আমাদের ফুলবাড়ী

আমাদের ফুলবাড়ী আমাদের ফুলবাড়ী সর্বদা আমাদের কথা বলে?
(5)

দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিজ হাতে পুরণ করছেন সাবেক সফল মন্ত্রী ৭ বারের লাগাতার সাংসদ জননেতা অ্যাডভোকেট বীর ...
20/11/2023

দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিজ হাতে পুরণ করছেন সাবেক সফল মন্ত্রী ৭ বারের লাগাতার সাংসদ জননেতা অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান এমপি মহোদয়। ছবি-সংগৃহিত।

20/11/2023

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বটতলী মোড় হইতে সুজাপুর সুরেশ পাবলিক লাইব্রেরী পর্যন্ত রাস্তাটির কার্পেটিং এর কাজ শুরু হয়েছে।

19/11/2023

শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নিয়েন না।

19/11/2023

আইসিসির দিকে তাকিয়ে ভারত........ চালকের আসনে অস্ট্রেলিয়া!! 208/6 42.2 ওভার

18/11/2023

আজকের খেলার লাইভ

18/11/2023

ব্যারিস্টার সুমনের আগমনে ফুলবাড়ী লোকে লোকারণ্য.. খেলাটি লাইভ দেখতে এই পেজ এ ফলো দিয়ে রাখুন।

সরকারি কলেজ মাঠে আজকের প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে ব্যরিস্টার সুমন ইসলামের আগমন।
18/11/2023

সরকারি কলেজ মাঠে আজকের প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে ব্যরিস্টার সুমন ইসলামের আগমন।

আগামীকাল বিকাল ৩ঘটিকায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী বনাম বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফু...
17/11/2023

আগামীকাল বিকাল ৩ঘটিকায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী বনাম বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুলবাড়ী একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ।
আপনারা সকলেই আমন্ত্রিত।উল্লেখ্য ইতিমধ্যে ব্যারিষ্টার সুমন ইসলাম একাডেমীর ফুটবলার সুদুর সিলেটের হবিগঞ্জের চুনুরাঘাট থেকে ফুলবাড়ী এসে পৌছেছে।

15/11/2023

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ৭ ই জানুয়ারী 2024 রোজ রবিবার।

14/11/2023

মাইকিং হচ্ছে আগামীকাল রহিম ভাইয়ের মাংসের দোকানে ৫৮০ টাকায় গরুর মাংস!!! গরু সুস্থ্যতো?

12/11/2023

ইন্ডিয়ান আলু কম দাম দামে পাওয়া গেলেও আবার বাড়তি দেশি আলুর দাম। ৪০ টাকা থেকে বেড়ে বর্তমানে ৪৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

10/11/2023
ফুলবাড়ী বটতলী মোড় হইতে সুজাপুর সুরেশ পাবলিক লাইব্রেরী পর্যন্ত রাস্তার বাঁকী কাজ কবে নাগাদ শেষ হবে... জানতে চায় ওই রাস্তা...
07/11/2023

ফুলবাড়ী বটতলী মোড় হইতে সুজাপুর সুরেশ পাবলিক লাইব্রেরী পর্যন্ত রাস্তার বাঁকী কাজ কবে নাগাদ শেষ হবে... জানতে চায় ওই রাস্তায় প্রতিদিন যাতায়াত করতে করতে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যাথাসৃষ্টি হওয়া ব্যাক্তিগণসহ সকলে। নাকি ঠিকাদার পালিয়ে গেছে? কেউ আবার বলছে ভোটের আগে আর এই রাস্তা হবে না?

06/11/2023

টিটির মোড়ের কয়েকটি সবজির দোকানদার বাজার থেকে কেজি প্রতি ৫/১০ টাকা বেশি মূল্যে পণ্য বিক্রয় করছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

04/11/2023

স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত করে হরতাল অববোধের মত ধ্বংসাত্মক কর্মসূচিকে কি আপনি সমর্থন করেন? হ্যাঁ অথবা না লিখে আপনার মতামত জানান।

অসময়ের শীতকালিন সবজি খাচ্ছেন সাবধান হয়ে যান... ফুলকপির সিজনে ফুলকপি রান্না করার পর মুখে দিলে গলে যায় অথচ এসময়কার ফুলকপি ...
03/11/2023

অসময়ের শীতকালিন সবজি খাচ্ছেন সাবধান হয়ে যান... ফুলকপির
সিজনে ফুলকপি রান্না করার পর মুখে দিলে গলে যায় অথচ এসময়কার ফুলকপি মুখে দিলে কেমন যে বিস্বাদ লাগে কারণ শুধুমাত্র উচ্চ ক্ষমাতসম্পন্ন কীটনাশক ব্যবহারের উপরই উৎপাদিত হয়েছে এসব ফুলকপি পাতাকপি, সীম। এসব খাওয়া আর বিষ খাওয়ার মধ্যে তেমন কোন পার্থক্য নেই। এই হয়তো সঙ্গে সঙ্গে শরীরে বিষক্রিয়া ছড়াচ্ছে না কিন্তু দীর্ঘমেয়াদে আপনার শরীরের অনেক বড় ধরনের ক্ষতি করতেছে। তাই অসময়ের এসব সবজি খাওয়া থেকে বিরত থাকুন। বেগুন কথাই আছি..একময় বেগুন আবাদ হতো জমির যে কোন এক কোনার মাটি গর্ত করে কেটে গোটা জমিতে ছিটিয়ে দিয়ে এবং কিছু জৈব পদার্থ ব্যবহার করে তখন কোন রাসায়নিক সার কিটনাশক এসব ব্যবহার করা হতো না। বেগুনোর ফলনও হতো বাম্পার। এত বেশি ফলন হতো যে, বিক্রি করার লোক পাওয়া যেত না। বর্তমানে রাসায়নিক সার ও কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বেগুনের পূর্বের মতো আর সেই স্বাদ নেই। কীটনাশক কোম্পানীর প্যাকেটের গায়ে লেখা আছে এই ঔষুধটি ব্যবহারের ১৫ দিনের আগে ফসল বাজারজাত করা যাবে না। অথচ প্রতিটি ফসল কপি, বেগুন, করলা, সীম, লাউ থেকে শুরু করে যাবতীয় সবজিতে আগের দিন বিকেলে কীটনাশক স্প্রে করে পরদিন সকালে বাজারজাত করা হচ্ছে। তাই পরিশেষে আমরা বলতেই পারি প্রতিদিন আমরা সবজি নয় বীষ খাচ্ছি যা ধীরে ধীরে আমাদের মানব শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাধতেছে।

৩৬ টাকার এক টাকা বেশি নিলে খবর আছে.. আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের অভিযানে ফুলবাড়ীতে কাচা মালের দোকানে আ...
02/11/2023

৩৬ টাকার এক টাকা বেশি নিলে খবর আছে..
আলুর দাম সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের অভিযানে ফুলবাড়ীতে কাচা মালের দোকানে আলু বিক্রেতাকে আলুর দাম প্রসঙ্গে এ কথা বলেন, সহকারী কমিশনার ভূমি(মুহম্মদ জাফর আরিফ চৌধুরী)।
আলু ক্রেতারা যারা ৩৬ টাকার বেশি দাম চাচ্ছে তারা সরাসরি উপজেলা প্রশাসনকে অবহিত করুন।

01/11/2023

ডিসিদের নির্দেশ দেওয়ার পরও শুরু হয় নি কোল্ড ষ্টোরেজ থেকে সরকারি দামে আলু বিক্রয়ের প্রক্রিয়া। দাম বৃদ্ধি অব্যাহত্।

30/10/2023

অবশেষে আলু এবং ভারত নয় অন্য দেশ থেকে কমদামে পেয়াজ আমদানির সিন্ধান্ত নিলো সরকার। দেখা যাক বাজারে এর কি প্রভাব পড়ে?

30/10/2023

গতকাল রাতে ভারতীয় এলসি নিম্নমানের পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে কিনলাম। আজকের বাজার কত?

27/10/2023

আলুর দামে রেকর্ড-
আজ ফুলবাড়ী বাজারে পাঠনাই আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র ৭০ টাকা দরে।

24/10/2023

তোদের আর বিশ্বকাপ খেলতে হবে না ভাই.... দয়া করে তোরা ফিরে আয়...

ফুলবাড়ী পৌরসভার সাবেক কমিশনার সুজাপুর নিবাসী মোঃ আব্দুল মোন্নাফ সরকারের ২য় পুত্র মোঃ আরাফাত হোসেন রানা গতকাল রাতে ঢাকায়...
21/10/2023

ফুলবাড়ী পৌরসভার সাবেক কমিশনার সুজাপুর নিবাসী মোঃ আব্দুল মোন্নাফ সরকারের ২য় পুত্র মোঃ আরাফাত হোসেন রানা গতকাল রাতে ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

20/10/2023

হোটেল ব্যবসায় কি ডেকোরেশনই সব নাকি খাবারের মান এবং দাম সঠিক হওয়া উচিত?

19/10/2023

বাঁচাও ভায়রা ভাই.........

19/10/2023

সাকিববীহিন বাংলাদেশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। সাকিবের পরিবর্তে দলে নাসুম, তাসকিনের পরিবর্তে হাসান মাহমুদ।

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে শেখ রাসেল পদক ২০২৩ গ্রহন করলেন ফুলবাড়ী ক্ষুদে কৃষি উদ্ভাবক সবুজ সরদার। অভিনন্দন সবুজ সরদ...
18/10/2023

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে শেখ রাসেল পদক ২০২৩ গ্রহন করলেন ফুলবাড়ী ক্ষুদে কৃষি উদ্ভাবক সবুজ সরদার। অভিনন্দন সবুজ সরদারকে তার এই অভাবনীয় সাফল্যের জন্য।

13/10/2023

কেমনটা লাগে কন?

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিন...
12/10/2023

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে লাখ টাকা জরিমানা করেছেন সর্বোচ্চ আদালত।
আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যাথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

বাসা ভাড়া দেওয়া হবে। তিন রুম, বাথরুম, কিচেন, ডাইনিংস্থান: নয়াপাড়া মসজিদ সংলগ্ন, কাঁটাবাড়ী, ফুলবাড়ি।যোগাযোগ: 0179013963...
12/10/2023

বাসা ভাড়া দেওয়া হবে।
তিন রুম, বাথরুম, কিচেন, ডাইনিং
স্থান: নয়াপাড়া মসজিদ সংলগ্ন, কাঁটাবাড়ী, ফুলবাড়ি।
যোগাযোগ: 01790139639, 01717435920, 01793041918

বাজারে নিত্যপ্রয়োজনীয় মুল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি-বিক্রেতারা ইচ্ছেমতো দামে বিক্রি করছে, বাজার মনিটরিং বা তদারকির দায়িত্...
11/10/2023

বাজারে নিত্যপ্রয়োজনীয় মুল্যের লাগামহীন মূল্যবৃদ্ধি-বিক্রেতারা ইচ্ছেমতো দামে বিক্রি করছে, বাজার মনিটরিং বা তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা চুপ। পেয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার পরও এসব পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। সাধারণ ক্রেতাদের পক্ষে(যারা সৎভাবে ইনকাম করি) এই মুল্যে ভোগ্যপণ্য কিনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বেগুন ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাচা মরিচ ১৪০ টাকা, আলু ৫০ টাকা, পেয়াজ ৮০ টাকা, ডিম হালি-৫০টাকা, মাছ সর্বনিম্ন ২৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস-১০০০ , দেশী মুরগী ৪৫০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা, জিরা-১২০০ টাকা, আদা-৩০০ টাকা, রসুন-২৫০ টাকা, হলুদ-৩৫০ টাকা, গুড়া মরিচ-৫০০ টাকা, সয়াবিন তেল-১৭৫ টাকা, লবণ-৪০ টাকা, আটা-৫৫টাকা, মুড়ি-৭০ টাকা, চাল-৫৫-৮০টাকা।

10/10/2023

বেলা না ডুবতেই গরু গোয়ালে ফেরা শুরু করেছে...আমরা এখনো আশাবাদী বাঁকীরা ধীরেসুস্থ্যে ফিরবে!!

বাংলাদেশ টসে জিতে বোলিং নিয়েছে... একাদশে ১ পরিবর্তন মাহামুদুল্লাহর পরিবর্তে শেখ মাহাদি ...গুড লাক বাংলাদেশ।
10/10/2023

বাংলাদেশ টসে জিতে বোলিং নিয়েছে...
একাদশে ১ পরিবর্তন মাহামুদুল্লাহর পরিবর্তে শেখ মাহাদি ...
গুড লাক বাংলাদেশ।

আগামীকাল সকাল ১১টায় ধর্মশালায়....আগামীকালের ম্যাচে  সাকিব  ও মেহেদি মিরাজের সঙ্গে শেখ মাহাদিকে তৃতীয় স্পিনার হিসেবে দলে ...
09/10/2023

আগামীকাল সকাল ১১টায় ধর্মশালায়....
আগামীকালের ম্যাচে সাকিব ও মেহেদি মিরাজের সঙ্গে শেখ মাহাদিকে তৃতীয় স্পিনার হিসেবে দলে অন্তর্ভূক্ত করা উচিত। যদিও পিচ দেখে সিদ্ধান্ত নেবে কোচ ও অধিনায়ক, তবে ধর্মশালার উইকেট যদি গত ম্যাচের মত হয় তাহলে অবশ্যই একজন বাড়তি স্পিনার লাগবে। সেক্ষেত্রে তাওহিদ হৃদয় বাদ হতে পারে একাদশ থেকে অথবা তিন ফাস্ট বোলারের পরিবর্তে ১জনকে বাদ দিয়েও হতে পারে একাদশ। আপনাদের মতামত জানান.. কেমন হওয়া উচিত ইংলিশ বধের একাদশ..................?

08/10/2023

আজ অনুষ্ঠিত হচ্ছে আইসিসি বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ। ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার লাগাম টেনে ধরেছে আইসিসি। অস্ট্রেলিয়া স্কোর- ১০ ওভারে ৪৩ ১ উইকেট।

07/10/2023

৪০০ রানের পেছণে ছুটছে দক্ষিণ আফ্রিকা.
শেষ খবর পর্যন্ত- 42.2 ওভাবে 321/3 উইকেটের বিনিময়ে। আপনাদের কি মনে হয় পারবে দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের ১ম ৪০০ রান করতে ।

07/10/2023

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে।
বলতে হবে, আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? ১। সাকিবেরর ১ম ২ উইকেট নাকি ২। মোস্তাফিজ কর্তৃক রহমতুল্লাহ গুরবাজের আউট। ম্যান অফ ম্যাচ মিরাজ হলেও, আজকের জয়ের মূল নায়ক সাকিব। আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন।

07/10/2023

বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছে:
আজকের একাদশ-Tanzid Hasan, Litton Das, Najmul Hossain Shanto, Mehidy Hasan Miraz, Shakib Al Hasan (c), Mushfiqur Rahim (wk), Towhid Hridoy, Mahmudullah, Taskin Ahmed, Shoriful Islam, Mustafizur Rahman
আমার কাছে মনে হয়েছে- মাহমুদুল্লাহ/তাওহিদ হৃদয় এর জায়গায় শেখ মাহাদি বেশি কার্যকরী হতো। আপনাদের কাছে কি মনে হয়?

06/10/2023

আজকের ম্যচে কে জিতবে?
১। পাকিস্তান
২। নেদারল্যান্ড

06/10/2023

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের টসই ফলাফল নির্ধারন করবে। ধর্মশালার উইকেটে ঘাস রয়েছে সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই ম্যাচে ১ম ঘন্টা বোলাররা কিছু বাড়তি সুবিধা পাবে এবং সেটাই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিবে। দ্বিতীয় হাফে উইকেট থেকে বোলাররা বাড়তি কোন সুবিধা পাবে না। তাই বলা যেতেই পারে ধর্মশালায় অনুষ্ঠিত প্রথম ম্যাচে যারা টস জিতে বোলিং নিবে তার শেষ পর্যন্ত জয়ের মুখ দেখবে। আপনারা কি মনে করেন?

Address

Dinajpur
5260

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের ফুলবাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের ফুলবাড়ী:

Videos

Share

Nearby media companies