দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বটতলী মোড় হইতে সুজাপুর সুরেশ পাবলিক লাইব্রেরী পর্যন্ত রাস্তাটির কার্পেটিং এর কাজ শুরু হয়েছে।
শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নিয়েন না।
বেতনসীটের মাসিক প্রতিবেদন পত্রে সই চাওয়ায় প্রধান শিক্ষক কতৃক দপ্তরি কাম নাইটগার্ডকে বেধড়ক মারপীট। ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধা্ন শিক্ষক প্রতিমাসেই দপ্তরির বেতনশীটে অজানা কারণে সই করতে তালবাহানা করেন বলে জানা গেছে। এই ঘটনায় ক্ষুব্দ দপ্তরি আসাদুল তার পরিবারসহ এলাকার শত শত লোকজন এমনকি পার্শ্ববতী হাইস্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষক এমদাদুল হকের বহিস্কার দাবি করেছেন।
সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচার বিরুদ্ধে সাঁওতালদের জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সংসদ সদস্য শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের কবল থেকে সাঁওতালদের জমি, বসবাড়ী, জীবন ও সম্মান রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন ও সংসহতি সমাবেশ।
মাননীয় প্রধানমন্ত্রী উপহারের দেয়া আশ্রয়ন প্রকল্পের ঘরগুলি কারা পাচ্ছে- প্রকৃত ভূমিহীনরা নাকি অন্য কেউ। সাংবাদিক লিমন হায়দারের https://www.facebook.com/limon.haider.79 এর অনুসন্ধানে তেমনি কিছু ভয়ংকর চিত্র ফুটে উঠেছে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মডের হাট ডাঙা আশ্রয়ন প্রকল্পে। যেখানে দেখা গেছে- আশ্রয়ন প্রকল্পের ১৫টি ঘরের মধ্যে থাকে শুধু একটি পরিবার। বাঁকীরা থাকে তাদের আদি বাড়ীতে। অর্থ্যাৎ বাড়ী বা জমি থাকার পরও তারা এসব ঘর বরাদ্দ পেয়েছে। প্রশ্ন হলো- কাদের তদবিরে, কত টাকার বিনিময়ে, যাচাই বাচাই না করে প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে ঘরে দেয়া এসব বাড়ীওয়ালা লোকদের? অবিলম্বে তদন্ত সাপেক্ষে এসব লোকদের কাছ থেকে বাড়ী ফিরিয়ে নিয়ে প্রকৃত ভূমিহীনদের মাঝে বাড়ী বরাদ্দ দেয়া হউক।
হই হই রই রই দেড় লাখ টন কয়লা গেলো কই!
এসে গেল করোনা প্রতিরোধের নতুন উপায়। অফিস, আদালতসহ ব্যবসা প্রতিষ্ঠানে এই পদ্ধতি অবলম্বন করে অনেকটাই করোনা প্রতিরোধ করা সম্ভব। বিঃ দ্রঃ বাঙালীর বুদ্ধির কাছে করোনা অসহায়!!
দিনাজপুরর ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহেব মন্ডল প্রধানমন্ত্রীর বিনামূল্যের আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার কথা বলে ১৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন মর্মে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী এক অসহায় নারী । বিস্তারিতঃ মাই টিভি নিউজ ফুটেজে।
ওয়াজ মাহফিলে নারীদের এমন কূরুচীপূর্ণ রক্তব্য তুলে ধরার কারণেই কি ৭১ টিভি বয়কটের ডাক আসলো?
ওয়াজ মাহফিলে নারীদের এমন কূরুচীপূর্ণ বক্তব্য তুলে ধরার কারণেই কি ৭১ টিভি বয়কটের ডাক আসলো ?
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি-