🌎▣ কবরে ৩টি প্রশ্নঃ🧡☘️❤️
★ মান রাব্বুকা
(তোমার প্রতিপালক কে) ?
★ মান দীনুকা?
(তোমার ধর্ম কী ছিল) ?
★ মান নাবীয়ুকা?🧡☘️❤️
🌎(তোমার নবী কে) ?
অথবা মহানবী সল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে
দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল। (এ ব্যক্তিটি কে) ?📗
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎▣ কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন, যেগুলোর সঠিক উত্তর না দিয়ে কেউ এক পা সামনে অগ্রসর হতে পারবে না। প্রশ্নগুলি হলোঃ-❤️☘️🧡
★ নিজের জীবনকাল সে কোন
কাজে অতিবাহিত করেছে?
★ যৌবনের শক্তি-সামর্থ্য
কোথায় ব্যয় করেছে?
★ ধন-সম্পদ কোথা থেকে
উপার্জন করেছে?
★ কোথায় তা ব্যয় করেছে?
★ সে (দ্বীনের) যতটুকু
জ্ঞানার্জন করেছে সে অনুযায়ী
কত টুকু আমল করেছে?☘️❤️
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎আল্লাহ বলেন.....মানুষ সবচেয়ে বেশী ঝগড়া প্রিয়।📗
🧡☘️❤️
🌎(সূরা-আল-কাহফ : ৫৪)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
⭕তিনি বলেন,,,‘যদি তোমার প্রতিপালক চাইতেন, তবে📗 সকল মানুষকে একই দ
🌎"তুমি কি জান, সম্ভবতঃ🥝 কিয়ামাত আসন্ন? যারা এটা বিশ্বাস করেনা তারাই এটা 🔴 ত্বরান্বিত করতে চায়। আর যারা বিশ্বাসী তারা ওকে ভয় করে এবং জানে যে, ওটা সত্য;📗 জেনে রেখ, কিয়ামাত সম্পর্কে যারা বাক-বিতন্ডা করে তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে।🌎
🌎(সূরা-আশ্-শূরা-১৭-১৮)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎যারা ঈমানকে বাদ দিয়ে কুফুরির পথ বেছে নিয়েছে তারা আল্লাহর কোনো ক্ষতি করছে না, তাদের জন্য📗 জাহান্নাম প্রস্তুত রয়েছে।🌎
🌎(সুরা-আল-ইমরান-১৭৭)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎"নিশ্চয়ই আমি (আল্লাহ)🌎 আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে।🧡🥝❤️
🌎(সূরা-আল-হাদীদ-২৫)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারিত আছে। তাদের📗 নির্ধারিত সময় যখন এসে যাবে তখন এক মুহুর্তকাল📗 পশ্চাত-অগ্র হবে না।🧡🥝❤️
🌎( সূরা-আল-আরা
★★★#কিয়ামতের_ছোট_আলামতগুলোর__মধ্যে_সবশেষ__আলামত__★★★🟥
🟥<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
★★★১. #ইমামমাহদীরআগমন-♦️
সহীহ হাদীছের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে, আখেরী যামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমণ করে এই উম্মাতের নের্তৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন। ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার-ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম-নির্যাতন দূর করে ন্যায়-ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মাতে মুহাম্মাদী তাঁর আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে।
ইমাম ইবনে কাছীর (রঃ) বলেনঃ তখন ফল-ফলাদীতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে।[1]🟥
🟥★#ইমামমাহদীরপরিচয়ঃ-----🟪🟥
___________________________________
তাঁর নাম হবে আমাদের নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নামের মতই এবং তাঁর পিতার নাম
🌎কেয়ামত অবিশ্বাসকারীদের সম্বন্ধে আল্লাহ বলেন,"যখন দূর হতে অগ্নি তাদেরকে📗 দেখবে,তখন তারা তার গর্জন ও চিৎকার শুনবে।🌎
🌎(সূরা-আল-ফুরকান -১২)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎❣︎ কিছু লোক আছে, যারা বিপদে পড়লে উঠতে বসতে📗 আমাকে ডাকতে থাকে, তারপর যখন আমি বিপদ দূর করে দেই, তখন তাদের ভাবখানা এমন হয় যেন, সেই বিপদে পড়ে সে আমাকে ডাকেইনি।🧡🥝❤️
🌎[সূরা : ইউনুস | আয়াত : ১২ ]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎আল্লাহর ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদাত করা শিরর্ক।🧡🥝❤️
🌎[ সুরা-আল-আনআম:১৬২]
[সূরা-আল-বাইয়িনাহ: ৫]🌎
🌎[সূরা-আল-কাহফ:১১০]🌎
🌎[সূরা-আল-ইমরান:৬৪ ]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
⛔নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে।🧡🥝❤️
🌎[সূরা-আয-যুখরুফ-৪৩:৭৪]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎তারা শুধু এই অপেক্ষাই করছে যে, কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণসমূহ
🌎নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ। তিনি নেককারদের দেখাশোনা করেন।🌎
🌎[ সূরা-আল-আ'রাফ-৭:১৯৬ ]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎“যেদিন তারা একে📗❤️ (কিয়ামত) দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে ।”🧡☘️❤️
🌎[ সুরা-আন-নাযিয়াত- ৪৬ ]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎- সন্তান যখন দুনিয়াবী সম্পদে ধনবান হয়ে যায়, পিতা-মাতা তখন ভয়ে কথা বলেন যাতে সন্তান অসন্তুষ্ট না হয়..!🧡☘️❤️
-🟥আর সন্তান যখন ইমান ও তাকওয়ার দৌলতে ধনবান হয় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতা-মাতা অসন্তুষ্ট না হয়..!🧡☘️❤️
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না।📗
নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।🧡☘️❤️
- 🌎[সূরা-লুকমান [১৮]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎যেদিন তোমরা তা 🌎(কিয়ামত)🌎প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দ
🌎প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ📗 দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন।
🌎(সূরাঃ-আল-মুনাফিকুন-১১)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎মু'মিন পুরুষ এবং মু"মিন নারীরা একে অপরের বন্ধু;🌎
🌎(তারা সবাই মিলে ৬টি কাজ করবে, যথা:) 🧡☘️❤️
১. ভাল কাজের আদেশ দিবে,
২. মন্দ কাজে নিষেধ করবে,
৩. নামাজ কায়েম করবে,
৪. যাকাত আদায় করবে এবং
৫ ও ৬. আল্লাহ এবং তাঁর রাসূল (সা:) কে মেনে চলবে।🌎
🌎(সূরা-আত-তাওবা-৭১)🌎
🧡☘️❤️
🟥"সেদিন উপস্থিত করা হবে 'আমলনামা এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে তুমি অপরাধীদেরকে দেখবে আতংকগ্রস্থ এবং তারা বলবেঃ হায়! দুর্ভোগ আমাদের! এটা কেমন গ্রন্থ! ওটাতো ছোট-বড় কিছুই বাদ দেয়নি, বরং ওটা সমস্ত হিসাব রেখেছে। তারা তাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাবে; তোমার রব কারও প্রতি যুলম করেননা।🧡☘️❤️
🌎[]>(সূরা-আল-কাহফ-৪৯)<[]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎
🌎আল্লাহ বলেন," হে নবী,📗 আপনাকে সাক্ষী, সুসংবাদ দাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি।"🧡🥝❤️
🌎(সূরা-আল-আহযাব-৪৫)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎হে আমাদের প্রতিপালক! তুমি যাকে দোযখে📗প্রবেশ করাবে, তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করবে।🧡🥝❤️
🌎(সূরাঃ-আল-ইমরান-১৯২)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু📗 ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মুক্ত দাস সাওবান (রাঃ) থেকে বর্ণিতঃরাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)🌎 বলেন, তিনটি দোষ থেকে মুক্ত অবস্থায় যার দেহ থেকে তার প্রাণবায়ু বের হয়েছে সে জান্নাতে প্রবেশ করবেঃ🧡🥝❤️
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎অহংকার,আত্নসাৎ ও ঋণ।🧡☘️❤️
🌎[২৪১২] তিরমিযী ১৫৭২, আহমাদ ২১৮৬৪, ২১৮৮৫, ২১৯২১, ২১৯২৮, দারেমী ২৫৯২, আত-তালীকুর রাগীব ৩/৩২, ৩৩, মিশকাত ২৯২১, সহীহাহ ২৭৮৫। তাহকীক আলবানীঃ সহীহ।🌎
🌎হাদিসের-মানঃ-সহিহ- হাদিস।🌎
🧡🥝❤️
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎1. রাসূলুল্লাহ (সাঃ) ব
🌎সৃষ্টি জগতের কোথাও একটি পাতা ঝরে পড়লেও আল্লাহ তাআ'লা তার জ্ঞান রাখেন!❤️☘️🧡
~🌎(সূরা:-আন-আনআম:-৫৯)🌎🧡☘️❤️
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎"তিনি যখন কোনো-কিছু সিদ্ধান্ত করেন তখন সেজন্য তিনি শুধু বলেন 'হও’,আর তা হয়ে যায় "🧡🥝❤️
🌎[সূরা-মরিয়মঃ- ৩৫)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🟥সূরা কাহাফে লুকানো রহস্য ও দাজ্জাল:🧡☘️❤️
⛔কখনো ভেবে দেখেছেন কি কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রতি জুমু’আর দিন সূরা কাহাফ পাঠ করতে বলেছেন? আসুন জানার চেষ্টা করি,,,,🟥🧡🥝❤️
🌎এই সূরাটিতে মোট চারটি শিক্ষণীয় ঘটনা আছে, প্রতিটি ঘটনাতেই আছে বুদ্ধিমান লোকদের জন্য উপদেশ।📗 আসুন সেই ঘটনাগুলো ও তার শিক্ষাগুলো কি জানার চেষ্টা করিঃ🟥🧡🥝❤️
🌎১) গুহাবাসী যুবকদের ঘটনাঃ📗সূরার শুরুতেই সেই গুহাবাসী যুবকদের ঘটনার বর্ণণা দেয়া হয়েছে যারা এমন একটি জনপদে বসবাস করত যার অধিবাসীরা ছিল অবিশ্বাস
🌎আপনার রব,,,,📗
কখনও তাঁর বান্দার উপরে
যুলুম করেন না''''🧡☘️❤️
📗(সূরা-হা-মীম-৪৬)🧡🥝❤️
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎❝প্রকৃতপক্ষে আল্লাহ📗 মানুষের প্রতি বিন্দুমাত্র জু!লুম করেন না। কিন্তু মানুষ নিজেই নিজের প্রতি জুলু!ম করে।❞🌎
-📗 (সূরা-ইউনুস -:-৪৪)📗
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎যেদিন আমি (তোমাদেরকে) কঠিনভাবে ধরব সেদিন📗 অবশ্যই প্রতিশোধ নেব!!🌎
❤️☘️🧡
🟥(সূরা-আদ-দূখান-১৬)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🟥হযরত আলী (রাঃ) এর মূল্যবান ১০ টি উপদেশ।...
🧡☘️❤️
(১) মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো।📗
(২)যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।📗
(৩)সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।📗
(৪)তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস
লাভ করবে।🧡☘️❤️
(৫)অসৎ লোক কাউকে সৎ মনে করে না,সকলকেই সে নিজের মতো ভাবে।📗
(৬)যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যা
🌎"নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে রক্ষা করেন,এবং কোনোবিশ্বাসঘাতক,,🧡☘️❤️
অকৃতজ্ঞকে পছন্দ করেন না।"
🌎[সূরা-আল-হাজ্জ: ৩৮]🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই ন্যায় বিচারের উপর ভিত্তিশীল,সুতরাং কোন অবস্থাতেই অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয়।🧡☘️❤️
🌎 - ইমাম-গাজ্জালী (রহঃ)📗
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎মহান আল্লাহ বলেন : “আসলে আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনসমূহ পাঠাই”🧡☘️❤️
🌎(সূরা-আল-ইসরা : ৫৯)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎আমি অবশ্যই তার জন্য ক্ষমাশীল যে অনুতাপ করে, বিশ্বাস করে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে।🌎
🌎(সুরা-ত্বহা,আয়াত: ৮২)🌎
🌎{ বিসমিল্লাহির রহমানির রাহিম।}🌎
“চমৎকার একটি হাদীস, অবশ্যই পড়ুন”
.
"নিশ্চয়ই় আল্লাহ্র বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নবীও নয় শহীদও নয়; কিয়ামতের দিন আল্লাহ্ তা'য়ালার পক্ষ হতে তাদের সম্মানজনক
অবস্থান দেখে নবী এবং শহীদগণও ঈর্ষান্বিত হবে..।।"
"সাহাবীগণ (রাযিয়াল্লাহু তা'আলা আনহু) বললেন, হে আল্লাহ্র রাসুল.! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)আমাদের'কে
বলুন, তারা কারা..???
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তারা ঐ সকল লোক, যারা শুধুমাত্র "আল্লাহ্র সন্তুষ্টির জন্যই একে অপর'কে ভালবাসে..!!
অথচ তাদের মধ্যে কোন রক্ত সম্পর্কও নেই, এবং কোন অর্থনৈতিক লেন-দেনও নেই, আল্লাহ্র শপথ..!!"
নিশ্চয় তাদের চেহারা হবে নূরানি এবং তারা নূরের মধ্যে থাকবে..।।"
"যে দিন মানুষ ভীত-সন্ত্রস্ত থাকবে, সে দিন
তাদের কোন ভয় থাকবে না, এবং যে দিন মানুষ
দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, সে দি
🌎আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালভাবে জানেন। আর অভিভাবক হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহই যথেষ্ট।🧡☘️❤️
🌎--(সুরা-আন-নিসা:- ৪৫)🌎
📗📗📗📗📗📗📗📗📗📗📗📗
🌎❝জীবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা।❞🧡☘️❤️
🌎 জ্ঞানী হতে চান?
-কম কথা বলুন।📗
🌎প্রিয় পাত্র হতে চান?
-হাসতে শিখুন।📗
🌎ব্যক্তিত্ববান হতে চান?
-অহেতুক ঠাট্টা ছাড়ুন।📗
🌎 সুখী হতে চান?
-ক্ষমা করতে শিখুন।📗
🌎 ক্ষমা পেতে চান?
-বিনয়ী হোন।📗
🌎 সম্পদশালী হতে চান?
-বেশি বেশি দান করুন।📗
🌎 মহৎ হতে চান?
-নিজের ভুল খুঁজুন।📗
🌎 সফলতা চান?
-ধৈর্য ধারণ করুন।📗
🌎 হীনমন্যতা এড়াতে চান?
-প্রত্যাশা বর্জন করুন।📗
🌎 পাপ থেকে বাঁচতে চান?
-লোভ ত্যাগ করুন।📗
🌎 আল্লাহ'র কৃপা চান?
-সু-সময়ে শুকরিয়া করুন।📗
🌎 অন্তরে শান্তি চান?
-আপনজনদের সাথে ভালো ব্যবহার করুন।🧡☘️❤️
আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আম
🟥☪️♦️⚛️হে বিশ্বাসীগন!তোমরা ন্যায়বিচারে অটল থেকো। তোমরা আল্লাহর সন্তষ্টির জন্যে সত্যসাক্ষ্য দেবে। সত্য বলার কারনে যদি তোমার নিজের ক্ষতি হয় অথবা মা- বাবা বা আত্মীয়ের ক্ষতি হয়,তবুও সত্য সাক্ষ্য দেবে। আর পক্ষদ্বয় বিত্তবান হোক বা বিত্তহীন ( সে বিবেচনা না করেই)❤️ সত্যসাক্ষ্য দেবে। আল্লাহর প্রাধিকার ওদের সবার ওপরে!!! লোভ-লালসা বা প্রবৃত্তির অনুগামী হয়ে ন্যয়বিচার থেকে দুরে সরে যেওনা। যদি পক্ষপাতিত্ব করে প্যাঁচানো কথা বলো, সত্যকে বিকৃত করো বা পাশ কাটিয়ে যাও তবে মনে রেখো, আল্লাহ সবকিছুর খবর রাখেন।💜🧡❤️
🟥{সুরা-নিসা-আয়াত-১৩৫}🟪❤️🧡💜
🟥▣🟪কবরে ৩টি প্রশ্নঃ‼️‼️‼️
★ মান রাব্বুকা।
(তোমার প্রতিপালক কে) ?
★ মান দীনুকা
(তোমার ধর্ম কী ছিল) ?
★ মান নাবীয়ুকা।
(তোমার নবী কে) ?
অথবা মহানবী সল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে
দেখিয়ে বলা হবে,মান হাযার রাজুল।
(এ ব্যক্তিটি কে)
🌎উচ্চারণঃ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বাইয়্যুমু লা তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্।📗 মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসিইউ হুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।💜🧡☘️❤️
🌎অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া?দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু
রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু
তিনি ইচ্ছা
🌎মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস :🧡☘️❤️
🌎১। "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" 🧡☘️❤️
🥝(সূরা-আন-নাবা-:- ৪০)🥝
🌎২। "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"📗❤️
🥝(সূরা-আল-ফজর-:- ২৪)🥝
🌎৩। "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"🧡☘️❤️
🥝(সূরা-আল-হাক্কাহ-:- ২৫)🥝
🌎৪। "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"📗
🥝(সূরা-আল-ফুরকান : ২৮)🥝
🌎৫। "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।"📗❤️
(সূরা-আল-আহযাব : ৬৬)🥝
🌎৬। "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" 🧡☘️❤️
🥝(সূরা-আল-ফুরকান : ২৭)🥝
🌎৭। "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"🧡☘️❤️
🥝 (সূরা-আন-নিসা : ৭৩)🥝
🌎৮। "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।🧡☘️❤️
🥝(সূরা-আল-কাহফ : ৪২)🥝
🌎৯। "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্র