ফরিদপুর আপডেট নিউজ

ফরিদপুর আপডেট নিউজ ফরিদপুরের সকল নিউজ

11/12/2024

ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষ/ণের পর হ*ত্যা।
এলাকাবাসীর গনপিটুনিতে ধর্ষ*ক নিহত।ভিডিও ⤵

11/12/2024

ফরিদপুরে এক স্কুলছাত্রকে মারপিটের পর জ্যান্ত পুঁতে হত্যাচেষ্টার অভিযোগ

09/12/2024

ফরিদপুর যশোর রোডে মল্লিকপুর এলাকায় সড়ক দুর্ঘটনায়, নিহত ১জন আহত ৬
সংখ্যা টা বাড়ার সম্ভাবনা

08/12/2024

ফরিদপুরকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে পলাতক সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন।
#পুলিশ #ফরিদপুর

ডেডলাইন ফরিদপুর --আগে কি সুন্দর দিন কাটাইতাম 😅😅
27/08/2024

ডেডলাইন ফরিদপুর --
আগে কি সুন্দর দিন কাটাইতাম 😅😅

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের"March For Justice" কর্মসূচি পালন।ফরিদপুরে আজ ৩১শে জুলাই বুধবার কেন্দ্রীয় কর্মসূচি...
31/07/2024

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের
"March For Justice" কর্মসূচি পালন।

ফরিদপুরে আজ ৩১শে জুলাই বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজ, ইয়াসিন কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ সহ দেশসেরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহন করে। মিছিলটি সকালে বের হয়ে ঢাকা-বরিশাল মহা-সড়ক প্রদক্ষিন করে।

সমন্বয়ক বৃন্দ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন, ফরিদপুর

18/07/2024

২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

18/07/2024

Faridpur

18/07/2024

ফরিদপুরে আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় আন্দলনকারী,পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।

04/07/2024

এইমাত্র পাওয়া খবর,
ফরিদপুর টেপাখোলা সুইচগেট ফারদিন নামে যে ছেলেটি হারিয়ে গিয়েছিল বৃহস্পতিবার রাত ১২: ৪৫ মিনিটে ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া গেছে সবাই তার জন্য দোয়া করবেন 😭😭

টেপাখোলা সুইচ গেটে গোসল করতে গিয়ে আমার ভাই হারিয়ে গেছে কেও পেলে যোগাযোগ করবেন :01821664417 এবং সকলে তার জন্য দোয়া করবেন....
03/07/2024

টেপাখোলা সুইচ গেটে গোসল করতে গিয়ে আমার ভাই হারিয়ে গেছে
কেও পেলে যোগাযোগ করবেন :01821664417
এবং সকলে তার জন্য দোয়া করবেন.!

ভাঙ্গায় চতলবিলে কাশবনে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহনিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের বেশীরভাগ মাংস পচে গলে হাড়ঁ বেরিয়ে...
26/06/2024

ভাঙ্গায় চতলবিলে কাশবনে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের বেশীরভাগ মাংস পচে গলে হাড়ঁ বেরিয়ে গেছে। ধারনা করা হচ্ছে কোন দূস্কৃতিকারীরা ১৫/২০ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখে গেছে।স্থানীয় গ্রামবাসীরা জানান, প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্য চতল বিলটি দুর্গম এলাকা হওয়াতে সেখানে জনমানুষের বিচরণ কম।
বিলের মধ্য খানে ১২ মাস কাল নিচু জমিতে পানিতে থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে । সকালে একজন গ্রামবাসী বিলের মধ্যে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আজ সকাল আনুমানিক ৮:২০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার স্টাফ রোকেয়া বেগম (৫৫) অফিসের নিকটেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত। তিনি...
24/06/2024

আজ সকাল আনুমানিক ৮:২০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার স্টাফ রোকেয়া বেগম (৫৫) অফিসের নিকটেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত। তিনি ফরিদপুর সদর উপজেলায় পিয়ন পদে কর্মরত ছিলেন।

জানা যায়, আজ সোমবার সকালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে সদর উপজেলা পরিষদের সামনের আইল্যান্ডের মুখে‌ এ দুর্ঘটনা ঘটে। তার পিতার নাম ইসমাইল শেখ ওরফে টুকু, স্বামী- শেখ নাসির।

তিনি পৌর শহরের ১নং গোয়ালচামট থেকে তার মেয়েকে সাথে নিয়ে রিক্সায় করে সদর উপজেলা পরিষদে যাওয়ার সময় রাজবাড়ী রাস্তার মোড়ে আইল্যান্ডের সামনে রাস্তা পার হতে গেলে পিছন দিক হতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি দ্রুতগামী কার্ভাড ভ্যান যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ট-১৩-৫২০৭ ধাক্কা মারে তখন রিকশা চালক শেখ আছমত (৭০) ছিটকে পড়ে।

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে রিকশা থেকে রোকেয়া বেগম (৫২) পড়ে গিয়ে কার্ভাড ভ্যান এর পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ দুর্ঘটনার সংবাদ শুনে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহটি হেফাজতে নেন। দুর্ঘটনার কার্ভাড ভ্যানটি পুলিশ আটক করেন। কার্ভাড ভ্যান এর ড্রাইভার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জোসনা (পাগলী) ফরিদপুরে ওনাকে চেনেনা এমন মানুষ নাই, সব স্কুলের,কলেজ এর সামনে আর সব বাসায় বাসায়  ছোটবেলা থেকে দেখছি,, আজকে...
23/06/2024

জোসনা (পাগলী) ফরিদপুরে ওনাকে চেনেনা এমন মানুষ নাই, সব স্কুলের,কলেজ এর সামনে আর সব বাসায় বাসায় ছোটবেলা থেকে দেখছি,, আজকে সন্ধ্যায় এক্সিডেন্ট করে মারা গেছেন,,,ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,,, আল্লাহ উনার সব গুনাহ মাফ করে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন। আর দেখা হবে না তাকে,,,,,

পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেলেন রেজাউল খান (৩২) নামের এক কৃষক। পরে সাপটি ...
23/06/2024

পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেলেন রেজাউল খান (৩২) নামের এক কৃষক। পরে সাপটি বন বিভাগে হস্তান্তর করতে গেলে সেটির প্রাপ্তিস্বীকারপত্র দিতে অস্বীকার করে কর্মকর্তারা। তারা জানান, সাপ ধরাই বেআইনি।

23/06/2024

ফরিদপুরে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযানে ৬ মহিলা ও ১৫ জন পুরুষ গ্রেফতার |

10/06/2024

ডিবি পুলিশ মারার অভিযোগে ফরিদপুরে ছাত্রলীগের সভাপতি ও সহসভাপতি গ্রে.ফ.তা.র

06/06/2024

রেলমন্ত্রীর আশ্বাসের এক মাস পেরিয়ে গেলেও ফরিদপুরে স্টপেজ (যাত্রাবিরতি) না হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজবাড়িগামী চন্দনা কমিউটার ট্রেন রাতে আটকে দিয়েছে ফরিদপুরের জনগণ।

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর আপডেট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category