BIPUL AGRO FARM LTD

BIPUL AGRO FARM LTD বিপুল এগ্রো ফার্ম লিমিটেড:
আস্থা ও বিশ্বাস এর প্রতীক।

আপনারা কতজন আপুকে চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েট...
13/05/2024

আপনারা কতজন আপুকে চেনেন, আমি ঠিক জানি না। আমার পর্যবেক্ষণ মতে, বাংলাদেশে সবচেয়ে ক্রিয়েটিভ এবং পরিমার্জিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন হলেন উনি। যদি বলি দেশের সেরা পাঁচজন কনটেন্ট ক্রিয়েটর এর একজন উনি, তাহলে ভুল হবে না। যারা উনাকে চেনেন, এবং দেখেন উনার ভিডিয়ো, তারা এটা স্বীকার করে নেবেন।

উনি পড়ালেখা করেছেন কৃষি বিষয়ক। উনার কনটেন্ট এর মূল বিষয়বস্তু হলো, কৃষি। উনি গ্রামীণ অঞ্চলের বিভিন্ন প্রান্তিক কৃষকের গল্প তুলে ধরেন। অনেকটা সায়খ সিরাজের মতো। যদিও সায়েখ সিরাজ শুধুই কৃষকদের গল্প প্রতিবেদন আকারে টিভির ক্যামরায় তুলেন ধরেন। আর উনি শুধু কৃষকদের গল্প তুলে ধরেন না, একইসাথে প্রতিটি কৃষি পণ্যের চাষাবাদ, ভালোমন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরেন অডিয়েন্সের সামনে। একইসাথে ঐই পণ্যের পুষ্টিগুণও জানান। যেমন ধরুন, কোনো কৃষকের করলা চাষাবাদ খেতে গেলেন, সেখানে গিয়ে চাষাবাদ সম্পর্কে বিস্তারিত জানান, একইসাথে করলা আমাদের শরীরের জন্য কেন উপকারী, কী কী পুষ্টিগুণ রয়েছে এর ভেতর, সব কিছুই খুবই চমৎকারভাবে তুলে ধরেন। এবং কখন এর চাষাবাদের উপযুক্ত মৌসুম, তারও বিস্তারিত জানান।

শুদ্ধ উচ্চারণ এবং বাচনভঙ্গি পরিষ্কার ও শ্রুতিমধুর হওয়ায় উনার ভিডিয়ো দেখার পাশাপাশি শুনতেও খুব ভালো লাগে। এমনকি প্রতিটি কনটেন্টে তার পোশাক আশাকেও নম্র এবং ভদ্রতার ছাপ পরিলক্ষিত।

বাংলাদেশে সাধারণত কনটেন্ট ক্রিয়েটররা কিছু ফলোয়ার গেইন করলেই শুরু করে দেয় ভক্তদের নিয়ে বিজনেস। কনটেন্টে মনোযোগ বাদ দিয়ে বিভিন্ন কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে যান। এক্ষেত্রে উনি ব্যতিক্রম। উনাকে শুরু থেকেই দেখে আসছি উনি কৃষি বিষয়ক তার কাজের বাইরে কোনো কমার্শিয়াল পণ্যের বিজ্ঞাপন কিংবা কোনো ব্র্যান্ড প্রমোটে কাজ করছেন না।

যারা ভালো কাজ করেন, এবং তার কাজ মানুষের জন্য সত্যিকার অর্থেই উপকারী তাদের সহযোগিতা করাও আমাদের দরকার। তাদের সাথে যুক্ত থাকা মঙ্গল।

ছবির এই কনটেন্ট ক্রিয়েটর ভদ্র মহিলার নাম উম্মা কুলসুম পপি। এই নামে তার ফেসবুক-ইউটিউব

28/10/2023

♥️New project ♥️
বিপুল এগ্রো ফার্ম লিমিটেড নিয়ে অনেক পরিকল্পনা। সব ঠিক ঠাক থাকলে খুব তারাতাড়ি(জানুয়ারীতে) আর একটা স্বপ্ন পূরণ হতে চলছে l

30/07/2023

এভাবে কখনো কেউ টাকা জমিয়েছেন কি।

15/07/2023

ব্যর্থতার পরেই সফলতা অর্জন আসে।

কেনো যে এবার কাঁচামরিচ চাষ করলাম না।
01/07/2023

কেনো যে এবার কাঁচামরিচ চাষ করলাম না।

04/06/2023

‘৪ জুন ২০২৩ তৃতীয় 'জাতীয় চা দিবস'
“চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প”
সকলকে আন্তরিক শুভেচ্ছা।

04/06/2023

যদিও বিশ্ব বাজারে চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান সবসময়ই সম্মানজনক, কিন্ত কেমিক্যাল ব্যাবহারকারী গুটিকয়েক মানুষের জন্য আমরা আমাদের সম্মান ধরে রাখতে পারছি না।
তাই সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ভেজালের এই যুগে আমরা আপনাকে দিচ্ছি বাছাই করা সেরা দানার BOP এবং GBOP চা (স্টোক খুবই সিমিত) তাই দেরি না করে অর্ডার করতে এখনি মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন নিচে দেওয়া নাম্বারে ০১৮৯৩৮০০৫৭১

খামারের স্থান নির্বাচনঃ আমরা পরিবার ভিত্তিক ক্ষুদ্র খামার স্থাপনের জন্য আমাদের বাড়ির অ-ব্যবহারিত স্থান বেছে নিতে পারি। এ...
28/05/2023

খামারের স্থান নির্বাচনঃ আমরা পরিবার ভিত্তিক ক্ষুদ্র খামার স্থাপনের জন্য আমাদের বাড়ির অ-ব্যবহারিত স্থান বেছে নিতে পারি। এ স্থানটি সাধারনতঃ বাড়ীর পূর্ব অথবা পশ্চিম দিকে হলে ভাল হয়। সর্বমোট ১০ টি গরুর জন্য ৩০০ বর্গ ফুট জায়গার প্রয়োজন। গরুর ঘর থেকে ২০/২৫ ফুট দূরে একটি ছোট ডোবা থাকবে যাতে সেখানে গরুর মল-মূত্র ফেলা যায়। এ ছাড়া মল মুত্র থেকে জৈব সার ও বায়ো গ্যাস উৎপাদনের জন্য বায়ো গ্যাস প্লান্ট স্থাপন করে লাভজনক ভাবে খামারের বর্জ ব্যবস্থাপনা করা যায়।

ভাল জাতের গাভীর বৈশিষ্ট্য:

মাথা : হালকা ও ছোট আকার, কপাল প্রশসত্দ, উজ্জ্বল চোখ, খাদ্যের প্রতি আগ্রহ। দৈহিক বৈশিষ্ট্য : দেহের সামনে দিক হালকা, পিছনের দিক ভারী ও সুসংগঠিত, দৈহিক আকার আকর্ষণীয়, শরীরের গঠন ঢিলা। পাজর : পাজরের হাড় স্পষ্ট, হাড়ের গঠন সামঞ্জস্যপুর্ণ। চামড়া : চামড়া পাতলা, চামড়ার নীচে অহেতুক চর্বি জমা থাকবে না, চামড়ার রঙ উজ্জ্বল, লোম মসৃণ ও চকচকে হবে। ওলান : ওলান বড় সুগঠিত ও দেহের সাথে সামঞ্জস্যপূর্ণ, বাটগুলো একই আকারের হবে। চারবাট সমান দূরত্বে ও সমানত্দরাল হবে। দুগ্ধশিরা : দুগ্ধশিরা মোটা ও স্পষ্ট, তলপেটে নাভীর পাশ দিয়ে দুগ্ধশিরা আঁকাবাঁকাভাবে বিস্তৃত থাকবে।

খামার ব্যবস্থাপনা: খামার ব্যবস্থাপনা এক প্রকার কৌশল যার মাধ্যমে খামারের সম্পদ, সুযোগ ও সময়ের সমন্বয় ঘটানো যায়। সুষ্ঠ ব্যবস্থাপনার সুফল হল- ১. সম্পদের মিতব্যয়িতা ২. স্বল্প সময়ে ফললাভ ৩. স্বল্প সময়ে অধিক উৎপাদন ৪. শক্তি ও শ্রমের অপচয় রোধ ৫. উৎপাদনে গুণগতমান ও উৎকর্ষতা লাভ।

#খামার
#এগ্রো
#গরু

16/05/2023

অপরুপ সুন্দর এ ভরপুর সিলেট এর সাদা পাথর। আপনারাও সুযোগ সময় পেলে ঘুরে আসুন।







15/05/2023

মন খারাপ থাকলে ঘুরে আসুন গ্রাম।


01/05/2023

গ্রামের সুন্দর মুহূর্ত। শুরু হয়ে গেছে ধান কাটা।

গ্রামের সুন্দর মুহূর্ত
29/04/2023

গ্রামের সুন্দর মুহূর্ত

27/04/2023

মোহনপুর রাবার ড্যাম।

দিনাজপুর শহর হইতে ১৭ কি:মি: দক্ষিত পুর্বে অবস্থিত মোহনপুর রাবার ড্যাম

23/04/2023

এর নিজস্ব ঘাস ও আম বাগান। আমাদের দেশি গরুর অরিজিনাল গাওয়া ঘি পাওয়া যায় Organic Food Point পেজ এ।

Address

Dinajpur
5250

Telephone

+8801648735158

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIPUL AGRO FARM LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BIPUL AGRO FARM LTD:

Videos

Share

Category