Nupur

Nupur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nupur, Digital creator, Dinajpur.

14/01/2024

রিলেশনশিপের আগে মানুষ এতো এতো মিথ্যা কথা বলে শুধু মানুষটাকে পাওয়ার জন্য,তারপরে পেয়ে গেলে সেটার prioritise করতে পারেনা,ভ্যালু দিতে পারেনা। তারপরে সেই প্রায়োরিটি আর ভ্যালু না পাওয়া মানুষটা যখন চলে যায় অনেক কষ্ট পেয়ে ,তখন সেই চলে যাওয়া মানুষটা হয় খারাপ আর তাকে খোঁটা শুনতে হয় যে,তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো ? তুমি কাউকে প্রায়োরিটি না দিলে,ইম্পোর্ট্যান্স না দিলে কেন সেই মানুষটা তোমার সাথে থাকবে???

আর হ্যা একজন মানুষকে শুরুতে যেভাবে ট্রিট করে(মানে পটানোর আগে),পটে যাওয়ার পরেও সেম ভাবেই ট্রিট করা উচিত,তাহলে মানুষটা সাথে থাকবে,নয়তো থাকবেনা।

সম্পর্ক ,ভালোবাসা,যত্ন,এফোর্ট ,প্রায়োরিটি এই ব্যাপারগুলো চেয়ে নেয়ার জিনিস না। বাট যেখানে চেয়ে চেয়ে নিতে হয় ,সেখানে না থাকাটাই শ্রেয়। এমন কাউকে কেউ চায়না বা এমন কারো সাথে থাকতে পারেনা যার কাছে থার্ড পারসন ইমপোর্ট্যান্ট বেশি।

আর এভাবেই এই কষ্ট পাওয়া মানুষগুলোর মাঝে তৈরি হয়ে যায় ভালোবাসার প্রতি আকাশ সমান ঘৃণা।

চারিদিকে বাড়ছে শুধু বিচ্ছেদের দুর্গন্ধ,হারিয়ে যাচ্ছে ভালোবাসার সুগন্ধ ।

✍️ অকৃতি আমি 🌸

23/07/2023

চাইলেই তোমাকে ছেড়ে অনায়াসে চলে যেতে পারি, এমন স্বাধীনতা আমি কখনও চাইনি। বরাবর আমি কেবল চেয়েছি, আমার প্রচণ্ড অভিমানে চলে যেতে চাইলে আমাকে আটকে রাখো। যেন আমি কিছুক্ষণ পর বলতে পারি, ভাগ্যিস আটকালে।

এমন স্বাধীনতা আমি কখনও চাইনি যেখানে সমস্তই আমার ইচ্ছা। কিংবা আমার একনায়কতন্ত্র। বরাবর আমি চেয়েছি তুমি স্বৈরাচারী প্রেমিক হও। আমাকে শোষণ নয় বরং তোমার নামে চিরতরে লিখে নাও। সম্পত্তি হিসেবে নয় বরং সম্পদ। মাঝেমাঝে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হোক; ভালোবাসা। সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ অতিরিক্ত সবকিছুই ক্ষতিকারক।

এমন স্বাধীনতা আমি কখনও চাইনি যেখানে মুক্ত সম্পর্ক বা মুক্ত থেকে শ্বাসকষ্টে ভুগতে হয়। বরাবর আমি কেবল বাঁধন চেয়েছি। আয়ুষ্কালের সমান মিষ্টি পরাধীনতা। যেন আমি পরাধীন থেকেও রীতিমতো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি।

~ স্বাধীনতা ~
Collected from -

ডা. সারা মুরমু মিতু

22/07/2023

ওরা মনের গোপন চেনে না 😔
ওরা হৃদয়ে্র রঙ বোঝেনা 🥲

আমি ছন্নছাড়া বদমেজাজি নিজেও তা জানি তুমি আগলে রেখো আমায় আমি ভালবাসতে জানি.....!
21/07/2023

আমি ছন্নছাড়া বদমেজাজি নিজেও তা জানি তুমি আগলে রেখো আমায় আমি ভালবাসতে জানি.....!

ধীরে ধীরে তুমিও ভুলে যাবে আমায় ।এই মায়া ,এই ভালোবাসা ,আর কিছুই থাকবে না । হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নেব, তোমার প...
21/07/2023

ধীরে ধীরে তুমিও ভুলে যাবে আমায় ।
এই মায়া ,এই ভালোবাসা ,আর কিছুই থাকবে না । হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নেব,
তোমার প্রতি অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে- আমার ।
তবে তোমাকে ভুলা হবে না কখনো ।
হয়তো গোপনে -হয়তো নিভৃতে-
ভালোবেসে যাবো চিরকাল 🥲😔

19/07/2023

ঘুরে তাকালেও হেরে যায়
কেমন জানি আলাদা আলাদা সবই লাগে🎧
-Most favorite line

19/07/2023

বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চায় ❤️
বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই থাকতে চাই 🎧
_অনুপম 🥰

18/07/2023

দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী দুজনকেই পারসোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের ভেতর ব্যালেন্স করে চলার মানসিকতা তৈরী করতে হয়।

বেশিরভাগ দাম্পত্য কলহের শুরু হয় এই ব্যালেন্স করে চলতে না পারার কারনে। আপনি যখন প্রফেশনাল লাইফের প্রতি মনোযোগী হবেন, তখন আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আপনি আপনার পারসোনাল লাইফকে কোন ভাবে অবহেলা করছেন কিনা?
একটা জিনিস মাথায় রাখতে হবে, পারিবারিক জীবনকে স্বচ্ছল এবং সুন্দর করবার উদ্দেশ্য নিয়েই আপনি প্রফেশনাল লাইফে নিজেকে ব্যস্ত করে তোলেন। একই ভাবে যে মানুষটা সংসার সামলাবার দায়িত্ব নেয়, তাকেও বিপরীত মানুষের প্রতি ওভার এক্সপেক্টেশন সৃষ্টি করার মাধ্যমে তার পেশাগত জীবনে জটিলতা সৃষ্টির পথ তৈরী করে দেওয়া উচিৎ নয়।

এই ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের ভেতর ব্যালেন্স করে চলাটা দুই পক্ষের জন্যই সমান গুরুত্বপূর্ণ।

সংসার যেমন একটা দায়িত্বের জায়গা; একই রকম ভাবে কর্মক্ষেত্রও একটা দায়িত্বের জায়গা। শুধু মাত্র টাকা উপার্জনের জন্যই মানুষ পেশাগত জীবনে ব্যস্ত হয়ে উঠেনা। কর্পোরেটে যেমন কমিটমেন্ট রক্ষা করবার দায় থাকে, তেমনি ব্যক্তি জীবনেও কমিটমেন্টকে ভ্যালু করা লাগে।

একটা নিয়ে ব্যস্ত হয়ে অন্য আরেকটিকে অবহেলা যারা করে, তাদেরকে দায়িত্বশীল বলা যায়না। একজন মানুষ কর্পোরেটে সাকসেসফুল কিন্তু দাম্পত্য জীবনে অসুখী; সে মূলত ব্যর্থ। যারা এই দুটোকেই ব্যালেন্স করে শেষ পর্যন্ত চলতে পারে, তারাই কেবল সফল।

মানুষের জীবনে ব্যালেন্স করে চলবার ক্ষমতা ও মানসিকতা অর্জন করাটা অত্যন্ত জরুরী।

✍️ ডা. সারা মুরমু মিতু
(ভালো লেগেছে তাই টাইমলাইনে থেকে যাক)

18/07/2023

এইযে বন্ধুত্বের নামে ছেলে-মেয়ে ফ্রী মিক্সিং!
বিষয়টা পারসোনালি আমার জন্য বেশ আপত্তিকর।
আমি সম্ভবত বেশ পজেসিভ একজন মানুষ। জানিনা মানুষ হিসেবে কতটা উন্নত হতে পারছি কিংবা পেরেছি, তবে যতটুকুই হয়েছি তাতে আমার মনে হয় এই বন্ধুত্বের নামে ছেলে মেয়ের কোলে কিংবা মেয়ে ছেলের কোলে ঢলে পড়াটা বিকৃত মস্তিষ্কের পরিচয়।

বিপরীত লিঙ্গের বন্ধুর জন্য কোনো হাগ যেমন বরাদ্দ থাকতে পারেনা, মেয়ে বন্ধুর কোল কিংবা বাহু ছেলে বন্ধুর জন্য যেমন বরাদ্দ থাকতে পারেনা! তেমনই শুধুমাত্র বন্ধু হয়ে হাতে হাত চেপ্টে হাঁটাও আমার চোখে বেশ অপরাধযোগ্য বিষয়।
এসবের একমাত্র অধিকার শুধুমাত্র আমাদের প্রিয় মানুষেরই।
অন্য কারো হক এতে নেই।
খুব কম মানুষ এসবের হেফাজত কর‍তে পারে।

বন্ধুর সাথে হ্যাংআউট, চায়ের আড্ডা কিংবা সিনেমা
সব কিছুতেই অংশগ্রহণ করা যায় এবং অপেক্ষাকৃত প্রয়োজনীয় বিষয়। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই যারা এসব করে তারা অবশ্যই আমার চোখে খুব উন্নত মানুষ।

মনে রাখবেন, বন্ধু কিংবা বিপরীত লিঙ্গের কেউ আপনার সাথে ঘনিষ্ঠ থাকলে তাদের মন এবং চোখের কন্ট্রোল সবসময় মস্তিষ্ক করতে পারেনা।
পুরুষ হোক কিংবা মেয়ে, এ সমাজে প্রতিনিয়তই মানুষ অন্যের চোখ কিংবা মন দ্বারা ধর্ষিত হয়।
হ্যাঁ এতে কারো শারীরিক কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়না, যেটুকু হয় সেটা মানবিক অবক্ষয় কিংবা মনের ক্ষতি।
আনএক্সপেক্টেড টাচ এর কথা নাই বা বললাম।

যদিও ভার্সিটি, স্কুল কলেজে এটা প্রচুর চলছে। মুক্তমনা হতে গিয়ে আমরা নিজেদের সস্তা করছি।
হক নষ্ট করছি প্রিয় মানুষের।
আমি খুব করে চাই আপনার সুবুদ্ধি হউক।

Hum🥲
17/07/2023

Hum🥲

17/07/2023

সম্পর্ক টিকিয়ে রাখতে Adjustment করতে শেখো, কিন্তু তোমাকেই যদি বার বার Adjustment করতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসো , কারণ মনে রেখো যে কারো একার চেষ্টায় সম্পর্ক টিকে না💔

সেই প্রথম যখন আমি তোমায় ভালোবেসেছিলাম,তোমায় পাবার কোন আকাঙ্ক্ষা সেদিন  ছিল না আমার। ভালোবাসার অজানা  প্রবাদ,আর আবেগের ...
06/05/2023

সেই প্রথম যখন আমি তোমায় ভালোবেসেছিলাম,
তোমায় পাবার কোন আকাঙ্ক্ষা সেদিন ছিল না আমার। ভালোবাসার অজানা প্রবাদ,আর আবেগের উচ্ছলতা জানবার জন্যই তোমায় ভালোবেসেছিলাম । চিরন্তন এ সবুজ প্রাণ একটু ভিন্ন রঙের ছটায় ভরাবো বলে সেদিন নিজেকে সঁপে দিয়েছিলাম তোমার কাছে।তোমার কাছে থেকে এর বেশি কিছু চাইনি তখন আমি ,শুধুই ভালবাসার স্বাদটা নিব বলে ভালোবেসেছিলাম।

আবার যখন হঠাৎ তোমায় ভালোবেসে ফেললাম আমি,তেমন কিছু চাইনি আমি প্রথমে -নিজেকে প্রকাশ করা ছাড়া , কিন্তু তুমিও যখন ভুল করে আমার এ পথে পা বাড়ালে, সেদিন আমি চমকে হতবিহ্ববল হয়ে দিকশুন্য হলাম,আবেগ আর ভ্রমের মধ্যে হারালাম তখন। নিজস্বতা হারিয়ে যেন হয়ে পড়লাম নতুন এক কেউ।যে নতুনকে আমি বুঝতে পারিনি,আপন করতে চাইনি।তাই স্বেচ্ছায় অবীচীন ছেড়ে পুরোনো সে আমিকে আবার আলিঙ্গন বাধঁলাম আমি সম্পূর্ণ নতুন এক আঙ্গিকে।।

শেষমেষ যখন আবার তোমাকে ভালোবাসতে গেলাম,এবার সেই পুরনো আমি আবার শুরু করি ।পোড় খাওয়া প্রেমিকা নবীণবেশে এগিয়ে গেলাম সন্তর্পণে , ভাবলাম ধীরে ধীরে সব শিখে নিব সন্তর্পণে।প্রেম কি?বুঝে নিব-ভুলভাবে এগুতে যেয়ে প্রচন্ড ভাবে আর পথভ্রষ্ট হবো না আর। কিন্তু ধীরে ধীরে চলতে যেয়ে ধীরে ধীরেই পথ হারালাম !!

অসাধারণ কেউ নয়খুব সাধারণই হইও তুমিএমন একজনকেই চাই জীবনে যার পুরো পৃথিবীটাই হবো আমি।টাকা-পয়সা রূপ-যৌবন নয়চাই সুন্দর একটা ...
27/04/2023

অসাধারণ কেউ নয়
খুব সাধারণই হইও তুমি
এমন একজনকেই চাই জীবনে
যার পুরো পৃথিবীটাই হবো আমি।

টাকা-পয়সা রূপ-যৌবন নয়
চাই সুন্দর একটা মন
যে মানুষটা আগলে রাখবে
আমায় সারাটি ক্ষণ।

ভালোবেসে যেমন আগলে রাখবে
ভুল করলে তেমন শুধরে দিবে
ছেড়ে যাওয়ার বাহানা না খুঁজে
আমার ভালো-মন্দ সবটাকে নিজের করে নিবে।

সাধারণ তুমিটাই যে আমার
অসাধারণত্বের ভাণ্ডার
আমি যে তোমাতেই পরিতৃপ্ত হতে চাই
তুমিই যে এই জীবনের কান্ডার।

"সাধারণ তুমিটাই আমার অসাধারণত্বের ভাণ্ডার"

কলমেঃ রুমা রাণী ঘোষ

24/04/2023

Dear ❤️
I don't know what happened in future .I don't know whether we will be together or not.All i know is you are the best thing that ever happened to me .You are the most precious God gifted for being with you makes me feel I am with my self.

I overreacted sometimes but that happens because I love you & i can't afford to lose you any cost ❤️🤗

এখানে সেই শান্তির ছোঁয়া পাওয়া যায় যা কোনো ইট কাঠ পাথরের শহরে নেই🤗
23/04/2023

এখানে সেই শান্তির ছোঁয়া পাওয়া যায়
যা কোনো ইট কাঠ পাথরের শহরে নেই🤗

19/02/2023

বসন্ত 🏵️

Send a message to learn more.

08/01/2023

🤗


23/12/2022

Lebai Loboi Shari Bande
Cover Dance


11/12/2022

Dular Bagan Re Santali Dance
Hembrom
# Alo Soren

25/10/2021
Dhanjuri ren Kuri ku...
02/10/2021

Dhanjuri ren Kuri ku...

29/09/2021

Santali dance cover
song:oka atu disom pera kuri re
Dancers :Nilufa & Lumika Baskey

27/09/2021

Lantiti baka junu bale sakam hormo..

Atu disom kuri aledo...
25/09/2021

Atu disom kuri aledo...

18/09/2021

Jhaliyamara Shari Ancar tam...

09/08/2021

Janga re Payri Santali Dance..

আবারও সাথে !
28/06/2021

আবারও সাথে !

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nupur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nupur:

Videos

Share



You may also like