Gazi Md Sawøn

Gazi Md Sawøn Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazi Md Sawøn, Magazine, Dumki Satani.
(2)

🔴তোমার তো ভয় করার কথা ছিলো আল্লাহকে অথচ তুমি ভয় করছো মানুষকে?!🧡☘️❤️

🟣(সুরা-আল-আহযাব - ৩৭)☘️❤️

🍊🍍🍇🍎🍏🍑🍒🍓🍅🥝

🌎"ভূ-পৃষ্ঠে যত বিচরণকারী রয়েছে সবাই তাঁর (আল্লাহ'র) মুষ্টিতে আবদ্ধ। নিশ্চয়ই আমার রব সরল পথে রয়েছেন।🧡☘️❤️
🟣>(সূরা-আল-হুদ-৫৬)

12/10/2024
10/10/2024
09/10/2024

⛔“নেককারদের অভিভাবক আল্লাহ নিজেই হন।”❤️🥝🧡

🔴[সূরা-আল-আরাফঃ-১৯৬]🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🔴"যদি তুমি আল্লাহ তা'আলার 📗সাথে (অন্যদের) শরীক করো তাহলে অবশ্যই তোমার (সব) আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি মারাত্মক ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। অতএব, তুমি একান্তভাবে আল্লাহ তা'আলারই ইবাদাত করো এবং শোকরগোযার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।🧡🥝❤️

🔴★(সূরা-৩৯,আয-যুমার আয়াতঃ৬৫-৬৬)★🔴📗🟣

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🔴হে আমাদের পালনকর্তা!
যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি,তবে আমাদেরকে অপরাধী করো না।"🧡🥝❤️

🔵(সূরা-আল-বাকারাহ-২৮৫)📗

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🔴"নিশ্চয়ই আল্লাহ অণু পরিমাণও যুলম করেন না। আর যদি সেটি ভাল কাজ হয়, তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তাঁর পক্ষ থেকে মহা প্রতিদান প্রদান করেন।"📗❤️

🌎[ সূরা-আন-নিসা - ৪০ ]🔴

📗📗📗📗📗🔴📗📗📗📗📗📗

🌎"প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে, তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা কর, আল্লাহ সে বিষয়ে খবর রাখেন।"🧡🥝❤️

🌎(সূরা-আল-মুনাফিকুনঃ ১১)🌎

08/10/2024

🌎প্রশ্ন-২৪: আপনি কি চান যে, আপনার গোনাহ বেশী হলেও তা ক্ষমা হয়ে যাক?📗❤️

📗📗📗📗📗🔴📗📗📗📗📗📗

🌎উত্তর: আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি★★★

🌎‘‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’’
সুবহানাল্লাহিল আযীম।"🌎

📗📗📗📗📗🔴📗📗📗📗📗📗

🌎শতবার বললো, তার📗 গুনাহসমূহ মাফ করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার ন্যায় (অধিক) হয়।🧡☘️❤️

(সহীহুল-বুখারী ৬৪০৬),
(তিরমিযি ৩৪৬৬),
৩৪৬৭, ৩৯৫৬, আহমাদ ৭১২৭, তাখরীজুল কালিমুত তায়্যিব ৭। তাহকীক আলবানীঃ

🥝❤️(সহীহ)।🥝❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎"হ্যাঁ,❤️{ যে মন্দ/অবৈধ }☘️উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।"🌎

🌎(সূরা-আল-বাকারাহ- ৮১)📗

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥হে আমাদের রব ! তুমি আমাদের সকল📗নেক-আমলগুলো কবুল কর। নিশ্চয়ই তুমি সবকিছু শোন এবং সবকিছু জান।❤️🥝🧡

🌎(সূরা-আল-বাকারাহ- ১২৭)📗

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎যারা কুফুরী করে,তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে জাহান্নামের ইন্ধন।🧡☘️❤️

📗[ সূরা-আল-ইমরান-৩:১০ ]📗

📗📗📗📗📗📗🔴📗📗📗📗📗

🔴এমনিভাবে আমি তোমাদিগকে মধ্যেমপন্থি উম্মতরুপে সৃষ্টি করিয়াছি যাহাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হইতে পার।❤️☘️❤️

🌎(সূরা-আল-বাকারাহ-১৪৩)♦️

📗📗📗📗📗🔴📗📗📗📗📗📗

🟥নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ। তিনি নেককারদের দেখাশোনা করেন।🧡☘️❤️

🌎[ সূরা-আল-আ'রাফ-৭:১৯৬ ]🌎

20/09/2024

🌎▣ কবরে ৩টি প্রশ্নঃ🧡☘️❤️

★ মান রাব্বুকা
(তোমার প্রতিপালক কে) ?
★ মান দীনুকা?
(তোমার ধর্ম কী ছিল) ?
★ মান নাবীয়ুকা?🧡☘️❤️

🌎(তোমার নবী কে) ?
অথবা মহানবী সল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে
দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল। (এ ব্যক্তিটি কে) ?📗

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎▣ কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন, যেগুলোর সঠিক উত্তর না দিয়ে কেউ এক পা সামনে অগ্রসর হতে পারবে না। প্রশ্নগুলি হলোঃ-❤️☘️🧡

★ নিজের জীবনকাল সে কোন
কাজে অতিবাহিত করেছে?
★ যৌবনের শক্তি-সামর্থ্য
কোথায় ব্যয় করেছে?
★ ধন-সম্পদ কোথা থেকে
উপার্জন করেছে?
★ কোথায় তা ব্যয় করেছে?
★ সে (দ্বীনের) যতটুকু
জ্ঞানার্জন করেছে সে অনুযায়ী
কত টুকু আমল করেছে?☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎আল্লাহ বলেন.....মানুষ সবচেয়ে বেশী ঝগড়া প্রিয়।📗
🧡☘️❤️

🌎(সূরা-আল-কাহফ : ৫৪)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

⭕তিনি বলেন,,,‘যদি তোমার প্রতিপালক চাইতেন, তবে📗 সকল মানুষকে একই দলভুক্ত করতেন। কিন্তু তারা সর্বদা মতভেদ করতেই থাকবে’।📗
🧡☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎কেবল তারা ব্যতীত যাদের উপর তোমার পালনকর্তা অনুগ্রহ করেন.....🧡☘️❤️

🌎(সূরা-আল-হূদ-১১৮-১১৯)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

⭕মানুষ কেবল দুনিয়াতেই ঝগড়া করবে না, ক্বিয়ামতের দিনও আল্লাহর সামনে ঝগড়া করবে। যেমন তিনি বলেন, ‘অতঃপর ক্বিয়ামতের দিন তোমরা তোমাদের📗🥝❤️ প্রতিপালকের সামনে আপোষে ঝগড়া করবে।🧡☘️❤️

🌎(সূরা-আয-যুমার - ৩১)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎এর মাধ্যমে কাফির-মুমিন ও জালিম-মজলূম সবাইকে বুঝানো হয়েছে। কেননা📗 দুনিয়াতে এদের ঝগড়া মিটবে না। আল্লাহর সামনে গিয়েও এরা ঝগড়া করবে এবং📗 প্রত্যেকে নিজের পক্ষে সাফাই গাইবে। কে না জানে যে,📗 জীবনের বিপরীত হ’ল মৃত্যু। যখন তার আর কিছুই করার ক্ষমতা থাকেনা। অথচ এমন একটি অবিসংবাদিত সত্য বিষয় নিয়েও মানুষ ঝগড়া করে।🧡☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে’।
🧡☘️❤️

🌎(সূরা-আয-যুমার - ৩০)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎আয়াতটি কুরআনের মৌলিক আয়াত সমূহের অন্যতম। রাসূলুল্লাহ (সা.)-এর মৃত্যুর পর আবুবকর (রা.) শোকাহত সাহাবীদের সামনে এই আয়াতটি পাঠ করেই তাদের শান্ত করেছিলেন। সেই সাথে তিনি সূরা আল ইমরান ১৪৪ আয়াতটিও পাঠ করেছিলেন।🧡☘️❤️

🥝(বুখারী হা/৩৬৬৮)🥝
🧡☘️❤️

🌎কিন্তু যুগে যুগে মূর্তিপূজারীরা মূর্তির মধ্যে জীবনের কল্পনা করেছে। অন্যদিকে মারফতী নামধারী কিছু লোক রাসূল (সা.)-এর বরযখী জীবনকে দুনিয়াবী জীবনের সাথে তুলনা করে তিনি কবরে সবকিছু শুনতে পান ও মানুষের ভাল-মন্দ করতে পারেন বলে ধারণা করেন। সেই সাথে📗❤️ ‘পীর-আউলিয়ারা মরেন না’ বলে মিথ্যা প্রচার করেন। অথচ আল্লাহ এদের ঝগড়া অবশ্যই মিটাবেন সূক্ষ্ম বিচারের📗 মাধ্যমে। তিনি বলেন,,,🌎
🧡☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎‘নিশ্চয়ই তোমার প্রতিপালক ক্বিয়ামতের দিন তাদের মতভেদের বিষয়গুলিতে তাদের মধ্যে ফায়ছালা করে দিবেন।🧡☘️❤️

🟢(সূরা-আস-সাজদাহ্ - ২৫)।❤️☘️🧡

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥☘️☪️তিনি বলেন, ‘আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে, যারা অন্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। তারা তাদেরকে ভালোবাসে📗 আল্লাহকে ভালোবাসার ন্যায়।🧡☘️❤️

🟥☘️☪️কিন্তু যারা ঈমানদার তারা আল্লাহর জন্য সর্বাধিক ভালোবাসা পোষণ করে📗 থাকে...। ‘আর (স্মরণ কর) যেদিন অনুসরণীয়গণ তাদের অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে এবং তারা আযাবকে📗 প্রত্যক্ষ করবে ও পরস্পরের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে’। ‘(সেদিন) অনুসারীরা বলবে, যদি আমাদের 📗(পৃথিবীতে) ফিরে যাওয়ার সুযোগ হ’ত, তাহ’লে আমরা তাদের থেকে পৃথক হয়ে যেতাম।যেমন তারা (আজ) আমাদের থেকে পৃথক হয়ে গেছে। এভাবেই আল্লাহ তাদের কৃতকর্ম সমূহকে তাদের জন্য অনুতাপ হিসাবে📗 দেখাবেন। আর তারা কখনোই জাহান্নাম থেকে বের হ’তে পারবে না।🧡☘️❤️

🟥(সূরা-আল-বাকারাহ : ১৬৫-৬৭)।❤️☘️🧡💜

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🔴সেদিন ‘তাদেরকে তোমার প্রতিপালকের সম্মুখে হাযির করা হবে সারিবদ্ধভাবে...📗 🌎‘অতঃপর পেশ করা হবে আমলনামা। তখন তাতে যা আছে তার কারণে তুমি অপরাধীদের দেখবে📗 আতংকগ্রস্ত। তারা বলবে, হায় আফসোস! এটা কেমন📗 আমলনামা যে, ছোট-বড় কোন কিছুই ছাড়েনি, সবকিছুই গণনা করেছে? আর তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে। বস্ত্ততঃ তোমার প্রতিপালক কাউকে যুলুম করেন না।📗
❤️☘️🧡

🟢(সূরা-কাহফ : ৪৮-৪৯)।🌎
🧡☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎তিনি বলেন, ‘...আর📗 ক্বিয়ামতের দিন আমরা তাকে বের করে দেখাব একটি আমলনামা, যা সে খোলা📗 অবস্থায় পাবে’। ‘(সেদিন আমরা বলব,) তুমি তোমার আমলনামা পাঠ কর। আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট’। ‘যে ব্যক্তি সৎপথ অবলম্বন করে, সে তার নিজের মঙ্গলের জন্যেই সেটা করে। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়, সে তার নিজের ধ্বংসের জন্যেই সেটা হয়। বস্ত্ততঃ একের বোঝা অন্যে বহন করে না। আর আমরা রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না।📗
🧡☘️❤️

🌎(সূরা-আল-ইসরা : ১৩-১৫)।🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🔴যেদিন অবিশ্বাসীদের📗 জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। অতঃপর যখন তারা জাহান্নামের কিনারে এসে উপস্থিত হবে ও তার📗 দরজা সমূহ খুলে দেওয়া হবে, তখন তার দাররক্ষীরা বলবে, তোমাদের নিকটে কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ আসেন নি?... তারা বলবে, অবশ্যই এসেছিলেন।... বলা হবে,📗 তোমরা জাহান্নামে প্রবেশ কর স্থায়ীভাবে। কতইনা নিকৃষ্ট আবাসস্থল এটি অহংকারীদের জন্য।🧡☘️❤️

🌎(সূরা-আয-যুমার -৭১-৭২)। ❤️☘️🧡

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥☘️☪️সেদিন বাম হাতে আমলনামা প্রাপ্তরা বলবে, ‘হায় যদি আমাকে আজ আমলনামা না দেওয়া হ’ত’! ‘হায় যদি আমি আমার হিসাব জানতে না পারতাম’! ‘আজ আমার📗 ধন-সম্পদ কোন কাজে লাগল না’! ‘আমার রাজনৈতিক ক্ষমতা আজ ধ্বংস হয়ে গেছে’! ‘এ সময় বলা হবে, ওকে ধর’। ‘অতঃপর ওকে বেড়ীবদ্ধ কর’। ‘অতঃপর ওকে জাহান্নামে📗 নিক্ষেপ কর’। ‘অতঃপর সত্তুর হাত লম্বা শিকল দিয়ে ওকে শক্ত করে বেঁধে ফেল।❤️☘️🧡

🟢(সূরা-আল-হাক্কাহ : ২৫-৩২)।❤️☘️🧡

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎‘সেদিন তারা বলবে, হায়! যদি আমরা আল্লাহকে মানতাম ও রাসূলকে মানতাম’! ‘তারা আরও বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম। অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল’। ‘হে আমাদের প্রতিপালক! তাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও এবং তাদেরকে মহা অভিশাপ দাও।🧡☘️❤️

🟢(সূরা-আল-আহযাব : ৬৬-৬৮)। ❤️☘️🧡

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥☘️☪️আল্লাহ বলেন,📗 ‘...সেদিন পাপীদের জন্য কোন সুসংবাদ থাকবে না। তারা বলবে, বাঁচাও বাঁচাও’। ‘আর আমরা সেদিন তাদের📗 কৃতকর্মসমূহের দিকে মনোনিবেশ করব। অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব।🧡☘️❤️

🔴(সূরা-আল-ফুরক্বান : ২২-২৩)।❤️☘️🧡

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎‘যালেম সেদিন নিজের দু’হাত কামড়ে বলবে, হায়! যদি (দুনিয়াতে) রাসূলের পথ অবলম্বন করতাম’। ‘হায়📗 দুর্ভোগ! যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম’! ‘আমার কাছে উপদেশ📗 (কুরআন) আসার পর সে আমাকে পথভ্রষ্ট করেছিল। বস্ত্ততঃ শয়তান মানুষের জন্য পথভ্রষ্টকারী’।🧡☘️❤️

🟣‘সেদিন রাসূল বলবেন, হে আমার প্রতিপালক! নিশ্চয়ই আমার উম্মত এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল’। ‘এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি। আর তোমার জন্য পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসাবে তোমার পালনকর্তাই যথেষ্ট।❤️☘️🧡

🟥(সূরা-আল-ফুরক্বান : ২৭-৩১)।❤️☘️🧡

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥‘(সেদিন) জান্নাতবাসীরা- জাহান্নামবাসীদের (উপহাস করে) বলবে, আমাদের📗 প্রতিপালক আমাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবই আমরা যথার্থভাবে পেয়েছি। এখন তোমরা কি তোমাদের প্রতিপালকের দেওয়া প্রতিশ্রুতি যথার্থভাবে পেয়েছ? তারা📗 বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষক উভয় দলের মধ্যে📗 ঘোষণা করে বলবে, যালিমদের উপর আল্লাহর অভিশাপ। ‘তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিত এবং তাতে বক্রতা খুঁজে বেড়াত। আর তারা📗 আখেরাতকে অস্বীকার করত।❤️☘️🧡

🟢(সূরা-আল-আ‘রাফ : ৪৪-৪৫)।🌎
🧡☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥☘️☪️অতঃপর মানব জাতির প্রতি সৃষ্টিকর্তা আল্লাহর নাযিলকৃত সর্বশেষ আয়াত,📗 ‘আর তোমরা ঐ দিনকে ভয় কর, যেদিন তোমরা সকলে📗 আল্লাহর নিকটে ফিরে যাবে। আর সেদিন প্রত্যেকে স্ব স্ব কর্মের ফল পুরোপুরি পাবে📗 এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না।🌎

🟢(সূরা-আল-বাকারাহ : ২৮১)🧡☘️❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎যারা কুফুরী করে,তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি📗 আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে জাহান্নামের ইন্ধন।🧡☘️❤️

🌎[ সূরা-আল-ইমরান-৩:১০ ]🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎তারা জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে কিন্তু তা থেকে বের হতে পারবে না। তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করবে।🧡🥝❤️

🌎[ সূরা-আল-মায়িদাহ-৫:৩৭ ]🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🥝আচ্ছা আপনার তালাবদ্ধ মনটাতে কুরআনের উপরোক্ত আয়াতগুলো একটুও করাঘাত করবে কি????🔴☘️🟢🟥🥝

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎“যেদিন তারা একে 📗(কিয়ামত) দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে ।”🧡🥝❤️

🌎[ সুরা-আন-নাযিয়াত-৪৬ ]🌎

14/09/2024

🌎"তুমি কি জান, সম্ভবতঃ🥝 কিয়ামাত আসন্ন? যারা এটা বিশ্বাস করেনা তারাই এটা 🔴 ত্বরান্বিত করতে চায়। আর যারা বিশ্বাসী তারা ওকে ভয় করে এবং জানে যে, ওটা সত্য;📗 জেনে রেখ, কিয়ামাত সম্পর্কে যারা বাক-বিতন্ডা করে তারা ঘোর বিভ্রান্তিতে রয়েছে।🌎

🌎(সূরা-আশ্-শূরা-১৭-১৮)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎যারা ঈমানকে বাদ দিয়ে কুফুরির পথ বেছে নিয়েছে তারা আল্লাহর কোনো ক্ষতি করছে না, তাদের জন্য📗 জাহান্নাম প্রস্তুত রয়েছে।🌎

🌎(সুরা-আল-ইমরান-১৭৭)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎"নিশ্চয়ই আমি (আল্লাহ)🌎 আমার রাসূলদেরকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে।🧡🥝❤️

🌎(সূরা-আল-হাদীদ-২৫)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎প্রত্যেক জাতির জন্য সময় নির্ধারিত আছে। তাদের📗 নির্ধারিত সময় যখন এসে যাবে তখন এক মুহুর্তকাল📗 পশ্চাত-অগ্র হবে না।🧡🥝❤️

🌎( সূরা-আল-আরাফ || ৩৪ )🌎

11/09/2024
10/09/2024

🌎~ অসৎ লোকের ধন - 📗 দৌলত পৃথিবীতে সৃষ্টি জীবের বিপদ - আপদের কারণ হয়ে দাঁড়ায়।🧡🥝❤️

🌎হযরত আলী ( রাঃ )।🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ। তিনি নেককারদের দেখাশোনা করেন।🧡🥝❤️

🌎[ সূরা-আল-আ'রাফ-৭:১৯৬ ]🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি’, অথচ তারা মুমিন নয়।🧡🥝❤️

🌎(সূরা-আল-বাকারাহ:-০৮)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎"যারা এটা (কিয়ামাত) বিশ্বাস করেনা তারাই এটা ত্বরান্বিত করতে চায়। আর যারা বিশ্বাসী তাকে ওকে ভয় করে এবং জানে যে, ওটা সত্য;🧡🥝❤️

🌎(সূরা-আশ্-শূরা-১৮)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আমি একদিন আল্লাহর রাসুলের,,,🧡🥝❤️

🌎🟥(সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম)🟪🔴

🌎মসজিদে দশম ব্যক্তি হিসেবে উপস্থিত হলাম। আগে থেকেই মসজিদে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলি, ইবনে মাসউদ, হুজাইফা, আবু সাইদ খুদরি (রাযিয়াল্লাহু আনহুম) এ সময় এক📗 আনসারি সাহাবি এলেন এবং আল্লাহর রাসুলকে (সা.) সালাম দিয়ে বসে পড়লেন। তারপর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর রাসুল, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? রাসুল (সা.) বললেন, তাদের মধ্যে চরিত্রে যে সর্বশ্রেষ্ঠ।🧡🥝❤️

🌎সাহাবি বললেন, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান?রাসুল (সা.) বললেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর চলে আসার আগেই মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি প্রস্তুতি নেয়, তারা বেশি বুদ্ধিমান।🧡🥝❤️

🌎তারপর আনসারি সাহাবি চুপ হয়ে গেলেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দিকে ফিরে বললেন, মুহাজিররা! আপনারা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবেন। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আপনারা তার সম্মুখীন না হন।🧡🥝❤️

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎১. যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। এ ছাড়াও এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগে কখনো দেখা যায়নি।🧡🥝❤️

🌎২. যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, শাসকের তরফ থেকে অত্যাচার ও কঠিন বিপদ-আপদ।🧡🥝❤️

🌎৩. যখন মানুষ জাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি পৃথিবীতে চতুস্পদ জন্তু ও বোবা প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না।🧡🥝❤️

🌎৪. যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের ওপর কোনো বিজাতীয় শত্রুকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের📗 সহায়-সম্পদ কেড়ে নেয়।

🌎৫. যখন তোমাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না এবং📗 আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।🟥🥝🟪

🌎(সূত্র: সুনানে-ইবনে-মাজাহ), 🌎(মুসতাদরাকে হাকেম।)🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🟥একটি হাদিসে এসেছে🌎(‘‘লজ্জাশীলতা ও অল্প কথা)- বলা ঈমানের দুটি শাখা। - আর (অশ্লীলতা ও বাকপটুতা) -(বাচালতা) মুনাফিকির দুটি শাখা।❤️🥝🧡

🌎[সহীহ-তিরমিযি:২০২৭]🌎

📗📗📗📗📗📗📗📗📗📗📗📗

🌎❝আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তাহলে তোমার ওপর কেউ বিজয়ী হতে📗 পারবেনা। আর তিনি যদি তোমাদের পরিত্যাগ করেন তাহলে তিনি ছাড়া এমন কে আছে, যে তোমাদের সাহায্য করতে পারে?🧡🥝❤️

🌎অতএব, মুমিনরা যেন📗 আল্লাহর ওপরই ভরসা করে।❞

🌎[সূরা-আল-ইমরানঃ ১৬০]🌎

Address

Dumki Satani

Telephone

+8801845294031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Md Sawøn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies


Other Magazines in Dumki Satani

Show All