Sumon Islam

Sumon Islam _ছেলেদের আপন বলতে কেউ হয়না. !.🥹
_পকেটে টাকা না থাকলে ফ্যামিলিও
দাম দেয় না .!.💔🙏🥹

16/07/2024

এতদিন শুধু দাড়ি টুপি ওয়ালাদেরকেই রা*জা*কার অ*পবাদ দেওয়া হতো।
একটা সময় দেলোয়ার হোসেন সাঈদী (রহি) আর্তনাদ করে বলেছিলেন, "আমি রাজাকার নই!"

কিন্তু এখন দেশের ৯৮% মানুষ নিজেই গর্বের সাথে রা*জা*কার ট্যাগ গ্রহণ করে নিলো!

আহ!রবের পরিকল্পনা...
"নিশ্চয়ই আল্লাহ তায়ালা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী" (আনফাল:৩০)

29/06/2024

গায়ে হলুদ ! 🥴💃🕺
Follow _/ Sumon Islam page

কার কোনটা পছন্দ  আমার তো speed 🤪
13/06/2024

কার কোনটা পছন্দ
আমার তো speed 🤪

06/06/2024

এর উদ্বোধনী অনুষ্ঠান

01/06/2024

সাকিব খান এর আর একবার জন্ম নিতে হবে এমন ভাবে নিত্য দিতে 🕺😁

Send a message to learn more

03/05/2024

ঝগড়ার সময় কিছু লোক দৌড়ে এসে জানপ্রাণ দিয়ে ঝগড়া থামিয়ে দেয়। কেন রে ভাই? আমরা যারা সখ করে একটু ঝগড়া দেখতে আসি আমাদের সময়ের দাম নাই?

আজকের মাছের দরদাম 🐠🐟( 01.05.2024 )ক্রেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি :  ছবিতে উল্লেখিত দামের চাইতে এক টাকাও বেশি দিবেন ন...
02/05/2024

আজকের মাছের দরদাম 🐠🐟

( 01.05.2024 )

ক্রেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি : ছবিতে উল্লেখিত দামের চাইতে এক টাকাও বেশি দিবেন না । দরকার হলে ভোক্তা অধিকার কে কল করে আপনার অভিযোগ জানাবেন । 😊



#কাওরান_বাজার ( 🇹🇭 )
#মাছ #বাজার
#মাছের_দাম
#মাছ_ব্যবসায়ী
#মাছ_গবেষক

30/04/2024

সুড়ঙ্গ

নাভীর ছয় ইঞ্চি নিচে এক আজব সুড়ঙ্গ রয়েছে,
সেই সুড়ঙ্গের অতল দেশে, কত দেশ-মহাদেশ
নিরুদ্দেশ হয়েছে।
নারী দেহ এক মহাকাল, কত যুগ- কত কাল
সেই মহাকালের অতলে তলিয়েছে।

সুড়ঙ্গের গায়ে নিপুন খাঁজকাটা,
আছে দিব্য অনলের আঁচ,
গায়ে তার আদিমতার শাণিত ধাঁচ।
তারই মাঝে আদিম ঝর্ণা,
সেই ঝর্ণার জলে
মনুর জন্ম রহস্য আছে লিখা।

সুড়ঙ্গের
গায়ে এক অচিন তালা আঁটা,
খুলে না তালা নর চাবি ছাড়া।
কোন সে অচিন মুন্সী সেই তালার চাবি বানিয়েছে,
চাবি নিয়ে চাবি ওয়ালা থেকে থেকে দিচ্ছে ধোঁকা।
চাবির চূড়ায় আদিম ফুয়ারা,
সেই ফুয়ারা করে শীতল তপ্ত সুড়ঙ্গ,
তাতেই সৃষ্ট এই আদি মানব রহস্য।
সুড়ঙ্গের কাঙাল এই দুনিয়া
সুড়ঙ্গ রসে হয়ে মাতাল,হয়েছে বোকা।

সুড়ঙ্গের অতল গহব্বরে এক সুধার ফোয়ারা রয়েছে,
সেই সুধারই সন্ধানে, কত আউল-বাউল ঘর ছেড়েছে।
সুড়ঙ্গের গায়ে আজব নকশা কাটা,
সেই নকশাতেই নর চাবি পড়েছে বাঁধা।
জগৎ শ্রেষ্ঠ শিল্পী তাঁর তুলিতে সুড়ঙ্গ রহস্য গড়েছে,
তাইতো এই জগৎ নোনা মদে, মাতাল হয়েছে।
সুড়ঙ্গ এক চোরাবালি,
যে দিয়েছে পা, মাতাল হয়ে ভুলেছে দুনিয়াবি।
সুড়ঙ্গে কত জন-মহাজন কূল-মান খুইয়েছে,
কত রাজা, প্রজা হয়ে সুড়ঙ্গের দুয়ারে
মাথা নুইয়েছে।
সুড়ঙ্গের সন্ধানে কত দেব, কত ঋষি পথ-ভ্রষ্ট হয়েছে।

এই দুনিয়ায় আজব এক সুড়ঙ্গ রয়েছে,
সেই সুড়ঙ্গের জোরে এই সৃষ্টি-খেলা নিত্য চলেছে
Sumon Islam

#টপিক dance viral24

13/04/2024

নবাবগঞ্জ শেখ রাসেল জাতীয় উদ্যান কাঠের ব্রিজ । দিনাজপুর ।

19/03/2024

ফেরাউনের ব্যবসা ছিলো তরমুজ এর ব্যবসা!!
মেপে অধিক দামে বিক্রি করার কারনে সাধারণ নিম্ন আয়ের মানুষ সেই সময় ফেরাউন এর থেকে কিনে তরমুজ খেতে পারতো না।
আজ থেকে সাড়ে ৩ হাজার বছর আগে ফেরাউন মারা গেছে ঠিক ই,কিন্তু ফেরাউনের কিছু বংশধর বর্তমানে বাংলাদেশে তরমুজ এর ব্যবসা করছে।

ওদের বাপ ফেরাউনের মতো ওরা-ও পিচ হিসাবে কিনে এনে অধিক দামে কেজি হিসাবে বিক্রি করে, যা সাধারণ মানুষ কিনে খেতে পারে না।😢😢
একটা তরমুজ সরাসরি কৃষকের হ্মেত থেকে ক্রয় হয় ৮০-১২০ ৳ পর্যন্ত! ওজন ৭-১০ কেজি
আর বাংলাদেশের জাতীয় ফেরাউনরা বাজারে বিক্রি করে প্রতি পিস ৫০০-৭০০৳ পর্যন্ত

বছরের ১১ মাস যদি তরমুজ না খেয়ে থাকতে পারি তাহলে এই মাসেও তরমুজ না খেয়ে থাকা যাবে!
নেক্সট ১৫ দিন কোন তরমুজ কিনবেন না..সব পচে যাবে।এটাই হোক আমাদের নিরব প্রতিবাদ।

16/03/2024

ARGENTINA’S NEW JERSEY FOR COPA AMERICA 2024

🇦🇷
❤️
🏆

07/02/2024

নারী তুমি সম্মানের উপযুক্ত কিন্তু বিশ্বাসের না !!

06/02/2024
06/02/2024

Big update for token
Crypto team of mine 💰💰

শরীফ থেকে শরীফা হওয়ার গল্প
25/01/2024

শরীফ থেকে শরীফা হওয়ার গল্প

একদা একজন একটি তিক্ত সত্য কথা বলেছিলেন 😑
18/01/2024

একদা একজন একটি তিক্ত সত্য
কথা বলেছিলেন 😑

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share