Jobayer Hossain

Jobayer Hossain Think positive, Be positive and make your life smooth A positive thinker
(1)

25/09/2022

অদ্ভুত স্বপ্নের মধ্যে বন্দী হয়ে আছি আমি।
ধরা যাক এই প্রাচীরে নেই কোনো ঘনত্ব।
শুধু শূন্যতাই এর একমাত্র গভীরতা।
প্রাচীন প্রাচীরগুলোর হয় যেমন প্রহর,
প্রহরগুলো তেমনই হয়ে উঠে ভীষণ অবাধ্য।
আর এই প্রহর গুলোর মধ্যে সময়, কত সন্তাপ, শোক আর দুঃখ জমিয়ে তোলে।
তা বোধ হয় বলার মতো নয়।

-অচেনা মেঘের সন্ধানে☁

24/09/2022

খুলনার আলোচিত নিখোঁজ মরিয়ম মান্নানের মা রহিমা বেগমকে জীবিত ও সুস্থ অবস্থায় ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি নিজেই আত্মগোপন ছিলেন।

23/09/2022

মানুষ তার জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করে তার নিজ জীবনে ফিরে আসতে।

22/09/2022

যারা প্রিয় মানুষের হাতের স্পর্শ, ঠোঁটের চুমু বা এক বালিশে ঘুমানোর স্মৃতি ভুলে যেতে পারে তারা পৃথিবী বিধ্বংসী হতে পারে।

22/09/2022

মানুষের যখন কোনো আশ্রয় থাকে না তখনই সে আত্মনির্ভরশীল হয়।
আমার সব আশ্রয় ভেঙে যাক। 🤲

22/09/2022

কিছু রহস্যের গোমর সহসা ফাঁস হয় না,
কিছু হারিয়ে যাওয়া মানুষ আজীবন নিখোঁজ থেকে যায়।
সময়ের সাথে আমাদের বয়স বাড়ে।
হারিয়ে যাওয়া মানুষেরা একই রকম থাকে।
তাদের বয়স বাড়ে না,
তাদের ঘিরে থাকা সংশয়ের ঘোর কখনো কাটে না।
তারা আটকে থাকে এক কুহক কালে।

22/09/2022

আপনি যাহাকে অপছন্দ করেন তাহার সাথে কাউকে কথা বলিতে দেখিলেই যে সে আপনার সমালোচনায় ব্যস্ত থাকিবে এইরূপ ধারণা পুষিয়া রাখিবেন না।
অন্যথায় আপনার এই মানুষিক অশান্তির প্রতিকার কেউ করিতে পারিবে না। ইহা একটা মানুষিক রোগ।

22/09/2022

মানুষ যা ভাবনাতে চায় তা যদি সাথে সাথেই পেয়ে যেতো তবে তা হতো সবচেয়ে বেশি ভয়ংকর।

Address

Charbhadrasan
Faridpur
7810

Alerts

Be the first to know and let us send you an email when Jobayer Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jobayer Hossain:

Share


Other Digital creator in Faridpur

Show All