IYF. Iskcon Faridpur

IYF. Iskcon Faridpur video creator

25/09/2023
তুলসী আরতি
25/09/2023

তুলসী আরতি

জয় জগন্নাথউল্টো রথযাত্রা মহোৎসব ২০২৩শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, শোভারামপুর, ফরিদপুর।
28/06/2023

জয় জগন্নাথ
উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৩
শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, শোভারামপুর, ফরিদপুর।

28/06/2023
23/06/2023

বাউল সংগীত

শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ২০২৩ ভরে গেল ফরিদপুর রাজপথ।
20/06/2023

শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ২০২৩
ভরে গেল ফরিদপুর রাজপথ।

20/06/2023
জয় জগন্নাথ
20/06/2023

জয় জগন্নাথ

🙏🌹জয় জগন্নাথ 🌹🙏  🛑 #ভগবান_জগন্নাথদেবের_লীলা🛑          🌿 #পর্ব –১           ✅ #রাঙ্গা_চরণ✅কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায়...
11/06/2023

🙏🌹জয় জগন্নাথ 🌹🙏

🛑 #ভগবান_জগন্নাথদেবের_লীলা🛑

🌿 #পর্ব –১

✅ #রাঙ্গা_চরণ✅

কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেকদিন কেটে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। একদিন তিনি গাছের উপর পা ঝুলিয়ে বসে ছিলেন। তাঁর #রাঙ্গা চরণকে টিয়া পাখি ভেবে ভুল করে বাণ মেরে বসল এক শবর। নাম ছিলো তার জরা। বাণের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ।

অপঘাতে #শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভিদেশ তো আর পুড়ছে না !! তখনই হলো দৈববাণী
ইনিই সেই #পরমব্রহ্ম।

অর্জুন, এঁকে সমুদ্রে নিক্ষেপ করো। সমুদ্রেই ওঁর অনন্তশয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরমব্রহ্ম সেই নাভি।

আর তাকে লক্ষ করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর জরা। শেষ অবধি তার বাণেই মৃত্যু হল ভগবানের। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে চলা। অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখল সে কাল ভোরে আমাকে তুলে নে। এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি।

️তখন থেকে নীল মাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে। সময়টা দ্বাপর যুগ। এরপর এলো কলি যুগ। কলিঙ্গের রাজা তখন ইন্দ্রদ্যুম্ন দেব। তিনি ছিলেন বিষ্ণুর ভক্ত। সেই উদ্দেশ্যে তিনি গড়ে তুললেন একটি মন্দির শ্রীক্ষেত্রে।

এখন আমরা তাকে চিনি #জগন্নাথধাম রূপে। কিন্তু মন্দিরে বিগ্রহ নেই! রাজসভায় একদিন কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন নীল মাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। অমনি চারদিকে লোক পাঠালেন রাজা।

এঁদের প্রত্যেকেই ধার্মিক ব্রাহ্মণতনয়। বাকিরা খালি হাতে ফিরে এলেও, ফিরলেন না একজন বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাঁকে উদ্ধার করলেন সুন্দরী শবর কন্যা ললিতা। নিয়ে এলেন তাদের বাড়ি। ললিতা শবর রাজ বিশ্ববসুর কন্যা। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি।

বিয়ে হল দুজনের, বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবর রাজ কয়েক ঘণ্টার জন্য কোথাও উধাও হয়ে যান, আবার ফিরে আসেন। কোথায় যান বিশ্ববসু!

স্ত্রীকে প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীল মাধবের পূজো করতে যান শবররাজ বিশ্ববসু। নীল #মাধবের সন্ধান যখন পাওয়া গেছে তখন আর ছাড়ার নয়।

অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনিও দর্শন করবেন নীলমাধবকে। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও, অবশেষে মত দিলেন ,তবে শর্তসাপেক্ষে। বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে।

জামাতা হলেও বিদ্যাপতিকে কোন ভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটায় সরষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের তখন তাঁর প্রাণ আনন্দে ভরে উঠল।

️বনের মধ্যে পূজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পূজায় বসলেন অমনি দৈববাণী হল, এতদিন আমি দীন -দুঃখীর পূজো নিয়েছি, এবার আমি মহাউপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পূজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন শবররাজ। ইষ্টদেবতাকে হারাবার দুঃখে বন্দী করলেন বিদ্যাপতিকে।

️কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন মহানন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু একি! নীলমাধব কোথায়! কোথায় আমার নীলমাধব!!

আটক হলেন শবররাজ। তখন দৈববাণী হল যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু (কাঠ) রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ। হাজার হাজারহাতি, ঘোড়া, সেপাইসাস্ত্রী, লোকলস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই দারু।

অবশেষে দারুর একদিক ধরলেন শবররাজ আর একদিক ব্রাহ্মণপুত্র ও বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ-শবর কোনো ভেদাভেদ নেই যে!

️মহারাজ তাঁর কারিগরদের লাগালেন মূর্তি গড়তে। কিন্তু সেই কাঠ এমনই পাথরের মত শক্ত যে ছেনি, হাতুড়ি সবই যায় ভেঙ্গে। তা হলে উপায়! মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে ও জগন্নাথের আদেশে বৃদ্ধের বেশে এবার হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই গড়বেন মূর্তি। তবে শর্ত একটাই।

একুশ দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তাঁর ঘরে না আসে। শুরু হল কাজ। ইন্দ্রদ্যুম্নের রাণী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার ঠক্ ঠক্ শব্দ। চোদ্দদিন পর হঠাৎ রাণি দেখলেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ। কী হল?

️ কৌতূহল চেপে রাখতে না পেরে রাণী মহারাজকে জানাতেই ইন্দ্রদ্যুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও! পড়ে আছে তিনটি অসমাপ্ত বিগ্রহ। তাদের হাত, পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙ্গে পড়লেন রাজা।

তখন তাঁকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে, এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই শ্রী জগন্নাথদেবের বিগ্রহ ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে।
_______

শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব - ২০২৩
05/06/2023

শ্রী শ্রী জগন্নাথদেবের
রথযাত্রা মহোৎসব - ২০২৩

26/05/2023
ফরিদপুর ইসকন মন্দির২৩-০৪-২০২৩ ইংঅক্ষয় তৃতীয়া উপলক্ষে
23/04/2023

ফরিদপুর ইসকন মন্দির
২৩-০৪-২০২৩ ইং
অক্ষয় তৃতীয়া উপলক্ষে

বৈষ্ণব পঞ্জিকা ২০২৩
14/03/2023

বৈষ্ণব পঞ্জিকা ২০২৩

22/02/2023

কীর্তন মেলা ২০২৩
মায়াপুর

পুষ্প অভিষেক ২০২৩  ইসকন মন্দির ফরিদপুর
06/01/2023

পুষ্প অভিষেক ২০২৩
ইসকন মন্দির ফরিদপুর

একাদশী তালিকা ২০২৩
23/12/2022

একাদশী তালিকা ২০২৩

07/12/2022

শ্রীপাদ কৃষ্ণ কীর্তন দাস
প্রভুর মুখে কিছু কথা।

শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের দিব্য গুণাবলী

গীতা জয়ন্ত ২০২২ফরিদপুর ইসকন মন্দির
03/12/2022

গীতা জয়ন্ত ২০২২
ফরিদপুর ইসকন মন্দির

অন্নকুট মহা উৎসব ২০২২ফরিদপুর ইসকন মন্দির।
31/10/2022

অন্নকুট মহা উৎসব ২০২২
ফরিদপুর ইসকন মন্দির।

19/08/2022

Sri Krishna Janmastami Abhishek

19/08/2022

গৌর আরতি
ফরিদপুর ইসকন মন্দির

"শুভ জন্মাষ্টমী "
18/08/2022

"শুভ জন্মাষ্টমী "

07/08/2022

মঙ্গল আরতি
ইসকন প্রবর্তক মন্দির

Address

Iyf Iskcon Faridpur
Faridpur
7804

Alerts

Be the first to know and let us send you an email when IYF. Iskcon Faridpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IYF. Iskcon Faridpur:

Videos

Share

Category


Other Video Creators in Faridpur

Show All