25/09/2022
অদ্ভুত স্বপ্নের মধ্যে বন্দী হয়ে আছি আমি।
ধরা যাক এই প্রাচীরে নেই কোনো ঘনত্ব।
শুধু শূন্যতাই এর একমাত্র গভীরতা।
প্রাচীন প্রাচীরগুলোর হয় যেমন প্রহর,
প্রহরগুলো তেমনই হয়ে উঠে ভীষণ অবাধ্য।
আর এই প্রহর গুলোর মধ্যে সময়, কত সন্তাপ, শোক আর দুঃখ জমিয়ে তোলে।
তা বোধ হয় বলার মতো নয়।
-অচেনা মেঘের সন্ধানে☁