দৈনিক আমার ফরিদপুর

দৈনিক আমার ফরিদপুর ফরিদপুর এর সকল গুরুত্বপূর্ণ খবর প্রচ?

23/10/2024

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে আন্দোলনের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বঙ্গভবনে সামনে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে ছাত্র-জনতার উপস্থিতি দেখা না গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখা যায়।

22/10/2024

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে।

তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কিভাবে পথ থেকে সরাতে হয়। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

আন্দোলনকারী ছাত্র জনতা।

রিদয়বিদারক ঘটনা আশিষ কুমার রাজ এর ফেসবুক প্রোফাইল থেকে সম্পুর্ন কপি করা।সকলে সাহায্যের জন্য চেষ্টা করুন।আপনারা আমাকে বাঁ...
19/10/2024

রিদয়বিদারক ঘটনা আশিষ কুমার রাজ এর ফেসবুক প্রোফাইল থেকে সম্পুর্ন কপি করা।
সকলে সাহায্যের জন্য চেষ্টা করুন।

আপনারা আমাকে বাঁচান 🙏
আমি বাঁচতে চাই 🙏🙏🙏
আমার দুইটা ছেলের জন্য

আমি আমার জন্য না আমার দুইটা ছেলের জন্য বাঁচতে চাই। আজ ৮ মাস ধরে আমি ঘরে শোয়া। আমি মরে গেলে ওদেরকে দেখবে l আমার বউ অনেক কষ্ট করে ওদের মানুষ করতেছে l নিজের দাদার দোকানে বসে দোকানদারি করতেছে l মাসে ৫০০০০ টাকা কিস্তি দিতেছে আমার দোকানের l যেটা আমার ফ্যামিলিদের দেওয়ার কথা ছিল l অনেক অনেক হাঙ্গামা করে হসপিটালে এসেছি l ১৮ দিন হসপিটালে ভর্তি ছিলাম l ডাক্তার বলেছে এদেশে তার কোন চিকিৎসা নেই l চেন্নাই থেকে ঠিক একই কথা বলেছেন l কিন্তু দিল্লি থেকে ডাক্তার বলেছে এখানে ট্রিটমেন্ট করলে অনেকটা সুস্থ হতে পারবেl ডিভাইসের মাধ্যমে লাঠি ভর দিয়ে হাঁটতে পারবে l পায়খানা প্রসাব বুঝতে পারবে l আজ ৮ মাস যাবত আমার পায়খানা প্রস্রাব বন্ধ। l মেডিসিন দ্বারা পায়খানা প্রস্রাব করা হয় l এ জীবন তো জীবন নয় দোযখ l আমারও বাচ্চার ইচ্ছা নাই l শুধুমাত্র আমার দুইটা ছেলের মুখের দিকে তাকিয়ে আমার বাজার ইচ্ছা l আমি যদি মরে যাই ওদের কেউ ভিক্ষাও দেবে না l ডিভাইস লাগাতে ৫০ লাখ টাকা খরচ হবে l সেই সামর্থ্য বলে আমার বাবার নেই l তার যা ছিল সে নাকি সব আমার পিছনে ভেঙ্গে ফেলেছে l আর যদিও তার যদি কিছু থাকে সেতা ভাঙবে না l তারা আরো দুটো ছেলে আছে l আমার ছোট ভাই দীপ্ত আমার মোবাইলটা ভেঙ্গে ফেলেছে রাগ করে l আমার বউ পুজোর সময় আমার ছেলেদের কিছু কিনে না দিয়ে নিজে কিছু না কিনে সেই টাকা দিয়ে আমাকে একটা মোবাইল কিনে দেয় l আমি সারাদিন মরার মত শুয়ে থাকি চিন্তা ভাবনা করি সেজন্য আমাকে একটা মোবাইল কিনে দেয় l আমার যখন টাকা পয়সা ছিল আমি যখন সুস্থ ছিলাম আমার পাশে সবাই ছিলl আমি এখন অসুস্থ আমার পাশে কেউ নেই l জীবনে অনেক মানুষ উপকার করেছি l যে যা চেয়েছে তাই তাকে দিয়েছে l কিন্তু আমার আমার সময় এখন আমার পাশে কেউ নেই l আমার সুসময়ের বন্ধু এখন আমার দুশমন l আমার কাছের লোকই চায় আমি মরে যাই l অনেকে আমার বাবাকে পরামর্শ দেয় ওর পিছনে আর টাকা খরচ করার দরকার নাই ওর তো এমনিতেই মরে যাবে 😭।
কিন্তু আমি বাঁচতে চাই 🙏 আমার দুইটা ছেলের জন্য আমি বাঁচতে চাই l তাই আপনারা আমার পরিবার-পরিজনকে আমার আত্মীয়-স্বজনকে একটু বলেন তারা যেন আমাকে সাহায্য করে l আমাকে দিল্লি নিয়ে যেন আমাকে একটু সুস্থ করে আনে l বলতে লজ্জা লাগে যদি পারেন আপনারাও আমাকে সহায়তা করেন 🙏 সুস্থ হয়ে পরিবারকে সময় দেবো l এতকাল তো সময় দিয়েছি বন্ধু-বান্ধবদের l তাই আপনারা আমাকে একটু সাহায্য করেন এবং আমার পরিবার-পরিজন আত্মীয়-স্বজনকে একটু বলেন আমাকে সাহায্য করতে 🙏 আমার কথায় তারা আমাকে সাহায্য করবে না। আপনারা যদি একটু রিকোয়েস্ট করেন তাহলে তারা করবে। আমার দুইটা ছেলের জন্য আপনারা আমাকে সাহায্য করেন। সুস্থ হয়ে আমিও ব্যবসা করব। দেখি কিভাবে টাকা অর্জন করা যায়। এতকাল তো টাকা ভেঙ্গে এসেছি এইবার উপার্জন করব। যদি লাঠি ভর একটু হাঁটতে পারতাম তাহলে ও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম 🙏 এটা আমার বাবার নাম্বার০১৭১৫৬২১১৬৭
এটা আমার কাকার নাম্বার০১৭৩৩৫৫৬৫৩৩
বাবার কাকাতো ভাই শিল্পপতি ০১৭১৭০৮৬২৬৫
সর্বোপরি কথা হচ্ছে আমার মা যদি বলে আমি সুস্থ হব তাই হবে। আমার মা ও চায়না যে আমি সুস্থ হই। আজ ৮ মাস যাবত মা আমাকে টানতেছে 😭 সেও অধৈর্য হয়ে পড়েছে। সেও চায় না আমি এই পৃথিবীতে বেঁচে থাকি। সে খুব ইমোশনাল যদি কেউ বলে আসিস কে সুস্থ করেন ওকে দিল্লি নিয়ে যান বলে টাকা পাবো কোথায়। সব টাকা তো ওর পিছনে খরচ করে ফেলেছি। আমার আরো দুইটা ভাই আছে তাদের ভবিষ্যৎ তো ভাবতে হবে এজন্য এই কথা বলে। আমার মাকে একটু বলেন যাতে আমাকে আমার দুটো ছেলের জন্য আমাকে সুস্থ করে (০১৭৪৩৪৮০৫০৪) এটা আমার মার নাম্বার 🙏 আর যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে আপনারা আমাকে একটু সহযোগিতা করেন (০১৭১১৩০৫৬০৮ )এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার।

18/10/2024

২০২৫ সালেই নির্বাচন: আইন উপদেষ্টা

পূর্ব সদরদী ও বাবলা  তলার মাঝামাঝি পয়েন্টে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আলিফ পরিবহন।অনেকেই মারাত্মক ভাবে জখম হয়েছে!কেউ নি...
17/10/2024

পূর্ব সদরদী ও বাবলা তলার মাঝামাঝি পয়েন্টে ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আলিফ পরিবহন।অনেকেই মারাত্মক ভাবে জখম হয়েছে!

কেউ নিহত হয়েছে কি না এই বিষয়ে স্পষ্ট কোন তথ্য জানা যায় নি

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

ফরিদপুরের মল্লিক পুর দুই বাসের সংঘর্ষে নিহত ৫ আহত ১৫
15/10/2024

ফরিদপুরের মল্লিক পুর দুই বাসের সংঘর্ষে নিহত ৫ আহত ১৫

হৃদয়বিদারক ঘটনা- দোয়া চেয়েছেন পরিবার-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভাংগা বাজারের হার্ডওয়ার ও ফার্নিচার ব্যবসায়ী ও ভাঙ্...
14/10/2024

হৃদয়বিদারক ঘটনা-
দোয়া চেয়েছেন পরিবার-
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভাংগা বাজারের হার্ডওয়ার ও ফার্নিচার ব্যবসায়ী ও ভাঙ্গা প্রেসক্লাবের সদস্য, আনন্দ গ্লাস হাউস এর স্বত্বাধিকারী আষিষ রাজ(৩০)। আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার এনাম হাসপাতালের বেডে কাতরাচ্ছে। অবস্থা সংকটাপন্ন, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ওর মা জানিয়েছেন, চিকিৎসকরা বলেছেন চিকিৎসা নেই। তারপরেও মায়ের মন, সর্বোচ্চ চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তবে মহান আল্লাহ সবকিছুই করতে পারেন। ওর বাবা আনন্দ মণ্ডল ও মাতা দোয়া চেয়েছেন ছেলে জন্য।

13/10/2024

আতঙ্ক সৃষ্টি করতে নয়, আতঙ্ক দূর করতেই পুলিশ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ নয়, পুলিশ হচ্ছে আতঙ্ক দূর করতে। এটাই প্রমাণ করতে হবে এজন্যই পুলিশ। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। জনগণকে নিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমার কড়া নির্দেশনা রয়েছে পুলিশ কোন আসামী ধরতে গেলে আসামের লোকেরা যেন জানতে পারেন কে ধরে নিয়ে যাচ্ছে তা নিশ্চিত হতে হবে। অবশ্যই পুলিশকে পরিচয় দিতে হবে প্রয়োজনে মোবাইল নম্বর দিয়ে আসতে হবে। যেন আসামির স্বজনেরা বুঝতে পারেন পুলিশ ধরে নিয়ে গেছে বা কোন আইন-শৃঙ্খলা বাহিনী ধরেছে । এটা নিশ্চিত করতে হবে। পুলিশকে আসামী ধরতেই হবে কারণঃ সন্ত্রাস আছে তাদের ধরতে হবে। পরিচয় ছাড়া কোন আসামি ধরা যাবে না, আসামির লোকজন যেন মনে না করেন যেন তাকে গুম করা হয়েছে। এই সুযোগ আর দেওয়া হবে না।

তিনি শনিবার( ১২ অক্টোবর ) সন্ধ্যার পরে হিন্দুদের ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ভাঙ্গা বাজারের কালিবাড়ি পূজা মন্ডপ ও বাজার পূজা মণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের মূল চেতনা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের দেশে যার যার ধর্ম সেই সেই পালন করবেন নির্বিঘ্নে। দিনশেষে সবাই ভাই ভাইয়ের মত চলাফেরা করবেন এটাই আমাদের প্রত্যাশা।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মালো পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ভাঙ্গার হিন্দুরা কোনদিন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি মহোদয়ের পদার্পণ পাইনি। এ বছর সার্বক্ষণিক পুলিশের সহযোগিতা পেয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পেরে ধন্যবাদ জ্ঞাপন করছি।আমরা ভাংগা পূজা উদযাপন কমিটি সব সময় প্রশাসনকে পাশে পেয়ে কষ্ট করে যাচ্ছি যাতে খুব সুন্দর ভাবে প্রতিটি পূজা আমরা শেষ করতে পারি।

এ সময় পূজা মন্ডপের সভাপতি ডাঃ লক্ষণ ও স্বপন সাহা পুলিশের ভূমিকার প্রতি তারা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলার পুলিশ সুপার ও ফরিদপুর জেলার পুলিশ সুপার এম এ জলিল ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান ।
এছাড়া স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দলের সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম। পৌর বিএনপির আব্বায়ক মিজানুর রহমান পান্না, পৌর বিএনপি'র সাবেক সভাপতি ওয়াদুদ মিয়া, যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, মিজানুর রহমান মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সী,সাধারণ সম্পাদক সামাদ খন্দকার, পৌর সভাপতি আলম মুন্সী,সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সী, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ওসমান মুন্সী, পৌর বিএনপির আহবায়ক বিটু মুন্সি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিঠু শিকদার,সাবেক ছাত্রদল নেতা প্রিন্স, পুরান রহমান এছাড়া উপজেলা বিএনপি'র সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

10/10/2024

সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের জানাই শারদীয় শুভেচ্ছা

শারদীয় দুর্গা পূজা ২০২৪ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পুজামন্ডপের নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন গন্যমান্য ব্য...
09/10/2024

শারদীয় দুর্গা পূজা ২০২৪ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পুজামন্ডপের নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রজনতাকে অন্তভুক্ত করে ভাংগা উপজেলা মনিটরিং কমিটি গঠন।

27/09/2024
13/09/2024
বিপুল চক্রবর্তী নামের এই ব্যক্তি কিভাবে মদনমোহন মন্দিরের পুরোহিত হয়।বিপুল চক্রবর্তী এবং বিশ্বজিৎ চক্রবর্তী নামের এই দুজন...
19/02/2024

বিপুল চক্রবর্তী নামের এই ব্যক্তি কিভাবে মদনমোহন মন্দিরের পুরোহিত হয়।বিপুল চক্রবর্তী এবং বিশ্বজিৎ চক্রবর্তী নামের এই দুজন আপন দুই ভাই একসাথে গাজা ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।
মন্দিরটির অবস্থান ভাংগা বাজার বাসস্ট্যান্ডে মহিলা কলেজ রোড।

আপনাদের মূল্যবান মতামত আশা করছি।সকলে কমেন্ট এ জানিয়ে দিন।

ভাংগা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মদনমোহন মন্দিরের সাথে মিশানো বাড়ি এটি। রাস্তার কাজ এর সময় অল্প একটু ভেংগে রেখে গেলে অন্য...
17/02/2024

ভাংগা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন মদনমোহন মন্দিরের সাথে মিশানো বাড়ি এটি। রাস্তার কাজ এর সময় অল্প একটু ভেংগে রেখে গেলে অন্য সকলে বাড়ি ঠিক করে উঠতে পারলে ও এই বাড়ির লোকদের বাসায় ফিরতে দিচ্ছে না।এই বাসায় থাকতে গেলে কিছু লোক তাদের মেরে ফেলার হুমকি প্রদান করে।হুমকি দাতাদের মধ্যে অন্যতম হলো লেবু বনিক,বিপুল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, গৌরাজ্ঞ বনিক,নিত্য বনিক,কানাই বনিক,শম্ভু বনিক,অখিল বনিক আরও অনেকে।
এই পরিবার ১৯৯৬ সাল থেকে এই পযন্ত পৌর কর পরিশোধ, কারেন্ট বিল নিজেদের নামে ও সকল কাগজ পত্র থাকার পরেও তাদের গাছ জো র করে কেতে ফেলেছে।থানায় জানানো হলে তারা শুধু দেখেন কিন্তু এর এই পরিবার কে বাসায় ফিরাতে পারে নি।
কিছু সুত্র মতে,কোমল ঠাকুরের দুই ছেলে তাদের জন্য গাজা ব্যবসায় সমস্যা হওয়ার কারনে নাকি কিছু লোকদের সাথে নিয়ে এদের মেরে ফেলার হুমকি প্রদান করছে এবং এই জোর করে দখলে নেওয়ার চেষ্টা করতেছে।বিপুল ও বিশ্বজিৎ চক্রবর্তী দুই ভাই গাজা ব্যবসার কারনে কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছে।এর প্রমান ছবিতে।।
প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করছি।

ভাংগা বাজার বাসস্ট্যান্ডে মদনমোহন মন্দিরের  এরা পুরোহিত হয় কিভাবে।৩০/০৫/২০২০ইং তারিখে বিপুল চক্রবর্তী ও বিশ্বজিৎ চক্রবর্...
26/01/2024

ভাংগা বাজার বাসস্ট্যান্ডে মদনমোহন মন্দিরের এরা পুরোহিত হয় কিভাবে।
৩০/০৫/২০২০ইং তারিখে বিপুল চক্রবর্তী ও বিশ্বজিৎ চক্রবর্তী গাজা চাষ মামলায় অভিযুক্ত হয়ে ভাংগা থানার পুলিশের হাতে ধরা পড়ে। এই বিপুল চক্রবর্তী এখন মদনমোহন মন্দিরের পুরোহিত হিসেবে আছে কিন্তু কিভাবে এই নেশাগ্রস্ত মানুষ পুরোহিত হতে পারে।এরে ধর্ম বিষয় এ কিছু জিজ্ঞাসা করলে হয়ত কিছুই বলতে পারবে না।
ভাংগা প্রশাসনের এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

যারা এই জঘন্যতম কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।ভুক্তভোগী দিপালী রানী সরকার জানায় এই গাছ তারা ৩০ বছর আগে লাগিয়...
26/01/2024

যারা এই জঘন্যতম কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।
ভুক্তভোগী দিপালী রানী সরকার জানায় এই গাছ তারা ৩০ বছর আগে লাগিয়েছে এবং ১৯৯৭ সাল থেকে পৌরসভার কর প্রতি বছর পরিশোধ করেছে এবং বিদ্যুৎ বিল সহ সকল কিছুই আমাদের নামে।এই গাছ কাটার সময় বাধা দিলে আমাকে লেবু বনিক,বিপুল চক্রবর্তী ও বিশ্বজিৎ চক্রবর্তী আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে মারতে আসে। আমি সকল কে জানিয়েও সঠিক বিচার পাচ্ছি না। আমাদের বাড়িতে থাকতে দিচ্ছে না।ফরিদপুর জেলা প্রশাসক এই ব্যাপার এ জেনে উপজেলা নির্বাহী অফিসার কে দিয়ে উপজেলা অভিযুক্তদের অফিসিয়ালি ডেকে তাদের বলে দিয়েছে আমাদের বসবাস করতে কিন্তু তাদের কথাও মানছে না।
ভুক্তভোগী ভাংগা থানার প্রশাসনের কাছে এর সঠিক পদক্ষেপ বা বিচার আশা করছে।

Address

Faridpur
7830

Telephone

+8801885722642

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক আমার ফরিদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক আমার ফরিদপুর:

Videos

Share