f.quranprayerbooks.com

f.quranprayerbooks.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from f.quranprayerbooks.com, Video Creator, Dinajpur.

বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ ১. বাস থেকে নামার পর নিজেদে...
26/11/2024

বর্তমান সময়ে যারা কক্সবাজারে ঘুরতে যাবেন তাদের নিরাপত্তার জন্য এই সতর্কতাগুলো মাথায় রাখবেনঃ

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। অটো ওয়ালাদের কথামতো অটো নিলে ওরা আপনাকে উনাদের নির্ধারিত হোটেলে নিয়ে যাবে।

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. বিচে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ বিরক্ত করলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনারা ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবেন এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বীচ এলাকা ও এর আশপাশ নিরাপদ। তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকায় না যাওয়ায় উত্তম।

১৫. জোয়ার-ভাটার সময় দেখে নিন। ভাটার সময় পানিতে নামবেন না। লাল পতাকা দেখলে বীচে গোসল পরিহার করুন।

১৬. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি

* পিলখানা * গুম * খুন * টাকা পাচার * আয়না ঘর * সাত খুন  * দুর্নীতি * ব্যাংক হ্যাক *রাষ্ট্রিয় ভাবে ভোট ডাকাতি ও জোর করে...
27/10/2024

* পিলখানা
* গুম
* খুন
* টাকা পাচার
* আয়না ঘর
* সাত খুন
* দুর্নীতি
* ব্যাংক হ্যাক
*রাষ্ট্রিয় ভাবে ভোট ডাকাতি ও জোর করে ক্ষমতায় থাকা
* শাপলা চত্বর মুসলমানের উপর গুলি
* মসজিদে ঢুকে মনুষ হত্যা
* বাসার ভিতর সাংবাদিক হত্যা
* বীভৎস বিশ্বজিৎ হত্যা
* সকল মন্ত্রণালয়ের দলীয়করণ
* বর্ডার হত্যার বিচার না করা
* ভারতের কাছে দাসত্ব গ্রহণ
* শিক্ষা ব্যবস্থা ধ্বংস
* চিকিৎসা ব্যবস্থা ভারতের কাছে তুলে দেওয়া
* মানুষের সাধারণ পাঁচটি মৌলিক অধিকার কেড়ে নেওয়া
* দেশের জনগণকে অবমূল্যায়ন করে কথা বলা
* নিরহ ছাত্র-ছাত্রীদের উপর গুলি করা
*কোটা আন্দোলনের সময় গুলি ও হত্যা ।
* আবরার হত্যা
* প্রশ্নপত্র ফাঁস
শেখ হাসিনা সহ যত নেতাকর্মী এর পিছনে দায়ী তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার অনুরোধ রইল।

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে...
09/10/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।

সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *

সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

বৃষ্টি-বাদলে নামায জমা বৃষ্টি-বাদলের দিনে কাদায় পা পিছলে পড়ে যাওয়া বা পানিতে ভিজে যাওয়ার আশঙ্কায় বারবার মসজিদ আসতে মুসল্...
03/10/2024

বৃষ্টি-বাদলে নামায জমা

বৃষ্টি-বাদলের দিনে কাদায় পা পিছলে পড়ে যাওয়া বা পানিতে ভিজে যাওয়ার আশঙ্কায় বারবার মসজিদ আসতে মুসল্লীদের কষ্ট হবে বলেই সরল শরীয়তে সে সময়ও দুই নামাযকে এক সাথে জমা করে পড়ে নেওয়ার অনুমতি দান করেছে।

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, ‘মহানবী (ﷺ) মদ্বীনায় যোহ্‌র ও আসর এবং মাগরেব ও এশাকে জমা করে পড়েছেন।’ (এক বর্ণনাকারী) আইয়ুব (আবুশ শা’ষা জাবেরকে) জিজ্ঞাসা করলেন, ‘সম্ভবত: বৃষ্টির সময়?’ উত্তরে (জাবের) বললেন, ‘সম্ভবত:।’ (বুখারী ৫৪৩নং, তামামুল মিন্নাহ্‌, আলবানী ৩২১পৃ:)

হযরত আবূ সালামাহ্‌ (রাঃ) বলেন, ‘বৃষ্টির দিনে মাগরেব ও এশাকে জমা করে পড়া সুন্নত।’ (আষরাম, নাইলুল আউতার, শাওকানী ৩/২১৮)

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, ‘একদা নবী (ﷺ) মদ্বীনায় যোহ্‌র ও আসর এবং মাগরেব ও এশার নামাযকে জমা করে পড়েছেন। সেদিন না কোন ভয় ছিল আর না বৃষ্টি।’ লোকেরা জিজ্ঞাসা করল, ‘তিনি এমন কেন করলেন?’ উত্তরে ইবনে আব্বাস (রাঃ) বললেন, ‘তিনি তাঁর উম্মতকে অসুবিধায় না ফেলার উদ্দেশ্যে এমনটি করলেন।’ (মুসলিম, সহীহ ৭০৫নং)

উক্ত বর্ণনায় ‘বৃষ্টি ছিল না তাও জমা করে নামায পড়েছেন’ এই কথার দলীল যে, বৃষ্টি হলে জমা করে পড়া এমনিতেই বৈধ। আর এ জমা হবে হাক্বীক্বী (প্রকৃত) জমা (তাকদীম), সূরী (আপাত) জমা নয়। কারণ, তাতেই উম্মতকে অসুবিধায় পড়তে হবে। (দ্র: সিলসিলাহ সহীহাহ, আলবানী ২৮৩৭নং)

বৃষ্টির জন্য জমা কেবল তারাই করতে পারে, যারা জামাআতের লোক। যারা জামাআতে বা মসজিদে হাযির হয় না তাদের জন্য জমা বৈধ নয়। যেমন, রোগী (কষ্ট না হলে) বা মহিলা বাড়িতে জমা করতে পারে না।

পক্ষান্তরে যে ব্যক্তি মসজিদেই বা মসজিদের শামিল বা পাশাপাশি বাসায় বাস করে তার জন্যও জমা বৈধ। আসল কথা হল জামাআত। আর জামাআতের ফযীলত বেশী। অতএব জামাআত ছেড়ে তাদের যথাসময়ে নামায পড়া উচিৎ নয়। (আলমুমতে’, শারহে ফিক্‌হ, ইবনে উষাইমীন ৪/৫৬০)
▬▬▬◄❖►▬▬▬
গ্রন্থঃ স্বালাতে মুবাশ্বির
লেখক: আব্দুল হামীদ ফাইযী আল-মাদানি

কুরআনকে পিছনে রেখে  আল্লহর দেয়া সরল পথকে বাদ দিয়ে,মানব রচিত বিভিন্ন কিতাব ও জাল হাদিছের অনুস্মরণ করে,বিভিন্ন দলে দলভুক্ত...
01/10/2024

কুরআনকে পিছনে রেখে
আল্লহর দেয়া সরল পথকে বাদ দিয়ে,
মানব রচিত বিভিন্ন কিতাব ও জাল হাদিছের অনুস্মরণ করে,
বিভিন্ন দলে দলভুক্ত হয়ে,
বিভিন্ন তরিকা,মাজহাব,ফেরকাবন্দি হয়ে ইছলামের মধ্যে বিভিন্ন মতপার্থক্য তৈরি করে নিজেদের মনগড়া ফতোয়া ও মতবাদ দিয়ে এবাদাত বন্দেগীতে শিয়া সুন্নি ও সালাফি মুসলমানেরা আজ ব্যস্ত।
এক কুরআন থাকার পরও,
মুসলমানদের কেনো এতদল?
কেনো এত মত?
কেনো এত পথ?
কেনো এত মাজহাব?
কেনো এত ফেরকা?
কেনো এত তরিকা?
আল্লাহ বলেন,
[৫১:৫৬]আমি জীন ও মানুষ সৃষ্টি করেছি এবাদাতের জন্য।
আল্লাহ কেন মানুষ সৃষ্টি করেছেন?এবাদাতের জন্য নাকি পৃথিবীতে এসে ইসলামের মধ্যে দল তৈরির জন্য?
শিয়া,সুন্নি,শাফী,ওহাবী, হানাফী,হাম্বলী,মালেকী, আহলে হাদিস,লামাজহাবী আহালে সুন্নাহ আল জামাত,
সুফী বাদ, পীর বাদ, মাজার বাদ,
এছাড়াও রয়েছে
কাদেরিয়া তরিকা, মৌলবিয়া তরিকা, নকসাবন্দীয়া তরিকা, মোজাদ্দেদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, আহমদিয়া তরিকা, তাবলিগ জামাতের তরিকা, শুরেশ্বরী তরিকা, বিশ্বজাকের মঞ্জিল আটরশির তরিকা, মাইজভান্ডারী তরিকা,
হিযবুত তাওহিদ, হিযবুত তাহরির, আরও আছে আলিয়া পন্থি, কওমি পন্থি, খারেজী পন্থি, ভেরলভি পন্থি, ছালাফি পন্থি, দেওবন্দী পন্থি, চরমোনাই পন্থি, শর্ষিনা পন্থি, কাদিয়ানি পন্থি, দেওয়ানবাগী পন্থি।
এরা কেউ এক দল অন্য দলকে বিশ্বাস করতে পারে না যদিও এরা সবাই মুসলমান দাবি রাখে।
এরা সকলেই মনে করে যে,
তারা সঠিক পথে আছে,
বাকিরা পথভ্রষ্ট।
এই সমস্ত দলের বিষয়ে আল্লহ বলছেন,
দল,ও দল বিশেষের অনুস্মরণ সম্পর্কে আল্লহ বলেন,
[৬:১৫৯] যারা ধর্মের মধ্যে মতভেদ সৃষ্টি করেছে,এবং বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে,হে রছূল,তাদের কোনো দায়-দায়িত্বই তোমার নয়,তাদের বিষয় আমি নিজেই ইখতিয়ার ভুক্ত।
আল্লাহ রছূলকে বললেন,তাদের কোনো দায়িত্বই তোমার নয়,তাহলে যাদের দায়িত্ব রছূলের নয়,তারা কিভাবে রছূলের উম্মত হয়?
রছূলের উম্মত দাবী করলে ইছলামের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন তরিকা ও বিভিন্ন ফেরকা ছাড়তে হবে।
[১৯:৩৭] (আল্লাহ বলেন) অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করলো।সুতরাং মহাদিবস আগমনকালে অস্বীকারকারীদের জন্যে রয়েছে ধবংস।
[৩:১০০]হে ঈমানদারগণ!তোমরা যদি আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো,তাহলে ঈমান আনার পর তারা তোমাদেরকে কাফের বানিয়ে দেবে।
রছূলের ইন্তেকালের পরে ধর্মের বিধি-বিধানরুপে যারা বহু কিতাব ও জাল হাদিছ রচনা করেছে এরা কারা?যারা সেই

05/08/2024

জরুরী লাল সতর্ক (Emergency Red Alert: বার্তা...

শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী ২৪ ঘণ্টার (After 24 hours of Resignation of PM) মধ্যে দেশে এমন কিছু ঘটনা ঘটানো হবে যেন, সাধারণ মানুষ এই আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়োগ দিয়ে হাসিনার তৈরি করা একটি গোয়েন্দা বাহিনীর প্রধানমন্ত্রীর (হাসিনার) অধীনস্ত থাকা স্পেশাল ব্রাঞ্চ (পিমও) প্রায় ৫০০ সদস্য। তাদের পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

Task 1. হাসিনার পদত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সঙ্গে মিশে কিছু বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে সেখানে নারায়ে তাকবির স্লোগান দিয়ে ভিডিও করে সামাজিকমাধ্যমে প্রকাশ করা। Goal: মূলত এই আন্দোলন জামাত-শিবির করেছে সেটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে করা হবে।

Task 2. সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলা-হত্যা-লুটপাট করা হবে। সেগুলো ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে প্রচার করা হবে। Goal: হাসিনা ছাড়া কারো কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় প্রমাণ করা এবং সংখ্যালঘু নিরাপত্তার অজুহাতে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করা।

Task 3. বিদ্যুৎকেন্দ্র, বড় সেতু, কারখানা বা এমন অনেক স্থাপনা ধ্বংস করে দেয়া। Goal: মেরামত করতে পরবর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। পরবর্তী সরকার যেন দেশ চালাতে ব্যর্থ হয়।

- দ্রুত দেশবাসীর কাছে এই বার্তা ছড়িয়ে দেয়া দরকার। আজ রাতে যেন সংখ্যালঘুদের পাহারা দেয়া হয় সেই ব্যবস্থা করা দরকার। আন্দোলনের সমন্বয়কদের এই ২৪ ঘণ্টা সরকার গঠনসহ নানা গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত রাখা হবে। এর মধ্যে সব ঘটনা ঘটিয়ে ফেলা হবে।
- কেন্দ্রের জরুরি নির্দেশনা, সবাইকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কার্টেসি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

মায়ের আবদারবৃদ্ধাশ্রম থেকে ফোন এলো:-হ্যালো, ডিক বলছেন?-জ্বি বলুন। -আমি মিলেনিয়াম ওল্ডহোম থেকে বলছি। আপনার মা আপনাকে শেষব...
19/05/2024

মায়ের আবদার

বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো:
-হ্যালো, ডিক বলছেন?
-জ্বি বলুন।
-আমি মিলেনিয়াম ওল্ডহোম থেকে বলছি। আপনার মা আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান।
-ঠিক আছে। আমি আসছি।

ডিক গিয়ে দেখলো, মা একদম শেষ অবস্থায়। মুমূর্ষূ। দু’একদিনও বাঁচবে কিনা সন্দেহ। আস্তে আস্তে গিয়ে শিয়রের কাছে চেয়ার টেনে বসলো। জানতে চাইলো:
-মা আমাকে ডেকেছো?
-জ্বি। আমার একটা শেষ ইচ্ছা ছিলো।
-কী ইচ্ছা?
-এই বৃদ্ধাশ্রমটা তো গরীবদের জন্য। সেবা-যত্নের মান এতটা ভালো নয়। কেবিনগুলো বাতি-পাখাও ঠিক থাকে না। আমার কেবিনেও কোনও পাখা নেই। আজ অনেক দিন হলো। গরমে খুবই কষ্ট লাগতো।
-কই তুমি তো কখনো বলো নি।
-ফোন করেছিলাম। অনেকবার। কেউ ফোন ধরেনি। একবার ধরেছিলো কেউ একজন। আমার গলার স্বর পেয়ে রিসিভার রেখে দিয়েছে। তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি?
-অবশ্যই পারবো। কিন্তু আজ বিশ বছর ধরে এখানে আছো, কখনো তো কিছুই চাওনি? এখন কেন চাচ্ছ?
-আমি হিশেব করে দেখলাম, তুই ক’দিন পরই রিটায়ার্ড করবি। তুই বৃদ্ধ হলে তোকেও তো তোর সন্তানরা এখানেই এনে রাখবে। আমি না হয় কষ্ট করে গরম সহ্য করে থেকেছি। কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না।


~উস্তায আতিক উল্লাহ হাফিঃ

সুন্দর সুন্দর সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন 👉 ‌ f.puranprayerbooks.com

19/05/2024
আমি আমার স্বামীর ২য় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধু মাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভাল ভা...
19/05/2024

আমি আমার স্বামীর ২য় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করেছেন শুধু মাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য।

এই জিনিসটা আমি খুব ভাল ভাবে বুঝতে পারি৷ আমার স্বামীর ১ম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায়। আমার বিয়ের পাঁচ মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে।তাদের ডিভোর্স কেন হয়েছে, কি কারনে হয়েছে সেটা কেউ জানেনা। আমি অনেক কেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি৷ আমার শাশুড়ী মা কেউ জিজ্ঞাসা করেছিলাম। কোন লাভ হয়নি। তিনিও কিছু জানেননা।

আমার বিয়ে হয়েছে এক মাস আগে। এই এক মাসে আমার যা মনে হয়েছে আমার স্বামী এখনো তার ১ম স্ত্রীকে ভুলতে পারেনি৷ এখনো তিনি তার ১ম স্ত্রীকে ভালবাসেন।
তার ১ম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল( আমার স্বামী) আর তুলি টানা দুই বছর প্রেমের পর বিয়ে করেন৷ তারা দুজন দুজনকে খুব ভালবাসতো৷ পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে৷ আমার শশুর শাশুড়ী কোন উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের এক মাত্র ছেলে। একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারেননা। তাদের বিবাহিত জীবন ছিল দুই বছর। যেই দুইটা বছর তুলি এবাড়িতে ছিল সব কিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সব সময় হাসি খুসি থাকতেন। দুজন দুজনকে সব সময় সঙ্গ দিতেন।
কিন্তু হঠাৎ করেই কি হয়ে গেল কেউ জানেনা। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছু দিন পরেই ডিভোর্স হয়ে গেল। এই সব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ী বলেছেন। নিজের মা কোন দিন সন্তানের সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দূর সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাওয়াতে তিনিও এই সেইম কথাই বললেন।
রাতুল মাঝে মাঝে ঘুমের ঘোরে তুলি তুলি বলে নিজে নিজেই বিড় বিড় করে।রাতুলের বুকের ঠিক বা পাশটাতে এখনো তুলি নামের ট্যাটু করা আছে৷ তাদের বিয়ের কিছু দিন পর তুলির জন্মদিনে তুলিকে সারপ্রাইজ দিতেই রাতুল ট্যাটু করেছিল। এখনো সেটা সেভাবেই রয়ে গেছে।
যদি তারা দুজন দুজনকে এতই ভালবাসতো তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল। রাতুলের মধ্যে কোন সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হল। কিছুই জানিনা। এই ডিভোর্সের পিছনে কিছু একটা তো আছে। কোন না কোন রহস্য নিশ্চিই আছে এর ভিতর।
আমি খুবি গরিব পরিবারের মেয়ে। দিন এনে দিন খায় এমন অবস্থা৷ কোন ভাই নেই। তিন বোন৷ বাবা মা আর তিন বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমিই বড় মেয়ে। রাতুলের মত

11/09/2023

জীবন বদলে যাবে ভিডিও টি দেখুন।

11/09/2023

কি চমৎকার কন্ঠ।

11/09/2023

আল্লাহ তুমি সকলকে বাঁচাও।

04/09/2023

ইতিহাসে তিন জন জঘন্য নারীর পরিচয়।

16/08/2023

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের স্ত্রী কেন কাঁদলেন।

ফিঙ্গার প্রিন্ট এর অজানা তথ্য ইতিহাস। আঙ্গুলের ছাপ দিয়েই খুলে যাচ্ছে মোবাইলের লক, গেটের তালা,অফিসের উপস্থিতি, ফিঙ্গারপ্র...
30/07/2023

ফিঙ্গার প্রিন্ট এর অজানা তথ্য ইতিহাস। আঙ্গুলের ছাপ দিয়েই খুলে যাচ্ছে মোবাইলের লক, গেটের তালা,অফিসের উপস্থিতি, ফিঙ্গারপ্রিন্ট নিয়েই যাচাই করা যাচ্ছে কে অপরাধী, এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশান সিস্টেম প্রথম কে আবিষ্কার করেছিল জানেন?
তিনি ছিলেন একজন বাঙালী,নাম খান বাহাদুর কাজী আজিজুল হক।বাড়ি খুলনা জেলার কসবার পায়গ্রামে।কাজ করতেন তৎকালীন বেঙ্গল পুলিশে।
ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন কিন্তু এর প্র‍্যাকটিক্যাল ইউজ কি,কিভাবে যাচাই করা যায়,কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায় মানুষকে সেটা প্রথম আবিষ্কার করেন আমাদের দেশের কাজী আজিজুল হক।
ব্রিটিশ আমলে বেঙ্গল পুলিশের আইজি ছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙ্গালী প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক, আরেকজন হেম চন্দ্র বোস।
কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস ৭০০০ ফিঙ্গারপ্রিন্ট এর এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন। অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাড়া করলেন যেটা দিয়ে ফিঙারপ্রিন্ট যাচাই এর মাধ্যমে মানুষ সনাক্ত করা যায়।আধুনিক বিজ্ঞানের এক বিশাল বড় আবিষ্কার। এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল "বোস-হক আইডেন্টিফিকেশান সিস্টেম"। কিন্তু ওখান থেকেই ইংরেজদের বেঈমানী শুরু।
পুলিশের আইজি হেনরী সাহেব এবার সবার কাছে প্রচার করা শুরু করলেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই। এমন কি কাজী আজিজুল হক-কে কোন রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন। তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশ করেও ফেললেন নিজের নামে।ব্যাস, বাংলাদেশের কাজী আজিজুল হক আবিষ্কৃত সিস্টেম এর নাম হয়ে গেল "হেনরী ক্লাসিফিকেশন সিস্টেম"
"হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম " এখন জগৎ বিখ্যাত, মোবাইলের টাচে, অফিসে, অপরাধী সনাক্তকরণে বলতে গেলে যত্ত জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে, তত জায়গায় এই হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম-ই ব্যবহার করা হচ্ছে। কাজ করে গেল আমার দেশের সূর্য্য সন্তান, কিন্তু নাম হচ্ছে এক বেঈমান ব্রিটিশ এর।
যদিও কিছুদিন আগে ব্রিটেনের "দ্যা ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি" চালু করেছে "The Fingerprint society Azizul Huque & Hemchandra Bose prize"।ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত "হোক-বোস সিস্টেম " তা আজ-ও "হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম"-ই রয়ে গেছে। আর অজানায় থেকে গেছেন আমাদের আজিজুল হক। খুলনা জেলার আজিজুল হক আমাদের দেশের গৌরব।

02/07/2023

আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষ সৃষ্টি করছেন। ভিডিও টি দেখুন ও শেয়ার করুন।

11/06/2023

দিনাজপুর জেলায় ৯০ জিরা ধানের বাম্পার ফলন হয়েছে বিস্তারিত ভিডিও দেখুন আমাদের পেজটি ফলো করুন

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when f.quranprayerbooks.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category