Voice Of Momen

Voice Of Momen এই পেজটি আমার অফিসিয়াল। সত্য ও সুন্দরের সাথে থাকুন। সবার জন্য রইল একরাশ ভালোবাসা।

26/05/2025

ইডিটের মায়রে বাপ করে দিছি 😄😄

বাপ বেটা।
25/05/2025

বাপ বেটা।

25/05/2025
আলহামদুলিল্লাহ! এই ছেলেটি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট জিয়া...
21/05/2025

আলহামদুলিল্লাহ! এই ছেলেটি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট জিয়া মাঠ সংলগ্ন মাছুয়া পাড়ায়।

18/05/2025

ভাইরে ভাই মেধা দেখে অবাক না হয়ে পারবেন না! ভেকু গাড়ি বানিয়ে তাক লাগিয়েছে এই শিশুটি!

বৃষ্টির সময়।
18/05/2025

বৃষ্টির সময়।

১০০ টাকায় শান্তি কেনা!অফিস শেষ করে বাসার দিকে ফিরছি। মাঝপথে ফাঁকা রাস্তায় আমাকে হাত নেড়ে ইশারা করল ছেলেটি। একটু দূর থেকে...
15/05/2025

১০০ টাকায় শান্তি কেনা!

অফিস শেষ করে বাসার দিকে ফিরছি। মাঝপথে ফাঁকা রাস্তায় আমাকে হাত নেড়ে ইশারা করল ছেলেটি। একটু দূর থেকেই হাটার চলন দেখে বুঝতে অসুবিধে হলোনা ছেলেটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি (প্রতিবন্ধী)।

আমার মোটরসাইকেলে উঠবে। আমি গাড়ি থামিয়ে মোটরসাইকেলে উঠালাম। জিজ্ঞেস করলাম, কই যাবা? কোন উত্তর দিলনা। আবার পেছনে মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, কোথায় নামবা বলো? কোন উত্তর না দেওয়াতে বুঝতে পারলাম ছেলেটি বাক প্রতিবন্ধী!

সামনে কয়েকজন পিচ্চিকে দেখলাম। ওদের জিজ্ঞেস করলাম এই ছেলেকি কথা বলতে পারেনা? ওরা কয়েকজন একসাথেই উত্তর দিলো, ও কথা বলতে পারেনা। ওর বাড়ি ওই যে সামনে! ওখানে নেমে যাবে। আমি তাদের মধ্যে থেকে ছোট একটা পিচ্চিকে গাড়িতে উঠতে বললাম। উঠল, বাকি পিচ্চিরা আমাকে সালাম দিয়ে যেতে বলল।

কিছুদূর গিয়ে ছোট ছেলেটি বলল, এখানে নামাই দেন। ওই যে এই বাড়িটার পরেই ওর বাড়ি। নাম সম্ভবত মোবারক। ছোট ছেলেটি নামার পর সে আর নামেনা। আমাকে ইশারা করল, সে সামনের বাজারে যাবে। দাড়িয়ে থাকা এক মুরুব্বিকে বললাম, চাচা ওকে কি বাজারে নিয়ে যাওয়া যাবে? তিনি বললেন, ও এখন বাজারেই যাবে। বাজারে গিয়ে নেমে যাবে।

আমি গাড়ি টানতেছি, খানিকটা পথ গিয়েই বাজারে এলাম। আবার ইশারা করলাম, কোথায় নামবে? সে হাত দিয়ে দেখায় দিল সামনের একটি মোড়ে নামবে। আমি সেখানে নামানোর পর পকেট থেকে ১০০ টাকার একটা নোট বের করে তার হাতে দিলাম।

সে ১০০ টাকার নোটটি দেখে এতটাই অবাক হয়েছে যে, কি করবে বুঝে উঠে পারছিলনা!! নোটটি হাতে দিলাম। টাকাটা নিয়ে সে আমাকে কিভাবে কৃতজ্ঞতা জানাবে শুধু এই অভিব্যক্তিটা দেখে আমি কেঁদে ফেলেছি! টলমল চোখে আমার কাছে এসে মাথায় হাত দিয়ে কি যেনো বলতেছে। আমি বললাম, যাও। আমি চলে আসলাম। কিন্তু এতটাই মনে প্রশান্তি এসেছে যে, কিছুটা পথ গিয়ে আবার ফিরে এলাম একটা ছবি তুলব বলে। কিন্তু এসে দেখি সে নাই! যেখানে নামছে সেখানে এবং আশপাশে খুঁজলাম। অটো চালকদের জিজ্ঞেস করলাম। তারা বললো, এখন-ই এখানে ছিল দেখেন পাবেন।

দেখতে দেখতে ঠিকই পেয়ে গেলাম। এবার তার সামনে দাঁড়াতেই সে হঠাৎ চমকে উঠল! হয়ত ভাবছিল টাকাটা আবার ফেরৎ নিতে আসছি কিনা!! তারে বললাম, কি খাবে ? সে একটা আইসক্রিমের দোকানে নিয়ে গেলো। দুটো আইসক্রিম নিলো। বললাম, খেয়ে নাও? সে ইশারা করল, বাড়িতে নিয়ে খাবে। প্যাকেটে বাড়ি নিয়ে গেলো। বললাম, একটা ছবি তুলি তোমার সাথে?

চুলটা হাত দিয়ে স্টাইল করে আমার সাথে দাঁড়াল। হাসতে বললাম, দুজনে হেসে হেসে ছবি তুললাম। ভেতরের অনুভূতি বোঝাতে পারবনা। অল্প টাকায় মনের প্রশান্তি কিনলাম। চোখ ভিজে যাচ্ছে অজানা কারণে......….!!!

বজ্রপাতের এত শক্তি যে গাছের মাঝখান দিয়ে একদম চৌচির করে দিছে! পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ ফেটে দুই ভাগ হ...
07/05/2025

বজ্রপাতের এত শক্তি যে গাছের মাঝখান দিয়ে একদম চৌচির করে দিছে!
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে বজ্রপাতে!

06/05/2025

প্রিয় বাংলাদেশ।

02/05/2025

আগে শহরের বাচ্চারা মোবাইল সম্পর্কে বেশি ধারণা রাখত কিন্তু এখন গ্রামেও পুরোদমে চলে এসেছে। কিভাবে গেম খেলে দেখুন!!!

খেলার সময়।
18/04/2025

খেলার সময়।

Address

Dinajpur
5231

Telephone

+8801738466436

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Momen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Momen:

Share