
16/02/2025
সহযোগিতার আহবান
আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি আপনাদের সহযোগিতা চেয়ে একটি পোস্ট পাবলিস্ট করলে, আলহামদুলিল্লাহ, এতে বিপুল পরিমাণ ভিউ হয়। যাতে প্রমাণিত হয়, আসলে আপনারা আমায় ভালোবাসেন।
সেই ভালোবাসার টানে অনুরোধ করছি, দেখুন আমার নিকট, জ্বীন যদি সত্যিই আগত হয়, তাহলে সে চিকিৎসা সেবা দিতে, বা অন্য কোন সেবা প্রদান করতে, প্রচার-প্রসারের কাজে প্রয়োজন হবে ওয়েবসাইট।
তাছাড়া জ্বীন কী করছে না করছে, তা আপনারা নিজ নিজ মোবাইল, ট্যাব, কম্পিউটার থেকে দেখতে প্রয়োজন হবে ওয়েবসাইট। কারণ এখন আধুনিক দিন। গ্রীষ্মকালে শীতের জামা পরে যেমন সাকসেস সম্ভব নয়; তেমনি ওয়েবসাইট বিহীন, আন্তর্জাতিক পরিমন্ডলে বা ব্যাপক ভাবে সার্ভিস প্রদান করাও সম্ভব নয়।
তাই ওয়েবসাইটটি টিকিয়ে রাখা আমাদের একান্তই প্রয়োজন এবং উচিৎ হবে বলে মনে করি।
এবং সে সাথে আশাকরি ইনশা'আল্লাহ এ ওয়েবসাইটটিই হবে আমার ইনকামের মাধ্যম এবং উপকরণ।
বন্ধুরা, এবারের রমজানে সেহরী, ইফতার সহ নামাজের সময়সূচী আমার এ ওয়েবসাইট থেকে দেখার আহবান জানাচ্ছি।
এতে সেহরীর শেষ সময় হবে, ফজরের সময় থেকে ৫ মিনিট আগে এবং ইফতার হবে মাগরিবের সময়। আর আপনার এলাকা অনুযায়ী এ সময় সমূহ সেট করার অপশন রয়েছে।
এছাড়া আপনাদের রোগ সমূহে কোন্ হাসপাতালে যাবেন বা কোন্ ডাক্তারের কাছে নিবেন, এ জন্য প্রয়োজন হয় আপনাদের সঠিক তথ্যের।
বর্তমানে আমার ওয়েব সাইটে ফেনী শহরের অনেক গুলো হাসপাতালের তথ্য প্রদান করা হয়েছে।
ক্রমান্নয়ে সবগুলোই এড করা হবে ও সময়ে সময়ে হাসপাতালের সাথে যোগাযোগ করে দেয়া হবে আপডেট তথ্য।
আপনাদের সহযোগিতা পেলে, ইনশা'আল্লাহ আমি ঢাকা-চট্টগ্রাম সহ সারা দেশের হাসপাতাল ও ডাক্তার ইনপরমেশন এবং বিভিন্ন স্বাস্থ্য তথ্য ও ছাত্র-ছাত্রীদের বা জ্ঞান পিপাসুদের জন্য প্রয়োজনীয় বই সমূহ আপলোড করবো আমার এ সাইটে।
কিন্তু গত প্রায় অনেক সময় ধরে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে আছে; পুরোনো একটি মোবাইল দিয়ে কাজ করতে পারছি না ঠিক ভাবে।
তেমন কোন কাজ বা আপডেটেবল কোন কাজ হচ্ছে না এই মোবাইল দিয়ে। কোনমতে টিকে থাকার সংগ্রাম করছি শুধু।
আপনারা কি বুঝেন না (?), কাজটা আসলে ভালো? তাহলে আমাকে সহযোগিতা না করে, কারো ইঙ্গিতের পরোয়া করবেন কেন? না, আমার জ্বীনও আশাকরি, আমার শরীর থেকে, এ বিষয়ে আপনাদেরকে কোন নেগেটিভ ইঙ্গিত দিবে না।
অবশ্য এরপরও অনেকে ভাবতে পারেন, এসব অনলাইন বা ওয়েবসাইট দিয়ে আমার কী লাভ!? যে বুঝবে না, তাকে কিভাবে বোঝাবো বলেন?
একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রচুর ইনকামের সুযোগ রয়েছে। শুধু এডভেটাইজ চালিয়েও হিউজ পরিমাণ ইনকাম করা যায়। যদি ভিউয়ার থাকে।
তবে দৃষ্টিকটু বা হারাম এডভেটাইজ সমূহ আমি ধীরে ধীরে অপশারণ করবো ইনশা'আল্লাহ!
আপনারা যদি কোনভাবে আমাকে সাপোর্ট বা সমর্থন না দেন, তাহলে আমি কিভাবে আপনাদেরকে সেবা দিবো বলেন!?
তাই অনুরোধ করবো, এখন শুধু আপনারা, আমার ওয়েবসাইট থেকে নামাজ রোজার সময়সূচীটা দেখেন। ফেনী শহরের হাসপাতাল ও ডাক্তার ইনপরমেশন এ ওয়েবসাইট থেকে নেন। ফ্রিতে যে কোন টিভি দেখেন বা পত্রিকা পড়েন। বা কোরআন শরীফ বা আরো কিছু ধর্মীয় বই আছে এগুলো পড়েন। বা আরো কিছু তথ্য আছে এগুলো নেন। এবং পারলে মাঝে মাঝে এডভেটাইজ গুলোর উপর ক্লিক কইরেন, তবে সব সময় না। সব সময় বা বেশি ক্লিক করলে, ভাড়াটিয়া মনেকরে গুগল এডসেন্স থেকে আমার সাইটটিকে ব্যান্ড করে দিবে হয়তো।
আপনাদের ব্যবহারের কারণে আমার এ সাইটের ব্যবহারকারী বাড়বে। এডভেটাইজে কিছু কিছু ক্লিক পড়বে। এবং আমার ইনকাম আরম্ভ হবে। আর আমিও সাইটটি আপনাদের সকলের জন্য উপযুক্ত করতে বেগবান হতে পারবো হয়তো ইনশা'আল্লাহ।
ওয়েবসাইটটি প্রতি রমজানে রিনিউ করতে আমার প্রায় ১২ হাজার টাকার মতো লাগতো, তবে এবার কোথায় পাবো বুঝতেছিনা! কিভাবে আমি এটি রক্ষা করবো এবার!? যেখানে এখন আমি ও আমার পরিবারের সদস্যরা দু'বেলা খেতে পারছিনা এখন ঠিকমতো।
ইনশা'আল্লাহ এতে থাকবে আপনাদের হিউজ পরিমাণ উপকার। তারপরও কি আপনারা আমায় সাপোর্ট দিবেন না!?
মাইন্ড করবেন না, আপনারা যদি মশা হয়ে আমায় কামডাতেই থাকেন, কোন সুযোগই না দেন; তাহলে আমি কোরআন শরীফ কিভাবে পড়তাম!?
অভাবের তাড়নায় এবং বিভিন্নমুখী হাজারো প্রতিকূলতায়, ওয়েবসাইটটি আপনাদের প্রয়োজনীয় করতে আমার যথেষ্ট সময় লাগছে। এবার টিকিয়ে রাখতে পারি কিনা জানিনা।
(আগেও বলেছি আমার সাইটে ইনশা'আল্লাহ ফেনী সহ সারাদেশের হাসপাতাল ও ডাক্তার ইনফরমেশন পাবেন এবং নিজের জ্বীন সম্পর্কিত বিষয়াদি পাবেন। এছাড়া ছাত্র-ছাত্রী ও জ্ঞান পিপাসুদের জন্য প্রয়োজনীয় বই এবং অন্যান্য আরো কিছু প্রয়োজনীয় বিষয় পাবেন।)
আমার সাইটটি ব্যবহার করতে গুগলে বা ক্রোমে ar900.com লিখে সার্চ করুন।
ওয়েবসাইটটিকে স্থায়ী ভাবে ব্যবহার করতে ও আমাকে সহযোগিতা করতে-
প্রথমে গুগলে বা ক্রোম ব্রাউজারে লিখুন, ar900.com এরপর সার্চ দিন। ওপেন হলে মোবাইলের উপরে ডানপাশে ৩টি বিন্দু দেখতে পাবেন। বিন্দু গুলোর উপর টার্চ করুন। অপশান সমূহ ওপেন হলে একটু নিচের দিকে নেমে Add to Home screen, এ অপশানে ক্লিক করুন। এরপর একবার বা দু'বার Add এ অপশানে ক্লিক করতে হবে হয়তো। এরপর এপস এর মতো, আমার ওয়েবসাইটের আইকন আপনার মোবাইল স্ক্রীণে থাকবে। আর কিছু লিখতে হবে না। আইকনে ক্লিক করেই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন।
আমি আশা করবো আমার সাইটটি এখন থেকে ব্যবহার করবেন আপনারা। এখানে নামাজের যে সময়সূচী রয়েছে, তা আন্তর্জাতিক ভাবে ভেরিফাইড প্রতিষ্ঠান মুসলিম এইডস কর্তৃক প্রদানকৃত।
ধন্যবাদ, সকলে ভালো থাকুন।
রিসেন্ট পোস্ট সমূহ