Daily News

Daily News Daily All Update News

Kawsar Mahmud
31/03/2024

Kawsar Mahmud

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি   ওয়েবসাইটে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দ...
26/03/2024

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

উন্নয়ন☺️
17/03/2024

উন্নয়ন☺️

🤎
16/03/2024

🤎

21/02/2024
 #ফাহমিদা আর নেই চট্টগ্রামে ১২ দিন আগে হাসপাতালে বিয়ে হওয়া ক্যান্সারে আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। আজ সোমবার সকাল...
21/03/2022

#ফাহমিদা আর নেই

চট্টগ্রামে ১২ দিন আগে হাসপাতালে বিয়ে হওয়া ক্যান্সারে আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই। আজ সোমবার সকাল ৭টায় নগরীর ও আর নিজাম রোডের মেডিক্যাল সেন্টারের এইচডিইউতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন) ।
গত গত ৯ মার্চ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন প্রেমিক মাহমুদুল হাসান। বিয়ের ১২ দিনের মাথায় মৃুত্যুবরণ করলেন ফাহমিদা কামাল।

১ কেজি বােতলজাত সয়াবিন তেলের মূল্য-১৬০ টাকা এবং খােলা তেল ১ কেজি-১৩৬ টাকাকেউ বেশি টাকা দিয়ে তেল কিনবেন না।দাম বেশি চাই...
11/03/2022

১ কেজি বােতলজাত সয়াবিন তেলের মূল্য-১৬০ টাকা এবং খােলা তেল ১ কেজি-১৩৬ টাকা
কেউ বেশি টাকা দিয়ে তেল কিনবেন না।
দাম বেশি চাইলে দোকানিকে বলবেন ভাউচার দিন
বাকিটা দেখবে ম্যাজিস্ট্রেট।
আপনি শুধু ফোন দিয়ে জানান ১৬১২১ নাম্বারে
ভোক্তা অধিকারে।
ভাউচার ছাড়া কেউ বেশি দামে তেল কিনবেন না!!!

জনস্বার্থে... জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

যুক্তরাষ্ট্র থেকে প্রতি মেট্রিক টন (১০০০ লিটার) পরিশোধিত তেলের মূল্য ৬৫০ ডলার অর্থাৎ (৬৫০*৮৬= ৫৫ হাজার ৯০০ টাকা, লিটার প...
09/03/2022

যুক্তরাষ্ট্র থেকে প্রতি মেট্রিক টন (১০০০ লিটার) পরিশোধিত তেলের মূল্য ৬৫০ ডলার অর্থাৎ (৬৫০*৮৬= ৫৫ হাজার ৯০০ টাকা, লিটার প্রতি মূল্য- ৫৫ টাকা ৯০ পয়সা।

এর সঙ্গে শিপিং খরচ প্রতি মেট্রিক টন গড়ে ৬৫ ডলার অর্থাৎ (৬৫*৮৬) = ৫৫৯০ টাকা, লিটার প্রতি ৫ টাকা ৬৯ পয়সা।

মাদার ভ্যাসেল থেকে লাইটারে এবং লাইটার থেকে নির্ধারিত জেটিতে কন্টেইনারে লোড-আনলোড খরচ লিটার প্রতি গড়ে ৫ টাকা।

বোতলজাতকরণ/প্যাকেজিং খরচ প্রতি লিটারে সর্বাধিক ১০ টাকা। চট্টগ্রাম থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে পরিবহন খরচ লিটার প্রতি সর্বোচ্চ ৫ টাকা।

পরিশোধিত ভোজ্যতেলের আমদানি শুল্ক ১৪ শতাংশ হিসেবে প্রতি মেট্রিক টনের শুল্ক ৭৮২৬ টাকা, যা লিটার প্রতি দাঁড়ায় ৭ টাকা ৮০ পয়সা।

এর সঙ্গে যদি আমদানিকারক (১০ টাকা) ডিপো (৫ টাকা) ডিলার (৫ টাকা) পাইকার (৫ টাকা) খুচরা (১০ টাকা) সবার মুনাফা ধরে যদি লিটার প্রতি আরো ৩৫ টাকা যোগ করি, তাহলে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত লিটার প্রতি তেলের মূল্য দাঁড়ায়- ৫৫.৯০+৫.৫৯+৫+১০+৫+৭.৮০+৩৫= ১২৪.২৯ টাকা।

রপ্তানিকারক থেকে ভোক্তার কাছে পৌঁছানো অবধি সব ব্যয়ভার বহন ও সম্ভাব্য মুনাফা যোগ করেও লিটার প্রতি ১২৫ টাকায় সয়াবিন তেল পৌঁছানো সম্ভব, প্রয়োজন শুধু ইতিবাচক মানসিকতা, স্বদিচ্ছা, সততা ও দেশপ্রেম।

কপি

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান  বাবর আটকফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামী ও সাবেক এল...
08/03/2022

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আটক

ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামী ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই
সদর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার (৭মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা পুলিশ।
সেখানে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন

অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের
অভিযোগে মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্নিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অপর আসামিরা হলেন- এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।

25/02/2022

ফরিদপুরে স্ত্রীর দেয়া নারী নির্যাতন মামলায় ওসি গ্রেফতার

ফরিদপুরে হাসপাতালে ঢুকে রোগীর স্বামীকে কোপালো সন্ত্রাসীরা, অভিযোগ নার্সের দিকেফরিদপুর প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি:ফরিদপুর জ...
23/02/2022

ফরিদপুরে হাসপাতালে ঢুকে রোগীর স্বামীকে কোপালো সন্ত্রাসীরা, অভিযোগ নার্সের দিকে

ফরিদপুর প্রতিনিধি, ২৩ ফেব্রুয়ারি:

ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বামীকে ধারালো ছুরি দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। তার অবস্থা আশঙ্কাজনক। দায়িত্বরত নার্সের সাথে কথাকাটাকাটির যেরে ওই নার্স সন্ত্রাসীদের ডেকে আনেন বলে রোগীর অভিযোগ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের টেপাখোলা বিন্দাবনের মোড় এলাকার বাসিন্দা রাসেল তার স্ত্রী হীরাকে নিয়ে গত ৩ দিন যাবত ভর্তি আছেন ফরিদপুর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে। স্ত্রী হীরাকে চিকিৎসক রক্ত পরীক্ষার নির্দেশনা দেন। রাতে জেনারেল হাসপাতালের প্যাথালজি ল্যাব বন্ধ থাকায় বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করানোর জন্য সিস্টারকে সিরিঞ্জে রক্ত টেনে দিতে বলেন হীরার স্বামী রাসেল। দায়িত্বরত সিস্টার ইলা সিকদার রক্ত টেনে দেয়া তার দায়িত্ব না জানিয়ে রাসেলের সাথে দুর্ব্যবহার করেন। এই সময়ে রাসেল ওই সিস্টারকে বলেন, ‘সরকারী বেতন খান, রক্ত টানবেন না কেন?’ এরপর সিস্টার ইলা শিকদার নার্স সুপারভাইজারের কাছে রাসেলের নামে নালিশ জানান। একই সাথে শহরের খাবাসপুর এলাকার যুবলীগ কর্মী দেবাশীষ নয়নকে ফোন করে ডেকে আনেন। রাসেল নার্স সুপারভাইজার এর কাছে দুঃখ প্রকাশ করে বের হওয়ার পর পরই দেবাশীষ নয়ন ও তার সাথে থাকা আরও ২-৩ জন রাসেলকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত রাসেলের স্ত্রী হীরা জানান, তার শরীরের এক সাইড প্যারালাইজড। প্রতিদিন দুইবার তাকে রক্ত পরীক্ষা করতে হয়।
কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে দেরি হয়ে যাবে বিধায় সিস্টারকে অনুরোধ করা হয়েছিল রক্ত টেনে দিতে। তিনি অভিযোগ করেন, সিস্টার ইলা শিকদারই দেবাশীষ নয়নকে ডেকে এনে তার স্বামীকে কুপিয়েছে।

নার্স সুপারভাইজার জহুরা বেগম জানান, রোগী ও নার্সের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা মিটমাট করেছি। কিন্ত এই ঘটনায় নার্স ইলা জড়িত কিনা সেটা আমার জানা নেই।

কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুজ্জামান বলেন, আহত রোগীর অবস্থা আশঙ্কাজনক। তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে।

হাসপাতালে ঢুকে রোগীর স্বামীকে কোপালো ব্যাপারে হাসপাতালে আসা পুলিশ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারা জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত করে জড়িতদের আটক করা হবে।

মেয়েদের মেকাপবিহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা। আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক- আমি আসল...
02/11/2021

মেয়েদের মেকাপবিহীন ছবিতে আমি কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা। আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক- আমি আসলেই ভীষন সুন্দর।
এই যে একটা আর্টিফিসিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়।
যদিও তার গালের ব্রন, চোখের নিচের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বুঝা যায়, তবুও এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর; কেবল মাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য।
মানুষ মাত্রই সুন্দর। তুমি যে গুই/সাপ না হয়ে, মানুষ হয়ে দুনিয়াতে আসছো, এরজন্যই তো পৃথিবীর কাছে কৃতজ্ঞতা জানানো দরকার।🌸

© আসাদুজ্জামান জীবন🌸

জাতীয় ইলিশ সম্পদ সংরক্ষণে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পদ্মা নদীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ১৫০০০ মিটা...
20/10/2021

জাতীয় ইলিশ সম্পদ সংরক্ষণে উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পদ্মা নদীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ১৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় ও ৪ টি জাটকা ইলিশ উদ্ধার করে গরীব- প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরে বাস ট্রাক মুখোমুখী সংঘ'র্ষস্থানঃ নরীখালি বাস স্টান্ড,মধুখালি ফরিদপুর।
18/10/2021

ফরিদপুরে বাস ট্রাক মুখোমুখী সংঘ'র্ষ

স্থানঃ নরীখালি বাস স্টান্ড,মধুখালি ফরিদপুর।

13/10/2021

ফরিদপুরে হত্যা মামলায় গ্রেফতার হলেন
মানি লন্ডারিংমামলার আসামী বহিস্কৃত ফরিদপুর জেলা যুবলীগের সাবেক আহবায়ক এ এইচ এম ফুয়াদ।

13/10/2021

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্র শনাক্ত, ৭ টি মোটরসাইকেল উদ্ধার।
রিপোর্ট : Ehsan Bakaul Rana

মল্লিকপুর বাস স্টান্ড এর পাসেই ঢাকা খুলনা মহাসড়কে,এম্বুলেন্স আর ট্রাক দুর্ঘটনায় ট্রাক উল্টে আপাতত যান চলালল বন্ধ করেছে..
09/10/2021

মল্লিকপুর বাস স্টান্ড এর পাসেই ঢাকা খুলনা মহাসড়কে,এম্বুলেন্স আর ট্রাক দুর্ঘটনায় ট্রাক উল্টে আপাতত যান চলালল বন্ধ করেছে..

08/09/2021

ফরিদপুরে বন্যার আপডেট ও উপজেলা পর্যায়ের কর্মকতাদের এক ষান্মাষিক সমম্বয় সভার নিউজ

06/09/2021

ফরিদপুরের সালথায় কারাতে প্রশিক্ষণের সমাপনী ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত...

06/09/2021

ফরিদপুরে হত্যা রহস্য উদঘাটন, ডাকাতি ও মাদকের ঘটনা নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্য সহ এক মাদক ব্যবসায়ীকে আটক - দৈনিক করতোয়া

04/09/2021

** কোভিড-১৯ নিয়ন্ত্রণে সফলতার পথে ফরিদপুর**

দীর্ঘদিন পর ফরিদপুর জেলার ৯ টি উপজেলার মধ্যে ৭ টি উপজেলায় কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। শুধুমাত্র ফরিদপুর সদরে ৬ জন এবং ভাংগা উপজেলায় ১ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█**দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়**নিউজিল্যান্ডকে হারাল ৪ রানে**৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে ...
03/09/2021

█▒▒▒ ব্রেকিং নিউজ ▒▒▒█
**দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়
**নিউজিল্যান্ডকে হারাল ৪ রানে
**৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা
**বাংলাদেশ ১৪১/৬ (নাইম ৩৯), নিউজিল্যান্ড ১৩৭/৫
**বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

02/09/2021

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবির নিখোঁজের সাত দিন পর,দুই শিক্ষকের মধ্যে এক শিক্ষকের লাশ উদ্ধার।

Address

Faridpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily News:

Videos

Share