হামার দিনাজপুর - Hamar Dinajpur

হামার দিনাজপুর - Hamar Dinajpur হামার দিনাজপুর- Hamar Dinajpur গ্রুপের অফিসিয়াল পেজে আপনাদের স্বাগতম। দিনাজপুর জেলাকে তুলে ধরুন।

হি‌লি‌তে সাফ জয়ী ফুটবল‌ার‌কে সম্বর্ধনাআগামীকাল র‌বিবার ব‌ৈকাল ৪:৩০ হি‌লি বাজারস্থ পাবনা ষ্টোর মো‌ড়ে সাফ অ-২০ ন্যাশনাল ...
01/09/2024

হি‌লি‌তে সাফ জয়ী ফুটবল‌ার‌কে সম্বর্ধনা
আগামীকাল র‌বিবার ব‌ৈকাল ৪:৩০ হি‌লি বাজারস্থ পাবনা ষ্টোর মো‌ড়ে সাফ অ-২০ ন্যাশনাল চ্যাম্পিয়ন দ‌লের সদস‌্য হি‌লি কৃ‌তি সন্তান রোস্তম ইসলাম দুখুকে সংবর্ধনা প্রদান করা হবে।
বিস্তা‌রিত জান‌তেঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাকিমপুর।

প্রধান শিক্ষক পদত্যাগ আন্দোলন : বীরগঞ্জে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কালিমেলা উচ্চ বিদ্য...
30/08/2024

প্রধান শিক্ষক পদত্যাগ আন্দোলন : বীরগঞ্জে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কালিমেলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক টনিল চন্দ্র রায় এর পথ বহালের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বয়কট করায় কতিপয় কিছু কুচিক্রিমহল বহিরাগত বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে ছাত্র-ছাত্রীদের উপরে অতর্কিতভাবে হামলা করে এতে করে আহত হয় কালিমেলা উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্র সাজু ইসলাম, নাসিম ইসলাম, মানিক সরকার ও মুস্তিফা আক্তার পরে তাদেরকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

আলহামদুলিল্লাহ! আজকে রাত ৮টা পর্যন্ত টিএসসিতে ৮৬,২২,১৭২ টাকা জমা হয়েছে।ভেতরের জায়গা পূরণ হয়ে যাওয়ার বাইরে ত্রাণের স্তুপ...
23/08/2024

আলহামদুলিল্লাহ!
আজকে রাত ৮টা পর্যন্ত টিএসসিতে ৮৬,২২,১৭২ টাকা জমা হয়েছে।
ভেতরের জায়গা পূরণ হয়ে যাওয়ার বাইরে ত্রাণের স্তুপ হয়েছে!

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভল...
23/08/2024

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ।
এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।
এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগল।
এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম, না?

স্বাধীন বাংলাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া। এখনই সময় এসেছে দিনাজপুরের সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়ন করতে হবে।১. ...
09/08/2024

স্বাধীন বাংলাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া।

এখনই সময় এসেছে দিনাজপুরের সকল শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়ন করতে হবে।

১. এখন থেকে দিনাজপুরের স্টুডেন্টদের ভাড়া হাফ।
২. কোনে ট্রাফিক পুলিশ কিংবা নেতাকর্মীদের চাঁদা দেওয়া যাবে না, চাঁদা দিলেও মাইর, নিলেও মাইর।
৩. লাইসেন্স ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না।
৪. ফিটনেস বিহীন গাড়ি চালানো নিষিদ্ধ।
৫. হাফ ভাড়া জন্য অবশ্যই সকল শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়া হলেও দিনাজপুরে তা হয় না। তাই অতি দ্রুত বাস্তবায়ন করতে দিনাজপুরের সকল সাধারণ শিক্ষার্থী শিক্ষক ও সমাজকর্মীদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।

অনুরোধে
হামার দিনাজপুর পরিবার
হামার দিনাজপুর - Hamar Dinajpur

এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।*কোন রিচার্জ লাগবে না*শুধ...
09/08/2024

এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি। ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

*কোন রিচার্জ লাগবে না
*শুধুমাত্র ৯-১০ আগস্ট ২০২৪ এর জন্য প্রযোজ্য

08/08/2024

দিনাজপুর সংস্কারের মেইন কাজ -

১.নেশা যেন বর্ডার দিয়ে ঢুকতে না পারে।
২.ছাপড়ি রাইডার এবং গাড়ির মাডগার্ড খুলা গাড়ি যব্দ করা।
৩.বড় মাঠে কোনো ছাপড়ি বাইকারদের গ্যাংয়ের সমাবেশ না বের হয়।
৪.থানার পিছনের রেস্টুরেস্ট গুলোতে তল্লাশি করে অশ্লীলতা বন্ধ করা।প্রয়োজনে তাদের বিয়ের ব্যবস্থা করা।
৫.বড় মাঠের ঈদগাহ মিনার এবং শহিদ মিনারে কেউ যেন বসে না থাকে তার ব্যবস্থা করা।
৬.গালর্স স্কুলের সামনে ছেলেদের আড্ডা বন্ধ করা।
৭.শহরে ময়লা-আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন ব্যবহার করা।

৮.রাস্তা, ড্রেনসহ সব কিছুর মেরামত।

একজন সাধারণ শিক্ষার্থীর চাওয়া
দিনাজপুর

© মোছা: রুবাইয়া জান্নাত

সন্ধ্যা থেকে ভোর ৫ টা.…. নারী-পুরুষ ও হিন্দু-মুসলীম মিলে রাজবাড়ী মন্দির ও এলাকা পাহারা..... এমন টীম পুরো রাজবাড়ী এলাকা...
08/08/2024

সন্ধ্যা থেকে ভোর ৫ টা.…. নারী-পুরুষ ও হিন্দু-মুসলীম মিলে রাজবাড়ী মন্দির ও এলাকা পাহারা..... এমন টীম পুরো রাজবাড়ী এলাকায় ৭৮ টি। দুদিন ধরে আমরা আছি একই সাথে....

©Bipul Sarker sunny

08/08/2024

টানা ৩দিন ধরে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই হচ্ছে। আপনারা সবাই নিজ নিজ এলাকার সর্তক অবস্থানে থাকুন।

30/04/2024

বছিরবানিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্দোগে,
আগামী ১লা মে বুধবার সকাল ৭:৩০ মিনিটে উত্তর শালন্দার হাই স্কুল এন্ড কলেজ মাঠে
চলমান তাপদহ ও অনাবৃষ্টির কারনে সালাতুল ইসতিস্কার নামাজ অনুষ্টিত হবে।

সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত বিশেষ নামাজে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হইলো।

অনুরোধক্রমে
===========

বছির বানিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি।
পার্বতীপুর,দিনাজপুর।

GST গুচ্ছভুক্ত আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ...
25/04/2024

GST গুচ্ছভুক্ত আগামী ২৭ এপ্রিল বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার সিটপ্ল্যান (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র)

৪ঠা মে থেকে বাড়ছে রেলের ভাড়া  📣★ প্রতি কিলোমিটারে বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে প্রচলিত ভাড়ার তালিকা....... 📣📣√ দ্বিতীয় স...
25/04/2024

৪ঠা মে থেকে বাড়ছে রেলের ভাড়া 📣

★ প্রতি কিলোমিটারে বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে প্রচলিত ভাড়ার তালিকা....... 📣📣

√ দ্বিতীয় সাধারণ = ০.২৫ টাকা এবং সর্বনিম্ন ৫ টাকা।

√ দ্বিতীয় মেইল = ০.৩৭৫ টাকা এবং সর্বনিম্ন ১৫ টাকা।

√ দ্বিতীয় কমিউটার = ০.৫০ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা।

√ সুলভ = ০.৬০ টাকা এবং সর্বনিম্ন ৩৫ টাকা।

√ শোভন = ১.০০ টাকা এবং সর্বনিম্ন ৪৫ টাকা।

√ শোভন চেয়ার = ১.১৭ টাকা এবং সর্বনিম্ন ৫০ টাকা।

√ প্রথম সিট/চেয়ার = ১.৫৫ টাকা এবং সর্বনিম্ন ৯০ টাকা।

√ প্রথম বার্থ = ২.৩৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা।

√ স্নিগ্ধা(এসি চেয়ার) = ১.৯৫ টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা।

√ এসি সিট = ২.৩৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা।

√ এসি বার্থ = ৩.৫০ টাকা এবং সর্বনিম্ন ১৩০ টাকা।

Collected

24/04/2024

আজ দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৪ ডিগ্রী সেলসিয়াস। যা চলতি মৌসুমে দিনাজপুরের জন্য সর্বোচ্চ ।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পূর্বনাম...
20/04/2024

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (পূর্বনাম: দিনাজপুর মেডিকেল কলেজ) দিনাজপুর জেলায় অবস্থিত একটি গুরত্বপূর্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল যা ১৯৯২ সালের ১৬ই আগস্ট প্রতিষ্ঠিত হয় এবং ১লা জুলাই, ২০০০ সালে দিনাজপুর শহরে আনন্দ সাগর এলাকায় নতুন ভবনে কার্যক্রম শুরু করে। শেষ পর্যন্ত ১৩০ জন শিক্ষার্থী নিয়ে ৭ই মার্চ, ২০১০ সালে কলেজের নিজস্ব ভবনে তার কার্যক্রম শুরু হয়। ২০১৭ সালে বাংলাদেশ সরকার কলেজটির নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ’ নামকরণ করে।
প্রতিষ্ঠালগ্নে ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এর শিক্ষার্থী সংখ্যা প্রায় ১১০০ জন এবং শিক্ষক সংখ্যা প্রায় ১০০ জন।ছাত্রদের আবাসনের জন্যে ডাঃ মোঃ ইউসুফ আলী হল, ছাত্রীদের জন্যে ডাঃ মোঃ তৈয়বুর রহমান হল, ইন্টার্ন চিকিৎসকদের জন্য দুটি চারতলা বিশিষ্ট ভবন রয়েছে। যার মধ্যে একটি ছেলেদের জন্য এবং একটি মেয়েদের জন্য।একইসাথে নার্সিং ইনস্টিটিউটে প্রশিক্ষণার্থী নার্সদের জন্য দুটি হোস্টেল রয়েছে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম হাসপাতাল যা ৫০০ শয্যা বিশিষ্ট। এই হাসপাতালে প্রতিদিন প্রায় ১০০০ জন রোগী সেবা গ্রহণ করে থাকে।
স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব, সন্ধানী, সাংস্কৃতিক সংগঠন ঐকতান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন।
দীর্ঘ এই পথ চলায় এই শিক্ষাঙ্গনের সাথে যুক্ত শিক্ষক-শিক্ষার্থীর অধ্যবসায়-কর্মদক্ষতা, স্বাস্থ্য-শিক্ষা, গবেষণা-উদ্ভাবন এই অঞ্চলের মানুষকে সুখী-সমৃদ্ধি-নিরাপদ জীবনের নিশ্চয়তা প্রদান করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে নিজেদের আত্মনিয়োগ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

দিনাজপুর জেলায় চিরিরবন্দর থানা পুলিশ কর্তৃক ১০০ কেজি গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতারICT & Media Cell, District Police Dina...
20/04/2024

দিনাজপুর জেলায় চিরিরবন্দর থানা পুলিশ কর্তৃক ১০০ কেজি গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার

ICT & Media Cell, District Police Dinajpur;
[Date: 20 April 2024]

প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ২০/০৪/২৪ খ্রি. তারিখ চিরিরবন্দর থানার সাধারন ডায়েরী নং-১০৬৭ তারিখ-১৯/০৪/২৪ খ্রি. মূলে দিনাজপুর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর তদারকিতে এবং চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য গভীর রাতে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান, গ্রেফতারী পরোয়ানা তামিল ও রণপাহাড়ায় নিয়োজিত থাকাকালীন সময়ে সঙ্গীয় এসআই/মোঃ নুর আলম সিদ্দিক, এসআই/ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ, এসআই/সুরত চন্দ্র রায়, এএসআই/আখেরুজ্জামান, এএসআই/মোঃ আব্দুল মজিদ এবং সঙ্গীয় ফোর্সসহ চিরিরবন্দর থানাধীন ০৫ নং আব্দুলপুর ইউপির চিরিরবন্দর রেল স্টেশন টু ঘুঘরাতলী সড়কের নূরজাহান সুপার মার্কেটে মেসার্স আজমল আয়রন স্টোর এর সামনে পাকা রাস্তার উপর একটি ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাক এর ভিতরে ড্রাইভার এর সিটের পিছনে গ্রেফতার কৃত আসামীদের হেফাজত হতে ০৪ টি বস্তায় রক্ষিত ৩৪ টি পোটলায় সর্বমোট ১০০ (একশত) কেজি গাজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১ (এক) টি রেজিস্ট্রেশন বিহীন ১০ চাকা বিশিষ্ট ড্রাম ট্রাক। যাহার চেসিস নং-MC2U2GRC0LB019778, ইঞ্জিন নং- 91M84518974, মূল্য অনুমান ৬০,০০০০০০/-(ষাট লক্ষ) টাকা।
২।০৪ টি প্লাস্টিকেরর বস্তায় ৩৪ টি পোটলা যার প্রতিটি পোটলা নীল রংয়ের পলিথিন দ্বারা আবৃত এবং বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় সর্বমোট ১০০ (একশত) কেজি গাজা। মূল্য অনুমান ১৫০০০০০/-(পনের লক্ষ) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। রেজাউল করিম (৪৫), পিতা-মোঃ সাইফুদ্দিন সাহেব উদ্দিন, সাং-নিশ্চিন্তপুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
২। মোঃ মোস্তাকিম (৩১), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-শেখহাটি, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর।
৩। মোঃ মোহাইমিনুর রহমান (৩০), পিতা-মৃত মোস্তাফিজুর রহমান, সাং-ফেসকিপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর।

আইসিটি এন্ড মিডিয়া সেল
দিনাজপুর।

13/01/2024

দেশে বছরের সর্বনিম্ন তাপমাত্রা আজ দিনাজপুরে,
৮.০৮° সেলসিয়াস 🥶

ইয়া হাবিবি, welcome to Dinajpur
08/01/2024

ইয়া হাবিবি, welcome to Dinajpur

বদলাবে বই, কমবে পরীক্ষা। ✅ সাপ্তাহিক ছুটি ২ দিন। ✅ ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।✅ ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষা...
29/11/2023

বদলাবে বই, কমবে পরীক্ষা।

✅ সাপ্তাহিক ছুটি ২ দিন।
✅ ক্লাস টেনের আগে কোনো পাবলিক পরীক্ষা নেই।
✅ ক্লাস 3 এর আগে কোনো পরীক্ষাই নেই!
✅ এসএসসি -তে মাত্র ৫ বিষয়ের পরীক্ষা। বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও সোশ্যাল সায়েন্স। কোনো পত্র নেই। মাত্র ৫ দিনেই শেষ।
✅ সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপিং হবে ইন্টারমিডিয়েটে।

✅ হাইস্কুল লেভেলে বিষয় থাকবে ১০ টি :
কিন্তু এস এস সি তে পরীক্ষা হবে ৫ টি
- বাংলা,
- ইংরেজি,
- গণিত,
- জীবন ও জীবিকা,
- বিজ্ঞান,
- সামাজিক বিজ্ঞান,
- ডিজিটাল প্রযুক্তি,
- ধর্মশিক্ষা,
- ভালো থাকা,
- শিল্প ও সংস্কৃতি।

২০২৬ এর ইন্টারমিডিয়েট,
২০২৪ এর ক্লাস নাইন,
২০২৩ এর ক্লাস এইট ও
২০২২ এ নিচের অন্যান্য ক্লাসগুলো নতুন বই পাবে।

✅ ইন্টারমিডিয়েটে সাবজেক্ট ৬টা। প্রত্যেকটার পত্র ৩ টা করে। ফার্স্ট ইয়ারে সবগুলোর প্রথম পত্রের পাবলিক এক্সাম। সেকেন্ড ইয়ারে সেকেন্ড ও থার্ড পার্টের। তারপর ২ এক্সাম মিলিয়ে চূড়ান্ত এইচএসসির রেজাল্ট।

(তথ্য প্রথম আলো থেকে সংগৃহিত)

আজ দিনাজপুরের বিরামপুরে  উপজেলা প্রশাসনের আয়োজনে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলা- ২০২৩
29/11/2023

আজ দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলা- ২০২৩

গতকাল দিনাজপুরের ফুলবাড়ি  বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্র...
28/11/2023

গতকাল দিনাজপুরের ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ স্যারের বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ্ তমাল।
M Masud Rana

আজ দিনাজপুরের বিরামপুরে মেসি গাড়ি দিয়ে জমি চাষ করার সময় জমি চাষ শেষে মেইন রাস্তায় উঠার সময় দূর্ঘটনা বসত গাড়ি উল্টে...
27/11/2023

আজ দিনাজপুরের বিরামপুরে মেসি গাড়ি দিয়ে জমি চাষ করার সময় জমি চাষ শেষে মেইন রাস্তায় উঠার সময় দূর্ঘটনা বসত গাড়ি উল্টে চাপা পড়ে মেসি গাড়ির ড্রাইভার দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
S M Masud

বিরামপুরে ৬ বছরের শিশু কে ধর্ষণ। দিনাজপুরের বিরামপুরে লামিয়া আক্তার সিনহা (০৬) নামে এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক ...
19/11/2023

বিরামপুরে ৬ বছরের শিশু কে ধর্ষণ।

দিনাজপুরের বিরামপুরে লামিয়া আক্তার সিনহা (০৬) নামে এক শিশু ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর২০২৩) খ্রীঃ সকাল ১০.৩০ টায় শিশুরটি মাদ্রাসা ছুটির হলে বাড়ি ফেরার পথে পারভেজ নার্সারীর সামনে উক্ত আসামি কামরাঙ্গা দেয়ার প্রলোভন দেখিয়ে লামিয়া আক্তার সিনহাকে ধর্ষণ করে ইনছার আলী (৫৫)। ধর্ষণের সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনা স্থলে উপস্থিত হয়লে আসামি পালিয়ে যায়। শিশু লামিয়া আক্তার সিনহা উক্ত বিষয়ে পরিবারকে জানালে তাৎক্ষণিক তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডাঃ জাকিরুল ইসলাম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরিবার সূত্রে জানাযায় মোছাঃ লামিয়া আক্তার সিনহা বিরামপুর মিফতাউল জান্নাত একাডেমীর নার্সারীর ছাত্রী। সে বিরামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শিমুলতলী মির্জাপুর গ্রামের সেকেন্দার আলীর কন্যা।
আসামি ইনছার আলী পেশায় একজন কাঠমিস্ত্রি সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট মাগুরা গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র। বিরামপুর থানার এসআই নিহার রঞ্জন,এস আই,আব্দুর রশিদ ও এ এস আই শামীম আসামি ইনছার আলীকে নবাবগঞ্জ থানার পঁচাকরঞ্জি গ্রাম থেকে আটক করেন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন বলে জানা গেছে।

© Collected

Jinnu Rain
হামার দিনাজপুর - Hamar Dinajpur
#ধর্ষণ
#দিনাজপুর
#বিরামপুর

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমি, ফুলবাড়ী, দিনাজপুর                       বনাম ব্যারিস্টার সুমন ফুটবল...
18/11/2023

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমি,
ফুলবাড়ী, দিনাজপুর
বনাম
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি
তারিখ- ১৮ই নভেম্বর, শনিবার বেলা ৩ টা
স্থানঃ- ফুলবাড়ী সরকারী কলেজ মাঠ।

18/11/2023
18/11/2023

হ্যালো দিনাজপুর, আমরা Barrister Suman Football Academy আসতেছি আপনাদের শহরে।

বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমি, ফুলবাড়ী, দিনাজপুর
বনাম
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি
তারিখ- ১৮ই নভেম্বর, শনিবার বেলা ৩ টা
স্থান-ফুলবাড়ী সরকারী কলেজ মাঠ
সবাই আমন্ত্রিত।

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when হামার দিনাজপুর - Hamar Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হামার দিনাজপুর - Hamar Dinajpur:

Videos

Share