![প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভিষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো একটুখানি ভালোবাসার অভ...](https://img4.medioq.com/052/843/716362890528434.jpg)
18/11/2023
প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভিষণ অভাবী। কারো অর্থের অভাব, কারো মানসিক শান্তির অভাব, কারো একটুখানি ভালোবাসার অভাব, কেউ সারারাত জেগে থাকে একটু খানি ঘুমের জন্য, যার চোখে ঘুম নাই তার ঘুমের অভাব। আমাদের এমন আরো অনেক অভাব জীবনে আছে এবং থাকবে...
তারপরও বেঁচে থাকতে হবে!! হাসি মুখেই বাঁচতে হবে..... আমরা বেঁচে আছি। কিন্তু ভালো আছি কিনা এই প্রশ্নটা করা অবান্তর!! কোথাও কেউ ভালো নেই! এই ভালো না থাকার গল্পটা আমাদের একার না; সবার। বাহিরে থেকে আমরা মানুষ'টাকে যেটা দেখছি সেটা শুধু একটা আবরণ মাত্র!!