English Mojaa1

English Mojaa1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English Mojaa1, Magazine, Dohar.

10/04/2024

একজন বিখ্যাত লেখক তার স্টাডি রুমে বসে ছিলেন। তিনি তার কলম তুলে নিয়ে লিখতে শুরু করলেন:
* এই বছর আমার একটি অপারেশন করা হয় এবং আমার পিত্তথলি কেটে ফেলে দিতে হয়। আর এই অপারেশনের কারণে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়।
* এই একই বছর, আমার বয়স ষাট স্পর্শ করে এবং আমার সবচেয়ে প্রিয় কাজটি আমায় ছেড়ে দিতে হয়। এই প্রকাশনা সংস্থায় গত ত্রিশ বছর যাবত আমি কাজ করেছি।
* এই একই বছর, আমাকে আমার বাবা হারানোর মত দুঃখের সম্মুখীন হতে হয়।
* এবং একই বছরই আমার ছেলে মেডিকেল পরীক্ষায় অকৃতকার্য হয়, কারণ সে সড়ক দূর্ঘটনায় আহত হয়, যার ফলে তাকে বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়। এছাড়া আমাদের গাড়ির ক্ষতি তো আছেই।
সবশেষে তিনি লিখলেন, "হায়! এই বছরটা কতই না খারাপ কাটলো।"
এ সময় তার স্ত্রী রুমে প্রবেশ করে স্বামীকে ভগ্ন হৃদয় দেখতে পান। তিনি তার পিছনে দাঁড়িয়ে লেখাটি পড়েন এবং নীরবে রুম থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর, তিনি হাতে লেখা অন্য একটি কাগজ তার স্বামীর লেখা কাগজের পাশে রাখেন।
লেখক কাগজটির দিকে মনোযোগ দিয়ে দেখতে পান তাতে লেখা আছে:
* এই বছর, অবশেষে আমি আমার পিত্তথলির ব্যথা থেকে মুক্তি লাভ করি, যা কয়েক বছর যাবত আমাকে ভোগাচ্ছিল।
* এই বছরই, আমি এখনও পর্যন্ত সুস্থ শরীরে ষাট বছরে পদার্পণ করি এবং আমার চাকুরি থেকে অবসর গ্রহণ করি। ফলে এখন আমি আরো মনোযোগ সহকারে এবং শান্তিতে ভালো কিছু লিখতে পারবো।
* এই একই বছর, আমার বাবা ৯৫ বছর বয়সে, অন্য কারো মুখাপেক্ষী না হয়ে এবং কোন ধরনের রোগব্যাধি ছাড়াই স্রষ্টার সান্নিধ্যে চলে গেছেন।
* আর এই একই বছর, স্রষ্টা যেন আমার ছেলেকে নতুন জীবন দান করেন। যদিও আমাদের গাড়ির ক্ষতি হয়েছে কিন্তু আমার ছেলে কোন ধরনের পঙ্গুত্ব বরণ করা ছাড়াই বেঁচে ফিরে এসেছে।
সবশেষে তার স্ত্রী লিখেছেন, "এই বছরটা আল্লাহর অশেষ রহমতে কত ভালোই না কাটলো!"
____________________________
দেখলেন! কত চমৎকার!
একই ঘটনা কিন্তু কেমন ভিন্ন দৃষ্টিভঙ্গি!
এভাবে আমরা যদি প্রত্যেকটি ঘটনাই "আরো অনেক কিছুই ঘটতে পারতো" এই দৃষ্টিকোণ থেকে দেখি, তবেই আমরা মন থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে সক্ষম হবো।
আল্লাহ পবিত্র কুর'আনে বলেন, “আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।” [আন-নামল- ৭৩]
- শাইখ যাহির মাহমুদ (অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অনূদিত)

BCS পরীক্ষায় English Literature-এ ভালো করা খুব জরুরী,এই অংশে ভালো না করার, কারণেই অনেকেই প্রিলিতে পিছিয়ে থাকে |আশা করি...
08/01/2024

BCS পরীক্ষায় English Literature-এ ভালো করা খুব জরুরী,
এই অংশে ভালো না করার, কারণেই অনেকেই প্রিলিতে পিছিয়ে থাকে |
আশা করি, বিগত বছরে আসা সকল প্রশ্নগুলো একসাথে পেলে আসন্ন BCS পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে অনেক সহায়ক হবে |

07/01/2024

🖌 বর্তমান পৃথিবীতে বিভিন্ন প্রেক্ষাপটে ইংরেজি যে শব্দগুলো ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে:

Globalization - বিশ্বায়ন
Economy - অর্থনীতি
Environment - পরিবেশ
Climate change - জলবায়ু পরিবর্তন
Pandemic - মহামারি
Vaccination - টিকাদান
Human rights - মানবাধিকার
Cybersecurity - সাইবার নিরাপত্তা
Renewable energy - নবায়ন শক্তি
Artificial intelligence - কৃত্রিম বুদ্ধি
Sustainability - টেকসই
Social media - সামাজিক মাধ্যম )
Immigration - অভিবাসন
Democracy - গণতন্ত্র )
Gender equality - লিঙ্গ সমানতা
Mental health - মানসিক স্বাস্থ্য
Data privacy - ডেটা গোপনীয়তা
E-commerce - ই-বাণিজ্য
Unemployment - বেকারত্ব
Disinformation - ভুল তথ্য
Financial inclusion - অর্থনৈতিক অন্তর্ভুক্তি
Biodiversity - জীববৈচিত্র্য
EM

মনে রেখো, আগামীকাল বিকাল 4.45 মি:পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শুধু Paid ব্যাচে।*ভর্তি হওয়ার নিয়মাবলী প্রথম কমেন্টে...
19/12/2023

মনে রেখো, আগামীকাল বিকাল 4.45 মি:
পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শুধু Paid ব্যাচে।
*ভর্তি হওয়ার নিয়মাবলী প্রথম কমেন্টে...

01/12/2023

বৃহস্পতিবার রাতে অনেকে অলস হয়ে যায় |
ভাবে কাল শুক্রবার, অবসরের দারুণ একটি দিন পেয়েছি |
দেরি করে ঘুম থেকে উঠবো |
কিন্তু তুমি জানো !
-এর উল্টোটা ভাবে অনেকেই,
যেমন: আগামীকাল শুক্রবার, দারুন একটি দিন পেয়েছি |
প্রত্যুষেই ঘুম থেকে উঠবো, দিনটা অনেক লম্বা পাব |
পুরনো পড়ার ঘাটতি গুলো কালকে এই সুযোগে পুষিয়ে নেব |
তুমি কি ভাবছো ?

26/11/2023

কখনো কি ভেবে দেখা হয়েছে ?
দুজন মানুষ একসাথে থাকলে,
যে মানুষটি নীরব থাকে,
তার দিকেই বেশি মানুষের নজর থাকে |
তার মানে, চুপ থাকলে অনন্য ব্যক্তিত্ব প্রকাশ পায় |
চুপ থাকলে পরিশ্রমবিহীন ইবাদত হয় |
তাই চেষ্টা করব-
প্রয়োজন না হলে কথা কম বলতে,
চেষ্টা করব অনেক মানুষের মাঝে শ্রোতা হতে,
ভালো শ্রোতার বড়োই অভাব |
সাথে এটিও মনে রাখব,
ভালো শ্রোতা হতে পারলে ভালো বক্তা হওয়া যায় |
EM

18/11/2023

এগুলো সবার না জানলেও চলবে !!!
তবে, শিখে রাখলে প্রযুক্তিতে ব্যবহৃত term বুঝতে সুবিধা হবে |
তবে মজার কথা হল- এর অনেকগুলোই তোমরা নিজের অজান্তেই প্রতিনিয়ত ব্যবহার করে থাকো |

RAM - Random Access Memory
Wi-Fi - Wireless Fidelity
USB - Universal Serial Bus
URL - Uniform Resource Locator
PNG - Portable Network Graphics.
OS - Operating System
API - Application Programming Interface
SQL - Structured Query Language
JavaScript - JS
CSS - Cascading Style Sheets
HTML - Hypertext Markup Language
LAN - Local Area Network
WAN - Wide Area Network
HDD - Hard Disk Drive
SSD - Solid State Drive
CPU - Central Processing Unit
GPU - Graphics Processing Unit
GUI - Graphical User Interface
PDF - Portable Document Format
JPEG - Joint Photographic Experts Group

18/11/2023

Be verb-এর কথা বললেই সাধারণত am,is,are,was,were-এই কয়টির কথা আমাদের বেশি মনে পড়ে |
তবে, আমার মনে হল-
আমাদের সবার এটি জেনে নেওয়া উচিত Be verb- যে নয়টি Tense-এ ব্যবহার হয় |
তাতে করে Be verb এর সংখ্যা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে |

1. Present Simple= am, is, are
2. Present Continuous= am/is/are being
3. Present Perfect= have been /has been
4. Past Simple= was, were
5. Past Continuous= was/were being
6. Past Perfect= had been
7. Future Simple= will be
8. Future Continuous= will be being
9. Future Perfect= will have been

08/11/2023

🔸দৈনন্দিন ব্যবহৃত গুরুত্বপূর্ণ Phrase !!!
Get a move on
= তাড়াতাড়ি করা; অগ্রসর হত্তয়া;
For example:
We're leaving in five minutes so you'd better get a move on!
(আমরা পাঁচ মিনিটের মধ্যে চলে যাচ্ছি যাতে আপনি আরও ভালভাবে এগিয়ে যান) EM

08/11/2023

থেমে থেকো না, পরিশ্রম করো
আর তুমি যদি শিক্ষার্থী হও
তাহলে চরম মাত্রার পড়াশোনা কর।
এটাই তোমার জন্য উত্তম পরিশ্রমের ক্ষেত্র।
ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে।

08/11/2023

আবেগকে সংযত রাখো,
আফসোস কম হবে |
=
Control your emotions,
There will be less lament.

07/11/2023

মহান আল্লাহর কাছে মন থেকে প্রার্থনা করি,
"আমার সারা দিনের কর্মকাণ্ডগুলোকে
অহংকারমূলক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করো না।"
কারণ আমি দেখেছি-
অহংকারী মানুষের দৃশ্যমান ধ্বংস।

03/11/2023

Shout out to my newest followers! Excited to have you onboard! Ari Fi Na, Farhanaz Akter, Yeasine Arfat Arfat, Subrina Binte, Md Sohel Rana, Jakia Sultana

01/11/2023

I'm impressed to + Verb(মুগ্ধ/ অভিভূত)

💮 I'm impressed to see you.
আমি তোমাকে দেখে মুগ্ধ।
💮 I'm impressed to meet you.
তোমার সাথে সাক্ষাত করে আমি মুগ্ধ।
💮I'm impressed to talk to you.
তোমার সাথে কথা বলে আমি মুগ্ধ।
💮I'm impressed to your authentic love.
তোমার অকৃত্তিম ভালোবাসায় আমি অভিভূত।
💮I'm impressed to listen your recitation The Holy Quran.
তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি অভিভূত।
💮I can not but impressed to your song.
আমি তোমার গানে মুগ্ধ না হয়ে পারি না।
💮I could not but impressed to see you.
আমি তোমাকে দেখে মুগ্ধ না হয়ে পারলাম না।
💮I have impressed to see the natural scenery of Bangladesh.
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি।
💮I have impressed to your behavior.
আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি।

Write Done........................

01/11/2023

অর্থনৈতিক সমস্যা, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা এইগুলো উন্নতির পেছনে আসলে প্রকৃত কোন বাধা নয় |
প্রকৃত বাধা বসবাস করে তোমার মনের মাঝে, আর তা হল- হীনমন্যতা আর হতাশা |
এগুলো থেকে বের হয়ে আসো | আত্মবিশ্বাসী হও | মহান আল্লাহর কাছে পরিত্রাণের পথ প্রত্যাশা করো | মহান আল্লাহ সবকিছু সহজ করে দেবেন |

01/11/2023

ইংরেজি শিখতে না পারার কারণ:
1. ইংরেজি বিষয়টিকে প্রথমেই ভীতিকর একটি subject হিসেবে ভাবা |
2. মনের মত শিক্ষক না পাওয়ার কারণে ইংরেজি সমস্যাগুলো প্রাণ খুলে বলতে না পারা |
3. প্রথমদিকে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে ইংরেজি শেখা শুরু করলেও মাঝপথে থেমে যাওয়া |

আবারো স্মরণ করিয়ে দিলাম...
01/11/2023

আবারো স্মরণ করিয়ে দিলাম...

30/10/2023

ভর্তিযোদ্ধা:২০২৩-২৪
সুবিধা অসুবিধা যাই হোক না কেন!
মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও ।
আসন্ন ভর্তি পরীক্ষা "একক" পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

21/10/2023

এডমিশন বার্তা: 19
ইতিমধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে অনেকে চিন্তিত |
চিন্তায় পড়ে আছো: এত পড়া, এত পরীক্ষা কিভাবে ব্যালেন্স করব | তাহলে বলি শোনো, এই মুহূর্তে তোমাকে একটু চতুর হতে হবে | সময় নিয়ে ভেবে দেখতে হবে সত্যিই কোনটি তোমার করা উচিত কোন ক্লাসগুলো অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ, কোন পরীক্ষাগুলো দেওয়া এই মুহূর্তে জরুরী | কাদের সঙ্গে লেগে থাকার মাধ্যমে তোমার ভর্তি প্রস্তুতি পূর্ণতা পাবে, এগুলো তোমাকে ভাবতে হবে |

18/10/2023

যত রকমের ডাক তত রকমের ইংরেজি....
1. শিয়াল ডাকছে – The jackal howls.
2. মেঘ ডাকছে – The cloud thunders.
3. বাঘ ডাকছে - The tiger growls.
4. পায়রা ডাকছে - The pigeon coos.
5. ছাঘল ডাকছে – The goat bleats.
6. গাধা ডাকছে – The ass brays.
7. কাক ডাকছে – The crow caws.
8. ষাড় ডাকছে – The bull bellows.
9. হাতি ডাকছে – The elephant trumpets.
10. গরু ডাকছে – The cow lows.
11. ঘোড়া ডাকছে - The horse neighs.
12. নেকড়ে ডাকছে – The wolf howls.
13. পেঁচা ডাকছে – The wolf hoots.
14. ব্যঙ ডাকছে – The frog croaks.
15. ভালুক ডাকছে - The bear growls.
16. মোরগ ডাকছে – The c**k crows.
17. শুকর ডাকছে – The boar grunts.
18. সিংহ ডাকছে – The lion roars.
EM

18/10/2023

হয়তোবা এখন তোমার মূল্যায়ন নেই।
নিজেকে তৈরি করো, এক সময় সকলে তোমার মূল্যায়ন করবে।
তখন তোমার অবস্থান কোথায় হবে আজ হয়তোবা তুমি তা জানো না ।
সময়ের স্রোতাধারায় সবকিছু পাল্টাবে।
এখন একটু পরিশ্রম করো,মানুষের ছোটখাটো কথাগুলোকে হজম করতে শেখো।

11/10/2023

সাফল্য নিজে কোনদিন পায়ে হেটে এসে নিজেকে কোন মানুষের কাছে ধরা দেয় না। লুকিয়ে থাকে অতল অন্তরালের গভীর গহবরে, মহামূল্যবান এই গুপ্তধনটিকে পেতে হলে পৃথিবীতে একটাই শুধু মহামন্ত্র রয়েছে যার নাম, পরিশ্রম ও সাধনা।

06/10/2023

মন খারাপের অনেক কারণ থাকতে পারে।
হয়তোবা এখন কোন কারণে তোমার মন খারাপ।
তবে সেই মন খারাপ যেন পড়তে না বসার কারণ না হয়।
অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক
অদম্য গতিতে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
বিশেষ কোনো অভিমানে/অভিযোগে যদি একটি মুহূর্তও পড়াশোনা বাদ দাও।
মনে রেখো,
তখনো তোমার প্রতিযোগী কিন্তু পড়াশোনা চালিয়ে যাচ্ছে ।
তাহলে একবার ভেবে দেখো,
প্রকৃতপক্ষে কে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে?

06/10/2023

1. এটি সাপ্তাহিক ঈদের দিনের দৃশ্য |
=This is the scene of weekly Eid day.
2. এই দিনেই জুমার সালাত আদায় করতে হয় |
=Friday prayer has to be performed/done on this very day.
3. ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমার গুরুত্ব অপরিসীম |
=In the eyes of Islam, the significance of Holy Juma is illimitable.
4. পবিত্র কুরআনে “জুমা” নামে স্বতন্ত্র একটি সূরা রয়েছে |
=There is a unique/ distinct Surah called “Juma” in the Holy Quran.
5. জুমা’র দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় |
=Friday is called the weekly Eid day.

Grammar Fact:
▪ “ly” থাকলেই তা সর্বদায় adverb হয়না, যদি শব্দগুলো noun এর পূর্বে বসে, তবে তা adjective হয় |
যেমন: weekly, daily, timely etc.
▪ সপ্তাহ (Week)=Common noun, তবে সপ্তাহের সাত দিনের নাম গুলোকে Proper noun বলা হয় |
Friday, Saturday, Sunday etc.=Proper noun, যার কারণে এগুলোর প্রথম letter capital হয় |

এমন কুলা/ঙ্গার এবং বেয়া/দব শিক্ষার্থী যদি কোন প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠান-এর দুর্নাম |যদি কোন কোচিং-এ ভর্তি হয় সেই...
28/09/2023

এমন কুলা/ঙ্গার এবং বেয়া/দব শিক্ষার্থী যদি কোন প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠান-এর দুর্নাম |
যদি কোন কোচিং-এ ভর্তি হয় সেই কোচিং কলুষিত |
যদি কোন অনলাইন ব্যাচে ভর্তি হয় সে ভাইরাস সম |
উল্লেখ করা ছবিটির শিক্ষার্থীকে চিনে রাখ “সে একজন প্রতারক” ইংলিশ মজার নাম ভাঙ্গিয়ে ব্যক্তিগতভাবে স্টুডেন্ট ভর্তি নিচ্ছিল |
আমরা তার ব্যাপারে আইনি পদক্ষেপ নিচ্ছি |

15/09/2023

এখন কেউ জেগে কেউবা ঘুমিয়ে,
জেগে যদি থাকো হাতে নিয়ে মোবাইল।
প্রকৃত শেখার মাঝে থাকো,
অচিরে জীবন ভরে উঠবে আনন্দে অনাবিল।

Address

Dohar
146620

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Mojaa1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Dohar media companies

Show All