স্বপ্ন আবাস

স্বপ্ন আবাস আমি কোনোদিন বিশাল কোনোকিছুর স্বপ্ন দেখিনি।
আমার স্বপ্নগুলো ঘাসফুলের মতো ছোট (চেরি ফুলের মতো সুন্দর)!

কতশত কথা জমে আছে,তোমাকে এখনো হয়নি বলা! 🙂
05/01/2025

কতশত কথা জমে আছে,তোমাকে এখনো হয়নি বলা! 🙂

25/12/2024

কতকিছু খুব সহজে ভুলে যাই, কিন্তু আমি তোমাকে ভুল করে একদিনের জন্য ভুলতে পারিনা.!🙂💔

20/12/2024

তোমাকে খুব মনে পড়ছে,
ফোন করবো?
না থাক, তুমি বোধয় ব্যাস্ত এখন অন্য কারো সাথে!
হঠাৎ আমার কলে যদি
তোমার প্রিয় মূহুর্তটি নষ্ট হয়।
তবু আমার মন মানছে না,
একবার করেই ফেলি!
কেমন আছো জিজ্ঞেস করি,
আচ্ছা আমার কন্ঠ শুনে তুমি রেগে যাবে না তো?
বিরক্ত হয়ে কলটা রেখে দেবে না তো?.................
তোমাকে একনজর দেখার ব্যকুলতায়
আমার দু-চোঁখ অস্থির হয়ে আছে,
তাই তোমাকে জানাতে চেয়েছিলাম আমার দু'চোঁখের অস্থিরতা।
আচ্ছা আমার এই অর্থহীন অস্থিরতার কথা শুনে
তুমি খুব রাগান্বিত হবে না তো!
আমায় দু'চার করুন কথা শুনিয়ে দিবে না তো!
তুমি যাই বলো আমায়,
আমি জানিয়েই দিবো,
মনের বিরুদ্ধে গিয়ে কিভাবে থাকবো আমি, বলো?...................
খুব ভালোবাসি তোমায়,
অনেক দিন এই কথাটি তোমায় বলিনি আমি,
আজ খুব বলতে ইচ্ছে করছে,
এই কথা শুনে তুমি কি
আবার বিরক্ত হবে?
একবার বলেই দেখি!
প্রচন্ডভাবে তোমাকে ভালোবাসি বলেই
আজ বেহায়ার মতো বলেই দিলাম আবারো "ভালোবাসি"!
তুমি প্লিজ বিরক্ত হয়ো না।.......................
হুমায়ূন এর কথা অনুযায়ী বলে দিতেই ইচ্ছে হলো ,
তোমাকে খুব মনে পড়ছে তাই ফোন দিলাম।
খুব দেখতে হচ্ছে তাই জানিয়ে দিলাম।
খুব ভালোবাসি তাই বলে দিলাম।

S💝S

🖤..
08/12/2024

🖤..

06/10/2024

তিতা হয়ে গেছি সবার কাছে;এখন আর আগের মতো সবার কাছে মিঠা লাগি না।

02/10/2024

তার পর দেখলাম আমাকে ছাড়া কেউ একাকীত্ব অনুভব করে না , আর আমার এটা ভেবেই ভালো লাগে যে , আমাকে কারোর প্রয়োজন নেই !

27/09/2024

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি সাধ্য মতো সবকরেই দেখেছি আর আমি বার বার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ংকর।

💔..!
11/09/2024

💔..!

04/09/2024

আপনার সর্বোচ্চ চেষ্টার পর যে আপনাকে ভুল বোঝে এবং দুর্ব্যবহার করে, তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন তা হচ্ছে - নীরবতা।'🖤

07/07/2024

কাল অব্দি আমার একটা আসা ছিলো যা আজ পরীক্ষা শেষে নষ্ট হয়ে গেলো💔😭
জানিনা পরের পরীক্ষা গুলা কেমন হবে😞🥺

06/07/2024

_আকাশে জমে থাকা মেঘের মতোই জমে আছে হৃদয়ে বিষন্ন মেঘ!!🩶😊

29/06/2024

আগামীকাল থেকে আমার পরীক্ষা এদিকে গত পাঁচ দিন থেকে আমার জোর ঠান্ডা। এতটাই অসুস্থ যে আমার কথা বলার ভয়েস টাই পরিবর্তন হয়ে গেছে কেউ দেখলে বলতে হয় না যে আমি অসুস্থ দেখা মাত্র বুঝে যায়। জানি না কেমন হবে পরীক্ষা।সবার কাছে দোয়া প্রার্থী।আমার জন্য দোয়া করবেন।

29/06/2024

আমি জানিনা তুমি কেমন আছো!
শুধু জানি তোমার HSC পরীক্ষা খুবই নিকটে। দোয়া ও শুভ কামনা তোমার জন্য।প্রত্যেকটা স্বপ্ন তোমার পূর্ন্যতা পাক।

- S

28/06/2024

এমন শান্ত জীবন কে চেয়েছিলো মাবুদ!'উৎসবে আনন্দ লাগে না,শোকে কান্না আসে না!'আঘাতে দুঃখ লাগে না,দুঃখে অবাক লাগে না!'বাইশ গজ নিচে নলকূপের জলের মতো,এমন শান্ত জীবন তো চাইনি কখনো!'আমারে নদীর জলের মতো বানাইতে পারতা!' বাতাসে ঢেউ হইতাম,মানুষ আসতো,দেখতো,জোয়ার-ভাটার মতো খোঁজ খবর নিতো!'আমারে মানুষ বানাইলা,বুকে ব্যথার পাহাড় দিলা,শুধু খোঁজ নেয়ার মানুষ দিলা না!'💔

25/06/2024

কোনো অভিযোগ নেই ! আর কখনো থাকবেও না ! আছে কিছু অভিমান , যা কোনদিন বলবো না .. !

24/06/2024

দুঃসময়ে কেউ পাশে থাকেনা!

" 'ভুলে যাও' বললেই তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। তাই, তোমাকে আমার মন থেকে মুছে ফেলব কি ফেলব না-সেই সিদ্ধান্ত নে...
22/06/2024

" 'ভুলে যাও' বললেই তোমাকে ভুলে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। তাই, তোমাকে আমার মন থেকে মুছে ফেলব কি ফেলব না-সেই সিদ্ধান্ত নেবে আমার মন।"

বই : কুহেলিকা
লেখক : নাজিম উদ দৌলা

12/06/2024

দিনগুলো সব পেরিয়ে গেলো,
সকাল থেকে সন্ধ্যা হলো
কেউ এলো না।

কেউ এলো না, উঠোন জুড়ে-
খরার বুকে বরষা ঢেলে,
সাঁঝের বেলা শূন্য নীড়ে,
কেউ এলো না।

কেউ কোথাও নাইবা এলো-
স্মৃতির স্রোত ভাসিয়ে নিলো,
জানলো না কেউ বুকের ভিতর
ভালোবাসার প্রাসাদ ছিলো।

- বিষাদনীড়

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন আবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share