14/01/2024
রিলেশনশিপের আগে মানুষ এতো এতো মিথ্যা কথা বলে শুধু মানুষটাকে পাওয়ার জন্য,তারপরে পেয়ে গেলে সেটার prioritise করতে পারেনা,ভ্যালু দিতে পারেনা। তারপরে সেই প্রায়োরিটি আর ভ্যালু না পাওয়া মানুষটা যখন চলে যায় অনেক কষ্ট পেয়ে ,তখন সেই চলে যাওয়া মানুষটা হয় খারাপ আর তাকে খোঁটা শুনতে হয় যে,তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো ? তুমি কাউকে প্রায়োরিটি না দিলে,ইম্পোর্ট্যান্স না দিলে কেন সেই মানুষটা তোমার সাথে থাকবে???
আর হ্যা একজন মানুষকে শুরুতে যেভাবে ট্রিট করে(মানে পটানোর আগে),পটে যাওয়ার পরেও সেম ভাবেই ট্রিট করা উচিত,তাহলে মানুষটা সাথে থাকবে,নয়তো থাকবেনা।
সম্পর্ক ,ভালোবাসা,যত্ন,এফোর্ট ,প্রায়োরিটি এই ব্যাপারগুলো চেয়ে নেয়ার জিনিস না। বাট যেখানে চেয়ে চেয়ে নিতে হয় ,সেখানে না থাকাটাই শ্রেয়। এমন কাউকে কেউ চায়না বা এমন কারো সাথে থাকতে পারেনা যার কাছে থার্ড পারসন ইমপোর্ট্যান্ট বেশি।
আর এভাবেই এই কষ্ট পাওয়া মানুষগুলোর মাঝে তৈরি হয়ে যায় ভালোবাসার প্রতি আকাশ সমান ঘৃণা।
চারিদিকে বাড়ছে শুধু বিচ্ছেদের দুর্গন্ধ,হারিয়ে যাচ্ছে ভালোবাসার সুগন্ধ ।
✍️ অকৃতি আমি 🌸