Tushar Kanti Roy Gour

Tushar Kanti Roy Gour ︵🦋🌸ღ۵༎___シ︎
__ জীবনটাকে কৃষ্ণের রাস্তায় ব্যয় করো....!!🌸🦋
কখনো ব্যর্থ༊হবে না❤

•︵🦋🌸ღ۵___❤️...🥀

01/11/2023
আগামী ০১ মে রোজ সোমবার,মোহিনী একাদশীকৃপা করে সবাই একাদশী  ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন।হরে কৃষ্ণ।
29/04/2023

আগামী ০১ মে রোজ সোমবার,মোহিনী একাদশী
কৃপা করে সবাই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে উৎসাহিত করবেন।
হরে কৃষ্ণ।

শ্রীল প্রভুপাদের সেবার অর্থ তাঁর প্রচারে ব্রত বা ইস্কনের সেরা করা। ইস্কন হল বিশ্বের সর্বত্র কৃষ্ণভাবনা প্রচার করতে শ্রীল...
02/04/2023

শ্রীল প্রভুপাদের সেবার অর্থ তাঁর প্রচারে ব্রত বা ইস্কনের সেরা করা। ইস্কন হল বিশ্বের সর্বত্র কৃষ্ণভাবনা প্রচার করতে শ্রীল প্রভুপাদের বাসনার প্রকাশ আর পারমার্থিক উন্নতি করার সর্বশ্রেষ্ঠ উপায় হল- সেই বাসনার সার্থক রূপায়ণের সহায়তা করা।

শ্রীমদ্ভাগবত ৪.২১.৩৯, রাধাদেশ, বেলজিয়াম, ২রা এপ্রিল ১৯৮৮ ইং

শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ

শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরুমহারাজ ছিলেন একজন আন্তর্জাতিক মানের প্রচারক। তিনি সারা পৃথিবীতে অক্লান্ত পরিশ্রম করে এই কৃষ...
23/03/2023

শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরুমহারাজ ছিলেন একজন আন্তর্জাতিক মানের প্রচারক। তিনি সারা পৃথিবীতে অক্লান্ত পরিশ্রম করে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করেছেন। এমনকি ওনার জীবনটুকু পর্যন্ত কৃষ্ণভাবনামৃত প্রচারের জন্য বিসর্জন দিয়েছেন। তাই আমরা চির কৃতজ্ঞ শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজের কাছে। তিনি এই সনাতন ধর্মের জন্য এবং সারা পৃথিবীর মানুষের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য যা করে গেছেন তা অদ্বিতীয় তা আমরা কখনো ভুলতে পারবো না।

❤🌹জয় শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমহারাজ কি জয় 🌻❤

চলুন নিজেকে প্রশ্ন করি,আজ পর্যন্ত কতবার বিপদে ছাড়া নিজের প্রয়োজনে ছাড়া, ভগবানের স্বরন করেছি? তাঁর কাছে মাথা নত করেছি?ভক্...
23/01/2023

চলুন নিজেকে প্রশ্ন করি,আজ পর্যন্ত কতবার বিপদে ছাড়া নিজের প্রয়োজনে ছাড়া, ভগবানের স্বরন করেছি? তাঁর কাছে মাথা নত করেছি?
ভক্তি বলতে আমরা অধিকাংশ মানুষ সেটাই বুঝি যে ভগবানের কাছে মাথা নত করে কিছু চাইলাম।কিন্তু প্রকৃত ভক্তি সেটাই যেখানে শুধু ভগবানের সেবার মনোভাব থাকে কিছু পাওয়ার নয়।
যদি কিছু চাইতেই হয় তাহলে এটাই চাই যে হে শ্রীকৃষ্ণ তুমি জগতের সবার মনে তোমার জন্য নিঃস্বার্থ প্রেম ভালবাসা ভক্তি দিয়ে পূর্ণ করে দাও যাতে তোমার জয় গানে মুখরিত হোক সারা পৃথিবী🙏
হরে কৃষ্ণ
🙌হরিবোল।
🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️হরে কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀ কৃষ্ণ কৃষ্ণ 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে হরে 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে রাম🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ হরে রাম 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️ রাম রাম 🧚‍♀️𝄞⋆⃝🧚‍♂️
হরে হরে★

হরে কৃষ্ণ 🙏🙏🌹🌹পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি প্রতিজ্ঞা🙏🙏🌹🌹🍀প্রথম প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন “ হে অর্জুন, সর্...
15/11/2022

হরে কৃষ্ণ 🙏🙏🌹🌹

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছয়টি প্রতিজ্ঞা🙏🙏🌹

🌹🍀প্রথম প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন “ হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ কর। তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে।''
(ভগবদগীতা ৮/৭)।🌹🍀

🌻🍁দ্বিতীয় প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন “তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমাকে প্রণাম করো এবং আমার পূজা কর। সম্পূর্ণরূপে আমাকে আশ্রয় করো তুমি অবশ্যই আমাকে লাভ করবে।”
(ভগবদগীতা ৯/৩৪)।🌻🍁

🌲🌼তৃতীয় প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, “যারা নিত্য ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধজ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে।'
(ভগবদগীতা ১০/১০)।🌼🌲

💐🌿চতুর্থ প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, “হে প্রিয় অর্জুন, যিনি আমার সেবা করেন, আমার প্রতি নিঃস্বার্থ পরায়ণ, আমার ভক্ত, জড়বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসেন।
(ভগবদগীতা ১১/৫৫)।💐🌿

🌺🍁পঞ্চম প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, “আমাতে তুমি মন সমাহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। তার ফলে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে, সে সম্বন্ধে কোন সন্দেহ নেই।
(ভগবদগীতা ১২/৮)।🌺🍁

❤ষষ্ঠ প্রতিজ্ঞাঃ শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, “তুমি আমাতে মন চিত্তস্থির করো এবং আমার ভক্ত হও। আমার পূজা করো এবং আমাকে নমষ্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয়। এইজন্যই আমি সত্যপ্রতিজ্ঞা করছি যে, এভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে ।”
(ভগবদ্গীতা ১৮/৬৫)।❤

🌻🌹🌷হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং খুবই শক্তিশালী, কেননা পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন, কোন পার্থক্য নেই....
পরম আদরে এবং অনন্য ভক্তি সহকারে জপ করার ফলেই আমরা চিন্ময় আনন্দ অনুভব করতে পারব.।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।❤🌻🌹🌷

❤জয় শ্রী কৃষ্ণ ❤

12/11/2022

🙏হরে কৃষ্ণ 🙏

😢মৃত্যুটা আমাদের হঠাৎ করেই হবে😢
মাটি দিয়ে গড়া দেহ,
মাটিতে যাবে মিশে,
তুচ্ছ এই জীবন নিয়ে,
গর্ব করো কীসে?
মাটির দেহে সোনার পাখি,
যখন দিবে আড়ি,,
ছাড়তে হবে ভোগবিলাসিতা,
স্বাদের বসত বাড়ি,

😔 মৃত্যুটা আমাদের হঠাৎ করেই হবে... হাজারো চেষ্টা করে ও আমরা মৃত্যুকে আটকাতে পারবোনা...!!😔😔
দুনিয়াতে বেঁচে থেকে থেকে যা কর্ম করে যাই.. তাহারই প্রাপ্তি ফল আমরা শেষকালে ভোগ করবো..🥰🙏🏻
🥰🙏🏻 তাই সময় থাকতে সঠিক পথ বেছে নিন...কৃষ্ণ ভাবনায় ব্যস্ত রাখুন মন সবসময়.. 🥰অনেক অনেক শান্তি পাবেন মনে।
হরে কৃষ্ণ হরিবোল 🙌🙌

🙏 হরে কৃষ্ণ🙏

জীবদেহ ও জীবাত্মার মধ্যে পার্থক্য কি ??জীবদেহঃ অচেতন।জীবাত্মাঃ চেতন।সমস্ত দেহে পরিব্যপ্ত এবং সকল চেতনার উৎস।জীবদেহঃ পঞ্চ...
04/11/2022

জীবদেহ ও জীবাত্মার মধ্যে পার্থক্য কি ??
জীবদেহঃ অচেতন।
জীবাত্মাঃ চেতন।সমস্ত দেহে পরিব্যপ্ত এবং সকল চেতনার উৎস।
জীবদেহঃ পঞ্চভূতের সমন্বয়ে গঠিত।
জীবাত্মাঃ জড় উপাদান শূন্য,চিন্ময়,চিতকন, অবিভাজ্য রূপ।
জীবদেহঃ সদা পরিবর্তনশীল,প্র
তিদিনই দেহের রূপান্তর হয়।বৃদ্ধি-ক্ষয় প্রভৃতি ৬টি পরিবর্তনের অধীন।
জীবাত্মাঃ চির অপরিবর্তনশীল,অব
্যয়,অবিকারী বৃদ্ধি-ক্ষয় প্রভৃতি পরিবর্তনহীন।
জীবদেহঃ নশ্বর,বিনাশশীল ও অনিত্য।
জীবআত্মাঃ অবিনশ্বর, নিত্য ও শ্বাশ্বত।
জীবদেহঃ ঈশ্বরের বহিরঙ্গা ও অপরা জড়া প্রকৃতির সৃষ্টি।
জীবাত্মাঃ ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ,তটস্থা শক্তি,পরা প্রকৃতিসম্ভূত ।
জীবদেহঃ স্থূল ও পরিমাপযোগ্য।
জীবাত্মাঃ সূক্ষ্ম ও অপরিমেয়।
জীবদেহঃ ইন্দ্রিয় দ্বারা অনুভবযোগ্য।
জীবাত্মাঃ জড় ও ইন্দ্রিয়ের অগোচর।
জীবদেহঃ অস্ত্রাদির দ্বারা বিনাশযোগ্য।
জীবাত্মাঃ অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশোষ্য।
জীবদেহঃ অজ্ঞান বস্তুপিণ্ড।
জীবাত্মাঃ জ্ঞানময় সকল গুণাবলীর আধারের উপযুক্ত।
জীবদেহঃ ব্যাক্তিত্বহীন যন্ত্র।
জীবাত্মাঃ মূল ব্যাক্তি ও ব্যক্তিত্বের কেন্দ্র।
জীবদেহঃ দুখঃ-ক্লেশের আধার ও নিরানন্দময়।
জীবাত্মাঃ আনন্দময়।
জীবদেহঃ পরিচালিত যন্ত্র।
জীবাত্মাঃ পরিচালক।
জীবদেহঃ মনন ,অনুভব ও সামর্থ্যহীন।
জীবাত্মাঃ অনুভূতিশীল এবং অনুভবের কেন্দ্রবিন্দু।
জীবদেহঃ ইচ্ছা,দ্বেষ,বাসনা ও সক্রিয়তা শূন্য।
জীবাত্মাঃ ইচ্ছা,দ্বেষ,মান
,অভিমান,বাসনা,সক্রিয়তা যুক্ত।
জীবদেহঃ মিথ্যা অহঙ্কার নামক সূক্ষ্ম উপাদান সমন্বিত।
জীবাত্মাঃ মিথ্যা অহঙ্কার বিহীন ও প্রকৃত আমি।
জীবদেহঃ জড় ইন্দ্রিয়যুক্ত।
জীবাত্মাঃ চিন্ময় ইন্দ্রিয়যুক্ত।
জীবদেহঃ মন ও বুদ্ধি জড়।
জীবাত্মাঃ মন ও বুদ্ধি চিন্ময়।
জীবদেহঃ অস্থায়ী পোশাক ও বিরূপ।
জীবাত্মাঃ শাশ্বত ও ব্যাক্তি স্বরূপ।
জীবদেহঃ ইহায় মিথ্যা।
জীবাত্মাঃ ইহায় চিরন্তন সত্য।
# আত্মার মুখ্য কিছু বৈশিষ্ট্য !!
আত্মার আয়তন ,, কেশাগ্রের দশ হাজার ভাগের এক ভাগ।কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ !! শ্বেতাশ্বতর উপনিষদ ৫/৯ !!
আত্মার অবস্থান ,, আত্মার অবস্থান জীবের মনে ,, সেখান থেকে সারা দেহে পরিব্যাপ্ত হয় তার চেতনা।
আত্মা অবিনশ্বর ,,আত্মা বিনাশরহিত।অর্থ্যাৎ কোনো -ভাবেই তাকে ছেদন/দহন/সিক্ত/
ধ্বংশ করা যায় না।শাশ্বত ,,জন্ম -মৃত্যুহীন এবং চিরনিত্য।জন্ম-মৃত্যু জড় শরীরের হয় আত্মার নয়।শ্রীমদভগবদগীতা ২/২০ এর উক্তি অনুসারে আত্মা অজ ,নিত্য,শাশ্বত,পুরানো ,আদি -অন্তহীন।
আত্মার শাশ্বত রূপ ,, আত্মা সৎ চিৎ আনন্দময় ,দিব্য রূপ ,ইহা জীবের দিব্য শরীরে রয়েছে।জরাব্যাধি ,, মৃত্যুগ্রস্থ ,,অসৎ ,,অচিৎ ,,নিরানন্দময় জড় শরীরে অবস্থানই আত্মার সকল দুঃখদুর্শশার কারণ।আত্মা দুঃখদুর্শশাগ্রস্থ হলে ব্যাক্তি দুঃখদুর্শশাভুক্ত হয়।জড় শরীরে দূষিতভাব সেই ব্যাক্তিত্বের প্রকাশিত হয়।আত্মা সেই ব্যাক্তিত্বের উৎস।এক ব্যাক্তি যেভাবে নিজ জড় শরীরকে পাপগুণে দূষিত করবে সে শ্রবণ,পঠন প্রভৃতি যেভাবে হউক না কেনো ,, তা ইচ্ছায় হউক বা অনিচ্ছায় সেই পাপগুণ তার নিজ শরীরের সাথে তার ব্যাক্তিত্বের বা আত্মাকেও দূষিত করে।এরজন্য সবচেয়ে পবিত্র আত্মা হল অবুঝ শিশু কিন্তু বয়স বৃদ্ধির সাথে তার ব্যাক্তিত্ব পরিবেশের পাপগুনে দ্বারা দূষিত হয় এবং সেও অসৎ মানুষ হয়ে উঠে।এই অসৎ হওয়ার দরুণ সে তার নিজ দেহে অবস্থিত পরমআত্মার অংশ নিজ আত্মাকে দূষিত করতে থাকে এর ফলে তার পাপের ঘড়া আস্তে আস্তে পূর্ণ হতে থাকে।তাই আত্মার বিকাশ হলো সেই ব্যাক্তির মনুষ্যত্বের বিকাশ।
আত্মা অবিকারী ,, প্রতিটি আত্মা,শাশ্বত,ব্যাক্তিত্ব -সম্পন্ন,কোন কালেই সেই ব্যক্তিত্ব ধ্বংশ হয় না,ব্রহ্মে -লীন হয়ে যায় না।উদাহরণ স্বরুপ ,,সবুজ পাখীটি সবুজ গাছে প্রবেশ করলেই পাখীটি হারিয়ে যায় না কেবল তাকে আর কল্পনা করা যায় না।শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ -গীতায় বলেছেন ২/২১- অব্যয় ,,অবিকারী ও সনাতন।
আত্মা অব্যক্ত ,,আত্মা জড় ইন্দ্রিয়ের প্রত্যক্ষীভূত নয়, তাই আত্মাকে বলা হয়েছে অব্যক্ত।
আত্মা অচিন্ত্য ,,জড়ধারণায় আবিষ্টদের অনুভবের অতীত।সেজন্য আত্মা অচিন্ত্যনীয়,অচিন্ত্য।
আত্মা পূর্ণের প্রকৃতিবিশিষ্ট ,, চিৎ -কণ আত্মা পরম চেতন ব্যক্তিত্ব ,,পরম ব্রহ্ম ঈশ্বরের অংশ।সেজন্য পূর্ণের বৈশিষ্ট্য অণুরূপে প্রকাশ পায় অংশের মধ্যে।বদ্ধ ভগবৎদ্বেষী জীব ভগবানের অনুকরণের চেস্টা করে, শুদ্ধ কলুষমুক্ত আত্মা ও ভক্তিযুক্ত ভাব ও জ্ঞানে স্থিত হলে নিত্য ভগবৎদাস জীবাত্মা সচ্চিদানন্দময় স্বরূপ লাভ করে।
প্রতিটি আত্মার শেষ ঠিকানা সেই পরমআত্মার সাথে মিশে যাওয়া বা মুক্তি বা মোক্ষ।মানুষের জীবন এক বড় পরীক্ষা মাত্র ,,এই পরীক্ষাতে যে উতীর্ণ বা পাশ করবে সেই একমাত্র মুক্তি পাবে !!এই পরীক্ষায় পাশ করতে হলে শুধুমাত্র ৩ বেলা পূজাপাঠ বা ৩ বেলা হরিনাম বা গুরুনাম জপ করলেই চলবে না।সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ নিজ আত্মা বা ব্যাক্তিত্বের পরিশোধন করা।মানুষকে নিজ কর্মগুনে নিজ আত্মার পরিশোধন করতে হবে ,, যাতে তা পরমাত্মার স্বরূপ লাভ করতে পারে এবং পরমাত্মার সাথে মিশে যেতে পারে।মনে রাখতে হবে জলের সাথে জল মিশে যায় কিন্তু তেলে জলে তা কখনোই মিশে না।যদি সে মুক্তি না পায় ,, তবে সে পুনরায় জীবন মৃত্যুর চক্রে জীবদেহ স্থাপিত হবে।
তথ্য সূত্র শ্রীমদ্ভগবদগীতা এবং ভুল ত্রুটি মার্জনীয়।
জয় রাধে।

⏏✴️🍀🌷চেতনায় শ্রীমদ্ভাগবতম্🌷🍀⏏️✴️     🏅🥉🥇🥇-[একশত বারো]-🏅🏅🥉🥇            """"""""""""🙏🙏🙏🙏🙏"""""""""""                      ...
04/11/2022

⏏✴️🍀🌷চেতনায় শ্রীমদ্ভাগবতম্🌷🍀⏏️✴️
🏅🥉🥇🥇-[একশত বারো]-🏅🏅🥉🥇
""""""""""""🙏🙏🙏🙏🙏"""""""""""
🍁🍁🍁🍁🍁
শ্রী গৌরাঙ্গ সমুদ্রে আছে পূর্বে দেয়া নববিধা ভক্তিরত্ন, আছে শান্ত, দাস্য, সখ্য,বাৎসল্য ও মধু রস স্বরূপ অগাধ জলরাশি। তাই শ্রী শ্রী চৈতন্যচরিতামৃতে প্রভু বলেছেন -
" যুগধর্ম প্রবর্ত্তামু নাম- সংকীর্তন।
চারিভাব ভক্তি দিয়া নাচামু ভুবন।। ( আদি ৩/১৯)
ভক্তিরস সিদ্ধান্তরূপ সরস জলে পরিপূর্ণ এই গৌরাঙ্গ সমুদ্র। গৌরাঙ্গ সমুদ্রের জলই অমৃত। অমৃত কিন্তু কখনো জানে না তার নিজের স্বাদ কেমন বা অমৃতের গুনগুন কী - যে এই অমৃত আস্বাদন করে কেবল সেই জানে এই অমৃতর স্বাদ। চিনি জানে না সে কত মিষ্টি, যে তা খায় সে বুঝে চিনির মিষ্টতা কেমন।
শ্রী ভগবান সর্বজ্ঞ, তিনি জানেন তথাপি তিনি বিচিত্র লীলা করে থাকেন যা রশিক ভক্তদের অনুভবের বিষয়। যে দিন গৌরাঙ্গ সুন্দর গোদাবরী তীরে বসে ধ্যানমগ্ন ছিলেন আর রাজা রায় রামানন্দ স্নানে এসে তাকে দেখেই প্রবল আকর্ষণ অনুভব করে তার নিকটে ছুটে গেলেন। অতঃপর বাহ্যলোকসম্মুখে অন্তরের গোপ্যকথা আলাপনে সুযোগ না থাকায় প্রভু ও রায় গোপনে মিলিত হলেন। শ্রী গৌরাঙ্গ নিজ কৃপাশক্তি সঞ্চারিত করে নিজ চিত্ত থেকে ভক্তি সিদ্ধান্তসমুহ রায় রামানন্দের চিত্তে সঞ্চারিত করলেন। অনন্ত জ্ঞানের অধিকারী শ্রী গৌরাঙ্গ। শ্রীগৌরাঙ্গের কৃপায় অনন্ত জ্ঞানের অধিকারী হলেন রায় রামানন্দ। রায় রামানন্দ এই অনন্ত জ্ঞানের অধিকারী হলেন শ্রীগৌরাঙ্গ কৃপাশক্তিতে।গোদাবরী তীরে যখন রায় রামানন্দ ও প্রভু গৌর সুন্দর সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা হতেছিল তখন রায়ের মুখ দিয়ে বেরিয়ে এল এই গোপন কথা ---
" মোর জিহবা - বীনাযন্ত্র, তুমি বীনাধারী।
তোমার মনে যেই উঠে, তাহাই উচ্চারি।।"
রায় রামানন্দ বললেন, প্রভুগো আমার জিহবা বীনাযন্ত্রের মতো। এই বীনা যন্ত্রকে দিয়ে তুমি যে ভাবে বাজাও সেভাবেই বাজে। তুমি আমার মুখে যা বলাও তাই আমি বলি।এই বলেই তিনি ক্ষান্ত হলেন না, আরো বলতে লাগলেন ---
" কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেমতত্ত্ব সার।
রসতত্ত্ব, লীলাতত্ত্ব, বিবিধ প্রকার।।
এত তত্ত্ব মোর চিত্তে কৈলে প্রকাশন।
ব্রহ্মাকে বেদ যেন পড়াইল নারায়ন।।
অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয়।
বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয়।। ( আদি ৮/২৬৪)
এই বলে রায়ের মনে শ্রীমৎভাগবতের এক শ্লোক মনে পরতেই পুনরায় উচ্চারণ করলেন --
" তেনে ব্রহ্মা হৃদা য আদি কবয়ে মুহ্যন্তি যৎসুরয়"

┏╮/╱🌻🌿╰ ❤️🌺নমস্কার🙏 সকল সনাতনী ❤️🌼🌼>•⊰❤️⊱ভাই,বোনদের💞হরে,কৃষ্ণ❤️🌺❤️•❝⋆⃝জয়,মা তুলসী,⋆⃝𝄞♡-💥❤️࿐🍃❤️🌺আমরা,সাধারণত তুলসির মালা ...
25/10/2022

┏╮/╱🌻🌿
╰ ❤️🌺নমস্কার🙏 সকল সনাতনী ❤️🌼🌼>•⊰❤️⊱ভাই,বোনদের💞হরে,কৃষ্ণ❤️
🌺❤️•❝⋆⃝জয়,মা তুলসী,⋆⃝𝄞♡-💥❤️࿐🍃❤️🌺আমরা,সাধারণত তুলসির মালা পড়ে স্কুল❤️কলেজ🌺অফিসে যেতে লজ্জা বোধ করি,❤️🍃☞︎︎︎☞︎︎︎☞︎︎︎
তুলসীর🙏মালা পড়তে বললে অনেকের কাছ থেকে উত্তর আসে❤️
💞আমরা এখন মডার্ন যুগের🌼তুলসী মালা পড়লে লোকে ক্ষ্যত বলবে🌺এটা কি একটা পড়ার জিনিস হল নাকি🌺😢সময় হয়নি পড়ার😢 বৃদ্ধ হলে পড়ব আরও কত কি??🙏❤️
গলায় যেসব স্বর্নের অথবা বিভিন্ন ধাতুর তৈরী অলংকার পড়েন এইসব বস্তু শুধু এই জগতেই আপনাকে আকর্ষনীয় করে তুলে।কিন্তু তুলসীর মালা এমন এক অলংকার যেটা আপনাকে ইহকাল পরকাল দুই কালেই আকর্ষনীয় এবং সুন্দর রূপ দান করবে। 🙏
🌺🍃আসুন আমরা লজ্জা ভয় না পেয়ে❤️🍃 আমাদের ধর্মের বিধি ও 🙏নিয়ম গুলো ভালোবাসার মাধ্যমে পালন করি •••⊰💚⊱--🙏🌺🌼
🌺🌼💞জয় মাতা তুলসী। 🙏❤️🌼🌺
🙏🙏🌺🌼জয় শ্রী কৃষ্ণ। 🌺🌼💞🙏

🥀"!!☘️🍓☘️🙏❤️🍀☘️❤️🍀❤️☘️❤️🍀🍀❤️🌹🍀☘️❤️

হরেকৃষ্ণ,             জয় গিরিরাজ গোবর্ধন কি জয়                       🙏🙏🙏🙏🙏          আসছে আগামি  ৮ই কার্তিক। 26 October...
25/10/2022

হরেকৃষ্ণ,
জয় গিরিরাজ গোবর্ধন কি জয়
🙏🙏🙏🙏🙏
আসছে আগামি ৮ই কার্তিক। 26 October 2022 বুধবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা গিরি গোবর্ধন পূজা, অন্নকূট মহোৎসব। তদুপলক্ষে সকল বৈষ্ণব বৈষ্ণবী ও ভক্তবৃন্দকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
🙏হরেকৃষ্ণ 🙏

জয় ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী!!জয় বৃন্দাদেবী  !!যাঁহার দরশে পাপের বিনাশ,      পরশে পবিত্র দেহ ।সলিলে সিঞ্চন করিলে,   ...
15/10/2022

জয় ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী!!
জয় বৃন্দাদেবী !!

যাঁহার দরশে পাপের বিনাশ,
পরশে পবিত্র দেহ ।
সলিলে সিঞ্চন করিলে,
না রহে সমন ভয়ের রেহ।।

বন্দনে হয় আধি প্রশমিত,
সেবনে গোবিন্দে রতি ।
শ্রীকৃষ্ণ চরণে সঁপিলে,
যাহারে মিলয় উত্তমা গতি।।

এ হেন বৃন্দাদেবীর চরণে,
করি কোটি নমস্কার ।
যাঁর কৃপা বিনা,
গোবিন্দ পাবার উপায় নাহিক আর।।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।

Hare krsna 🙏🌹When the material things interfere with your chanting and you lose concentration, then make it a point to c...
15/10/2022

Hare krsna 🙏🌹

When the material things interfere with your chanting and you lose concentration, then make it a point to chant loudly and hear the sound vibration more attentively. This chanting will give you the spiritual taste and when you get that taste then automatically your mind will be fixed and will not waver. Until then, you have to continue to practice the process of hearing and chanting diligently. Hearing should also include reading Srila Prabhupada’s books and listening to Krishna katha from senior devotees. Srila Prabhupada gave us the perfect process. So follow it with full conviction and the result will be there in due course of time.

Sri sad Gurudeva ❤️❤️❤️❤️😢
Vande guru Sri charanaravindam ❤️❤️😢
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

"হিন্দু  হিসেবে......  "জন্মগ্রহণ করে যারা খুশি"   ❝"শুধু তারাই বলেন"❞💚__❝" হরে কৃষ্ণ। ❞ __💚
14/10/2022

"হিন্দু হিসেবে...... "জন্মগ্রহণ করে যারা খুশি"
❝"শুধু তারাই বলেন"❞
💚__❝" হরে কৃষ্ণ। ❞ __💚

︵🦋🌸ღ۵༎___シ︎__ জীবনটাকে কৃষ্ণের রাস্তায় ব্যয় করো....!!🌸🦋কখনো ব্যর্থ༊হবে না❤•︵🦋🌸ღ۵___❤️...🥀,,,হরে কৃষ্ণ,,,
14/10/2022

︵🦋🌸ღ۵༎___シ︎
__ জীবনটাকে কৃষ্ণের রাস্তায় ব্যয় করো....!!🌸🦋
কখনো ব্যর্থ༊হবে না❤

•︵🦋🌸ღ۵___❤️...🥀
,,,হরে কৃষ্ণ,,,

শুরুতে তোমায় ছেড়ে থাকতে পারবে না বলা মানুষটাও শেষে এসে তোমাকে ছাড়াই দিব্যি দিন কাটায়!অকারণে একটু অভিমান করে থাকলে  চিন্ত...
22/08/2022

শুরুতে তোমায় ছেড়ে থাকতে পারবে না বলা মানুষটাও শেষে এসে তোমাকে ছাড়াই দিব্যি দিন কাটায়!

অকারণে একটু অভিমান করে থাকলে চিন্তায় হাশপাশ করা মানুষটাও একদিন তোমার অভিমান পাত্তা না দিয়ে চলে যায়।

অভিযোগের ঝুলি খুললে শতবার স্যরি বলা মানুষটাও একদিন তোমাকে ছেড়ে যাওয়ার মত গুরুতর অন্যায়টা করতে দ্বিধাবোধ করে না।

কখনও কাঁদতে দিবো না বলে প্রমিস করা মানুষটাও
গভীর রাতে তোমার বালিশ ভেজানো কান্নার কারণ হয়।

সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে বিরক্ত লাগানো মানুষটাই তোমাকে গভীর ভালোবাসায় তলিয়ে দিয়ে নিজে সাঁতরে তীরে উঠে আসে।

আজ যে মানুষটার কাছে তুমি মানসিক শান্তি কালই তার অশান্তির কারণ হওয়া অসম্ভব কিছু নয়। আসলে আমরা কারণে অকারণে বদলাই। বয়সের সাথে আমাদের পছন্দ-অপছন্দ, ভালোলাগা বদলায়। সময় গড়ানোর সাথে সাথে আমাদের দেয়া কথা গুলো ফিঁকে হয়ে যায়। তাই একটা সময় পিছনের সব মায়া মুছে দিয়ে, অপরপক্ষের মানুষটার কথা একটিবারও না ভেবে আমরা দূরত্ব বাড়িয়ে দিই।

কাউকে ভীষণভাবে জড়িয়ে দিয়ে আমরা নিজেরাই সরে যাই! বোধয় এজন্যই জীবনানন্দ দাশ বলেছিলেন,
" প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।"

Tushar

Address

Domar Nilphamari
Domar Bil
5340

Alerts

Be the first to know and let us send you an email when Tushar Kanti Roy Gour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tushar Kanti Roy Gour:

Share

Nearby media companies