মাদারগন্জ,ঠাকুরগাঁও ।

মাদারগন্জ,ঠাকুরগাঁও । দিন বদলের চেষ্টায়

তারা তাদের জীবনের সেরা সময় পার করছে।
28/10/2024

তারা তাদের জীবনের সেরা সময় পার করছে।

04/09/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِى كَافِرًا أَوْ يُمْسِى مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا

অন্ধকার রাতের মত ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রভি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে দেবে।

সহীহ মুসলিম, হাদীস ১১৮, জামে তিরমিযী, হাদীস ২১৯৫

28/08/2024

প্রিয় স্যার
ভুল হলে ক্ষমা করবেন। 🙏 বাধ্য হয়ে লিখতে হলো। আমার অর্জিত অধিকার ঘুষের মাধ্যমে আমাকে আদায় করতে হবে?🙂
দুর্নীতি তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখছি,তো বড়ো হয়ে দুর্নীতি করবো না?
যেমন ধরুন :
১. প্রশংসা পত্র তুলতে ২০০/৬০০ টাকা
২.মার্কশীট তুলতে ২০০/৭০০ টাকা
৩. অর্জিত সার্টিফিকেট তুলতে ১০০০ টাকা
৪. ফর্ম ফিলআপ বোর্ড ফির চেয়ে ডাবল নেওয়া
৫.ভর্তি ফি বেশি নেওয়া হয়
৬. রেফারেন্স অনুযায়ী উপবৃত্তি দেওয়া
৭. রেজিষ্ট্রেশন ফি বেশি নেওয়া
৮. পরীক্ষার ফি বেশি করে নেওয়া।
এই ছোটখাটো দুর্নীতি ই তো আমাদের বড় বড় দুর্নীতি করতে শেখায় স্যার। আপনাদের লেকচার এবং কর্মের মধ্যে বিশাল পার্থক্য । স্যার এটা কি জানতে পারি এগুলো বাংলাদেশের সংবিধানের কত নং অধ্যায়, ধারা ও অনুচ্ছেদে উল্লেখ আছে? সুশীল শিক্ষা!
এটা কি পরিবর্তন করা উচিত নয়?
প্রতিবাদ নয় স্যার। জানতে চাওয়া মন🙂
মাফ করবেন স্যার।

22/08/2024

পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি,উদ্ধারকাজে বাসের ভাড়া অর্ধেক, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে।

শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো।

জেগে উঠেছে নতুন বাংলাদেশ - সারা দেশের মানুষের মাঝে আজ তৈরী হয়েছে এক অভূতপূর্ব ঐক্য।

22/08/2024

যার ঘর তলিয়ে গেছে, তার দেশ তলিয়ে গেছে। তার কাছে পুরো পৃথিবীই তলিয়ে গেছে।

নিখোঁজ সংবাদ,,,,ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর সারালী এলাকার দেব চরনের শিশু কন্য "পপী রানী" (১৪) গত ১৭ই আগষ্ট শনিবার নিজ ...
20/08/2024

নিখোঁজ সংবাদ,,,,
ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর সারালী এলাকার দেব চরনের শিশু কন্য "পপী রানী" (১৪) গত ১৭ই আগষ্ট শনিবার নিজ এলাকা থেকে নিখোঁজ হয়।
যদি কেও সন্ধান পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করুন--01773222936.

06/08/2024

প্রশংসা পত্র ২০০ টাকা
সার্টিফিকেট তুলতে টাকা।
টাকা নাই কম দিতে চাইলে অকথ্য ভাষা ।

ব্যবসা প্রতিষ্ঠান বানাই রেখেছে।

ব্যবসায়ী



চেক কমেন্ট

06/08/2024

সাকিবের কপাল এইবার এমপি হইলো
এইবারে শেষ। 😁

05/08/2024

সংসদ এর ভিতরে ছাত্রদের গণ কবর।
বই খাতা সহ

05/08/2024

আন্দোলনে যেমন হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান ভেদাভেদ ছিল না।তেমনই স্বাধীনতার পর ও যাতে এই ভেদাভেদ সৃষ্টি না হয়।।।

05/08/2024

হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর ফন্দিতে আছে দেশের বিভিন্ন জেলায়! মুসলিম ভাইরা আপনার বাড়ির কাছের হিন্দু বাড়ি ও মন্দির রক্ষা করুন, কোনো ভাবেই ভুল করার সুযোগ নেই, সবাই এক ও অভিন্ন ।

05/08/2024

নেতার তো ভিসা রেডি, পালানোও শেষ।
এদিকে এলাকার সহ-সভাপতির জন্মনিবন্ধনে বাপের নাম ভুল।।তোদের জন্য মায়া লাগে 😄😄

05/08/2024
05/08/2024

মোবাইল ডাটা দিয়ে ফেসবুক youtube চালানো

প্রথমে flight mood
তারপর flight mood অফ করে 2g দিয়ে vpn কানেক্ট করবেন তারপর 4g করে দিবেন...

17/07/2024

আপনাদের অপেক্ষায় ছিলাম!
আপনারাই আমাদের শক্তি, আমার সাহস, আমাদের অনুপ্রেরণা ।।

📍হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা।

দেশের সকল মাদ্রাসার ছাত্ররা মেনে আসুন। আগামীকালের কর্মসূচিকে সর্বোচ্চ সফল করুন।

17/07/2024

আগামীকাল বৃহস্পতিবার ১৮ই জুলাই ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আনদোলন, ঠাকুরগাঁও এর কর্মসূচি:

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করা হল।

এই ঘোষণায় জানানো হলো, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোন প্রতিষ্ঠানের দরজা খুলবে না, এ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোন গাড়িও চলবে না।

ঠাকুরগাঁওয়ের প্রতিটি স্কুল, কলেজ, মাদরাসা সহ সকল শিক্ষার্থীদের প্রতি এই কর্মসূচি সফল করার আহবান জানানো হচ্ছে।

আমরা আগামীকাল সকাল ১০ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে সকলে মিলিত হব এবং বড় মাঠ হতে ঠাকুরগাঁও চৌরাস্তায় শাট ডাউন কর্মসূচি পালন করব।

Address

Dinajpur
5200

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদারগন্জ,ঠাকুরগাঁও । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share