ɪᴛꜱ ᴛᴏᴡ ʙʀᴏᴛʜᴇʀ

ɪᴛꜱ ᴛᴏᴡ ʙʀᴏᴛʜᴇʀ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ɪᴛꜱ ᴛᴏᴡ ʙʀᴏᴛʜᴇʀ, Digital creator, dinajpur, Dinajpur.

01/06/2024

ভালোবাসা বুঝি এমনি হয় 🥲😥

আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক কে হারালাম..যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেন নি..আল্লাহ তাকে জান্নাত...
28/05/2024

আমরা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী শাসক কে হারালাম..যিনি কখনো পশ্চিমা অপশক্তির কাছে মাথা নত করেন নি..
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক -আমীন ❤️

24/04/2024

তাসনিয়া ফারিনের গান ইমরানের সুরে






18/04/2024

শালি আর দুলাভাই কথা বলতেছে
শালির নাম “খুশি”
এমন সময় বিদ্যুৎ চলে গেল
দুলাভাই শালিকে জড়িয়ে ধরল
শালি বলে দুলাভাই আমি “খুশি”
দুলাভাই বলে আমিও খুশি😊

27/03/2024

ভালবাসার মানুষটার পাশে অন্য কাউকে দেখলে তা সহ্য হয়না ɪᴛꜱ ᴛᴏᴡ ʙʀᴏᴛʜᴇʀ

18/03/2024
Rishad 🔥💖Hasarangas new dady🤡🫡৫ চার ও ৪ ছয়ে ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস রিশাদের 🔥
18/03/2024

Rishad 🔥💖
Hasarangas new dady🤡🫡
৫ চার ও ৪ ছয়ে ১৮ বলে ৪৮ রানের
ঝড়ো ইনিংস রিশাদের 🔥

বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগল...
09/03/2024

বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্ত গুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয় , আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি ।“তুমি ভুল ছিলে” যদি আমাকে এতোটাই ভালোবাসতে তাহলে কেনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো, জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না, আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে।
আর আমি নাহয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম, তোমার প্রিয়জনের জন্য, আমার একটাই মিনতি তার সাথে এমন কোন গল্প শুরু করো না, যার শেষ তুমি না করতে পারো “ভালো থেকো তুমি” ইতি তোমার প্রাক্তন ।................
ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেঁচো না, যে এখনো তোমায় আমি বোকার মতো “ভালোবাসি” ভীষণ ভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যইতো তোমার থেকে রুপে, গুণে, চরিত্রে, ব্যবহারে, হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও, গ্রহণ করতে পারি না আর ইচ্ছে হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর না দিয়েছি।
বন্ধুদের সাথে দিব্বি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু, রাগ করলে সরি বলেনা তারা, বলে বাড়ি এসে মারবো কিন্তু, না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা ।এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম, ভাবতেই অবাক লাগে কতোটা বোকা ছিলাম আমি, ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে ভুলার পাত্র আমি না।আমি চাইনা আমাদের আর কখনো দেখা হোক, আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে, আর কখনো এটা চিন্তাও করো না, যে আমি ভালো নেই, আমি আমাকে নিয়ে খুব ভালো আছি।এখন কারো জন্য আমার আর নিচু হতে হয় না, কারো মন রাক্ষা করতে হয়না, কেউ কিছু মনে করলো কিনা ভাবতে হয়না, এক কথায় আমি এখন অনেক ভালো আছি, একা থাকতে শিখে গিয়েছি, এখন সব সময় মুখে একটা মৃদু হাঁসি থাকে।....................
আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে, কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন, কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন, যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না, আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না।যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য, তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে, আমাদের মতো কিছু মানুষ বোকার মতো, তাদেরকে আমাদের জীবনে আশ্রয় দেয়।
তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি, তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনি তারা আমাদের জীবন থেকে চলে যায়, এই মানুষ গুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময় গুলো নষ্ট করি, যা নিছেক বোকামি ছাড়া আর কিছুই না।আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্যকেউ আমাদের ভালো রাখতে পারবেন না, স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না, অন্যের উপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না, প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ।...............একদিন তাকে জিজ্ঞাস করেছিলাম, আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে, উত্তরে যখন সে বললো, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাবো, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না।এই উত্তরে আমি রীতিমতো অবাক, এতো সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না, সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিলো আমি অমূল্য রতন পেয়ে গেছি।একদিন সে আমাকে কপি করতে থাকলো, আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সেও সেটাই কপি করতে লাগলো, তার পর আমি তাকে বললাম এই তোকে একটা থাপ্পড় দিবো, সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলছে, তারপর আবার সাথে সাথে সরি, সরি বলতে লাগলো।
কারণ সে আমাকে কখনই তুই তুকারি করে না এবং আমাকে ছোটো করে অসম্মান করে কোনো কথা বলে না, ওইদিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনে মতো একটি মেয়ে পেয়ে গেছি, একদিন আমার জ্বর ও ঠাণ্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম, তখন সে আমাকে একটি কথা বলেছিলো।
ওইদিন ভেবেছিলাম আমার কিছু হলে, এই পৃথিবীতে অন্যকেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকি কষ্ট পাবে, আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকি করবে, আমাকে সাহায্য করতে না পারার কারনে।
সেদিন কলটা কেটে, তার পর ও আমাকে একটা ম্যাসেজ পাঠায়, ম্যাসেজে বলেছিলো “আপনি এভবে কথা বলবেন না আমার ভয় লাগে” অনেক রাগের মধ্যে থেকেও ছোটো একটি হাঁসি দিলাম, এর পর আবার আমাকে কল দিলো, তখন আমি স্বাভাবিক ভাবেই কথা বলেছিলাম।
কিন্তু এতো কিছুর পরেও রিলেশনটা আর রইলো না, শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে, সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করতো, যা দেখে আমার মনে হতো, সে আর রিলেশনটা রাখতে চাচ্ছেনা, হয়তো আমার ধারণাটা ভুল ছিলো, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিলো। 😥😥😥😥

😘🥰༊••༅༅জীবন’টা সেই মানুষের সাথে কাটানো❥••༅༅🌸●─༅༅উচিত●─༅༅🌸••࿔࿔۵༅যার চেহারা থেকে মন’টা অনেক༅••ღ🌸🖤❥••ღসুন্দর࿐۵🥰😘❤          ...
03/03/2024

😘🥰༊••༅༅জীবন’টা সেই মানুষের সাথে কাটানো❥••༅༅
🌸●─༅༅উচিত●─༅༅🌸
••࿔࿔۵༅যার চেহারা থেকে মন’টা অনেক༅••ღ🌸🖤
❥••ღসুন্দর࿐۵🥰😘❤ ゚viralシ

03/03/2024

ɪᴛꜱ ᴛᴏᴡ ʙʀᴏᴛʜᴇʀ

Address

Dinajpur
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ɪᴛꜱ ᴛᴏᴡ ʙʀᴏᴛʜᴇʀ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share