The King Maker

The King Maker Your Top Digital Marketing Services
(2)

27/09/2022

আপনার বানানো ডিজিটাল প্রোডাক্টগুলো কোথায় সেল করবেন তা জানেন কি?⚠️

✅ Diviant art
✅ Etsy
✅ Gumroad
✅ Zaarly
✅ Scribd

এখনি শুরু করে দিন ডিজিটাল প্রোডাক্ট বানানো এবং অন্যদের থেকে এগিয়ে থাকুন।

সিম্পল! 🔥

23/08/2022

11/08/2022

এই সাতটা থেকে যেকোনো একটা কাজ 📦 শিখলে, আপনাকে অন্তত আজ থেকে শুরু করে ভবিষ্যতের জন্য আর চিন্তা করতে হবে না! 🙅‍♀️

এই সাতটা স্কিল হচ্ছে —
✅ ফুল স্ট্যাক এসইও
✅ কন্টেন্ট রাইটিং
✅ ওয়েব ডেভেলপমেন্ট
✅ গ্রাফিক্যাল কন্টেন্ট ক্রিয়েশন
✅ ফুল স্ট্যাক সেলস
✅ কপিরাইটিং
✅ ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং

আপনি কোনটা জানেন?

অথবা জিজ্ঞেস করতে পারেন, এই সম্পর্কে যেকোনোকিছু! ♾

➡♦ SEO Friendly Content Writing Course By Ghoori Learning  ♦️🔰📥 Download Link: ✅https://t.me/tkm420/591📌 কিভাবে ডাউনলোড ...
09/08/2022

➡♦ SEO Friendly Content Writing Course By Ghoori Learning ♦️🔰

📥 Download Link: ✅
https://t.me/tkm420/591

📌 কিভাবে ডাউনলোড করবেন 🎯
https://t.me/tkm420/581

➡✅সকলেই Download Tutorial follow করবেন।তাহলে খুব সহজেই Course Download করতে পারবেন।✔

✅ Channel Discussion group :⤵
https://t.me/tkm4200

✅ আরো ফ্রি কোর্স এর জন্য শেয়ার করুন আমাদের Channel টি কে।⤵https://t.me/tkm420

✅ আমাদের page Visit করতে।⤵
https://web.facebook.com/thekingmaker420/
https://web.facebook.com/groups/thekingmaker420/

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
📌 𝐒𝐡𝐚𝐫𝐞 𝐀𝐧𝐝 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭 📌

আপনার হাতে যদি সময় কম থাকে>!😱😱আপনি যদি দ্রুত আপনার ইনকাম শুরু করতে চান >!🥱তাহলে এই পোষ্ট আপনার জন্য >নিচের বইতে দেয়া মেথ...
07/08/2022

আপনার হাতে যদি সময় কম থাকে>!😱😱
আপনি যদি দ্রুত আপনার ইনকাম শুরু করতে চান >!🥱
তাহলে এই পোষ্ট আপনার জন্য >
নিচের বইতে দেয়া মেথড যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে আপনি সাত দিনের দিন ঠিকই ইনশাআল্লাহ হাতে টাকা পাবেন ।😉😉
💸💲
DOWNLOAD NOW
https://t.me/tkm420/580

04/08/2022

রাষ্ট্রীয় মদদে সাইবার ক্রাইম | LAZARUS | The Hacking Group That Governments Are Scared Of...

Research: Munim Raabbi
Writer at The Daily Bangladesh Journal

Lazarus Group is a cyber group made up of an unknown number of individuals run by the North Korean state. While not much is known about the Lazarus Group, researchers have attributed many cyberattacks to them between 2007 to 2021.


©Voice Of Dhaka

Canva Pro Invite Link For Shineads Members (Link Updated 24-07-2022 Sunday 05.30 P.M)More than 1000+ members have alread...
24/07/2022

Canva Pro Invite Link For Shineads Members
(Link Updated 24-07-2022 Sunday 05.30 P.M)

More than 1000+ members have already joined and benefited from Canva Pro.

Note - The link will expire sometime, so please join fast. If you find a "not found" or 404 error, ping and we will update the new invite link.

Joining link - https://www.canva.com/brand/join?token=lgopvu2VmHiMV6hfwvv3MA&referrer=team-invite

Validity - 1 Year (July 2023)



Canva

24/07/2022

10 steps to Learn More Effectively

👉 Improve Your Memory
👉 Keep Learning New Things
👉 Learn in Multiple Ways
👉 Teach What You Are Learning
👉 Relate new information to things that you already know
👉 Gain Practical Experience
👉 Don't Be Afraid to Make Mistakes
👉 Use Distributed Practice with breaks in between sessions
👉 Tests your knowledge
👉 Stop Multitasking

ENJOY LEARNING 👍👍

পার্সোনাল ব্যান্ডিং এর পজিটিভ দিক 🖊পার্সোনাল ব্যান্ডিং এর পজিটিভ দিক বলার আগে চলুন জেনে নেই, পার্সোনাল ব্যান্ডিং কী?➡️ স...
22/07/2022

পার্সোনাল ব্যান্ডিং এর পজিটিভ দিক 🖊

পার্সোনাল ব্যান্ডিং এর পজিটিভ দিক বলার আগে চলুন জেনে নেই, পার্সোনাল ব্যান্ডিং কী?

➡️ সংক্ষেপে পার্সোনাল ব্যান্ডিং হলো নিজস্ব স্বকীয়তা।মানুষের মনে নিজের সম্পর্কে কোন ইমেজ তৈরী করে নেওয়াটাই পার্সোনাল ব্যান্ডিং। আর এই নিজস্ব স্বকীয়তা সবার সামনে তুলে ধরাই পার্সোনাল ব্যান্ডিং এর মুল কাজ।

সাধানণত নির্দিষ্ট ধারায় কোন পন্য,কোম্পানি, বা কাজকে তুলে ধরাই হলো ব্যান্ডিং।আর তার আগে পার্সোনাল যোগ করলে হবে নিজের বা ব্যক্তির ব্যান্ডিং।ব্যক্তির নিজের মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভা বাইরে এনে অজানার সাথে আরও নতুন করে জেনে বাইরের পৃথিবীটার সামনে নিজেকে তুলে ধরে নিজস্বতার পরিচয় করার এই পুরো প্রক্রিয়াটার নামই হলো পার্সোনাল ব্যান্ডিং।

➡️এখন আসি পার্সোনাল ব্যান্ডিং এর যে পজিটিভ দিকগুলো আপনাকে মেনে চলতে হবেঃ

👉আপনার ক্যারেক্টারের সাথে যেমন ব্যান্ডিং এবং যেই মেথড যায় তেমন কিছুই আপনাকে করতে হবে তাহলেই মন থেকে পার্সোনাল ব্যান্ডিং করা যাবে।

👉পার্সোনাল ব্যান্ডিংয়ে ৮০/২০ রুলস ফলো করতে হবে। এর মানে হলো ৮০% অডিয়েন্সকে গুরুত্ব দিয়ে তাদের সমস্যা সমাধান করেতে হবে বাকি ২০% নিজের প্রমোশনের জন্য কাজ করতে হবে।

👉 পার্সোনাল ব্যান্ডিং মানে শুরু নিজে বিখ্যাত হওয়া নয়,মানুষের বিশ্বাস অর্জন করাটা জরুরী।পার্সোনাল ব্যান্ডিং শুধু নিজের জন্য নয়, আপনি যে কোম্পানিতে চাকরিরত অথবা আপনার চারপাশের মানুষ বা যে সমাজে আপনি বসবাস করছেন সবই পার্সোনাল ব্যান্ডিং এর অংশ।

👉 পার্সোনাল ব্যান্ডিংয়ের সময় অবশ্যই ন্যায় পথ অবলম্বন করে পরিশ্রম করে করবেন যা ভুল তাকে ভুল হিসেবেই দেখিয়ে দিবেন সেটা হোক যতই কঠিন। মনে রাখবেন বেশীরভাগ গবেষণায় দেখা গেছে ব্যক্টির মনের জোর যুদ্ধের অর্ধেক জয় লাভ করতে সাহায্য করে। তাই মনের জোর রাখলে কঠিন কাজটাও সহজে করতে পারবেন।

➡️ পরিশেষে এটাই বলব আপনি কতজন মানুষকে চেনেন তাতে কিছুই আসে যায়না।আপনি কতজনকে সাহায্য করলেন এবং কতজন আপনাকে সাহায্য করতে আসছে, কতজন আপনাকে চেনে এটা গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে পার্সোনাল ব্যান্ডিং কোন প্রতিযোগিতা নয় এটা মাথায় রাখতে হবে। এটা কেবলমাত্র আপনি করটুকু যোগ্য তা মানুষকে জানানোর একটি মাধ্যম। এর গুরুত্ব অসীম।

মজার কথা হলো,এই মুহূর্তে আমি যে কন্টেন্টটা লিখলাম, লিখে নিজেকে আপনাদের সামনে আনলাম এটাও একপ্রকার পার্সোনাল ব্যান্ডিং।
তবে অবশ্যই

গুগল এডসেন্স এর আদ্যোপান্ত 💁‍♂️🎯 গুগল এডসেন্স কি?গুগল এডসেন্স হলো মূলত এডভার্টাইসমেন্ট নেটওয়ার্ক। টেক জায়েন্ট গুগল তাদের...
20/07/2022

গুগল এডসেন্স এর আদ্যোপান্ত 💁‍♂️

🎯 গুগল এডসেন্স কি?

গুগল এডসেন্স হলো মূলত এডভার্টাইসমেন্ট নেটওয়ার্ক। টেক জায়েন্ট গুগল তাদের এই প্লাটফর্মের যাত্রা শুরু করে ১৮ই জুন ২০০৩ সালে।

গুগল এডসেন্স ২ প্রকার ⤵️

1️⃣ হোস্টেড একাউন্ট (Hosted Account) :

➡️ ইউটিউবে যে এডসেন্স আপনি ব্যবহার করেন সেটা হলো হোস্টেড একাউন্ট। ইউটিউবে অ্যাড এর মাধ্যমে যে ইনকাম করে তার লভ্যাংশের কিছু অংশ ইউটিউব কেটে নেয় এটাই হচ্ছে হোস্টেড একাউন্ট ।


2️⃣ নন হোস্টেড একাউন্ট (Non Hosted Account):

➡️ ওয়েবসাইটে বা ব্লগে আপনি যে এডসেন্স ব্যবহার করেন সেটাই হচ্ছে নন হোস্টেড একাউন্ট। এই অ্যাকাউন্ট সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

🎯 গুগল এডসেন্স এর কাজ কী?

➡️ বিজ্ঞাপন দাতারা এডসেন্সের মাধ্যমে তাদের বিজ্ঞাপন প্রচার করে। আর বিভিন্ন পাবলিশাররা সেটি প্রচার করে। এক্ষেত্রে গুগল বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে টাকা নিয়ে, নির্দিষ্ট হারে কমিশন নেয় আর বাকি টাকা পাবলিশারদের দেওয়া হয়।

গুগল প্রতিবছর প্রায় ১০ বিলিয়নের বেশি অর্থ 💰 পাবলিশারদেরকে প্রদান করে থাকে!

🎯 গুগল এডসেন্স থেকে পাবলিশাররা কিভাবে ইনকাম করে থাকে?

➡️ পাবলিশারেরা গুগল এডসেন্সের রুলস & রেগুলেশন মেনে তাদের ওয়েবসাইট,ব্লগিং প্লাটফর্ম, ইউটিউব চ্যানেল অথবা অ্যাপ মনিটাইজ করার পর এডসেন্স এনাবেল করে তাদের নিজস্ব প্লাটফর্মে এডসেন্স এর বিভিন্ন এড দেখানো হয়। ( টেক্স, ইমেজ, ভিডিও বা ইন্ট্রারেক্টিভ এডভার্টাইজমেন্ট)

🎯 এডসেন্স এপ্রুভ ও ডিজেবল থেকে রক্ষার জন্য যে নিয়ম মেনে চলা উচিত ⤵️

➡ কপিরাইট মুক্ত কন্টেন্ট তৈরী করা
➡ উচ্চ ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরী করা
➡ সাইটে নির্দিষ্ট কিছু পেইজ রাখা ( এবাউট, প্রাইভেসি পলেসি, কন্ট্যাক্ট)
➡ সাইটের নেভিগেশন ঠিকঠাক রাখা
➡ নিজের এডে নিজে ক্লিক না করা

🎯 এডসেন্স এর কিছু ম্যাট্রিক্স -

💠 পেজ ভিউ ( Page View) : এটি দ্বারা বুঝানো হয় পাবলিশারের কয়টি পেজে এড শো করানো হয়েছে। ধরুন, আজকের দিনে আপনার ৫০টি পেজে মোট ১৫০ বার ভিসিট করা হয়েছে৷ সেক্ষেত্রে পেজ ভিউস হবে ১৫০

💠 ইস্টিমেটেড আর্নিং ( Estimated Earning) : এটির মাধ্যমে নির্দিষ্ট সময়ের সম্ভাব্য আয় বুঝানো হয়।

💠 সিপিসি ( CPC) : Cost Per Click (CPC) বলতে বুঝায় ক্লিক প্রতি কত টাকা। অর্থাৎ প্রত্যেক ক্লিকে আপনি গড়ে কত টাকা পাচ্ছেন সেটাই হচ্ছে সিপিসি।

💠 ইম্প্রেশন ( Impression): ইম্প্রশন হচ্ছে নির্দিষ্ট সময়ে মোট কতগুলো এড শো হয়েছে। মনে করুন, ৫ জন ভিসিটর আপনার ৫টি পেজ ভিসিট করেছে। প্রত্যেক পেজে ৫টি করে ভিডিও আছে। ঐ ৫ জন ভিসিটর ৫টি পেজের ১৫টি এডের মধ্যে ১০টি দেখেছে। বাকী ৫টি কোনো কারণে দেখেনি। তাহলে ইম্প্রেশন হবে ১০।

💠 সিটিআর ( CTR) : Click Through Rate (CTR) বিষয়টি বেশ কমন। প্রত্যেক ১০০ পেজ ভিউতে কতটি পেজে ক্লিক পড়েছে। সেটির শতকরা হিসাব হচ্ছে সিটিআর। ধরুন, ১০০টি পেজে এড শো করা হয়েছে। এর মধ্যে ২০টি পেজের এডে ক্লিক পড়েছে। তাহলে সিটিআর হবে ২০।

💠 পেজ আরপিএম (Page RPM) : Revenue Per Mille (RPM) বলতে বুঝানো হয় প্রতি ১০০০ পেজ ভিউতে কত টাকা আয় হয়েছে। অর্থাৎ সাইটে প্রতি হাজারে পেজ ভিউতে যত টাকা ইনকাম হনে সেটিই হবে পেজ আরপিএম৷ ধরুন, ২০০০ পেজ ভিউতে আপনার আয় ২০$ হয়েছে। তাহলে পেজ আরপিএম হবে ১০$

💠 সিপিএম ( CPM) : Cost Per Mille (CPM) বলতে বুঝানো হয় প্রতি ১০০০ ইম্প্রেশনে কত টাকা ইনকাম হয়েছে।

10 Common Blog Writing MistakesI hope this message finds you well.Many say grammar and spelling aren't necessary when it...
17/07/2022

10 Common Blog Writing Mistakes

I hope this message finds you well.

Many say grammar and spelling aren't necessary when it comes to blogging. Instead, that language should be casual—that content trumps form.

That's fine. If you're writing personal posts on a blog, you expect only a few friends to read. You can be as informal as you like, make errors
galore, and even fill your posts with gratuitous yet hilarious swearing.

But if you're talking about your product, business, or industry, you must keep everything clean and error-free.

I've compiled a list of common writing mistakes many bloggers make.

I focused on these mistakes in one handy post.

Curious? Take a look:

1. Fragments: Incomplete sentences.

2. Easily confused words

3. Use the same tenses

4. Wrong use of Commas

5. Lack of organization

6. Nouns and pronouns in the wrong place

7. Frequent use of passive voice

8. Apostrophes

9. Difference between speech and writing

10. Dangling modifiers

I hope you can make use of these tips.

Thanks for reading!

Until next time,

“পজিটিভ মনোভাব বা চিন্তাই আপনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে” আপনি খেয়াল করলে দেখবেন, যখন অন্য মানুষ সম্পর্কে কেউ নেগেটিভ...
16/07/2022

“পজিটিভ মনোভাব বা চিন্তাই আপনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে”

আপনি খেয়াল করলে দেখবেন, যখন অন্য মানুষ সম্পর্কে কেউ নেগেটিভ ধারণা তৈরি করে বা মনে নেগেটিভিটি ধারণ করে

– ঐ সময়ে কোনো পজিটিভ কিছু বের হয় না, নিজের লাইফের অগ্রগতির ক্ষেত্রে যেগুলোতে ফোকাস দেওয়া প্রয়োজন সেটা দেওয়া সম্ভব হয় না। ✅

আপনি যতদিন নেগেটিভ চিন্তা নিয়ে থাকবেন প্রত্যেকটা দিনই আপনার নষ্ট হবে, আরো পতনের দিকে নিয়ে যাবে! ✅

সুতরাং, নিজের লাইফ ডেভেলপমেন্টে ও সুন্দর ভবিষ্যত গড়তে সবসময় পজিটিভ মনোভাবে থাকুন — লাইফের সর্বোচ্চ সফলতা পেতে এটাই সর্বোত্তম উপায় ✌️

**৫০০০ হাজার টাকার জিরো ইনভেস্টমেন্টে ইউটিউব দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স ঈদ অফারে পাচ্ছেন মাত্র ৩২৫০ টাকায়...
08/07/2022

**৫০০০ হাজার টাকার জিরো ইনভেস্টমেন্টে ইউটিউব দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স ঈদ অফারে পাচ্ছেন মাত্র ৩২৫০ টাকায়**

আপনি কি জানেন যে, একদম জিরো ইনভেস্টমেন্টে ইউটিউব দিয়েই আপনি চাইলে অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট করে মাসে মিনিমাম ৫০০-১০০০ ডলার প্যাসিভলি ইনকাম করতে পারবেন?

এই কোর্স করলে শুধুমাত্র অ্যামাজন থেকেই নয় বরং একাধিক সোর্স থেকে ইনকাম করতে পারবেন। **যেমনঃAmazon Affiliate Commission, Sponsorship, Google Adsense।**

**কি কি শিখতে পারবেন এই 'Complete Amazon Affiliate Marketing' কোর্সে?**

🎈 কীভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে Passive Income করা যায়

🎈YouTube দিয়ে কীভাবে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ডলার আয় করা যায় সেটা দেখাব

🎈 কোনো রকম Software ব‌্যবহার না করেই Secret Website দিয়ে Text to Audio তে Convert দেখাবো

🎈Product Review ভিডিওর জন্য Unique Intro-outro তৈরি করা

🎈 One Time Dynamic Outro তৈরি করে আজীবন ব‌্যবহার করা যায় তা কোর্সে দেখাবো

🎈 Custom Animation ব‌্যবহার করে যেকোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করা

🎈Amazon Associate সম্পর্কে পূর্ণধারণা

🎈 ইউটিউবের মাধ্যমে Amazon Affiliate Marketing করতে যা যা লাগে সেইসব রিসোর্স

🎈Eye-catching থাম্বনাইল বানানো শেখাবো এই কোর্সে

৮ ঘন্টারও বেশি অন-ডিমান্ড ১০৩টা লেকচার থেকে A 2 Z সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে! ৬৫০+ এরও বেশি এনরল করেছেন Amazon Affiliate Course এ!

ঈদ অফারে **৩৫% ডিস্কাউন্টে মাত্র ৩২৫০টাকায়** Lifetime Access পেতে এখনি এনরল করে পেলুন আর যুক্ত হন প্যাসিভ ইনকাম Journey তে!

**EID35** কোডটি ব্যবহার করলেই পেয়ে যাবেন এই বিশাল ডিস্কাউন্ট! **কোর্স** লিংক কমেন্ট বক্সে দেয়া আছে 👇

https://www.msbacademy.com/ref/1588/

05/07/2022
30/06/2022

ঈদের খুশিকে আরও বাড়িয়ে দিতে দেশ সেরা অনলাইন লার্নিং প্লাটফর্ম MSB Academy এর সব কোর্সে চলছে ৩৫% এর বিশাল ছাড় 🥳 কুপন কোড EID35 ব্যাবহার করলেই পাবেন এই বিশাল ছাড়।

ইথিকাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রীলেন্সিং, অ্যানিমেশন ভিডিও তৈরি, টিশার্ট বিজনেস, প্রোগ্রামিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, মোশন গ্রাফিক্স থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সব বাংলা কোর্স পেয়ে যাবেন আমাদের প্লাটফর্মে। কোর্সে জয়েন করলেই পাবেন Lifetime Access + ইন্সট্রাক্টর সাপোর্ট। Check our available courses ➡️

https://www.msbacademy.com/ref/1588/

যেকোনো একটা স্কিলকে ডিজিটাল প্রোডাক্ট-এ কনভার্ট করেন—সেটা বিক্রি করে মাসে অন্তত ৫০-৫০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন! 💯ভাল...
26/06/2022

যেকোনো একটা স্কিলকে ডিজিটাল প্রোডাক্ট-এ কনভার্ট করেন—

সেটা বিক্রি করে মাসে অন্তত ৫০-৫০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন! 💯

ভালো সেল হয় 📈 এমন কিছু ডিজিটাল প্রোডাক্টস —

✅ ওয়েবসাইট টেমপ্লেট
✅ ওয়ার্ডপ্রেস থিম
✅ ওয়ার্ডপ্রেস প্লাগইন
✅ শপিফাই থিম
✅ এইচটিএমএল ইমেইল টেমপ্লেট
✅ ওয়েবসাইট পিএসডি ফাইল
✅ ফটোশপ ব্রাশ
✅ আইকনস সেট
✅ ভেক্টর ফাইল
✅ ইলাস্ট্রেশন
✅ লোগো টেমপ্লেট
✅ টেক্সচার
✅ ফন্টস সেট
✅ বুকলেট/ইবুক

🚩🚩🚩🚩🚩

কীভাবে 🤷‍♀️ করবেন —

🍳 স্কিল শিখুন
🔂 সেই স্কিলগুলো ডিজিটাল প্রোডাক্টে কনভার্ট করুন
🔉 একটা মিডিয়াম বাছাই করুন
📋 সেখানে আপনার প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট দিন
📚 Educate your audience to hold their interest
📈 Now just, sell and sell and sell

Simple as that 💁🏻‍♂️




আপনার পক্ষেও সপ্তাহে ১০০০০ টাকা আয় করা সম্ভব — 💪🏻যদি আপনি কাজে লাগার মতো ২/৪টা মাইক্রো স্কিল শিখে ফেলতে পারেন। 🍳৯৯৯ টাকা...
25/06/2022

আপনার পক্ষেও সপ্তাহে ১০০০০ টাকা আয় করা সম্ভব — 💪🏻

যদি আপনি কাজে লাগার মতো ২/৪টা মাইক্রো স্কিল শিখে ফেলতে পারেন। 🍳

৯৯৯ টাকায় আমার ইনার সার্কেলে যুক্ত হলে — আপনি শিখবেন ১৫০+ মাইক্রো স্কিল! 🪷

আর কখনো আমার কোনো কোর্স কিনতে হবে না আপনাকে 🙅‍♂️



কয়টা মাইক্রো স্কিল আপনি শিখতে চাচ্ছেন এই বছরের মধ্যে? 💁🏻‍♂️কারসিলো নিয়ে আসছে মোট ১০ টা মাইক্রো ও ন্যানো কোর্স খুব শীঘ্রই...
22/06/2022

কয়টা মাইক্রো স্কিল আপনি শিখতে চাচ্ছেন এই বছরের মধ্যে? 💁🏻‍♂️

কারসিলো নিয়ে আসছে মোট ১০ টা মাইক্রো ও ন্যানো কোর্স খুব শীঘ্রই! 🏃

মাইক্রো ও ন্যানো স্কিল কেন শিখবেন —

তার তিনটি বড় কারন হচ্ছে —

✅ সময় কম লাগে! কোনো কোনো ন্যানো স্কিল, ২ ঘন্টায় শেখা যায়!

✅ খরচ কম। মাত্র ৭০ টাকাতেও আপনি ৫০০০০ টাকা ভ্যালুর প্রফেশনাল কিছু ন্যানো স্কিল শিখতে পারবেন!

✅ ডিজিটাল প্রোডাক্টে বা সার্ভিসে কনভার্ট করা সহজ!

আরো এত্তগুলো কারণ, পরে বলা যাবে 🖤

High-Income Skills for June 2022 —✅ Sales Funnel ✅ Copywriting✅ App/Web-app Development✅ SEO✅ Sales✅ Email Marketing✅ So...
18/06/2022

High-Income Skills for June 2022 —

✅ Sales Funnel
✅ Copywriting
✅ App/Web-app Development
✅ SEO
✅ Sales
✅ Email Marketing
✅ Social Media Marketing
✅ Paid Traffic Generation
✅ Lead Generation
✅ Web Design & Development

Are you an expert on any of these?! 💁🏻‍♂️


যারা একেবারে নতুন তাদের এই তথ্যগুলো কেউ দিবে না 🚫❌ মোটামুটি দেড় বছর ফেসবুকে ব্যবসা চালিয়ে এবং লাস্ট ২/৩ মাস ৩০ টির বেশি ...
09/06/2022

যারা একেবারে নতুন তাদের এই তথ্যগুলো কেউ দিবে না 🚫❌
মোটামুটি দেড় বছর ফেসবুকে ব্যবসা চালিয়ে এবং লাস্ট ২/৩ মাস ৩০ টির বেশি ফেসবুক ব্যবসার মার্কেটিং করে আমি এই ছোট্ট মানুষটি নতুনদের জন্য বেস্ট কিছু আনকমন তথ্য জেনেছি।

আপনার যদি ফেসবুকে ব্যবসা থাকে তাহলে এই টিপস গুলো আশা করি কাজে দিবে -

✅ যদি মাত্র শুরু করেন অথবা কয়েকমাস হলো শুরু করেছেন এমন হয় তাহলে সব থেকে বেশি যে সমস্যা ফেইস করতে হয় সেটা হলো কাস্টমার বিশ্বাস করতে চায় না। তাই সেল কম থাকে অনেক। এর জন্য যেটা করবেন লাইভ করবেন বেশি বেশি আর কোনো গ্রাফিকস না; রিয়েল ফটো অথবা ভিডিও আপলোড করবেন প্রতিদিন।

✅ যেই প্রডাক্টই সেল করেন না কেন সেটা গুণগতমান সম্পর্কে জানান এবং যদি দোকান/অফিস থাকে পেইজে পোস্ট করে দেখান। প্রতিদিন অন্তত একটা পোস্ট। আর শুরুতে নতুন মানুষের কাছে পৌঁছানোর চেয়ে যে একবার প্রডাক্ট কিনে তাকে আপন করে নিন। এতে রিপিট কাস্টমার বাড়বে।

✅ প্রডাক্ট ক্যাটাগরি খুব বেশি না একটা বা দুটো দিয়ে শুরু করেন। না হয় বিশ্বাস করেন গোঁজামিল হয়ে যাবে। এই ধরেন কাপড় নিয়ে কাজ করবেন আগে শুধু শার্ট অথবা টিশার্ট অথবা শাড়ি যেকোনো একটা বা দুটো দিয়ে শুরু করেন।

বিঃদ্রঃ এই পোস্টটি নতুনদের জন্য

ধন্যবাদ 😇

©️ Collected From Muntasir's Community

Part-02 COMING SOON 😱😱

মাত্র সাত দিনে ইনকাম !😱😱ভাবতেই অসাভাবিক লাগতাসে !🥱😌বিষয়টা অনেক মজার ! তাই না ?!😍🥰তাহলে আর দেরি কেন >?😏🤨🧐স্বপ্ন পুরন করতে...
07/06/2022

মাত্র সাত দিনে ইনকাম !😱😱
ভাবতেই অসাভাবিক লাগতাসে !🥱😌
বিষয়টা অনেক মজার ! তাই না ?!😍🥰
তাহলে আর দেরি কেন >?😏🤨🧐

স্বপ্ন পুরন করতে আমাদের পেইজে তোমার অল ফ্রেন্ডকে ফেসবুক লাইট দিয়ে ইনভাইট দাও..! এবং পেইজের ইনবক্সে প্রুফ দিয়ে বুঝে নাও তোমার নিশ্চিত গিফট।😍😏🥱

😍 FACEBOOK  MARKETING 😱 💵💸💲 "লাভ আর লাভ" 💲💸💵যারা মার্কেটিং এর জগতে হাটা চলা করেন তাদের কাছে ফেসবুক মার্কেটিং টা সবচেয়ে প...
04/06/2022

😍 FACEBOOK MARKETING 😱

💵💸💲 "লাভ আর লাভ" 💲💸💵

যারা মার্কেটিং এর জগতে হাটা চলা করেন তাদের কাছে ফেসবুক মার্কেটিং টা সবচেয়ে প্রফিটেবল একটা মার্কেটিং সেক্টর। তাই আজ নিয়ে আসলাম নতুন সব আয়োজন ,যারা ছোট বিজনেস করছেন বা করবেন তাদের জন্য দারুন সব ফেসবুক মার্কেটিং টিপস। 🔜

Facebook Marketing সফল ক্যারিয়ার গড়তে কিনে ফেলুন সেরা দুটি কোর্স 🥰 🔥 👇

https://10ms.io/ywCNxQ

https://bit.ly/facebook_marketing101

1️⃣এটা ভাবা যাবে না যে আমি যা ইচ্ছা তাই আমার ফেসবুক পেজে পোস্ট দিলাম আর মানুষ সেটা লুফে নিবে। আপনাকে আপনার ক্রেতা সম্পর্কে জানতে হবে, জানতে হবে কেন আপনি পোস্টটা দিলেন এবং এই পোস্টের মাধ্যমে আপনি কি করতে চাইছেন। আপনার ক্রেতা কারা হতে পারে সেটা জানতে "ফেসবুক ইনসাইট" ব্যবহার করে দেখে নিতে পারেন বিস্তারিত।

2️⃣একটু অন্যকিছু করতে হবে, মানে সব পোস্ট প্রোডাক্ট সেল পোস্ট না দিয়ে, একটু মজার, একটু অন্যরকম, একটু কাজের, একটু উপকারি, একটু তথ্যবহুল পোস্ট দিতে হবে, এরকম পোস্ট শেয়ার ও অনেক বেশি হয়। আর শেয়ার মানেই আপনার পেজ ফ্রি মার্কেটিং হচ্ছে সেটা তো জানেন ই।

3️⃣কন্টেন্ট ক্যালেন্ডার করে এরপর পোস্ট দেয়া শুরু করবেন, কবে কোন কোন পোস্ট দিবেন সেটা আগে থেকে ই ঠিক করেন, কোন দিন কোন পোস্ট দিবেন সেটা ও ঠিক করা জরুরি, চিন্তা করুন আপনি যদি মনে করেন কোন একটা পোস্ট আপনার পেজের ফলোয়ারদের কে আপনি অনেক গুরুত্ব সহকারে দেখাতে চান তাহলে সেটা যদি সোমবার সকাল ১১টায় পোস্ট দেন তাহলে কি হবে? মনে হয় না যে হবে, কারন সেটা অফিস টাইম বেশির ভাগ মানুষ ই ব্যস্ত থাকেন, তাই এরকম পোস্ট দেন রাতের বেলা অথবা সাপ্তাহিক ছুটির দিন।

4️⃣আপনার পেজ সুন্দর ভাবে সাজান, সুন্দর ভাবে সাজান মানে এই না যে শুধু প্রোফাইলে ভালো ছবি দিলেন, কাভার ফটোটা ভালো ডিজাইন করে দিলেন, এগুলার গুরুত্ব তো আছেই সাথে আপনার পেজের ট্যাব গুলাতে সাজাতে ভুলবেন না, "রিভিউ" কি প্রথমে রাখবেন নাকি শেষে, "ভিডিও" ট্যাব টা কত নাম্বার পজিশনে রাখবেন, আপনার ভিডিও ট্যাবে হয়তো একটা ভিডিও ও নাই কিন্তু আপনি ভিডিও ট্যাব রেখে দিয়েছেন উপরের দিকে তাহলে কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হবার সম্ভাবনা থাকে। আপনার যদি আলাদা গ্রুপ থাকে আর সেটা যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে গ্রুপ ট্যাবকে উপরে তুলে দিতে পারেন, এ ভাবে গুরুত্ব চিন্তা করে সিদ্ধান্ত নেন কোন ট্যাব কোথায় থাকবে অথবা কল টু একশন বাটনে আপনি কি রাখবেন? "ম্যাসেজ" "কল" নাকি "ওয়াচ ভিডিও" আপনার বিজনেস অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন।

5️⃣ফেসবুক গ্রুপ শুরু করেন, ফেসবুক পেজ মূলত অফিসিয়াল হয়ে থাকে তাই পেজের সাথে সাথে একটা গ্রুপ খুব জরুরি, কেন জরুরি সেটা বলছি,

আপনি পেজে শুধু পেজের নামে পোস্ট দিতে পারেন, পেজের কোন ফলোয়ার পেজে পোস্ট দিতে পারেন না, এখানে ফলোয়ারদের সাথে সরাসরি যোগাযোগের ব্যাপারটা হয় না, পারসোনাল ভাবে ম্যাসেজে কথা বলার সুযোগ থাকলে ও এখনে কমিউনিটি গড়ে উঠার সুযোগ থাকে না, আর গ্রউপে গ্রউপের মেম্বাররা পোস্ট করতে পারে, সেটা গ্রউপের অন্য মেম্বাররা দেখতে ও পারে, আবার গ্রুপ যদি পাবলিক হয় তাহলে আপনার গ্রউপে যারা মেম্বার না তবে মেম্বারদের ফ্রেন্ড তারা ও আপনার গ্রউপের পোস্ট দেখতে পারে, এরকম ভাবে ফেসবুক কমিউনিটি খুব দ্রুত বড় হয় যেটা আপনার বিজনেসের জন্য চমৎকার ভাবে কাজ করতে পারে, আর একজনের পোস্ট দেখে গ্রউপের অন্যজন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস নিতে আগ্রহি হতে পারে।

বোনাস টিপস :-) :-)

ফেসবুক পেজে এখন স্টোরি পোস্ট করা যায় তাই চেস্টা করেন রেগুলার ভাবে স্টোরি পোস্ট করা, স্টোরিতে যে আপনি শুধু প্রোডাক্ট এর অ্যাড দিবেন সেটা কিন্তু না, সেখানে মজার প্রশ্ন থাকতে পারে, আপনার কোম্পানির কোন মজার ছবি থাকতে পারে, আপনার ক্লাইন্টের মজার কমেন্ট অথবা ম্যাসেজ থাকতে পারে(সে ক্ষেত্রে অবশ্যই ক্লাইন্টের অনুমতি নিতে হবে), নিয়মিত স্টোরি পোস্টিং খুব উপযোগী।

আজকে এই পর্যন্ত ই, পরবর্তীতে আরো লেখা নিয়ে হাজির হবার ইচ্ছা আছে।ইনশাআল্লাহ...!

সামনের মাসেই ২০০ ডলারের মতো আয় করতে চাইছেন —এখান থেকে যত মনে চায় তত মাইক্রোস্কিল শিখুন😉👇https://bit.ly/FiverrSuccess101⚠...
04/06/2022

সামনের মাসেই ২০০ ডলারের মতো আয় করতে চাইছেন —

এখান থেকে যত মনে চায় তত মাইক্রোস্কিল শিখুন😉👇

https://bit.ly/FiverrSuccess101

⚠️ ধাপ ০১
যেকোনো একটা মাইক্রো স্কিল বাছাই করুন!

1️⃣ Youtube Video SEO
2️⃣ eBook Writing
3️⃣ Microcopy Writing
4️⃣ White Label Content Writing
5️⃣ Canva Template Design
6️⃣ HQ Link Building
7️⃣ One Page Wordpress Site Design etc.

⚠️ ধাপ ০২
যে স্কিল বাছাই করেছেন, সেটা শেখা শুরু করেন!

✅ Free resources: Udemy, YT, Google
✅ Paid resources: Udemy, msbacademy, edX etc

⚠️ ধাপ ০৩
যে স্কিল বাছাই করেছেন, সেটা নিয়ে কন্টেন্ট পাবলিশ করুন! যেকোনো এক টাইপের কন্টেন্ট বাছাই করুন!

✅ Article/Writings
✅ Audio
✅ Graphical/Image
✅ Video

⚠️ ধাপ ০৪
কন্টেন্টগুলো পাবলিশ করুন! সিক্রেট টিপসঃ বি কনসিস্টেন্ট! যেকোনো দুটো সোশ্যাল মিডিয়ার কম্বিনেশন বেছে নিন!

☑️ FB+IG
☑️ FB+In
☑️ IG+Pin
☑️ IG+YT
☑️ FB+YT
☑️ Quora+In
☑️ FB+Twitter
☑️ In+ট্বিত্তের
☑️ Fiverr😱& others


⚠️ ধাপ ০৫
আপনার স্কিল বেইজ করে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করুন! তাদের সাথে যোগাযোগ করার যেকোনো একটা লিড কালেক্ট করুন! সেটা হতে পারে,

☑️ Email Address
☑️ SM Profile
☑️ WA Number
☑️ Cell Number
☑️ Physical Location

⚠️ ধাপ ০৬
এবার আপনার লিডের উপর ভিত্তি করে আপনার স্কিলটাকে প্রোডাক্টে কনভার্ট করুন বা সার্ভিসে কনভার্ট করুন! সেটা হতে পারে,

✅ ডিজিটাল প্রোডাক্ট
✅ ফ্রিল্যান্স সার্ভিস
✅ ফিজিক্যাল প্রোডাক্ট

⚠️ ধাপ ০৭
প্রোডাক্ট তৈরি হয়ে গেলে, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে সেই প্রোডাক্টসহ সেলস পিচ করুন! সেটা আপনি চাইলে যেকোনোভাবে করতে পারেন!

✅ মেইলের মাধ্যমে
✅ মোবাইলে মেসেজ করে
✅ হোয়াটসঅ্যাপে
✅ ফেসবুকে মেসেজ করে

⚠️ ধাপ ০৮
হিসেব করুন,

✅ প্রতিদিন ২০ জন মানুষকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারলে, মাসে ৬০০ মানুষ আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে!
✅ এই ৬০০ মানুষের মধ্যে যদি পুরো মাস মিলিয়ে মাত্র ৪০ জন আপনার ৫ ডলারের একটা প্রোডাক্ট কেনে তাহলে আপনার মাসে কত ডলার আসে?!

🚩🚩🚩🚩🚩

এটা একেবারেই সিম্পল একটা ব্লু-প্রিন্ট! 📈

কিন্তু, এটা ফলো করে আপনি মাসে ২০০-৩০০ ডলারের মতো অর্থাৎ, প্রায় ২৫০০০-৩০০০০ টাকার মতো আয় করতে পারবেন! 🖤

Just follow the process! 🔥

🔰🔜বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে নিঃসন্দেহে Fiverr একটি সর্বাধিক জনপ্রিয় মার্কেটপ্লেস।আর তাই প্রতিন...
03/06/2022

🔰🔜

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে নিঃসন্দেহে Fiverr একটি সর্বাধিক জনপ্রিয় মার্কেটপ্লেস।আর তাই প্রতিনিয়ত এখানে নতুনদের সমাগম বেশি। প্রতিদিন এখানে নতুনরা ভীড় জমাচ্ছে কাজের আশায়। কেননা এখানে নতুনরা খুব সহজেই জায়গা করে নিতে পারে।

তাই আপনিও এই সেক্টরে ক্যারিয়ার গড়তে ভিজিট করুন নিচের লিংকে।

💲💪

https://bit.ly/FiverrSuccess101

নতুনদের মধ্যে প্রায় অনেকেই নিয়ম-কানুন না জেনে একাউন্ট খুলছে, কাজও পাচ্ছে।😎 কিন্তু সঠিকভাবে আইন-কানুন না জানার কারণে কয়েকদিন কাজ করার পরেই হয়তো গিগ রিমুভ হয়ে যাচ্ছে; অথবা একাউন্ট ব্যান হয়ে যাচ্ছে।☹️🤒

নতুনরা ফাইভার এ এসে নিয়ম-কানুন না জেনে না বুঝে ভুল করবে।ভুল করতে করতে এক সময় পাক্কা হবে;দক্ষ হবে।😎💪

🔰✅

নতুনদের জন্য ফাইভার রুলসঃ🙃

নিয়মিত Active থাকুন Fiverr Forum এ।🤩

বিরত থাকুন Personal Information শেয়ারিং থেকে।🥵

একটি Professional Profile Picture ব্যবহার করুন।😇

নিয়মিত এক্টিভ থাকুন স্যোসাল মিডিয়া গ্রুপ এ।☺️

বিনা প্রয়োজনে Fiverr Support এ মেসেজ করবেন না।🤫

অটো-রিফ্রেশ ব্যবহার করবেন না কখনোই।🤐

ভিপিএন ব্যবহার করবেন না।😑

যত দ্রুত সম্ভব বায়ারের ম্যাসেজ এর রিপ্লাই দিন।🙃

বিরত থাকুন অন্যের গিগ কপি করা থেকে।🤭

নিজের স্কিল অনুযায়ী স্কিল টেস্ট দিন।😙

ফ্রি কোর্স করে ব্যাজ অর্জন করুন Fiverr থেকেই।😋

আশা করি উপরের নিয়মগুলো মেনে কাজ করলে আপনার একাউন্টে তেমন কোনো ঝামেলা ছাড়াই কাজ করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এর একটা প্রাইভেট ফোরাম তৈরী করবো । কে কে এড হতে চান ? কমেন্ট করুন  👇
01/06/2022

ডিজিটাল মার্কেটিং এর একটা প্রাইভেট ফোরাম তৈরী করবো । কে কে এড হতে চান ?
কমেন্ট করুন 👇

Address

189 East Dholaipar 1st Lane
Faridpur
1236

Alerts

Be the first to know and let us send you an email when The King Maker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The King Maker:

Videos

Share


Other Social Media Agencies in Faridpur

Show All