Ibrahim Bin Yousuf

Ibrahim Bin Yousuf Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ibrahim Bin Yousuf, Media, Faridgonj.

27/03/2024

আমাদের মাদ্রাসায় নামাজ শিখানো হচ্ছে

26/01/2024

ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি।
নিজ চোখে দেখতে চলে আসুন।
গুদাড়াচর,কেরোয়া, ফরিদগঞ্জ।

19/01/2024

ঐতিহাসিক উজানীর মাহফিল নামাজের দৃশ্য

21/10/2023

ইসলামি সংগীত
এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না
শিল্পী -শাহেদুল ইসলাম
কলগান শিল্পী গোষ্ঠী

14/10/2023

নাতে রাসুল সাঃ
এলো রে রবিউল আউয়াল
পরিবেশনায়-জুলফিকার হামদ নাত শিল্পী গোষ্ঠী।

14/10/2023

ইসলামি সংগীত নাতে রাসুল

14/10/2023

সমসাময়িক সংগীত- ফিলিস্তিন জিন্দাবাদ।
পরিবেশনায়-ফয়েজ আহমেদ, এনামুল হক,ফখরুদ্দিন বায়োজিদ।

13/10/2023

ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ইং
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা।

28/09/2023

ইসলামি সংগীত। জগৎ জুড়ে আছো তুমি

28/09/2023

মাশাল্লাহ। বৃদ্ধ বয়সে আমাদের দাদার অসাধারণ কন্ঠ-

ফরিদগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডের ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেসন সময়সূচি।ভাতাভোগীদেরকে ভাতাবই, এনআইডি কপিসহ নির্ধারিত কেন্দ্রে ...
02/09/2023

ফরিদগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডের ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেসন সময়সূচি।
ভাতাভোগীদেরকে ভাতাবই, এনআইডি কপিসহ নির্ধারিত কেন্দ্রে তারিখ অনুযায়ী স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা গেলো।

প্রিয় শিক্ষক
13/08/2023

প্রিয় শিক্ষক

12/08/2023

এক নজরে ফুলছোয়া মাদরাসা। বাকিলা,হাজীগঞ্জ, চাঁদপুর। প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি আবু সাইদ দা:বা:

প্রিয় শিক্ষক কে নিয়ে না বলা কথাগুলো আজ প্রিয় চাঁদপুর  এ প্রকাশিত
10/08/2023

প্রিয় শিক্ষক কে নিয়ে না বলা কথাগুলো আজ প্রিয় চাঁদপুর এ প্রকাশিত

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবক...
05/08/2023

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।
মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।
যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

DR. NARAYAN RAY
MOBILE -9051271988

প্রাথমিক স্বাস্থ্যসেবা এমএইচভিদের ভুমিকা প্রকাশ -দৈনিক চাঁদপুর কন্ঠ প্রকাশিত -২৪ই জুলাই ২০২৩.
03/08/2023

প্রাথমিক স্বাস্থ্যসেবা এমএইচভিদের ভুমিকা
প্রকাশ -দৈনিক চাঁদপুর কন্ঠ
প্রকাশিত -২৪ই জুলাই ২০২৩.

একদিন ক্লাশে...স্যার আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বললেন। টপিক ছিল "বেস্টফ্রেন্ড"। আমি আমার "বেস্টফ্রেন্ড" এর দিকে তাকিয়...
30/07/2023

একদিন ক্লাশে...

স্যার আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বললেন। টপিক ছিল "বেস্টফ্রেন্ড"।
আমি আমার "বেস্টফ্রেন্ড" এর দিকে তাকিয়ে হাসি দিয়ে লেখা শুরু করলাম।

সবার লেখা শেষ।
স্যার সবাইকে তাদের খাতা নিয়ে দাড়িয়ে পড়তে বললেন।

প্রথমেই ছিল আমার পালা। আমি আমার "বেস্টফ্রেন্ড" সম্পর্কে যতটুকু জানি সব লিখেছি। ক্লাসে সবাই হাত তালি দিল।
স্যার বললেন, খুব ভাল হয়েছে।
তাহলে এবার তোমার বেস্ট ফ্রেন্ডকেই ডাকি, তারটা শুনি।

আমার "বেস্টফ্রেন্ড" তারটা পড়ে শেষ করলো। তার প্যারাগ্রাফে কোনো অক্ষরে আমি ছিলাম না
ক্লাসের সবাই আবার হাত তালি দিল। স্যারও বললেন খুব ভাল হয়েছে।

তবে সবার হাত তালির মাঝে একজনের হাত তালি যে সেদিন মিস হয়ে গিয়েছিল সেটা হয়তো কেউ খেয়াল করেনি। একটা চাপা কান্না নিয়ে সেদিন আমার বাড়ি ফেরা।

জীবনটাই অর্থহীন মনে হচ্ছিল। বেস্টফ্রেন্ড এর বেস্ট ফ্রেন্ড হতে না পারার কষ্টটা অনেক দিন ছিল। তখন ভাবতাম সত্যিকারের ভাগ্যবান তো তারাই যারা তাদের বেস্টফ্রেন্ডদের "বেস্টফ্রেন্ড"।
সময়ের সাথে সাথে ভাবনার অনেক পরিবর্তন হয়েছে। এখন বুঝি কেউ আসলে বেস্ট না।

আমিই নিজেই আমার বেস্ট ফ্রেন্ড।

29/07/2023

সুরা মূলক
মোহাম্মদ আজাদ
ছাত্র মাদীনাতুল উলুম মাদরাসা

জনাবা অঞ্জনা খান মজলিশ উপসচিব, মন্ত্রীপরিষদ বিভাগ। সাবেক জেলা প্রশাসক, চাঁদপুর, নেত্রকোনা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
29/07/2023

জনাবা অঞ্জনা খান মজলিশ
উপসচিব, মন্ত্রীপরিষদ বিভাগ।
সাবেক জেলা প্রশাসক, চাঁদপুর, নেত্রকোনা।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ফরিদগঞ্জ উপজেলা এসএসসি / সমমান পরীক্ষার ফলাফল -২০২৩
28/07/2023

ফরিদগঞ্জ উপজেলা এসএসসি / সমমান পরীক্ষার ফলাফল -২০২৩

শিক্ষার সেকাল-একালপ্রকাশিত -দৈনিক প্রিয় চাঁদপুর প্রকাশ -১২ জুলাই ২০২৩ইং
28/07/2023

শিক্ষার সেকাল-একাল
প্রকাশিত -দৈনিক প্রিয় চাঁদপুর
প্রকাশ -১২ জুলাই ২০২৩ইং

28/07/2023

সংগঠন নিয়ে চমৎকার একটা সংগীত।
আশার আলো সামাজিক সংগঠন,ফরিদগঞ্জ, চাঁদপুর।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকলকে জানাই অভিনন্দন।
28/07/2023

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকলকে জানাই অভিনন্দন।

28/07/2023

আসসালামু আলাইকুম। Ibrahim Bin Yousuf ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।

Address

Faridgonj
3650

Telephone

+8801838797841

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim Bin Yousuf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahim Bin Yousuf:

Videos

Share

Category

Nearby media companies


Other Media in Faridgonj

Show All

You may also like