TibRo Islam Mamun

TibRo Islam Mamun Assalamualaikum

14/01/2024

টুপি ওয়ালাদের পিছনে লাগবা"তো"দুনিয়া ও বরবাদ,আখেরাত ও বরবাদ!!!
- মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী[হাফিঃ]

09/01/2024

মানুষ বলে, যার বাড়ি-গাড়ি আছে সেই সফল!
কুরআন বলে,"যে নিজেকে শুধরে নিয়েছে সেই সফল।"
আলহামদুলিল্লাহ্
[সূরা আশ-শামসঃ ৯]

07/01/2024
জুমা পড়া শেষে বাড়ি ফিরে গিয়ে আমার নাকে সুবাস আসে সদ্য পাকানো ভুনা গোশতের,গাযা|বাসীর আর বাড়িটা নেইসঙ্গে খাবার দূরে থাক- প...
13/10/2023

জুমা পড়া শেষে বাড়ি ফিরে গিয়ে
আমার নাকে সুবাস আসে
সদ্য পাকানো ভুনা গোশতের,

গাযা|বাসীর আর বাড়িটা নেই
সঙ্গে খাবার দূরে থাক- পানিও নেই,
বাতাসে ভেসে আসে ঘ্রাণ তাজা র//ক্তের!

- Mushfik Rahman ভাই

যে নযর হেফাজত করলো না— সে, না পেলো লায়লাকে, না পেলো মাওলাকে। - মাওলানা মুফতী শফী ছাহেব
30/09/2023

যে নযর হেফাজত করলো না— সে, না পেলো লায়লাকে, না পেলো মাওলাকে।

- মাওলানা মুফতী শফী ছাহেব

অশ্রু কখন সফল জানেন? — যখন তা রবের সামনে প্রবাহিত হয়। যেমন: জায়নামাজে, তেলাওয়াতে, কিয়ামুল লাইলে।কথা: সংগৃহীত।
29/09/2023

অশ্রু কখন সফল জানেন?
— যখন তা রবের সামনে প্রবাহিত হয়। যেমন: জায়নামাজে, তেলাওয়াতে, কিয়ামুল লাইলে।
কথা: সংগৃহীত।

কিছু একাকিত্ব নিয়ামত🖤
29/09/2023

কিছু একাকিত্ব নিয়ামত🖤

ইয়া রব!তাক্বদিরে যা রাখোনি, ক্বলবে তা রেখো না। ❤️‍🩹
28/09/2023

ইয়া রব!
তাক্বদিরে যা রাখোনি, ক্বলবে তা রেখো না। ❤️‍🩹

একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হচ্ছে উত্তম নারী।~[সুনানে আবু দাউদঃ ১৬৬৪]
27/09/2023

একজন পুরুষের সবচেয়ে মূল্যবান সঞ্চয় হচ্ছে উত্তম নারী।
~[সুনানে আবু দাউদঃ ১৬৬৪]

26/09/2023

বাদশা হারুনুর রশিদের ১৬ বছরের পুত্র
প্রায় সময় কবরস্থানে গিয়ে বলত-

“হে বন্ধু। দুনিয়ার নিয়ামত দ্বারা ধোকায় পড়িও না। জীবন শেষ হইতেছে আর এই নিয়ামত খতম হইয়া যাইবে। যখন তুমি কোন জানাযা লইয়া কবরস্হানে যাও তখন চিন্তা করিয়া থাকিও যে, এমনিভাবে তোমার জানাযা ও উঠানো হইবে।”

আশেপাশের লোকের বাকা কথা তোমার অন্তরে ক্ষতের সৃষ্টি করে?রাতের আধারে বিষন্নতা তোমাকে কাদায়?দু'আ করো,তবে সবরের বাধ ভাঙে কখন...
25/09/2023

আশেপাশের লোকের বাকা কথা তোমার অন্তরে ক্ষতের সৃষ্টি করে?
রাতের আধারে বিষন্নতা তোমাকে কাদায়?
দু'আ করো,তবে সবরের বাধ ভাঙে কখনো?
পৃথিবীর মতো তোমার ধরায় বর্ষণ নামে?
তবুও তুমি শুকরিয়া করো হারাম তোমাকে ছুতে পারেনি বলে।
তুমি অপেক্ষা করো পবিত্রতার,
এখন তোমার জন্য একাকিত্ব সুন্দর,
একাকিত্ব কল্যাণকর✨

সত্যিকারের তাওবা এক বিশাল জগতের সদর দরজা। আমাদের উচিত কালবিলম্ব না করে এখনই এই দরজায় পা রাখা। তাওবার পথ ধরে নিমিষেই পৌঁছ...
11/08/2023

সত্যিকারের তাওবা এক বিশাল জগতের সদর দরজা। আমাদের উচিত কালবিলম্ব না করে এখনই এই দরজায় পা রাখা। তাওবার পথ ধরে নিমিষেই পৌঁছে যেতে পারব রাব্বে কারীমের অন্তহীন এক ক্ষমার জগতে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।

রাসূলুল্লাহ ﷺ-কে নিয়ে কেউ ব্যঙ্গ বা বেয়াদবি করলে জনসচেতনতা সৃষ্টির জন্যও তা প্রচার করা জায়েয নেই। কেউ বিশেষ সফটওয়্যারের ...
07/08/2023

রাসূলুল্লাহ ﷺ-কে নিয়ে কেউ ব্যঙ্গ বা বেয়াদবি করলে জনসচেতনতা সৃষ্টির জন্যও তা প্রচার করা জায়েয নেই। কেউ বিশেষ সফটওয়্যারের সাহায্যে আপনার মা, বোন বা স্ত্রীকে নিয়ে ভুয়া প--র্ন ভিডিও বানালে প্রতিবাদ করতে গিয়ে আপনিও কি সেই ভিডিওর প্রচারে শরিক হবেন? টাইমলাইনে ভিডিও শেয়ার করে জনগণকে সত্যটা জানাবেন? উত্তর নিশ্চয়ই না। রাসুলুল্লাহ ﷺ-এর ইজ্জত যে সবকিছুর চাইতে দামী, তা নিশ্চয়ই আপনার অজানা নয়। তাহলে প্রতিবাদ জানানো বা জনসচেতনতা সৃষ্টি করতে গিয়েও মানহানিমূলক কন্টেন্ট প্রচারের ভাগীদার হবেন না।
এক না**স্তি**ক রাসুলুল্লাহ ﷺ-এর শানে নিয়মিত গো**স্তা**খি করে যাচ্ছে। আপনারা তার পেইজ কেন ফলো করে রেখেছেন? কেন ভিডিওতে গিয়ে কমেন্ট করছেন? আপনার রিয়েক্ট, কমেন্ট ও শেয়ারের কারণে তার রিচ বাড়ছে। আরও অধিক সংখ্যক লোকের নিকট তার কন্টেন্ট পৌঁছছে। পারলে এমন কোনো পদক্ষেপ নিন, যাতে তার ভিডিওগুলোই আর প্রচারিত না হয়। সে বাকস্বাধীনতার নামে মুসলিম উম্মাহর ধর্মানুভূতিতে আঘাত করে যেভাবে উন্মাদনা করছে, এখন কেউ বিপরীত প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার পেইজও যদি ডিজেবল করে দেয়, তবে সেটা না টিট ফর ট্যাট হয়। কিন্তু এখন আসলে কী হচ্ছে? ইচ্ছায় বা অনিচ্ছায় আপনারা তাকে পরিচিত করছেন। লাইমলাইটে আনছেন। অন্যান্য না**স্তি**করাও তার রিচ দেখে উৎসাহিত হচ্ছে। প্রচারেই প্রসার এই মূলনীতির আলোকে বলা যায়, আপনাদের নেতিবাচক প্রচারণার দ্বারাও তার কন্টেন্টের প্রসারই হচ্ছে। এভাবে তার গোল পূরণ হচ্ছে, লক্ষ্য অর্জিত হচ্ছে।
ডিবেট করাও সমাধান নয়। সবার জন্য ডিবেট নয়। ড. আব্বাসির ডিবেটের বরকতে আজ নিঝুম সারাদেশে পরিচিত; অথচ এই লোকটাকে আগে আমাদের ঘরানায় চিনত কে? সালাফে সালিহিনের ইতিহাসে এসব গো**স্তা**খে রাসুলের সঙ্গে ডিবেটের কোনো নজির আছে? নেগেটিভ মার্কেটিংও তো মার্কেটিংই। আরবিতে প্রবাদ আছে, 'আমিতুল বাতিলা বি তারকি যিকরিহি'। বাতিলকে নিশ্চিহ্ন করে দাও এর আলোচনা পরিহার করে। ওরা চায়ই আলোচিত হতে। এই সুযোগ ওদের দেওয়া বোকামিই হবে।

—মুফতি আলী হাসান উসামা (হাফি)

হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে
02/08/2023

হে মানুষ, তোমার রব পর্যন্ত (পৌঁছতে) অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ পাবে

→মানুষ"খালি হাতে আসে । তারপর দুনিয়ার সবকিছু পেতে চায় । তারপর সবকিছু ছেড়ে, খালি হাতে চলে যায় । তারপর সবকিছুর জন্য হিস...
02/08/2023

→মানুষ

"খালি হাতে আসে । তারপর দুনিয়ার সবকিছু পেতে চায় । তারপর সবকিছু ছেড়ে, খালি হাতে চলে যায় । তারপর সবকিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়।"

- শায়খ আতিক উল্লাহ হাফিঃ

~জুমার নামাজে যাওয়ার প্রতি কদমে এক বছরের (নফল) নামাজ ও রোজার সওয়াব পাবেন যেভাবে:
28/07/2023

~জুমার নামাজে যাওয়ার প্রতি কদমে এক বছরের (নফল) নামাজ ও রোজার সওয়াব পাবেন যেভাবে:

‘আয়িশাহ্‌ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ বলেছেন : “একদল লোক সর্বদা প্রথম কাতার থেকে পিছনের দিকে সরতে থাকবে। ফলে আল্লাহও ত...
27/07/2023

‘আয়িশাহ্‌ রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ ﷺ বলেছেন :

“একদল লোক সর্বদা প্রথম কাতার থেকে পিছনের দিকে সরতে থাকবে। ফলে আল্লাহও তাদেরকে জাহান্নামের পিছন দিকে রাখবেন।”
- সুনানে আবু দাউদ, ৬৭৯

যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত আদায় করে নাও 💚
25/07/2023

যেখানেই সালাতের সময় হবে সেখানেই সালাত আদায় করে নাও 💚

ঘুমানোর সুন্নত সমূহ মেনে ঘুমান। তাহলে ঘুমের মাঝে কোনো সমস্যা হবে না, দুঃস্বপ্ন দেখবেন না। এবং ঘুমটা সওয়াবের অন্তর্ভুক্ত ...
24/07/2023

ঘুমানোর সুন্নত সমূহ মেনে ঘুমান। তাহলে ঘুমের মাঝে কোনো সমস্যা হবে না, দুঃস্বপ্ন দেখবেন না। এবং ঘুমটা সওয়াবের অন্তর্ভুক্ত হবে, ইনশাআল্লাহ।

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃনবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন তার অন্য কোন ভাইয়ের প্রতি ...
24/07/2023

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যেন তার অন্য কোন ভাইয়ের প্রতি অস্ত্র উঠিয়ে ইশারা না করে। কারণ সে জানে না হয়ত শয়তান তার হাতে ধাক্কা দিয়ে বসবে, ফলে (এক মুসলিমকে হত্যার কারণে) সে জাহান্নামের গর্তে পতিত হবে।[মুসলিম ৪৫/৩৫, হাঃ ২৬১৭] (আধুনিক প্রকাশনী- ৬৫৭৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৯২)

সহিহ বুখারী, হাদিস নং ৭০৭২

যে শিক্ষা তোমাদেরকে হালাল-হারামের শিক্ষাই দিতে পারলো না, আল্লাহর বিধানের উপর মনগড়া যুক্তিকে স্থান দিতে শেখায় যে শিক্ষা, ...
23/07/2023

যে শিক্ষা তোমাদেরকে হালাল-হারামের শিক্ষাই দিতে পারলো না, আল্লাহর বিধানের উপর মনগড়া যুক্তিকে স্থান দিতে শেখায় যে শিক্ষা, সে শিক্ষার দুই পয়সার মূল্যও আল্লাহর কাছে নেই।

সুবহানআল্লাহ।
23/07/2023

সুবহানআল্লাহ।

নাবী ﷺ এর সুন্দর নাম সমূহ ✨
23/07/2023

নাবী ﷺ এর সুন্দর নাম সমূহ ✨

আপনি ভেবেছেন স্ত্রীকে নিয়ে সেলফি তুলেফেসবুকে পোস্ট করলেই আপনি স্মার্ট?
22/07/2023

আপনি ভেবেছেন স্ত্রীকে নিয়ে সেলফি তুলে
ফেসবুকে পোস্ট করলেই আপনি স্মার্ট?

Address

UTTAR BALUYADANGA
Dinajpur
5200

Telephone

+8801317194660

Website

Alerts

Be the first to know and let us send you an email when TibRo Islam Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TibRo Islam Mamun:

Videos

Share

Nearby media companies



You may also like