বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব

বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ আমাদের মূল লক্ষ্য... This page is managed by page admin Rakibul Hasan Mahmud.
(1)

বোচাগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস **********************************মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ ...
01/11/2025

বোচাগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
**********************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে-

দিনাজপুরের বোচাগঞ্জে আজ শনিবার ১ নভেম্বর ২০২৫ ইং পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং সিডিএ বোচাগঞ্জের সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।
র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব মারুফ হাসান। সমবায়ীদের সমন্বয়ে উপজেলা পরিষদ হলরুমের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা জয়নাল আবেদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রধান সংগঠক বৃন্দ।
আলোচনা সভায় উপস্থিত ভক্তরা এ সময় বক্তব্যে বলেন, সমবায় আন্দোলন হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অনন্য। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবং সবার মধ্যে সমতা প্রতিষ্ঠায় সমবায় ব্যবস্থার বিকল্প নেই।
আলোচনা সভা শেষে সফল সমবায় সংগঠন ও ব্যক্তিদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং আনন্দঘন।

26/10/2025
বোচাগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি সাজিদ তানভী শোভন অত্র উপজেলা ভূমি অফিসে যোগদান করায় বোচাগঞ্জ উপজেলা মডেল প্র...
14/10/2025

বোচাগঞ্জ উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি সাজিদ তানভী শোভন অত্র উপজেলা ভূমি অফিসে যোগদান করায় বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা,অভিনন্দন,শুভকামনা।

সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত***********************************মাসুদ জাহ...
08/10/2025

সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
***********************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর) থেকে

দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবানে ৮ অক্টোবর ২০২৫ ইং বুধবার সকাল ১১ টায় স্থানীয় চৌরাস্তা প্রাঙ্গনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা সাহান পারভেজের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ফয়সাল গং অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকির অভিযোগের প্রেক্ষিতে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌরাস্তার প্রতিবাদ সভা ও মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল গং সাহান পারভেজের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন করেন।

01/10/2025

দুর্গাপূজার আজ নবমী:ভক্তিমূলক আয়োজন ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশ মন্দিরে
*"""""""""""""""""""""""""""""""""""""""*""""""""""""""""""""""""""""*
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে

আজ বুধবার ১ অক্টোবর ২০২৫ ইং সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমী পালিত হচ্ছে। দেবী দুর্গার মহাশক্তির আরাধনা, পূজা-অর্চনা, ভক্তিমূলক সঙ্গীত, প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নবমী উদযাপিত হচ্ছে।

নবমী তিথিতে ভোর থেকে পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় লক্ষণীয়। দেবী দুর্গার চরণে অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজারীরা নিজেরা, পরিবার ও সমাজের মঙ্গল কামনা করেন। প্রতিটি মণ্ডপে ছিল ধর্মীয় ভক্তি, আনন্দ ও উচ্ছ্বাসের এক অনন্য আবহ।

পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়,নবমী পূজার মূল আকর্ষণ হলো মহাযজ্ঞ ও অঞ্জলি প্রদান। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই দিনে দুর্গা মা অসুর বধ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন।

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনও পূজার আয়োজনে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের শারদীয় দুর্গা উৎসব।

বোচাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত*******************************মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থ...
29/09/2025

বোচাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
*******************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ২২ সেপ্টেম্বর সোমবার ১০.৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা মোঃ মুকতার হোসেন সহ অন্যান্য সাংবাদিক গণ।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সামাজিক নিরাপত্তা জোরদার, মাদক প্রতিরোধ, চুরি-ডাকাতি দমন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বাড়াতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় সকলের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বোচাগঞ্জ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

26/09/2025

দেশের ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, গত বছরের চেয়ে ব্যাপক আয়োজন
**************************************
মাসুদ জাহাঙ্গীর (বোচাগঞ্জ) দিনাজপুর থেকে

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সারাদেশের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পূজা উদযাপন পর্ষদের তথ্য মতে এ বছর প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় বেশি।

প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে রঙ ও সাজসজ্জার চূড়ান্ত ছোঁয়া। মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক কমিটির সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শারদীয় উৎসবকে কেন্দ্র করে প্রতিটি এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

উদযাপন কমিটি সূত্র বলছে বিগত বছরের তুলনায় এবার দুর্গাপূজায় আরও বেশি মণ্ডপ ও ভক্তদের অংশগ্রহণ দেখা যাবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এ উৎসবে একসঙ্গে মিলিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিবে।

স্থানীয়ভাবে এবং দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার আগমনী সুরে ইতোমধ্যেই শুরু হয়েছে আনন্দ-উচ্ছ্বাস, যা ভক্তদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। এবারের পূজা উদযাপন নিবিঘ্ন হোক এই প্রত্যাশা সকলের।

21/09/2025

আজ শুভ মহালয়া:দেবীপক্ষের সূচনায় হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ
*************************************
মাসুদ জাহাঙ্গীর বোচাগঞ্জ(দিনাজপুর) থেকে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন ও শুভ মহালয়া আজ ৬ আশ্বিন ২৪২৩ বাঃ৷৷ হিন্দু সম্প্রদায়ের মধ্যে আজকের এই দিনটিকে শুভ মহালয়ার দিন হিসেবে পালন করা হয়। মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেবীপক্ষের সূচনা হয়, যা আগামী দুর্গাপূজার মূল উৎসবের দ্বার উন্মোচন করে। এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা বিশ্বাস করেন, মহালয়ার দিন থেকেই দেবী দুর্গা মর্ত্যে অবতীর্ণ হওয়ার যাত্রা শুরু করেন।
শুভ মহালয়ার সকালে মন্দির, বাড়ি ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ ও দেবীর আহ্বান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ দিনে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন এলাকার নদীর ঘাটে এবং মন্দিরে পুণ্যার্থীরা পিতৃপক্ষের তিথি উপলক্ষে তারপিণ্ড ও পিতৃতার্পণ সম্পন্ন করেন।
সনাতন ধর্ম মতে মহালয়া শুধু পূজার সূচনা নয়, এটি পিতৃশ্রদ্ধা ও শুভশক্তির আহ্বানের দিন। এই দিন থেকে পূজার প্রস্তুতি নতুন গতি পায়। দুর্গাপূজার মূল উৎসব শুরু হবে ষষ্ঠী থেকে, তবে মহালয়ার ভোরের চণ্ডীপাঠেই পূজার আবহ ছড়িয়ে পড়ে সর্বত্রই।
মহালয়া উপলক্ষে বোচাগঞ্জ উপজেলা ও আশপাশের এলাকায়ও সনাতলীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় পূজা উদযাপন সূত্র বলছে এবারের দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
শুভ মহালয়ার এই দিনে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আশা করেন, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জয় এবং দেশ ও সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।

রোজ রবিবার তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫ইং সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস  দিনাজপুর - ৭  বির...
07/09/2025

রোজ রবিবার তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫ইং সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস দিনাজপুর - ৭ বিরল-বোচাগঞ্জ -২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থান বিষয়ে কথা বলেন সেতাবগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্র সংসদের নির্বাচিত সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম। এসময় স্থানীয় বিএনপির ও সকল অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

02/09/2025

দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা।

28/07/2025

সরকার প্রজ্ঞাপনে উল্লেখ করেছে যে, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়...

Address

সিনেমাহল রোড, (অস্থায়ী কার্যালয়) বোচাগঞ্জ
Dinajpur
5216

Alerts

Be the first to know and let us send you an email when বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বোচাগঞ্জ উপজেলা মডেল প্রেস ক্লাব:

Share

Category