে তোলা ।

বাসা থেকে বের হওয়ার সময় গেইটের সামনে দাঁড়িয়েই রূপকথা বলবে -- মা চলো দু'জন একসাথে ছবি তুলি ।

আমি মিথ্যে বিরক্ত ভাব দেখিয়ে বলি -- " তোমার সাথে ছবি তুললে আমাকে বেশি মোটা আর খাটো দেখায় .... ছবি দেখে মনে হয় তুমি এক আর আমি শূন্য । একে শূন্য দশ ( ১০ ) " 🥰

রূপকথা বলবো -- 'এগুলো পোস্ট কোরো না মা। এগুলো এমনি এমনি তুলবো দু'জন '।

মেয়েটা আমাকে ফোনের সামনে দাঁড় করিয়ে -- দৌড়ে দৌড়ে গিয়ে টাইমার সেট করে এসে আমাকে জড়িয়ে ধরে দাঁড়ায় ।

বেশিরভাগ ছবি সময়ের সাথে আমদের মা-মেয়ের তালগোল পাকিয়ে আবোল-তাবোল হয় কিন্তু......

রূপকথা যখন টাইমার সেট করে দৌড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কী যে আনন্দ হয় !!!

রূপকথাকে তখন আমার ছোট্ট রূপকথা মনে হয় !

ছুটতে ছুটতে আসা আমার ছোট্ট রূপকথা আমাকে বলে -- মা, ওয়ান-টু-থ্রি..... আবার দৌড়ে যায়.... আবার ছুটে আসে...... মা, হাসো.... মা, মা......

জীবন সুন্দর !! এমন আবোল তাবোল ছবির মতোই সুন্দর। শুধুমাত্র জীবন কে সাজাতে জানতে হয় ।
সময় দিয়ে ভালোবাসাকে বাঁধতে হয় ।
শুভ সকাল 🌸
কলমে : আইরিস

13/01/2025

অদ্ভুত কায়দায় মা-মেয়ের খাওয়া-দাওয়া 🤣❗😋

আগামীকাল থেকে লাইভে  সকাল ৯.০০ টার পরিবর্তে সন্ধ্যা ৭.০০  টায় থাকবো ।  বাচ্চার স্কুল শুরু হয়ে গিয়েছে তাই সময়ের পরিবর্তন।...
13/01/2025

আগামীকাল থেকে লাইভে সকাল ৯.০০ টার পরিবর্তে সন্ধ্যা ৭.০০ টায় থাকবো । বাচ্চার স্কুল শুরু হয়ে গিয়েছে তাই সময়ের পরিবর্তন।

দুপুরে বাটারবান আর চা হলে কী খুব মন্দ হবে..... ভালোবেসে আজ তোমাদের বাটারবান দিলাম ।
শুভ দুপুর।

13/01/2025

লাইভে পুরনো বন্ধুদের সাথে নিয়ে নতুন বন্ধু গড়ি 🌹

নীচের ছবির মতোই আমি দূর থেকে আপনাদের দেখি ।  এক একজন মানুষ দূর থেকে কুয়াশার মতোই আবছা । এই ভার্চুয়াল জগতে মানুষের সন্ধান...
13/01/2025

নীচের ছবির মতোই আমি দূর থেকে আপনাদের দেখি ।
এক একজন মানুষ দূর থেকে কুয়াশার মতোই আবছা ।

এই ভার্চুয়াল জগতে মানুষের সন্ধান করে ভালোবাসা জানানো জটিল প্রকৃয়া হলেও আমি চেষ্টা করি আপনাদের সবার কাছে পৌছে ভালোবাসা জানাতে ।

কিন্তু ...... চাইলেও সবার কাছে পৌছে মন্তব্য রাখা সম্ভব হয় না । এবং...

লাইক, কমেন্টেও সীমাবদ্ধতা থাকায় আপনাদের লেখা এত সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে -- আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না ।

ভালোবাসার মানুষেরা আপনারা জানবেন আমি মন থেকে আপনাদের ভালোবাসি । আপনাদের সাথে আমার এই সম্পর্ক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ।

শুভসকাল🌹🌻
কলমে : আইরিস

গতকাল রাতে আমার বর আলুভর্তা বানিয়েছিল ।  ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল।  আজ দুপুরে ভাত খাওয়ার সময় সেই ভর্তা আমার পাতে দিয়...
12/01/2025

গতকাল রাতে আমার বর আলুভর্তা বানিয়েছিল । ভর্তাটা খেতে অসাধারণ হয়েছিল।

আজ দুপুরে ভাত খাওয়ার সময় সেই ভর্তা আমার পাতে দিয়ে হাসিমুখে বলল --" ভর্তাটা তোমার ভালো লেগেছিল বলে একটু ভর্তা আড়ালে রেখে দিয়েছিলাম । "

জীবন সুন্দর ! ভীষণ সুন্দর !
এইরকম আড়ালে রাখা আলুভর্তার মতোই সুন্দর !!

শুভ দুপুর ।

12/01/2025

এসো বন্ধু হই, হাত বাড়াই 🌹

মনের চোখ ও স্বপ্ন দিয়ে চাইলেই মানুষ সারা পৃথিবীকে দেখতে পারে ❗ সৃষ্টিকর্তা কোনো কমতি দিয়ে তাঁর বান্দাকে এই পৃথিবীতে পাঠা...
12/01/2025

মনের চোখ ও স্বপ্ন দিয়ে চাইলেই মানুষ সারা পৃথিবীকে দেখতে পারে ❗ সৃষ্টিকর্তা কোনো কমতি দিয়ে তাঁর বান্দাকে এই পৃথিবীতে পাঠাননি❗ হিমালয়ের চুড়ায় বসে তোমাদের জানাচ্ছি --" শুভ সকাল " 🌹

11/01/2025

অবাক করে দেওয়া বন্ধুর পাঠানো উপহার 🥰❗

11/01/2025

বিয়ের পর দিনের -পর- দিন দুপুরবেলা ডিম আর খিচুড়ি রান্নার গল্প কার কার আছে জানি না, কিন্তু সবচাইতে সহজ রান্নার দাবিদার খিচুড়ি ও ডিম ভালোবাসার আরেক নাম । শুভ দুপুর 🍛🥕☕

11/01/2025

চলো লাইভে নতুন বন্ধু গড়ি 🌻🌹

সময় থাকতে সাবধান হোন।  ছবিটি খেয়াল করে দেখুন । নিশ্চই কোনো পাখি খেজুর গাছে মলত্যাগ করেছিল । সেই মলে ছিল অন্য আরেকটি গাছে...
11/01/2025

সময় থাকতে সাবধান হোন। ছবিটি খেয়াল করে দেখুন ।

নিশ্চই কোনো পাখি খেজুর গাছে মলত্যাগ করেছিল । সেই মলে ছিল অন্য আরেকটি গাছের বীজ । সেই বীজ থেকে চারা হয়ে খেজুর গাছটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে ধীরে ধীরে ।

কিছুদিনের ভেতরই আমরা এই গাছটির দিকে অদ্ভুত চোখে তাকিয়ে বলবো -- " কী অবস্থা! বটগাছের মধ্যে দিয়ে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে !! "

কী অদ্ভুত !! আমাদের পরিবার ও সমাজের কিছু মানুষের সাথে কী এই ছবির কোনো মিল পাচ্ছেন !!

আপনাকে আঁকড়ে ধরে বেড়ে উঠেছে যে মানুষ আজ সে আপনার অস্তিত্ব গ্রাস করে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে ।

কলমে : আইরিস
শুভ সকাল

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when রূপকথার রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রূপকথার রাজ্য:

Videos

Share

Category