Belal hussain

Belal hussain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Belal hussain, Digital creator, Faridpur.

01/09/2024

আজ রবিবার
০১ সেপ্টেম্বর ২০২৪ ইং
২৬ সফর ১৪৪৬ হিজরি
১৭ ভাদ্র ১৪৩১
_________________
ফজর- ৪:২৩ মিনিট
জোহর- ১২:০২ মিনিট
আসর- ৪:৩০ মিনিট
মাগরিব- ৬:২২ মিনিট
ইশা- ৭:৩৭ মিনিট
_____________________
আজ সূর্যাস্ত- ৬:১৭ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৩৯ মিনিট

বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুটআওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের সময় খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল ৩ টাকা ৭৩ পয়সা...
31/08/2024

বিদ্যুৎ জ্বালানিতে যথেচ্ছ লুট

আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের সময় খুচরায় প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল ৩ টাকা ৭৩ পয়সা। বর্তমানে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮ টাকা ৯৫ পয়সা। ২০০৯ সালে গ্যাসের দুই চুলার মাসিক বিল ছিল ৪৫০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৮০ টাকা। এই সময়ে বিদ্যুৎ খাতের লোকসান ঠেকেছে ২ লাখ কোটি টাকার ওপরে। বিপরীতে সরকার ভর্তুকি দিয়েছে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। ।

সিঙ্গাপুরের ৪১তম ধনী সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। ‘ফোর্বস’ ম্যাগাজিনের ২০২৩ সালের তথ্য অনুসারে, তাঁর সম্পদের পরিমাণ ১১২ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া হয়েছে ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে বড় অংশই গেছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ পরিশোধে, প্রায় সোয়া লাখ কোটি টাকা।

সামিট ছাড়াও বিদ্যুৎ খাতের সুবিধাভোগী ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড গ্রুপ, বাংলাক্যাট, হোসাফ গ্রুপ, মোহাম্মদী গ্রুপ, ডরিন গ্রুপ, ম্যাক্স গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, বারাকা, এনার্জিপ্যাক ইত্যাদি।

২০০৯ থেকে ২০২৪ সাল প্রর্যন্তউচ্চ শিক্ষাকে নিচে নামিয়েছেন যারা🤫
31/08/2024

২০০৯ থেকে ২০২৪ সাল প্রর্যন্ত

উচ্চ শিক্ষাকে নিচে নামিয়েছেন যারা🤫

আচ্ছা এই শিক্ষককেও যদি আপ্যায়নের মাধ্যমে বহিস্কার করা হয় তাহলে কি বেশ অন্যায় হয়ে যাবে?  সরকারি রাজেন্দ্র কলেজে মুক্তিযোদ...
30/08/2024

আচ্ছা এই শিক্ষককেও যদি আপ্যায়নের মাধ্যমে বহিস্কার করা হয় তাহলে কি বেশ অন্যায় হয়ে যাবে?

সরকারি রাজেন্দ্র কলেজে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক সুজন কিবরিয়া বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ফরিদপুর ছাত্রলীগের সভাপতি তামজিদকে ফোন করে ছাত্র-ছাত্রীকে পুলিশ দিয়ে এরেস্ট করিয়ে দিয়েছে।

যারা মিছিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমনকি মিছিল চলাকালে পুলিশের ধাওয়া খাওয়ার পর ছাত্র-ছাত্রীরা যখন ছত্রভঙ্গ হয়ে একটু আশ্রয় খুঁজছিল তখন সুজন কিববিয়ার নির্দেশে কলেজের সকল গেইট বন্ধ করে দেওয়া হয়। যার কারণে ছাত্রছাত্রীরা কলেজের নোংরা পুকুরে হাবুডুবু পর্যন্ত খায়।

সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মীত শেখ রাসেল ছাত্রাবাসের পরিচালনা করত এই সুজন কিবরিয়া । যেখানে মাত্র এক বছরে এক লক্ষ আশি হাজার টাকার বেশি নিজের পকেটে ঢুকিয়েছে এই শিক্ষক।

আওয়ামী লীগ এবং গোপালগঞ্জ ট্যাগ লাগিয়ে সকল অভিযোগ এতদিন অস্বীকার করে আসলেও এখন নিজেকে গুটিয়ে নিয়ে যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে.....

রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার সাহার ঘনিষ্ঠ জন ছিল কিবরিয়া । অনলাইন পেমেন্টের নামের সার্ভিস চার্জ বাবদ রাজেন্দ্র কলেজের ত্রিশ হাজার ছাত্রছাত্রীদের প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে সার্ভিস চার্জ কেটে নেওয়া মোট অর্থের অন্যতম ভাগীদার এই সুজন কিবরিয়া।

গোপালগঞ্জ বাড়ি হওয়ায় শিক্ষার্থী এবং শিক্ষকদের হুমকি এবং জিম্মি করা ছিল সুজন কিবরিয়ার নিত্যদিনের কাজ।

রাজেন্দ্র কলেজের বর্তমান অধ্যক্ষ রমা শাহা। যে কিনা সাবেক আওয়ামী লুচ্চা মন্ত্রী আব্দুর রহমানের মাধ্যমে অর্থ এবং প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষ হয়েছে। ‌সুজন কিবরিয়া একজন শিক্ষক হলেও বেশিরভাগ সময় অধ্যক্ষ রমা শাহার কক্ষে কাটায়। কখনোই সে শ্রেণীকক্ষের নিয়মিত ছিলো না।

ছাত্র ছাত্রীদের ইনকোর্সের মার্ক এর ভয় দেখিয়ে বিভিন্ন স্বার্থ হাসিল করা ছিল তার কাজ। ইনকোর্স মার্কের ভয় দেখিয়ে অনেক ছাত্রীদের অনৈতিক প্রস্তাবও দিয়েছে।

এগুলা সবার কাছে ওপেন সিক্রেট থাকলেও এতদিন কেউ ভয়ে মুখ খুলেনি। সময় এসেছে এই মুখোশধারী শিক্ষককে সবার সামনে উন্মোচিত করার‌।

দ্রুত এই কিবরিয়ার ব‘হি‘স্কারের দাবী জানাই।

08/10/2022

অন্য ধর্মাবলম্বীরা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না। তারা আমাদের কর্ম ও আচরণ দেখে। সুতরাং তাদের প্রতি সুন্দর আচরণ করুন। আপনার আচরণ দেখে তারা ইসলামকে বিচার করবে; ইসলামের প্রতি আগ্রহী হবে।

Address

Faridpur

Telephone

+8801758299908

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belal hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Belal hussain:

Videos

Share