17/01/2025
লস অ্যাঞ্জেলেসের মানুষগুলো ঘর বাড়ি ছেড়ে আজ মাঠে অবস্থান করছে। অথচ এই লোকগুলো ছিলো সারা দুনিয়ার প্রভাবশালী ধনীদের অন্যতম।যাদের বিশাল বিলাসবহুল বাড়ি গাড়ি দেখে সবাই হকচকিয়ে তাকিয়ে থাকতো। যাদের অঢল সম্পত্তিতে আরাম আয়েশের কোনো কমতি ছিল না। যেন তারা ছিল দুনিয়ার স্বর্গে। । মূহুর্তের মধ্যেই সব পুড়ে ছারখার হয়ে গেল সাজানো গোছানো এক শহর।আজ তাদের অবস্থান পথে পথে।কোথায় আজ তাদের দাম্ভিকতা?
নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী।