পাক্কা ইঞ্জিনিয়ার

পাক্কা ইঞ্জিনিয়ার Smart & Polite two different things so you can achieve any of them or both of them.. 🏃‍♂️🏃‍♂️ we supply best quality and durable product for customer

এই হাসি, আরবের সমস্ত সম্পদ. এবং অর্থের চেয়েও মূল্যবান।বিজয় তোমাদেরই হবে ইনশাল্লাহ..❤️❤️
27/10/2024

এই হাসি, আরবের সমস্ত সম্পদ. এবং অর্থের চেয়েও মূল্যবান।
বিজয় তোমাদেরই হবে ইনশাল্লাহ..❤️❤️

24/10/2024

আবরার ফাহাদ।

বিশ্বজিত দাস।

আবু বকর।

আমাদের এই ঈদের আনন্দ আপনাদের রক্তের বিনিময়ে পাওয়া, ভাই।

জানি, আপনারা দেখতেছেন সব। আর মিটিমিটি হেসে বলতেছেন, ইনকিলাব জিন্দাবাদ।

যে মুজিববাদ আপনাদের বেঁচে থাকতে দেয়নি, সেই মুজিববাদের প্রথম কবর আমরা রচনা করে ফেলেছি আজকে।

ঈদ মুবারক।

- সাদিকুর রহমান খান

24/10/2024

ছাত্রলীগ কাগজে কলমে নিষিদ্ধ হয়েছে।

এবার এটার এক্সিকিউশন দেখতে চাই।

৫ আগস্টের পরে ৪৩ বিসিএসের গেজেট হলো। আমার ক্যাম্পাসেরই বহু ছাত্রলীগের পোস্টেড নেতাদের সেখানে সুপারিশ করা হয়েছে।

আমি এদের অনেকের সাথেই কথা বলেছি। বিশ্বাস করেন, এরা এখনও এদের আপাকে ভালো মনে করে, ২০০০ লোক মেরেও এদের কোন অনুশোচনা নাই।

আশা করি, ৪৩ বিসিএসের যারা যারা ছাত্রলীগের সাথে জড়িত, তাদের নিয়োগ বাতিল হবে।

এসআইতে নিয়োগ দেওয়া হতো ছাত্রলীগে পদ থাকার সাপেক্ষে। এগুলোর ডকুমেন্ট আছে। এদের খুঁজে বের করে করে বরখাস্ত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানেও এদের বসানো হয়েছে দেদারছে। এদের সরানো জরুরি। এতোদিন তো ভিত্তি ছিলো না, এখন আইনের ভিত্তি আছে।

ছাত্রলীগের সবচে বড় নিয়োগের জায়গা হলো ইউনিভার্সিটির টিচার আর গবেষণা প্রতিষ্ঠানগুলো।

আপনারা খেয়াল করেছেন কি না, পূরনো ইউনিভার্সিটির কিছু টিচার ছাত্রদের পক্ষে থাকলেও নতুন ইউনিভার্সিটির একজন টিচারও ছাত্রদের পক্ষে ছিলোনা কেন?

কারণ গত ১৫ বছর ছাত্রলীগ করা ছাড়া ইউনিভার্সিটির টিচার কাউকে করা হয় নাই। ইভেন ৫ আগস্টের পরেও আমার ক্যাম্পাসের এক্স-ছাত্রলীগার টিচারকে আমি ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠানে এটেন্ড করতে দেখেছি।

শুধু সাধারণ কর্মীদের সন্ত্রাসী বলে গ্রেফতার করলে হবে না। বরং এই ছাত্রলীগ কোটার টিচারদেরও ধরে ধরে বরখাস্ত করতে হবে।

রাজপথ থেকে ছাত্রলীগ সরানোর চে প্রশাসন আর প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগমুক্ত করা জরুরি।

একইসাথে, বাংলাদেশের ৫০ টা পাবলিক ইউনিভার্সিটিতেই ছাত্রলীগের কমিটি আছে। এগুলো ডকুমেন্টেড। আমার ক্যাম্পাসেরটা আমি জানি, এরকম সবাই জানে।

এই কমিটির লিস্ট ধরে ধরে ক্যাম্পাস আর হলগুলো ব্লক রেইড দিয়ে ছাত্রলীগ গ্রেফতার করতে হবে।

এদের এনআইডি নাম্বার ব্লক করতে হবে।কোন চাকরির পরীক্ষাতেই যেন এটেন্ড করতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে।

ইউরোপ যেভাবে নাজিদের ট্রিট করেছে, ছাত্রলীগের ট্রিটমেন্ট সেভাবেই হতে হবে।

এমন একটা উদাহরণ এই দেশের মানুষের সামনে সেট করতে হবে, ভবিষ্যতে আর কোন সংগঠন যেন আর কোন আবরার, বিশ্বজিত বা আবু বকরকে খুন করার দুঃসাহস না দেখায়।

ইনকিলাব জিন্দাবাদ।
মুজিববাদ মুর্দাবাদ।

সন্রাসী সংগঠন..নিজেরাই জয় বাংলা হয়ে গেলো..😃😃!!
24/10/2024

সন্রাসী সংগঠন..
নিজেরাই জয় বাংলা হয়ে গেলো..😃😃!!

ভেবেছিলাম বুয়েটে CSE তে পড়ব।ওমেকাতে পজিশনও খারাপ ছিল না। কিন্তু ভর্তি পরীক্ষার দিন কী হলো কয়েকটা অঙ্ক কোনোভাবেই মিলাতে...
19/10/2024

ভেবেছিলাম বুয়েটে CSE তে পড়ব।

ওমেকাতে পজিশনও খারাপ ছিল না। কিন্তু ভর্তি পরীক্ষার দিন কী হলো কয়েকটা অঙ্ক কোনোভাবেই মিলাতে পারলাম না। মনে করেছিলাম হয়তো চান্সই পাব না।

রেজাল্টের পর দেখলাম কোনরকমে পেয়েছি, কিন্তু সিরিয়াল অনেক পেছনে। টেনেটুনে মেকানিকাল এ আসে, আরেকদিকে আর্কিটেকচার।

এর মাঝে আবার ঢাকা ভার্সিটির IBA এর BBA তে রিটেনে টিকলাম। তখন IBA এর গ্রাজুয়েটদের অনেক দাম। ভাবলাম IBA তে হয়ে গেলে সেখানেই পড়ব, কিন্তু কিভাবে যেন সেখানেও ভাইভা তে বাদ পড়ে গেলাম।

তারপর ভাবলাম, আর্কিটেকচারে পড়ে দেশে একটা ফার্ম দিব, Creativity দিয়ে অনেক কিছু করে ফেলব। তাই মেকানিকাল এর এর চেয়ে আর্কিটেকচারই ভালো অপশন। ভর্তি হয়ে গেলাম সেখানেই।

বন্ধুবান্ধব, বুয়েটে লাইফ ভালোই চলছিলো, কিন্তু অনেক আগে থেকেই বাইরে পড়তে যাবার একটা সুপ্ত ইচ্ছা ছিল। শুরু করলাম বাইরে অ্যাডমিশন এর চেষ্টার।

অনেকেই বললো এখন গিয়ে কী করবা, বুয়েটে শেষ করে মাস্টার্সএ যাও, Undergraduate এ গেলে নিজে টাকা দিয়ে পড়তে হবে। কিন্তু তারপরও হাল ছাড়লাম না।

গেলাম ঢাকার idp তে, বললাম যে ANU তে নাকি ফুল স্কলারশিপ দেয়, কিভাবে কি করতে হবে?

তারা বলল যে ইংলিশ মিডিয়াম হলে লাভ ছিল, বাংলা মিডিয়াম এর A+ এর দাম নাই। তারপরও নিজে থেকেই IELTS দিলাম, ANU তে অ্যাপ্লাই করলাম। কিন্তু লাভ হলোনা, শেষমেশ রিজেক্ট।

অস্ট্রেলিয়া তো আমাকে পাত্তা দিলোনা, ভাবলাম আমেরিকায় চেষ্টা করে দেখি। কিন্তু সেখানে আবার SAT আর TOEFL ছাড়া কিছু হয়না। সেগুলোও দিলাম।

খুঁজে পেতে দেখলাম যে টপ ভার্সিটিগুলো চান্স পেলে financial aid দেয়। তাই ভাবলাম এবার তাহলে MIT তেই যাবো, বুয়েটে, ANU তো আর আমাকে বুঝলো না। 😛

সব ঠিকঠাক করে MIT তে অ্যাপ্লিকেশনও জমা দিলাম। (যদিও হাতে গোনা কয়েকজন ছাড়া এটা কেউ জানতো না)

কিন্তু শেষমেশ এখানেও রিজেক্ট।

এবার ঠিক করলাম জাপানে মনবসু (আসল উচ্চারণ "মনবুকাগাকুশো") স্কলারশিপে পড়তে যাব। অ্যাপ্লাই করলাম, রিটেনে টিকলাম, আমাদের ৪ জনকে এম্ব্যাসি থেকে সিলেক্ট করে ভাইভা তে ডাকলো। ভাইভাও খুব ভালো হলো।

আমাদের কজনের নাম জাপানের মিনিস্ট্রিতে পাঠালো। কিন্তু এবার কি হলো, বাংলাদেশ থেকে ওরা একজনকেও সিলেক্ট করলো না আর আমার জাপানের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।

জাপানি rejection এর কদিনপরে দেখলাম Korean Government Scholarship এর সার্কুলার। এবার ভাবলাম তাহলে কোরিয়াতেই যাই, SNU বা KAIST এ পড়বো, খারাপ কি। আসার আগে অনেকেই বলেছিল, বুয়েট ছেড়ে যাচ্ছ, ঠিক করছো তো? Korean ডিগ্রির আবার দাম আছে নাকি? ওখানে তো মানুষ কুকুরের মাংস খায়, ইত্যাদি ইত্যাদি।

কিন্তু আমার কাছে সবসময়ই মনে হয়েছে যে যেকোনো গভর্নমেন্ট স্কলারশিপ অনেক গর্বের একটা বিষয়, এখানে একজন স্টুডেন্ট তার দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিজের দেশকে তুলে ধরতে পারে। এরকম সুযোগ হাতছাড়া করা ঠিক না। তাই সবকিছু উপেক্ষা করে বুয়েট ছেড়ে চলে আসলাম South Korea তে পড়তে।

এখানে এসে ১ বছর language course এর পরে বুঝতে পারলাম যে আমি SNU বা KAIST এ পড়তে পারবো না, কারণ আমি ভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেছি। যেই ভার্সিটির মাধ্যমে অ্যাপ্লাই করেছি সেখানেই পড়তে হবে। আর SNU বা KAIST এ পড়ার ইচ্ছাও আমার অপূর্ণই থেকে গেল।

পাস করার আগে/পরে Google, Facebook, Apple, LinkedIn এ অনেক cv জমা দিয়েছি। কিন্তু কোথাও থেকেই কখনো কল পাইনি। মাঝে কল পেয়েছিলাম ThinkCell নামে ছোট একটা জার্মান কোম্পানি থেকে। সেখানে ইন্টারভিউও দিয়েছিলাম। আবারও প্রথম রাউন্ডেই বাদ।

এর পরে একসময় গ্র্যাব থেকে ইন্টারভিউ এর কল পেয়েছিলাম। সেখানেও ইন্টারভিউ এর দ্বিতীয় রাউন্ডে বাদ পড়লাম।

তারপরও হাল ছাড়িনি, চেষ্টা করে গিয়েছি।

প্রথমেই থেমে গেলে হয়তো এতদূর আসা হতো না।

বুয়েট এর CSE কিংবা এমআই টি তে পড়ার সুযোগ হয়তো হয়নি কিন্তু আজ যতদূর আসতে পেরেছি সেটাও বা খারাপ কী?

যেকোনো সাকসেস এর পেছনে এরকম হাজারো ব্যর্থতা থাকবে।

So, don't let your failures define who you are.

- Zulkarnine Mahmud

Software Engineer, Google

ফি/লি/স্তি/নের একটা বাচ্চা কি বলেছিলো জানেন?যে আমি মরে যেতে চাই কারন আমি শুনেছি যে জান্নাতে প্রচুর খাবার রয়েছে।■ "দ্যা শ...
17/10/2024

ফি/লি/স্তি/নের একটা বাচ্চা কি বলেছিলো জানেন?
যে আমি মরে যেতে চাই কারন আমি শুনেছি যে জান্নাতে প্রচুর খাবার রয়েছে।
■ "দ্যা শর্ট স্টোরির ফর্ম গাজা" পেজ থেকে

16/10/2024

এটা কোন সিনেমার শুটিং না। এটা জালিমদের বোমা হামলায় নিরীহ ফিলিস্তিন পিতার কোলে সন্তানের লাশ..😭😭।।আল্লাহ তুমি সাহায্য করো🤲🤲।।

16/10/2024

এভাবে নিরিহ মুসলমানদের পুড়িয়ে মারার কারনে ইহুদি ইসরাইলিদের জন্য গযব নাযিল হবেই ইনশাল্লাহ।।

16/10/2024

আমাদের নবী (সাঃ) এমন নেতা যার ই'ন্তে'কা'লের ১৫০০ বছর পরেও তার বিরুদ্ধে কিছু বললে গোটা বিশ্ব কেঁ'পে উঠে।

আলহামদুলিল্লাহ♥❤️

16/10/2024

এতো চিন্তা করবেন না। জীবন যিনি দিয়েছেন তিনিই সবকিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই।

আলহামদুলিল্লাহ।।

09/10/2024

ইনশাল্লাহ জীবনের শেষ বিন্দু পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবো..❤️❤️।।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্সের প্রধান জেনারেল আমির-আলি হাজিজাদেহ বলেছেন, "আমরা শীঘ্রই ড্রোন, ক্ষ...
06/10/2024

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী অ্যারোস্পেস ফোর্সের প্রধান জেনারেল আমির-আলি হাজিজাদেহ বলেছেন, "আমরা শীঘ্রই ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির চেয়ে আরও বেশি কিছু টেবিলে রাখব যা সমস্ত সমীকরণ বদলে দেবে।"
এদিকে ইরানে গতকাল হওয়া ভূমিকম্পণ নিয় গুঞ্জন আছে-
পরমাণু বোমার চেয়ে অনেকগুণ শক্তিশালী 'হাইড্রোজেন বোমা' পরীক্ষার সময় সাধারণত ভূমিকম্প হয়। ইরানে গতকাল ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছে।

02/10/2024

হিব্রু মিডিয়া:

ইরানিরা হামলার আগে বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক করেছিল।

02/10/2024

টার্গেট ছিলো মোসাদের হেড কোয়ার্টার!

Address

College Mor
Dinajpur

Telephone

+8801719655732

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাক্কা ইঞ্জিনিয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাক্কা ইঞ্জিনিয়ার:

Videos

Share