18/07/2023
Page a একটু সাপোর্ট করবেন
RUSS-868
এ গল্পটি পাঠিয়েছেন ""নাম প্রকাশে অনিচ্ছুক""।
রাবি মেডিকেল থেকে আমি আর আমার রুমমেইট রুমে ফিরছিলাম, রিকশাওয়ালাকে ইশারা করতেই দাঁড়িয়ে গেলেন,রিকশায় উঠে পড়লাম। তারপর রিকশাওয়ালা মামা আর আমার রুমমেইটের মধ্যে যা কথোপকথন হচ্ছিল আমি চুপ করে শুনতেছিলাম:
রিকশাওয়ালা মামা: কোথায় যাবেন মামা?
রুমমেইট: জোহা হলে মামা।
রিকশাওয়ালা মামা: জোহা হলের তো অনেক ইতিহাস মামা।
রুমমেইট: হ্যাঁ মামা জানি।
রিকশাওয়ালা মামা: হঠাৎ! আচ্ছা মামা ভার্সিটিতে কারা চান্স পায়?
রুমমেইট: বাংলাদেশের অনেক মেধাবীরা ভর্তি হওয়ার জন্য এখানে পরীক্ষা দেয়। তারমধ্য থেকে মেধাবীর মেধাবীরা এখানে চান্স পায়।
রিকশাওয়ালা: এই মেধাবীরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় নোংরা করে ফেলেছে। (আমি তো হতভম্ব চুপ করে শুনছি)
রুমমেইট: কেন মামা?
রিকশাওয়ালা মামা: মেধাবীদের যদি এমন অবস্থা হয়,তাহলে যারা মেধাবী না তাদের অবস্থা কি!
আসলে রিকশাওয়ালা মামা কোন বিষয়টা কে ইঙ্গিত করে বলেছে আমি তখনও বুঝে উঠতে পারিনি। তবে বুঝতে বেশি দেরি হয়নি।
রিকশাওয়ালা মামার এমন কথা বলার পিছনে কারণটা ছিল আমাদের আচরণ, আমাদের চলাফেরা,আমাদের কর্মকাণ্ড সব কিছুই।
তারা কতটা ভালো চোখে দেখেন আমাদের এটা ভাবার বিষয়।
অন্তত তিনি আশা করেন মেধাবীদের দ্বারা এমন কিছু হতে পারে না।
বন্ধু,বড়ভাই,বড়আপু,ছোটভাই,ছোটআপু
আমার অনুরোধ নিজেরা যে মেধাবী এ কথা ভুলে যাবেন না।
মেধার পরিচয় বহন করে মেধাবীদের অসম্মান কাম্য নয়।
আপনার আমার একার জন্য যেন সকল মেধাবীদের মান ক্ষুন্ন না হয়।
ভুল ত্রুটি মার্জনীয়।