দেবী

দেবী নহে দেবী,নহে সামান্যা নারী�

এই পেজের পোস্ট দেখে কেউ আমার ব্যক্তিত্ব বিচার করবেন না। এগুলো শুধু চিত্তের প্রশান্তির জন্য।🖤

জীবনবৃত্তান্তের রূপরেখা ফুটিয়ে তোলার বহিঃপ্রকাশ হলো “দেবী”

02/02/2025

বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা পয়সার নয় বাস্তবতা আর অভিজ্ঞতা!😅💔

02/02/2025

পাবো না জেনেও কিছু প্রিয়জনকে খু্ব বেশি ভালোবাসতে ইচ্ছে হয়.....
জানি এ ভালোবাসার মূল্য সে দিবে না,
কিন্তু তারপরও তার প্রতি ভালোবাসা দিনদিন বাড়তে থাকে!!!!
কারন, সব-পাওয়ার-নামই-ভালোবাসা-নয়-কিছু-না-পাওয়ার-নামও-ভালোবাসা-হয়........💘💔

02/02/2025

অপেক্ষারা উপেক্ষা হয়, মায়া হয়ে যায় মোহ - প্রতিশ্রুতিও মিথ্যা হয়; দ্বিধায় ঘেরা দ্রোহ!🕊️❤️‍🩹

02/02/2025

একটা মানুষ তিলে তিলে শেষ হওয়ার পিছনে একটা মানুষের মায়াই যথেষ্ট!😊💔

কথা দিচ্ছি!আর কোনোদিনই ফিরবো না তোমার শহরে, তুমি যারে চাও তারই হও..😊❤️‍🩹
01/02/2025

কথা দিচ্ছি!
আর কোনোদিনই ফিরবো না তোমার শহরে, তুমি যারে চাও তারই হও..😊❤️‍🩹

01/02/2025

যে তোমায় নিয়ে লিখতে চাই, আমি না হয় দেখে নিলাম দূর থেকে কোন এক বই মেলায়!😅💔

01/02/2025

প্রিয়,
অসম্ভব ভালবাসার পরেও যখন তুমি চলে গিয়েছিলে! তখন যে তীব্র যন্ত্রণা আমি ভোগ করেছি, আমি কখনো চাই নি তুমিও তা অনুভব করো!

কাউকে অন্ধের মতো বিশ্বাস করার পর, যখন সে মানুষটাই বিশ্বাসঘাতকতা করে,আমি চাই নি তুমি কখনো তার স্বীকার হও!

তুমি আমাকে ভালবাস,তুমি ফিরে আসবে এমন কোন কারণ ও আমি কখনোই খুঁজে পাইনি!!

কি অদ্ভুত দেখ, তুমি ফিরে এসেছো,তুমি কষ্ট পাচ্ছো,তোমার বিশ্বাস ও ভেঙে চুরমার হচ্ছে!!

কিন্তু আমি কখনোই চাইনি তুমি আমার মতো তীব্র যন্ত্রণা ভোগ করো,কখনোই না!

ওই যে কথায় আছে না "রিভেঞ্জ অব ন্যাচার"!
হয়তো তোমার সাথেও তাই হচ্ছে,কিন্তু অবাক করা বিষয় কি জানো? আমার সাথে তুমি যে অন্যায় করেছো তার জন্য বিন্দু পরিমাণ অনুশোচনা আমি তোমার চোখে দেখছি না! ভুল হয়েছে বলে তুমি যা বলছো, আসলেই তা কি ভুল??

অবাক হয়ে আমি শুনছি তোমার কথা " আমি কেন অন্য কারো সাথে জড়িয়েছি"?

তোমার জবাব ওই বললাম "তুমি আমাকে ভালবাস,তুমি ফিরে আসবে এমন কোন কারণ ও আমি কখনোই খুঁজে পাইনি"!

বিন্দু পরিমাণ কারণ যদি আমি খুঁজে পেতাম তবে আমি অপেক্ষায় থাকতাম!! যদি একটি বার তুমি আমায় চাইতে তবে কখনোই অন্য কারো সাথে জড়িয়ে যেতাম না!কিন্তু তুমি অন্য কাউকে চেয়েছিলে,অন্য কারো হয়েছিলে!!

আর হ্যাঁ, তুমি আমার বড্ড প্রিয় মানুষ ছিলে,আছো,থাকবে! তাই প্রিয় বলেই সম্মোধন করি!!

01/02/2025

মনে রাখবেন এই জগতে যাকে যত বেশি পাত্তা দিবেন। তার কাছেই তত বেশি অবহেলিত হবেন।❤️

01/02/2025

পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা যে মারাত্মক সুন্দর এইটা Darshan Raval এর গতো কয়েকদিনের আপলোড করা ছবি দেখলে আরো ভালোভাবে বুঝা যায়!
কেয়ার' জিনিস টা ছেলেদের শিখাইতে হয় না! ছেলেরা যেই মেয়েকে পছন্দ করে,যাকে ভালোবাসে তাকে এমনিতেই কেয়ার করে।
যেই ছেলে বলে 'আমি এইসব বুঝি না' সে আসলে ভালোই বাসে না। সে বিভিন্ন 'অজুহাত' দিয়ে এড়িয়ে যেতে চায়। পুরুষ মানুষ ভালোবাসলেও সেটা বুঝা যায়,ভালো না বাসলেও সেটা বুঝা যায়।
জোর করে কারো মধ্যে 'কেয়ার' জিনিস টা আনতে পারবেন না। 'তুমি বেরসিক,তুমি কেয়ার করতে জানো না,তুমি মন বুঝো না' এইসব বলেও লাভ নাই আসলে। যে ভালোবাসে, সে কেয়ার করে,সে মন বুঝে,সে সব জানে,সব বুঝে! ❤️

01/02/2025

তুমি একজন ভালো নারীকে হারিয়েছ এই কারণে নয় যে সে যথেষ্ট ছিল না, বরং এই কারণে যে তুমি তার মূল্য দিতে জানো না।
সে তোমাকে সবকিছু দিয়েছে- তার সময়, তার হৃদয়, তার আনুগত্য- এবং তুমি এটা গ্রহণ করেছ।
সে যা দিয়েছে তার গভীরতা তুমি দেখোনি, আর এখন তুমি যা প্রশংসা করোনি তার অনুপস্থিতি তোমার কাছে রয়ে গেছে।
এটা নয় যে সে তোমার জন্য ভালো ছিল না; এটা নয় যে তুমি তার মত কারো জন্য প্রস্তুত ছিলে না। 🖤💔

01/02/2025

যাকে হারিয়ে ফেলার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধূলিতে।

এরপরে দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে। মাথার উপর দিয়ে কত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে। সবার কী তাড়া! শুধু তোমারই কোনো তাড়া থাকবে না। একবারেই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে।

তুমি হয়তো বুঝবে সেদিন, এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে🌻❤️‍🩹

সু'হা'সি'নী'

01/02/2025

অতীত ভুলে ধরেছিলাম তোমার হাত, কিন্তু জানা ছিলো নাহ্ তুমি করবে অতীত এর চেয়েও বেশি আঘাত.!😥💔

01/02/2025

ক্লান্ত এই জীবনে, তোমার কাঁধে মাথা রেখে একটু স্বস্তি পেতে চাই প্রিয়!'😌💔

01/02/2025

একটা জিনিস অনুধাবন করলাম! কখনো 'জোর' করে কারো মনে জায়গা নিতে নেই! 'তুমি আমাকে ভুলে গেছো' বা 'মেসেজ দাও না' বলে তাকে বিরক্ত করার দরকার নাই!
জাস্ট চুপ থাকুন! চুপচাপ দেখুন সে আপনাকে মনে করে কিনা? দরকার পড়লে বা মনে পড়লে মেসেজ দিবেই! 🖤

01/02/2025

ভালবাসা বেঁঁচে থাকুক অন্যের হাতিয়ার হয়ে।🤫🐽🐽

01/02/2025

শীতের সকালে সঙ্গী লেপের আদুরে ছোঁয়া , তার সাথে মানায় কেবল চায়ের কাপের ফুটন্ত ধোঁয়া।🌝🌼✨

31/01/2025

হৃদয় খুলে দেখি আর কোনো দুঃখ নেই, বরফের মতো সব জমে জমে শোক হয়ে গেছে.!😓💔

সমস্ত জীবনের বিনিময়ে কেবল ভালোবাসা চেয়েও প্রতিবার আমি খালি হাতে ফিরেছি!😅💔
31/01/2025

সমস্ত জীবনের বিনিময়ে কেবল ভালোবাসা চেয়েও প্রতিবার আমি খালি হাতে ফিরেছি!😅💔

Address

Deora Bazar
Faridpur
7931

Alerts

Be the first to know and let us send you an email when দেবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেবী:

Videos

Share

Category