Jahid vai

Jahid vai সুন্দর মনের মানুষ

17/02/2024
15/04/2023

দিনাজপুরের রামসাগরের ইতিহাস

ইতিহাস ঐতিহাসিকদের মতে, দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ (রাজত্বকাল: ১৭২২-১৭৬০ খ্রিষ্টাব্দ) পলাশীর যুদ্ধের আগে (১৭৫০-১৭৫৫ খ্রিষ্টাব্দের মধ্যে) এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর। দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় ৩০,০০০ টাকা এবং ১৫,০০,০০০ শ্রমিকের প্রয়োজন হয়েছিল।

15/04/2023

পাতা ক্রমিক নং উপজেলার নাম ইউনিয়ন ১. সদর ১নং চেহেলগাজী ২নং সুন্দরবন ৩নং ফাজিলপুর ৪নং শেখপুরা ৫নং শশরা ৬নং আউলিয়াপ....

15/04/2023

আজ সৃষ্টি-সুখের উল্লাসে
– কাজী নজরুল ইসলাম

আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।

আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে –
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার – ভাঙা কল্লোলে।
আসল হাসি, আসল কাঁদন
মুক্তি এলো, আসল বাঁধন,
মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে।
ঐ রিক্ত বুকের দুখ আসে –
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!

আসল উদাস, শ্বসল হুতাশ
সৃষ্টি-ছাড়া বুক-ফাটা শ্বাস,
ফুললো সাগর দুললো আকাশ ছুটলো বাতাস,
গগন ফেটে চক্র ছোটে, পিণাক-পাণির শূল আসে!
ঐ ধূমকেতু আর উল্কাতে
চায় সৃষ্টিটাকে উল্টাতে,

15/04/2023

করুণার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali :
নাম (Name) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা (Ishwar Chandra Vidyasagar or Ishwar Chandra Bandyopadhyay or Sharma)
জন্ম (Birthday) ২৬ সেপ্টেম্বর ১৮২০ (26 September 1820)
জন্মস্থান (Birthplace) পশ্চিমবাংলার মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রাম
অভিভাবক (Parents)/ পিতা ও মাতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় (বাবা)
ভগবতী দেবী (মা)

পেশা (Occupation) লেখক, দার্শনিক, পণ্ডিত, শিক্ষাবিদ, অনুবাদক, প্রকাশক, সংস্কারক, মানবহিতৈষী
দাম্পত্যসঙ্গী (Spouse) দিনময়ী দেবী
সন্তান নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়
সাহিত্য আন্দোলন বাংলার নজাগরণ
শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃত কলেজ (১৮২৮-১৮৩৯)
জাতীয়তা ভারতীয়
উল্লেখযোগ্য রচনাবলী বর্ণপরিচয় , কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা
মৃত্যু (Death) ২৯ জুলাই ১৮৯১ (29th July 1891)

মডেল মসজিদ কুড়িগ্রাম
15/04/2023

মডেল মসজিদ কুড়িগ্রাম

15/04/2023

সূরা ইখলাস আরবী উচ্চারণ।
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ
ٱللَّهُ ٱلصَّمَدُ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ

সূরা ইখলাস বাংলা উচ্চারণ।
সূরা ইখলাসের বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে।

কুল হুওয়াল্লা-হু আহাদ।
আল্লা-হুসসামাদ।
লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।

সূরা ইখলাস এর বাংলা অর্থ।
সূরা ইখলাস এর বাংলা অর্থ দেওয়া হয়েছে।

বলুন, তিনি আল্লাহ, এক,
আল্লাহ অমুখাপেক্ষী,
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
এবং তার সমতুল্য কেউ নেই।

Address

Dinajpur

Telephone

+8801745369042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share