( ◎ ).║ ∩║_____ 人.║ ∩║__ .-:'''"''";-..║ ∩║ (*(*(*|*)*)*).║ ∩║.∩∩∩∩∩♡♡♡
╭━╮┳┈┳╭━╮╭━━╭━╮
╰━╮┃┈┃┣━╯┣━┈┣┳╯
╰━╯╰━╯┻┈┈╰━━┻╰━
____________________
"Facebook Present At=03/01/2016"
_____________________
স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।
"এ পি জে আবদুল কালাম্"
------------------
আমি নিজ কর্মে বিশ্বাসি।সৎ কর্ম মানুষকে মহৎ করে তোলে।আর আমি সৎ কর্ম
ে অনড় অটল।আমি হালাল রুজির খোজ করি,সততার সাথে।আমি আমার লক্ষ্য অর্জনে অনড়।
_____________________
*মোঃনাসিম হক চৌধুরী নওরোজ আলী*
*আমার রক্তের গ্রুপ "ও"পজেটিভ*
*আমি রাগি এবং জেদী ছেলে।
*আমি যেটা মুখ দিয়ে বলি সেটাই করি।
*বন্ধুদের সাথে আড্ডা মারতে পছন্দ করিনা।
*একাকি থাকতে ভালো লাগে।
__________________________
* ছেলেটা আমি একটু লাজুক পকৃতি আমি কষ্টের রং দিয়ে সুখের ছবি আঁকি আমি মিথ্যে আশা দিয়ে মনকে পূর্ণ করি আমি হাসিকে ফুটিয়ে কষ্টকে লুকাই কিছু না পাওয়াকে আড়াল করে স্বপ্নকে সাজাই।
*************;”o+”এই ব্লাড গ্রুপের
মানুষেরা স্বচ্ছ… দৃষ্টি সম্পন্ন, গভীর
মনোযোগী, উচ্চাকাঙ্খী,
স্বাস্থ্যবান, বাকপটু, বাস্তববাদী,
রোমান্টিক এবং অত্যান্ত
বুদ্ধিমান হয়ে থাকে।
★★★★★★
নাসিম নামের অর্থ প্রথম নাম নাসিম এর অর্থের বৈশিষ্ট্যের
তালিকা চরিত্রগত প্রবলতা %
আনন্দদায়ক=83%
সৃঙ্খলা=78%
উদার=77%
ভাগ্যবান=75%
আধুনিক=72%
সক্রিয়=70%
অস্থির=68%
গুরুতর=58%
বন্ধুত্বপূর্ণ=48%
মনোযোগী=31%
উপযুক্ত=25%
স্বাভাবিক=21%
★★★★
❑ আজ মানুষ শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য নয় ।
❑ আজ মানুষ ভালোবাসে ভোগ করার জন্য, বিয়ে করার জন্য নয় ।
❑ আজ মানুষ টাকা অর্জন করে ধনী হওয়ার জন্য, জাকাত দেওয়ার জন্য নয় ।
❑ আজ মানুষ সাহায্য করে লাভের জন্য, বিনা স্বার্থে নয় ।
❑ আজ মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয় ।
❑ আজ মানুষ হজ্জ করে হাজী হওয়ার জন্য, পাপ মুক্তির জন্য নয় ।
❑ আজ মানুষ রাত্রি জাগে ফেসবুক চালানোর জন্য, এবাদতের জন্য নয় ।
❑ আজ মানুষ আনন্দ করে নষ্টামির জন্য সুস্থ বিনোদনের জন্য নয় ।
❑ আজ মানুষ খাদ্য গ্রহণ করে রসনা বিলাসের জন্য, গরিব কে দেওয়ার জন্য নয় ।
❑ আজ মানুষ পোশাক পরিধান করে ফ্যাশনের জন্য, লজ্জা নিবারণের জন্য নয় ।
❑ আজ মানুষ ব্যাংকে টাকা রাখে সুদ পাওয়ার জন্য, নিরাপত্তা জন্য নয় ।
❑ আজ মানুষ বন্ধুত্ব করে নিজের স্বার্থের জন্য, ভালোবাসার জন্য নয় ।
❑ আজ মানুষ দান করে লৌকিকতার জন্য, মানবতার জন্য নয়
❑ আজ মানুষ রাজনীতি করে নেতা হওয়ার জন্য, জনসেবার জন্য নয় ।