মেড ইন বাংলাদেশ

মেড ইন বাংলাদেশ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেড ইন বাংলাদেশ, Digital creator, Birganj, Dinajpur.
(6)

02/12/2024

"সালমান শাহ: তারুণ্যের প্রতীক ও চিরস্মরণীয় নায়ক"
সালমান শাহ, একজন কিংবদন্তি অভিনেতা যিনি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন যুগের সূচনা করেছিলেন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম ছিল শা মোহাম্মদ শাহরিয়ার ইমন। অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর ২৭টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন। তার অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব তাকে বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে অবিস্মরণীয় করে তুলেছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। তার অকালমৃত্যু আজও দর্শকদের মনে এক গভীর শূন্যতা সৃষ্টি করে। তবুও তার কাজ ও স্মৃতি তাকে আমাদের মাঝে চিরঞ্জীব করে রেখেছে।
#সালমান_শাহ #বাংলা_চলচ্চিত্র #বাংলার_নায়ক #চিরস্মরণীয় #কেয়ামত_থেকে_কেয়ামত #চলচ্চিত্র_তারকা #তারুণ্যের_প্রতীক #বাংলার_প্রিয়মুখ #অকালপ্রয়াত #চিরঞ্জীব_স্মৃতি

30/11/2024

🌟জাতীয় স্মৃতিসৌধ: আমাদের গৌরবের প্রতীক 🕊️❤️
🌟 শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ ❤️
#জাতীয়_স্মৃতিসৌধ #বীরশহীদ #বাংলাদেশ #মুক্তিযুদ্ধ #গৌরব #শ্রদ্ধাঞ্জলি
জাতীয় স্মৃতিসৌধ: জাতীয় স্মৃতিসৌধ, সাভার: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া লাখো বীর সন্তানের আত্মত্যাগের চিরন্তন প্রতীক। এটি আমাদের স্বাধীনতার সংগ্রামের গৌরব এবং বিজয়ের মাইলফলক।

নকশা ও নির্মাণ:
১৯৭৮ সালে স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশা নির্বাচন করা হয়। নির্মাণকাজ শেষ হয় ১৯৮২ সালে।
স্থাপত্য: সাতটি ত্রিভুজাকৃতির দেয়াল মুক্তিযুদ্ধের সাতটি ধাপকে নির্দেশ করে।
গুরুত্ব: জাতির কৃতজ্ঞতা প্রকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা।

🕊️ চলুন, এই বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি।

#জাতীয়_স্মৃতিসৌধ #মুক্তিযুদ্ধ #শহীদ #বাংলাদেশ #গৌরব

National Martyrs' Memorial: Honoring the Heroes of 1971
The National Martyrs' Memorial in Savar stands as an eternal tribute to the brave souls who sacrificed their lives for the independence of Bangladesh. It is a symbol of our glorious liberation struggle and victory.

Design & Construction:
Designed by architect Syed Mainul Hossain in 1978 and completed in 1982.
Architecture: Seven triangular walls represent the seven stages of the Liberation War.
Significance: A mark of gratitude and inspiration for future generations.

🕊️ This Victory Day and Independence Day, let us honor the sacrifices of our martyrs.

29/11/2024

অতি পরিচিত একটি পাখি 🐦🐦
বলুনতো এই পাখিটির নাম কি?

27/11/2024

গ্রাম বাংলার রূপ ও প্রাকৃতিক সৌন্দর্য 😱😱😱
গ্রামের দৃশ্য

23/11/2024

আবার আসিব ফিরে - জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; - রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে -

20/11/2024

"ঈগল—প্রকৃতির সেরা শিকারি, যার দৃষ্টিতে লক্ষ্যভেদ করার অদম্য ক্ষমতা।"

19/11/2024

"নদী পার হয়ে গরু নিয়ে মাঠের পথে রাখাল: গ্রামীণ জীবনের সুন্দর মুহূর্ত"
#গ্রামীণজীবন #রাখাল #নদীপাড় #বাংলারপ্রকৃতি #গরুচরানো #বাংলারসৌন্দর্য #গ্রামেরমনোরমদৃশ্য

18/11/2024

"🌟 Taj Mahal – A Timeless Wonder of Love! ❤️
Feel the magic, embrace the beauty.
"মুগ্ধতার প্রতীক তাজমহল – প্রেমের চিরন্তন সাক্ষী"

17/11/2024

"হাঁসের খেলা জলে-স্থলে,প্রকৃতির আপন সুরের তালে।🦆 "

16/11/2024

বলুনতো এই পাখিটির নাম কি ?

16/11/2024

"কোন একদিন সকালে পাখিদের কলকাকলিতে গ্রামের সকাল, যেন শান্তির এক সুরেলা গান। 🌅🐦
প্রতিটি দিন নতুন আশা নিয়ে আসে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য নিজেই গল্প বলে। 🌿✨"

15/11/2024

পাখিরা কত সহজেই মানিয়ে নেয় পরিবেশের সাথে। আমরাও কি তাদের থেকে শিখতে পারি? 🤔🐦 #পাখি #জীবন

14/11/2024

"ঘুঘু পাখি যেন আকাশে ভাসে, চিরকাল শান্তির বার্তা নিয়ে। তার গানে মিশে থাকে প্রাকৃতিক সুখ ও ভালোবাসার অমল ধ্বনি।"

*সাপের খেলা *সাপের খেলা *সাপের খেলা *বাবু সেলাম বারে বার আমার নামটি গয়া বাইদ্যা বাবু -সাপের খেলা –সাপখেলা দেখায় বেদেরা। ...
13/11/2024

*সাপের খেলা *সাপের খেলা *সাপের খেলা *
বাবু সেলাম বারে বার আমার নামটি গয়া বাইদ্যা বাবু -
সাপের খেলা –
সাপখেলা দেখায় বেদেরা। বেদেদের মধ্যে
সাপুড়ে, সওদাগর ও লোকচিকিৎসক নামে তিন
ধরনের পেশাজীবী রয়েছেন। যার মধ্যে
প্রধানতম পেশাজীবী হচ্ছেন সাপুড়ে- যাদের
কেউ কেউ শুধু সাপ ধরে সাপ বিক্রি করে জীবিকা
নির্বাহ করেন। কেউ-বা আবার আকর্ষণীয়
সাপগুলোকে বিভিন্ন কৌশলে বশ করে খেলার
উপযোগী করে তোলেন। এবং সেই
সাপগুলোকে ঝুড়িতে ঢুকিয়ে বাকে ঝুলিয়ে বা
মাথায় করে গ্রামে গ্রামে, হাটে বাজারে ফেরি
করে বেড়ান। আর সুবিধামতো স্থানে সাপ খেলার
আসর জমিয়ে দেন। সেই আসরে তারা একই
সঙ্গে সাপ খেলা দেখিয়ে এবং কিছু লোকচিকিৎসার
গাছ-গাছড়া ও কবিরাজি ঔষধ বিক্রি করে জীবিকা নির্বাহ
করেন।
সাপ খেলা দেখানোর উপাদান ও উপকরণ হিসেবে
সাপুড়েরা সাধারণত লাঠি, বীণ বা বাঁশি, বিভিন্ন ধরনের
গাছ-গাছড়া ব্যবহার করে থাকেন। সে সকল সাপ ফণা
তুলতে পারে সে সকল সাপই খেলা দেখানোর
প্রধান সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
এক্ষেত্রে বিভিন্ন ধরনের গোখরা সাপই
সাপুড়েদের প্রধান অবলম্বন।
সাপ খেলা দেখানোর সময় সাপুড়ের হাতের ও
শরীরের বিভিন্ন ভঙ্গি করে। সাপকে নিয়ন্ত্রণ
করা ও দর্শককে আকৃষ্ট করে আসরে দাঁড়
করিয়ে রাখা এই তাদের উদ্দেশ্য।

*কুপি *কুপি যখন গ্রাম বাংলার গৃহে গৃহে ইলেক্ট্রিসিটি পৌছোয়নি তখন সন্ধ্যা বা সাঁঝের পর কুপির আলো ছাড়া আর কোনো পথ ছিলোনা। ...
12/11/2024

*কুপি *
কুপি যখন গ্রাম বাংলার গৃহে গৃহে ইলেক্ট্রিসিটি পৌছোয়নি তখন সন্ধ্যা বা সাঁঝের পর কুপির আলো ছাড়া আর কোনো পথ ছিলোনা। সেই অতি প্রয়োজনীয় কৃপি আজ বিলীন হওয়ার পথে। একটা সময় ছিল যখন বাহারি ধরনের কুপিই ছিল মানুষের অন্ধকার নিবারণের একমাত্র অবলম্বন। কিন্তু কালের গহবরে কুপি বাতির স্থান দখল করে নিয়েছে বৈদ্যুতিক বাল্ব, চার্জার, হ্যারিকেনসহ আরো অনেক কিছুই। ফলে ক্রমে বিলীন হয়ে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যময় এই নিদর্শনটিও। কুপিগুলি ছিলো নানা ধরণের।কোনটি ছিল মাটির, কোনটি লোহার, কোনটি কাঁচের আবার কোনটি ছিল পিতলের তৈরী।

*ঢেকি *ও ধান ভানিরে ঢেকিতে পাড় দিয়া- আমাদের ঢেকি শিল্প -গ্রাম বাংলার বৌ ঝিদের সেই ধান চাল ভাঙ্গার ঢেকিতেপাড় দেওয়ার ছবি য...
12/11/2024

*ঢেকি *
ও ধান ভানিরে ঢেকিতে পাড় দিয়া- আমাদের ঢেকি শিল্প -
গ্রাম বাংলার বৌ ঝিদের সেই ধান চাল ভাঙ্গার ঢেকিতে
পাড় দেওয়ার ছবি যেন ফুটে ওঠে এ গানটিতে।
ঢেকি আমাদের এই বাংলার ইতিহাস ঐতিহ্যেরই একটি
অংশ। আজকাল গ্রামের বাড়িগুলিতেও খুব কম পরিমান
ঢেকিই চোখে পড়ে অথচ একদিন ঢেকি ছাড়া
একটি বাড়িও কল্পনা করা কঠিন ছিলো। চাল ডাল মসলা
ঢেকিতে ভানতো বাড়ির বৌ ঝিয়েরা। আজ ঢেকিতে
ছাটা শস্যের বদলে এসেছে মিলে ছাটা চাল, ডাল
মসলা। তাই আর আজকাল গ্রামের বাড়িগুলোতে
ঢেকিতে পাড় দেবার ধুপধাপ শব্দও শোনা যায়না ।
শোনা যায়না সেই গান- ও ধান ভানিরে ঢেকিতে পাড়
দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া। তবে ঢেকি
ছাটা চালের কদর এখনও কমেনি কারন ঢেকি ছাটা
চালের উপরের আবরন বা খোসা অন্নু থাকে
যাতে প্রচুর পরিমান ভিটামিন রয়েছে। ঢেকি চালাতে
সাধারনত দুজন লোকের প্রয়োজন হয়।
এক্ষেত্রে সাধারনত মহিলারাই চালায় ঢেকি। একজন
থাকেন বড় কাঠের সাথে লাগানো অংশ যার এক
প্রান্ত উঠে যায় এবং যার পাশে হাত দিয়ে ধরার
নির্দিষ্ট খুটি থাকে এটা পা দিয়ে চাপ দিতে আবার
ছাড়তে হয়। অপরজন থাকেন নির্দিষ্ট গর্তে
যেখানে আঘাতে চাল থেকে ধান বের হয়
সেখানে সতর্কতার সাথে ধান দিতে হয় আবার প্রতি
আঘাতের পর পর ধান নড়াচড়া করে উল্টে পাল্টে
দিতে হয় যাতে সবগুলোতে আঘাত লাগে।

হুক্কাহুক্কা গ্রাম বাংলার অতি প্রাচীন একটি ঐতিহ্য। এটিগ্রামীণ কৃষক থেকে শুরু করে বিত্তবান মানুষেরকাছেও অতি পরিচিত ও অবসর...
08/11/2024

হুক্কা
হুক্কা গ্রাম বাংলার অতি প্রাচীন একটি ঐতিহ্য। এটি
গ্রামীণ কৃষক থেকে শুরু করে বিত্তবান মানুষের
কাছেও অতি পরিচিত ও অবসর কাটানোর মাধ্যম।
কাজের ফাঁকে বা গল্প গুজবের মাঝে বা অবসরে
ধূমপান করার বিশেষ একটি মাধ্যম হুকা। হুক্কা ২
ধরনের দেখা যেত পিতলের বা রুপার তৈরি আর
নারিকেলের মালার মালার সঙ্গে কাঠের দণ্ডের
হুক্কা। বিত্তবান ও অভিজাত শ্রেণীরা ব্যবহার
করতেন পিতল বা রুপার তৈরি হুক্কা আর নিন্মবিত্ত বা
মধ্যবিত্তরা ধূমপায়ীরা ব্যবহার করতেন নারিকেলের
হুক্কা।

পালকী-পালকী চলে দুলকী তালে- পালকীপালকি আগে অভিজাত শ্রেণীর চলাচলের জন্যবিশেষ করে মেয়েদের যাতায়তের জন্য ব্যবহারকরা হত। তব...
08/11/2024

পালকী-
পালকী চলে দুলকী তালে- পালকী
পালকি আগে অভিজাত শ্রেণীর চলাচলের জন্য
বিশেষ করে মেয়েদের যাতায়তের জন্য ব্যবহার
করা হত। তবে বর-কনের পরিবহণ করতে এই
বিশেষ যানটির ব্যবহার উল্লেখ যোগ্য। বাঁশ, কাঠ,
টিন ও লোহার শিক দিয়ে তৈরি পালকি খুব দৃষ্টিনন্দন ও
শিল্প সমৃদ্ধ ছিল তা বলার অপেক্ষা রাখে না। ছয়জন
বেহারা পালকি বহন করত। সেকালে পালকি ছাড়া
বিয়ের সুন্দর আয়োজনটা যেন অসম্পূর্ণ থেকে
যেত। আজ যান্ত্রিক সভ্যতায় যন্ত্রের পরিবহণ
ব্যবস্থার কাছে হারিয়ে গেছে পালকি।
ডুলি বাঁশ ও পাটের দড়ি দিয়ে নির্মিত এক প্রকার ঝুলন্ত
আরামদায়ক পরিবহণ। ডুলি দু জন বেহারা কাঁধে করে
বহন করত। গ্রামের নববধূরা বাবার বাড়ি নায়র করতে
যেতে বা বাবার বাড়ি হতে স্বামীবাড়ি যেত ডুলিতে
চড়ে। বিয়ের দিন কনের সহযাত্রী বা আচল-দি
হয়ে কনের নানী বা দাদী ডুলিতে চড়ে বরের
বাড়ি আসতো। আজ আর নেই সেই বেহারা আর
ডুলি। সব কালের গর্ভে হারিয়ে গেছে।

Address

Birganj
Dinajpur
5220

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেড ইন বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dinajpur

Show All