দুপচাঁচিয়া নিউজ

দুপচাঁচিয়া নিউজ "দুপচাঁচিয়া নিউজ " দেশ-বিদেশের নিউজ পাঠাতে চাইলে: +8801720617271 (WhatsApp)
(7)

দুপচাঁচিয়া মেইল বাস স্ট্যান্ড ভোর ৪:৩০ মিনিটে মিনি ট্রাক ও কোর্সের মুখো"মুখি সং'ঘর্ষে ট্রাকের দুইজন আ"হত হয়।
28/12/2024

দুপচাঁচিয়া মেইল বাস স্ট্যান্ড ভোর ৪:৩০ মিনিটে মিনি ট্রাক ও কোর্সের মুখো"মুখি সং'ঘর্ষে ট্রাকের দুইজন আ"হত হয়।

27/12/2024

দুপচঁচিয়া লালুকা নক-আউট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেশকাতুর রহমান মেশকাত ১নং সাংগঠনিক সম্পাদক দুপচাঁচিয়া উপজেলা বিএনপি।

27/12/2024

দুপচাঁচিয়া নওদা পাড়া দাখিল মাদ্রাসা , বিরাট ইসলামী জালসা , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাড: হামিদুল হক চৌধুরী হিরু ভাই,সহ-সভাপতি বগুড়া জেলা বি এন পি ও সভাপতি বগুড়া শহর বি এন পি

27/12/2024

দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঈন খানের জন্মদিন পালিত।

27/12/2024

তাফসীরুল কোরআন
মন্ডলপাড়া

27/12/2024

দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ছোট নিলাহালী বাজারে শহীদ জিয়া স্মৃতি সংঘ এর উদ্বোধন

27/12/2024

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ছোট নিলাহালী বাজারে শহীদ জিয়া স্মৃতি সংঘ এর উদ্বোধনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল নেতা জাহিদ হাসান রুস্তম।

27/12/2024

দুপচাঁচিয়া মন্ডলপাড়া সততা ক্লাবের পরিচালনায় ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ,,, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ মোঃ শহিদুল ইসলাম,,বিশিষ্ট ব্যবসায়ী ও ৫নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী,,
সততা ক্লাবের সদস্যঃ সভাপতিঃ রফিক সাধারণ সম্পাদকঃ মুন্না সাংগঠনিক সম্পাদকঃরাহুল
সদস্যবৃন্দঃ দুলাল,,আলামিন,,মেহেদী,, হিমু,,নাহিদ,,,পলাশ,, পারভেস,,বাবু,,শাওন,,সজিব,,মুনির,,
আজিজুল,,,মিম,,রোহান,,শিহাব,,নূরনবী,,
সূজন,ঈসা,, সহ প্রমুখ

দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর গ্রামের এতিম প্রতিবন্ধী আব্দুল গোফ্ফার প্রামানিক(৩৬) নিখোঁজ হয়েছে। সে হাটসাজ...
27/12/2024

দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের হাটসাজাপুর গ্রামের এতিম প্রতিবন্ধী আব্দুল গোফ্ফার প্রামানিক(৩৬) নিখোঁজ হয়েছে। সে হাটসাজাপুর গ্রামের মৃত মদনা প্রামানিকের ছেলে। সে হাটসাজাপুর গ্রামের মামা আসাদ আলী মন্ডলের বাড়িতে বসবাস করতো। গত ২৫ডিসেম্বর বুধবার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার পড়নে বেগুনী রংয়ের পাঞ্জাবী, লুঙ্গি, চাদর ও পায়ে কালো রংয়ের স্যান্ডেল ছিল। নিখোঁজ গোফ্ফার নিজের নাম, ঠিকানা কোন কিছুই বলতে পারে না। গোফ্ফার কেউ সন্ধান পেয়ে থাকলে তার মামা আসাদ আলী মন্ডল(০১৭৪৬-৯০১৩৮০) নম্বরে যোগাযোগ করার জন্য অথবা দুপচাঁচিয়া থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হলো। এ সংক্রান্তে দুপচাঁচিয়া থানায় গত ২৬ডিসেম্বর রাতে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

27/12/2024

দুপচাঁচিয়া মন্ডল পাড়া ইসলামি জলসার মেলা,,,

27/12/2024

উপজেলা রোড দোকান মালিক সমিতি, কাজি বেকারি থেকে মণিষার পুকুর পর্যন্ত ২ জন নাইট গার্ড প্রয়োজন,,
বেতনঃ আলোচনা সাপেক্ষে
বিঃদ্রঃ বয়ষ্কদের অগ্রাধিকার দেওয়া হবে,, যোগাযোগঃ ইনবক্স অথবা 01738216344 || 01788243267

26/12/2024

তালোড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সফল সভাপতি জনাব অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু

এ.এম রেইমেন্টস ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ভূঁইপুর, দুপচাচিয়া, বগুড়া। ৩০ই ডিসেম্বর ২০২৪ খেলাটি উদ্বোধন করা হবে।😍 খেলার টাইট...
26/12/2024

এ.এম রেইমেন্টস ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ভূঁইপুর, দুপচাচিয়া, বগুড়া।

৩০ই ডিসেম্বর ২০২৪ খেলাটি উদ্বোধন করা হবে।😍

খেলার টাইটিস বিক্রি শুরু হয়েছে।

বিকাশের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে আপনার টিমের টাইসিস বুক করতে পারবেন।

বিকাশ: ০১৭১৮-১৭৮৪১৬

স্পেশাল নোট: উল্লেখ্য বিকাশ নাম্বার ব্যতীত অন্য কোথাও টাকা জমা দিলে খেলা কতৃপক্ষ দায়ী থাকবে না।

26/12/2024

আড্ডা

26/12/2024

কুমড়ো বড়ি | Pumpkin Pills
স্বাদে ভরপুর ও ঐতিহ্যবাহী কুমড়ো বড়ি।
#ঐতিহ্যবাহী

25/12/2024

দুপচাঁচিয়া থানা ও ভূমি জামে মসজিদ ধোকরকোলা গ্রামবাসীর আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দুপচাচিয়া পৌর বিএনপি র সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান তুহিন

25/12/2024

লাইভ আড্ডা

25/12/2024

চু*রি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার উ*দ্ধার করলেন দুপচাঁচিয়া থানা পুলিশ

Address

Dupchanchia
5880

Alerts

Be the first to know and let us send you an email when দুপচাঁচিয়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দুপচাঁচিয়া নিউজ:

Videos

Share

Category