01/11/2025
বোচাগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
**********************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে-
দিনাজপুরের বোচাগঞ্জে আজ শনিবার ১ নভেম্বর ২০২৫ ইং পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং সিডিএ বোচাগঞ্জের সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব মারুফ হাসান। সমবায়ীদের সমন্বয়ে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জয়নাল আবেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রধান সংগঠক বৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ভক্তরা এ সময় বক্তব্যে বলেন, সমবায় আন্দোলন হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অনন্য। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবং সবার মধ্যে সমতা প্রতিষ্ঠায় সমবায় ব্যবস্থার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে সফল সমবায় সংগঠন ও ব্যক্তিদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং আনন্দঘন।