বাইতুল হিকমাহ

বাইতুল হিকমাহ A fast accessible library.

বই : সানজাক ই উসমানলেখক : প্রিন্স মুহাম্মদ সজলপ্রকাশনায় : গার্ডিয়ান পাবলিকেশনগায়ের মূল্য : ৫০০/-৩০% ছাড়ে বিক্রয় মূল্য : ...
12/06/2021

বই : সানজাক ই উসমান
লেখক : প্রিন্স মুহাম্মদ সজল
প্রকাশনায় : গার্ডিয়ান পাবলিকেশন
গায়ের মূল্য : ৫০০/-
৩০% ছাড়ে বিক্রয় মূল্য : ৩৫০/- টাকা মাত্র।
ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমাহ_ফরিদপুর...
আপনি কয়জন সিরিয়াল কিলারকে চেনেন? জগতের ইতিহাসে ভয়াবহতম খুনীর সাথে কি আপনার দেখা হয়েছে?
‘সানজাক-ই উসমান’ আপনাকে তার সাথে দেখা করিয়ে দিতে চলেছে। তাকে দেখতে হলে আমাদের উঁকি দিতে হবে আট শ বছর আগের পৃথিবীতে।
ত্রয়োদশ শতাব্দির শুরুতেই মঙ্গোলিয়ান স্তেপ থেকে যেন স্বয়ং আজরাঈল হয়ে নেমে এলেন চেঙ্গিজ খান এবং তার মোঙ্গল বাহিনী। মাত্র কুড়ি বছরের ভেতর যেন নরকে পরিণত হলো সারা পৃথিবী। প্রথমে চীন তারপর তুর্কিস্থান, খোরাসান হয়ে মোঙ্গল ঝড় ধেয়ে এল ককেশাস, আনাতোলিয়া দিয়ে রাশিয়া আর হিন্দুস্থানের দিকে। মরে সাফ হয়ে গেল কোটি কোটি মানুষ। মোঙ্গলদের হাত থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে ইরান-তুর্কিস্থান থেকে আনাতোলিয়ার দিকে রওনা দিল কিছু মানুষ।
তারপর কী হলো? কী করে তারা গড়ে তুলল বিশাল এক সালতানাত? মোঙ্গলদের হাত থেকে কারা বাঁচালো মক্কা-মদীনাকে?
এটা কোনো নিয়মিত ইতিহাসের বই বা কোনো ঐতিহাসিক উপন্যাস নয়। এটা একই সাথে ইতিহাস, ফিকশন আর থ্রিলার। আজকের পৃথিবী কী করে নির্মাণ হলো, তা জানতে এই বই আপনাকে দারুণ সহযোগিতা করবে ইনশা আল্লাহ।

বই - আরজ আলী সমীপে লেখক - আরিফ আজাদপ্রকাশনী - সমকালীন প্রকাশনপৃষ্ঠা সংখ্যা - ১৪৯প্রচ্ছদ মূল্য : ২৫০/= ২৫% ছাড়ে  বিক্রয় ...
11/06/2021

বই - আরজ আলী সমীপে
লেখক - আরিফ আজাদ
প্রকাশনী - সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা - ১৪৯

প্রচ্ছদ মূল্য : ২৫০/=


২৫% ছাড়ে বিক্রয় মূল্য⦂ ১৮৮ /=
ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমাহ_ফরিদপুর...

বাংলাদেশের নাস্তিকতা-জগতে একটি পরম শ্রদ্ধেয়, উচ্চারিত এবং বহুলপ্রচারিত নাম আরজ আলী মাতুব্বর।জন্মেছেন বরিশালে। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও নিজে নিজে স্বশিক্ষিত হয়েছেন বলে জানা যায়।
ধর্মের প্রতি একধরনের বিতৃষ্ণা থেকে উনি কলম ধরেছিলেন ধর্মের বিরুদ্ধে। এই বিতৃষ্ণা থেকে উনি ধর্ম নিয়ে বেশ কিছু আপত্তি, প্রশ্ন এবং সন্দেহ উত্থাপন করেছিলেন, যেগুলো নাস্তিকসমাজেও বহুল ভাবে ব্যবহৃত হয়; উনি প্রশ্ন করেছেন ধর্ম নিয়ে, ঈশ্বর নিয়ে, আত্মা, পরকাল, প্রকৃতি নিয়ে। ধর্মের সাথে দর্শন আর বিজ্ঞানের অসামঞ্জস্য নিয়েও করেছেন বিস্তর আলোচনা। বাংলা নাস্তিকসমাজের পুরোধা এই লোকের লিখিত বইয়ের জবাব হিসেবে কোনো বই বাংলা ভাষায় ইতিপূর্বে লিখিত হয়নি।
"আরজ আলী সমীপে" বইটিতে লেখক আরিফ আজাদ আরজ আলী মাতুব্বরের প্রশ্নগুলোর জবাব তো দিয়েছেনই, সাথে ছুড়ে দিয়েছেন পাল্টা প্রশ্নও।

আরজ আলীর বইতে দেখা যায়, তিনি এমন সব বিষয়কে ইসলামের সাথে 'ইসলাম' বলে জুড়ে দিয়েছেন, যা আদতে ইসলাম নয়, বিকৃত কিছু ধর্মচর্চাকে তিনি ইসলাম বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছেন। এটা এজন্যই যে, ইসলাম সম্পর্কে তার জ্ঞান ছিলো অতি সামান্য। তিনি ইসলাম সম্পর্কে যাই জেনেছেন মোটামুটি সবই লোকমুখে শোনা কুসংস্কারাচ্ছন্ন বিষয়, তার দাবির পক্ষে তিনি কোনো রেফারেন্সও তুলে ধরেননি। আর সেগুলোকেই তিনি ইসলাম বলে চালিয়ে দিয়ে ইসলামকে আক্রমণের চেষ্টা করেছেন। অথচ যে কোনো বিষয়ের সমালোচনা করার জন্যও যে আগে সে বিষয়ে ভালোভাবে জানা প্রয়োজন, সেই কমন সেন্সের পরিচয়টুকুও আরজ আলী দেন নি। আসলে তিনি কোনটা ধর্ম আর কোনটা কুসংস্কার, চিনতে না পেরে সব একাকার করে ফেলেছেন।
তার প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে নিতান্তই অসাড়, শিশুসুলভ আর বিকৃতমস্তিষ্ক প্রসূত; জুগিয়েছে হাসির খোরাক। আবার যে বিজ্ঞানকে ঈশ্বর জ্ঞান করে তিনি ইসলামকে আক্রমণ করতে নেমেছেন, সেই বিজ্ঞান বিষয়েও তার জ্ঞান অতি নিম্ন পর্যায়ের। তার প্রশ্ন পড়ে আপনাআপনি মনে প্রশ্ন চলে আসে, "এই লোককে কিভাবে স্বশিক্ষিত বলা হয়? এত অসাড় যুক্তি নিয়ে সে নাস্তিকদের গুরুই হয় কিভাবে? এত নিম্নপর্যায়ের জ্ঞান নিয়ে কোনো পাগলেও কি ইসলামকে আক্রমণ করতে আসে?"

এই বইয়ের 'বিবিধ' অংশটা লেখক আরিফ আজাদ অতি যত্নসহকারে লিখেছেন। বিবর্তনবাদ নিয়ে যে কেউ পড়াশুনা করতে গেলে এই অধ্যায়টা তার জন্য বেশ কাজে দেবে। কত ভুলভাল জল্পনা-কল্পনা আর জগাখিচুরির মিশেলে যে বিজ্ঞানীরা বিবর্তনবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, আর করে যাচ্ছেন; আর কত অসৎ উপায় যে অবলম্বন করে চলেছেন - ব্যাপারগুলো সত্যি শিউরে ওঠার মতো।

লেখক আরিফ আজাদ আসলে অতি ভদ্র ভাষায় ধবলধোলাই করেছেন আরজ আলীকে। নাস্তিকতার বিপক্ষে, আস্তিকতার পক্ষে বইটি একটি শক্তিশালী দলিল হিসেবেই কাজ করবে।

বইয়ের নাম :হারিয়ে যাওয়া মুক্তো লেখক :শিহাব আহমেদ তুহিনমোট পৃষ্ঠা : ১৬০মূদ্রিত মূল্য : ২০০ টাকাবিক্রয় মূল্যঃ ১৫০ টাকা  ছা...
10/06/2021

বইয়ের নাম :হারিয়ে যাওয়া মুক্তো
লেখক :শিহাব আহমেদ তুহিন
মোট পৃষ্ঠা : ১৬০
মূদ্রিত মূল্য : ২০০ টাকা
বিক্রয় মূল্যঃ ১৫০ টাকা
ছাড় : ২৫%
ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমাহ_ফরিদপুর...

একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম, সে সময়ে আল্লাহ তা‘আলা আমাদের সম্মানিত করেছেন। আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূলের ﷺ সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি।
রাসূল ﷺ বলেছেন, সামনে তোমাদের জন্য রয়েছে ধৈর্য্যের সময়। সে সময় ধৈর্য্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই কঠিন হবে। (সে সময়ে) যারা ভালো কাজ করবে, তারা পঞ্চাশজনের সমপরিমাণ পুরস্কার পাবে।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাদের পঞ্চাশজনের সমপরিমাণ?’ রাসূল ﷺ বললেন, ‘তোমাদের পঞ্চাশজনের সমপরিমাণ।’ (আবু দাউদ, হাদিস নংঃ ৪৩৪১)
কোনো কোনো বর্ণনায় এসেছে, ‘তারা হচ্ছে সেসব ব্যক্তি, যারা আমার সুন্নাহকে জীবিত করবে এবং মানুষকে তা শেখাবে’।” `
একজন মুসলিম হিসেবে তাই আমাদের সবার কাছে সুন্নাহর গুরুত্ব স্পষ্ট। রাসূলের ﷺ হাদিসের মাধ্যমে আমরা এটাও বুঝতে পেরেছি; ফিতনার সময়ে সুন্নাহকে আঁকড়ে ধরা, মানুষকে ভুলে যাওয়া সুন্নাহ স্মরণ করিয়ে দেয়া এবং হারানো সুন্নাহকে জীবিত করার মর্যাদা কতোখানি। ঈমানের দাবীদার কোনো মুসলিমই এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না। রাসূলের ﷺ হারানো সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাড়না থেকেই ‘হারিয়ে যাওয়া মুক্তো’ বইটির জন্ম।আশা করব, এ বইটি পড়ে সবাই সুন্নাহকে অন্যভাবে দেখতে শিখবেন। ভালোবাসতে শিখবেন। তারা বুঝতে শিখবেন, সুন্নাহ মানে শুধু যোহরের আগের চার রাকাত কিংবা মাগরিবের পর দুই রাকাত সালাত নয়। সুন্নাহ হতে পারে দুপুর বেলা ঝুম বৃষ্টিতে ভেজা। কোথাও পরিষ্কার মাটি দেখলে খালি পায়ে হাঁটা। সারাদিনের ক্লান্তি শেষে রাতের বেলা প্রিয়তমার সাথে হাঁটা। তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলা।
ইমাম নববী (রহ) ‘হাদিসুল আরবাইন’ বা ‘চল্লিশ হাদিস’ নামে একটি বই লিখেছিলেন। নাম চল্লিশ হাদিস হলেও সেখানে হাদিস ছিলো মোট ৪২টি। ইমাম নববী (রহ)-এর প্রতি ভালোবাসায় উস্তাদ আলী হাম্মুদার ৪০ পর্বের সাথে আরো ২টি পর্ব যুক্ত করে বানানো হয়েছে মোট ৪২টি পর্ব। সংযুক্ত করা হয়েছে আড়াইশোর মতো রেফারেন্স।
অনেকের কাছে সুন্নাহ্‌ মানেই কঠিন কিছু। যা করলে ভালো, না করলেও সমস্যা নেই। আশা করি এই বইটি পড়ে সবাই অন্যভাবে সুন্নাহ্‌কে দেখতে শিখবে। ভালোবাসতে শিখবে।

বই: নববী শিষ্টাচার ও দুনিয়া বিমুখতার মূর্তপ্রতীক হাসানবসরি রহ.। মূল: ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রহ.।অনুবাদক: হাসান মাসর...
09/06/2021

বই: নববী শিষ্টাচার ও দুনিয়া বিমুখতার মূর্তপ্রতীক হাসান
বসরি রহ.।
মূল: ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রহ.।
অনুবাদক: হাসান মাসরুর।
সম্পাদক: মুফতি তারেকুজ্জামান।
প্রকাশক : মুফতি ইউনুস মাহবুব।
পাবলিকেশন : রুহামা পাবলিকেশন।
প্রচ্ছদ মূল্য : ২১৬ টাকা।
ধরনঃ হার্ড বাঁধাই
পৃষ্ঠা : ১৬৪।
বিক্রয় মূল্য ⦂ ১৬২
ছাড় ⦂ ২৫%
ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমাহ_ফরিদপুর...

আমরা সালাফে সালিহিন থেকে যত দূরে সরে যাচ্ছি , ততই আমাদের মধ্যে দুনিয়া জায়গা করে নিচ্ছে। ইমাম মালিক রহ. বলেন "এ উম্মতের শেষভাগের লোকেরা তাদের শুরুরভাগের লোকদের অনুসরণ না করে কিছুতেই সফল হতে পারবে না।" সত্যিই , স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো একটি কথা ! ইতিহাস সাক্ষী , যারা সালাফ থেকে দূরে সরে গেছে তারা দ্বীন থেকে ততটাই সরে গেছে। এর বিপরীতে যারা দূর সময়ের হলেও তাঁদের অধ্যায়ন করেছে , জীবনের জন্য তাঁদেরকে আদর্শ বলে গ্রহণ করেছে , তারা পরে এসেও সফল হয়েছে।

সালাফদের জীবনী অধ্যায়ন করার জন্যে এটা জরুরি নয় যে , আমাকে সালাফের যুগেই জন্মগ্রহণ করতে হবে , বরং এ অধ্যায়ন হবে কাগজের সাদা পাতায় কালো কালির সাহায্যে। এ প্রাণহীন কাগজই আমাদের নিয়ে যাবে সালাফের যুগে। ইতিহাসের আয়নায় আমাদের দেখিয়ে দেবে তাঁদের কথা ও কারনামা। আর এটাই হবে আমাদের সামনে চলার পাথেয়।

উক্ত পুস্তকটি এমনই একজনের জীবনের আলোকে রচিত। তাঁর নাম হাসান বিন আবুল হাসান। তাঁর পিতা ছিলেন একজন আনসারি সাহাবীর আজাদকৃত দাস এবং মাতা ছিলেন নবীজি (সঃ) এর পত্নী উম্মে সালামা র. এর আজাদকৃত দাসী । হাসান বসরি রহ. উম্মে সালামা র. এর কোলে লালিতপালিত হয়েছেন। তিনি তাঁকে খুব আদর করতেন। তাই তাঁকে নিজের বুকের দুধ পান করিয়েছেন। সেই পবিত্র দুধের মাধ্যমেই তাঁর মাঝে সঞ্চার হয়েছিল নবুওয়াতের বরকত , যার ফলশ্রুতিতে তাঁর মাঝে হিকমত , প্রজ্ঞা , মারিফাত ও তাকওয়ার বিশেষ সন্নিবেশ ঘটেছিল। তিনি ছিলেন একজন মুত্তাকী , আল্লাহর অলি ও সিদ্দিকীনের অন্তর্ভুক্ত।

লায়ন অব দ্য ডেজার্টঅনুবাদ: আইনুল হক কাসেমীলেখক – ড আলী মুহাম্মদ আস-সাল্লাবীপ্রকাশনী – কালান্তর প্রকাশনী মুদ্রিত মূল্য: ২...
05/06/2021

লায়ন অব দ্য ডেজার্ট
অনুবাদ: আইনুল হক কাসেমী
লেখক – ড আলী মুহাম্মদ আস-সাল্লাবী
প্রকাশনী – কালান্তর প্রকাশনী
মুদ্রিত মূল্য: ২১৪/=
৩০% ছাড়ে বিশেষমূল্য : ১৫০/=
ফরিদপুর শহরে ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুবিধা,
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমা_ফরিদপুর

লায়ন অব দ্য ডেজার্ট বইটি লিবিয়ার আইকনিক সত্তা উমর মুখতারের সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে রচিত। অনাচার মানুষকে করে তুলে বিদ্রোহী ও বিপ্লবী। দ্রোহের আগুনে পোড়া নিপীড়িতদের মধ্য থেকে কখনো জন্ম নেন এমন কিছু নেতা, যারা আইকন হয়ে উঠেন পুরো বিশ্ব নেতৃত্বের জন্য। তেমনি একজন আইকনিক নেতা ছিলেন লিবিয়ার উমর মুখতার। যিনি জীবনের শেষ ২০ বছর উৎসর্গ করে দিয়েছিলেন ইতালির আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে। তিনি আজও লিবিয়াবাসীসহ চিরজীবী হয়ে আছেন সকল প্রতিরোধ সংগ্রামীদের চিন্তা চেতনায়। সুদৃঢ় ইমান, অনমনীয় ব্যাক্তিত্ব, সাহস, বীরত্ব, ও নেতৃত্বগুণে আজ তিনি মুসলিম মুজাহিদদের জন্য ধ্রুবতারা। আজও লিবিয়ার ১০ দিনার নোটের উপর দেখা যায় তাঁর সরু ফ্রেমের চশমা চোখে ট্রেডমার্ক ছবি।

উসমানি খিলাফতের প্রাণ তখন ওষ্ঠাগত প্রায়। তখনই সাম্রাজ্যবাদী পশ্চিমা শকুনগোষ্ঠীর লোভাতুর চোখ গিয়ে পড়ে খেলাফতের অধীনস্থ আফ্রিকার মুসলিম ভূখণ্ডগুলোর ওপর। তারা এসব ভূখণ্ডকে রাজাবিহীন রাজ্য হিসেবে ধরে নেয়। ইতালি ঝাঁপিয়ে পড়ে লিবিয়ায়। ১৯১১ সালে লিবিয়ার সমুদ্র উপকূলে নোঙর করে ইতালিয়ান রণতরীগুলো। পিঁপড়ের মতো বেরিয়ে আসে হাজার হাজার ইতালিয়ান সৈন্য।
সিংহ যেমন আস্তানা ছেড়ে গর্জন করতে করতে বনের খোলা মাঠে বেরিয়ে আসে, তেমনি জাবালে আখজারের আল-কুসুর খানকাহ থেকে রণহুংকারে সদলবলে ময়দানে বেরিয়ে আসেন উমর মুখতার। বয়সের ভারে ন্যুব্জ সানুসি সুফি আন্দোলনের আধ্যাত্মিক জগতের পুরোধা ব্যক্তিত্ব তিনি। রাতের সাধক আর দিনের অশ্বারূঢ়। দাড়ি, টুপি আর আলখাল্লা পরিহিত দরবেশ। কুরআন-হাদিসের মশালধারী একজন জবরদস্ত আলেম।
ঔদ্ধত সিংহের ন্যায় মৃত্যুর প্রতি একেবারে উদাসীন কতজন সাথিকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়েন দখলদার ইতালিয়ানদের বিরুদ্ধে। ১৯১১ থেকে নিয়ে ১৯৩১ সাল পর্যন্ত এই ২০টি বছর প্রায় ২৬৩ রণক্ষেত্রে অত্যন্ত বীরদর্পে লড়াই করে যান। প্রতিটি যুদ্ধে চোখে শর্ষেফুল দেখতে থাকে ইতালিয়ান বাহিনী।ইতালি সরকার তার সাথে বারবার সমঝোতা করতে চেয়েছে; কিন্তু প্রতিবারই তিনি এককথা বলেছেন; যা ইতিহাস স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে রেখেছে—‘আমরা আত্মসমর্পণ করি না; আমরা হয় জিতি, না হয় মরি।’
সেই মরুসিংহ উমর মুখতারের জীবন ও কীর্তি নিয়ে রচিত এই বইটি।

বইটি পড়লে আপনি এ কথার সঙ্গে একমত হবেন যে, শরীয়তের হুকুমের কল্যাণ বুঝা সম্ভব। অবাধ তথ্যপ্রবাহ ও বাকস্বাধীনতার নষ্টামির এ ...
01/06/2021

বইটি পড়লে আপনি এ কথার সঙ্গে একমত হবেন যে, শরীয়তের
হুকুমের কল্যাণ বুঝা সম্ভব। অবাধ তথ্যপ্রবাহ ও বাকস্বাধীনতার
নষ্টামির এ যুগে এমন কিছু ভাবনার সংকলন দরকার যা ইসলামের
ওপর আপতিত সমকালীন অভিযোগগুলোর জবাব দেবে। এ বইটি
তেমনই একটি বই। গল্পের ভাষায় রচিত এই সংকলনটি আমাদের
সংগ্রহে থাকার উপযুক্ত বই।
'
বইয়ের ভেতরে রয়েছে-
১. না দেখে বিশ্বাস : মানবজন্মের সার্থকতা
২. দাসপ্রথা : ঐশী বিধানের সৌন্দর্য
৩. দক্ষিণ হস্ত মালিকানা : একটি নারীবাদী বিধান
৪. আরব সংস্কৃতি মানবো কেন?
৫. সমাধান কি মানবধর্মেই?
৬. বনু কুরাইজা ও বাংলাদেশ দণ্ডবিধি
৭. শ্রেণীবৈষম্যহীন সমাজঃ ওদের স্বপ্ন, আমাদের অর্জন
৮. শস্যক্ষেত্র ও নারী : সম্পত্তি, না সম্পদ?
৯. পরিপূর্ণ দাড়িঃ জঙ্গল, নাকি ছায়াবীথি?
১০. জিযিয়া :অমুসলিম নাগরিকের দায়মুক্তি
১১. বিজ্ঞান কল্পকাহিনী : শাশ্বত একত্ব (Eternal Oneness)
'
১১ টি ছোটগল্প।চিত্রকল্পে এগিয়ে যাবে কাহিনী।প্রতি বাক্যে থাকছে
রেফারেন্স। সংগ্রহে রাখা এবং উপহার দেবার মত একটি বই।
==>বই : `ডাবল স্টান্ডার্ড`-১
লেখক ⦂ ডা. শামসুল আরেফীন
মুদ্রিত মূল্য: ৩৬০/=
পৃষ্ঠা: ১৯২
২৫% ছাড়ে বিশেষমূল্য : ২৭০/=
==> বই : `ডাবল স্টান্ডার্ড`-২
লেখক ⦂ ডা. শামসুল আরেফীন
মুদ্রিত মূল্য: ৩৯২/=
২৫% ছাড়ে বিশেষমূল্য : ২৯৫/=

ফরিদপুর শহরে ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুবিধা,
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমা_ফরিদপুর

৫% ছাড়ে এইস এস সি এর যে কোন একাডেমিক বই সংগ্রহ করুন বাইতুল হিকমাহ অনলাইন লাইব্রেরি থেকে । ফরিদপুর শহরে ডেলিভারি চার্জ ফ্...
01/06/2021

৫% ছাড়ে এইস এস সি এর যে কোন একাডেমিক বই সংগ্রহ করুন বাইতুল হিকমাহ অনলাইন লাইব্রেরি থেকে ।
ফরিদপুর শহরে ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুবিধা,
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমাহ_ফরিদপুর

এইস এস সি এর যে কোন একাডেমিক বই ৫% ছাড়ে পেতে যোগাযোগ করুন বাইতুল হিকমাহ অনলাইন লাইব্রেরিতে।==> উচ্চতর গনিত ১ম পত্র ( অসী...
31/05/2021

এইস এস সি এর যে কোন একাডেমিক বই ৫% ছাড়ে
পেতে যোগাযোগ করুন বাইতুল হিকমাহ অনলাইন লাইব্রেরিতে।
==> উচ্চতর গনিত ১ম পত্র ( অসীম কুমার সাহা )
অক্ষরপত্র প্রকাশনী
৫% ছাড়ে বিক্রিত মূল্য ২৪২/=
==> উচ্চতর গনিত ১ম পত্র সমাধান( অসীম কুমার সাহা )
অক্ষরপত্র প্রকাশনী
৫% ছাড়ে বিক্রিত মূল্য ২৬২/=
==> উচ্চতর গনিত ২য় পত্র ( অসীম কুমার সাহা )
অক্ষরপত্র প্রকাশনী
৫% ছাড়ে বিক্রিত মূল্য ২৩৩/=
==> উচ্চতর গনিত ২য় পত্র সমাধান( অসীম কুমার সাহা )
অক্ষরপত্র প্রকাশনী
৫% ছাড়ে বিক্রিত মূল্য ২৪২/=
ফরিদপুর শহরের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
ক্যাশ অন ডেলিভারির সুযোগ,
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমাহ_ফরিদপুর...

কী আধুনিক বিশ্ব, কী অনুন্নত বিশ্ব, ধর্ষণ ও যৌন-সহিংসতা সব জায়গারই একটি মারাত্মক সমস্যা। খোদ বাংলাদেশেও ধর্ষণ মহামারির আক...
31/05/2021

কী আধুনিক বিশ্ব, কী অনুন্নত বিশ্ব, ধর্ষণ ও যৌন-সহিংসতা সব জায়গারই একটি মারাত্মক সমস্যা। খোদ বাংলাদেশেও ধর্ষণ মহামারির আকার ধারণ করেছে। এত এত সভা-সেমিনার-র‍্যালির পরেও কমানো যাচ্ছে না এগুলো। আসলে গোড়া কেটে গাছের আগায় যতই পানি ঢালা হোক না কেন, গাছকে কখনোই বাঁচানো যাবে না। তেমনই ধর্ষণের মৌলিক কারণ ও উৎস না জানলে, ধর্ষণ কিংবা যৌন-সহিংসতা কোনোটাই থামানো যাবে না।বাংলাদেশে ধর্ষণ ও নারীদের ওপর যৌন-হয়রানি বিষয়ে সম্ভবত এই বইটি প্রথম, যার মধ্যে ফুঁটে ওঠেছে বিভিন্ন গবেষণাধর্মী তথ্য-উপাত্ত,সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান, প্রতিটি স্থানে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং সবশেষে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। ধর্ষণের মৌলিক কারণ কী? এত নিকৃষ্ট কাজ মানুষ কীভাবে করতে পারে? যৌন-সহিংসতার পেছনে কারা ভূমিকা রাখে? একটা মানুষ কীভাবে এতো নীচে নামতে পারে?
উত্তর মিলবে ‘মানসাঙ্ক’ বইতে। এতে ফুঁটে ওঠেছে বিভিন্ন গবেষণাধর্মী তথ্য-উপাত্ত, সমস্যা চিহ্নিতকরণ; এসেছে প্রতিটির সমাধান। এবং প্রতিটি সমাধানে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ এবং সবশেষে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে। বাংলাদেশে ধর্ষণ ও নারীদের ওপর যৌন-হয়রানি বিষয়ে সম্ভবত এই বইটি প্রথম।

বই: মানসাঙ্ক
লেখক: ডা. শামসুল আরেফিন
পৃষ্ঠা: ১৭৬
কভার মূল্য: ২৬৭ টাকা
বিক্রিত মূল্য ⦂ ১৯৫/=
ছাড় ⦂ ২৭%
ফরিদপুর শহরের মধ্ডেযে লিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
ক্যাশ অন ডেলিভারির সুযোগ,
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমা_ফরিদপুর...

নবীজি (স) যেমন ছিলেন তিনি - ড আয়িজ আল কারনি  প্রচ্ছদ মূল্য :৩৩৪/= ১৬%  ছাড়ে  ২৮০/= ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্...
11/12/2020

নবীজি (স)
যেমন ছিলেন তিনি
- ড আয়িজ আল কারনি
প্রচ্ছদ মূল্য :৩৩৪/=
১৬% ছাড়ে ২৮০/=
ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমা_ফরিদপুর...

Leadership Lessons from the life of RASOOLULLAH (SA)প্রচ্ছদ মূল্য : 695/=35% ছাড়ে বিক্রয় মূল্য⦂ 450 /=ডেলিভারি চার্জ ফ্...
10/12/2020

Leadership Lessons
from the life of
RASOOLULLAH (SA)

প্রচ্ছদ মূল্য : 695/=
35% ছাড়ে বিক্রয় মূল্য⦂ 450 /=

ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমা_ফরিদপুর...

২ বোনের ইসলামের পথে ফিরে আসার সত্যি গল্পসমকালীন প্রকাশনপ্রচ্ছদ মূল্য : 172/=30% ছাড়ে বিক্রয় মূল্য⦂ 120 /=ডেলিভারি চার্জ...
09/12/2020

২ বোনের ইসলামের পথে ফিরে আসার সত্যি গল্প
সমকালীন প্রকাশন
প্রচ্ছদ মূল্য : 172/=
30% ছাড়ে বিক্রয় মূল্য⦂ 120 /=

ডেলিভারি চার্জ ফ্রি ( সীমিত সময়ের জন্য)
অর্ডার করতে ইনবক্স করুন.......
#বাইতুল_হিকমা_ফরিদপুর...

ফেরা বইটি খ্রিস্টান পরিবারের দুই মেয়ের ইসলামে দীক্ষিত হবার ঘটনা। তারা কিভাবে ইসলামের দাওয়াত পেলো, কিভাবে কিভাবে লুকিয়ে, গোপনে ইসলাম পালন করলো, তাদের প্রথম রোজা, প্রথম ইফতারের সেই ঘটনাগুলো পড়তে গিয়ে পাঠকের চোখ ভারি হয়ে উঠবে। আহা! ভিন্ন ধর্ম থেকে আসা দু’জন মানুষ ইসলামকে যেভাবে বুঝেছে, পালন করেছে, যে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, আমরা কি আমাদের ইসলামকে সেভাবে বুঝেছি?
সামান্য দাঁড়ি রাখা আর টাখনুর উপরে কাপড় পরা নিয়ে আমি কতো যুক্তি, কতো হিক্বমার বুলি কপচাই। ভাবি, আহা, আমি যদি তাদের জায়গায় হতাম, আমি কি পারতাম নিজের ধর্ম, নিজের পরিবার-পরিজন সবকিছু ছেড়েছুঁড়ে সত্য ধর্মে আসতে?

সকালে ঘুম ভাঙল বেলা করে। মা অফিসে। সারাদিন নির্বিঘ্নে সিয়াম পালন করলাম। মা ফোনে জানালেন যানজট থেকে বাঁচতে ইফতারের ঠিক আগে আগে বের হবেন, তখন রাস্তা ফাঁকা থাকে। দুপুরের ভাত-তরকারী নিয়ে প্রস্তুত থাকলাম, মা যেন কোনোভাবে বুঝতে না পারেন আমরা দুপুরে কিছু খাইনি। ছোটোবোন ছাত্রী পড়াতে যেত বিকালে। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যেত। সকালে ছাত্রীর স্কুল আর বোনের কলেজে ক্লাস থাকার কারণে ওই সময়টা ছাড়া অন্য সময়ে পড়ানো সম্ভব ছিল না। আমাদের খালার মাধ্যমে ওই ছাত্রীর সাথে পরিচয়। সিয়াম থাকার কথা সেখানে জানানোর প্রশ্নই আসে না। অর্থাৎ ওর ইফতারের সময় খাবার মুখে দেওয়ার কোনো উপায় ছিল না।

সূর্যাস্তের আর বেশি বাকি নেই। কিছুক্ষণ পর আযান দিবে। ওযু করে ভাতের থালা সামনে রান্নাঘরে একা বসে আছি। আস্তে আস্তে চারদিক অন্ধকার হয়ে আসছে। ইচ্ছে করেই আলো জ্বালালাম না। আযান শুরু হলো--

আল্লাহু আকবার, আল্লাহু আকবার!
আল্লাহর নাম নিয়ে পানি মুখে দিলাম। কান্নায় গলা বুজে আসতে লাগল।

আল্লাহু আকবার, আল্লাহু আকবার!

ঝর ঝর করে কেঁদে ফেললাম। কষ্ট আর খুশি মেশানো কান্না। কত সৌভাগ্যবান আমি। বোনের কথা মনে করে খারাপ লাগল। বেচারি কিছু খেতে পেরেছে কি না জানি না।

ফেরা বই থেকে কিয়দংশ

১৫% ছাড়ে আজই সংগ্রহ করুন সেবা প্রকাশনীর বই। এছাড়া লাইব্রেরি সদস্যপদ গ্রহনের মাধ্যমে সেবা প্রকাশোনীর বই ভাড়ায় ও সংগ্রহ কর...
08/12/2020

১৫% ছাড়ে আজই সংগ্রহ করুন সেবা প্রকাশনীর বই। এছাড়া লাইব্রেরি সদস্যপদ গ্রহনের মাধ্যমে সেবা প্রকাশোনীর বই ভাড়ায় ও সংগ্রহ করতে পারবেন।

অর্ডার করতে ইনবক্স করুন ।
ফরিদপুর শহরের মধ্যে ফ্রি ডেলিভারি ( সীমিত সময়ের জন্য) ।

আজই সংগ্রহ করুন!টাইম মেনেজমেন্ট( বাংলা)-ইসমাইল কামদারমূল্য: ১৮০ টাকা মাত্র
08/11/2020

আজই সংগ্রহ করুন!
টাইম মেনেজমেন্ট( বাংলা)
-ইসমাইল কামদার
মূল্য: ১৮০ টাকা মাত্র

দ্রুততা ও নির্ভরযোগ্যতায় বাইতুল হিকমাহ অনন্য1. রসায়ন-১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) - ড. সরোজ কান্তি সিংহ হাজারী2. রসায়ন-...
26/10/2020

দ্রুততা ও নির্ভরযোগ্যতায় বাইতুল হিকমাহ অনন্য

1. রসায়ন-১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) - ড. সরোজ কান্তি সিংহ হাজারী

2. রসায়ন-২য় পত্র(একাদশ-দ্বাদশ শ্রেণি) - ড. সরোজ কান্তি সিংহ হাজারী

3. গাণিতিক রসায়ন-প্রথম পত্র (একাদশ ও দ্বাদশ শ্রেণি) - মুহাম্মদ আনিসুজ্জামান

4. গাণিতিক রসায়ন-দ্বিতীয় পত্র (একাদশ ও দ্বাদশ শ্রেণি) - মুহাম্মদ আনিসুজ্জামান

প্রচ্ছদমূল্য: ১২৯৩ টাকা।

৫% ছাড়ে মূল্য ১২৩০ টাকা মাত্র

Address

Faridpur

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 23:00

Telephone

+8801676737322

Alerts

Be the first to know and let us send you an email when বাইতুল হিকমাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাইতুল হিকমাহ:

Share