Soroni Digital Cable Network

Soroni Digital Cable Network Cable Operator Company.

শুভ জন্মদিন শ্রদ্ধেয় মোঃরিজুওয়ান চৌধুরী ভাই। পরিচালক স্বরনী ডিজিটাল সওদাগরপট্টি,সেতাবগঞ্জ বাজার,বোচাগঞ্জ, দিনাজপুর। আপনা...
12/06/2024

শুভ জন্মদিন
শ্রদ্ধেয় মোঃরিজুওয়ান চৌধুরী ভাই।

পরিচালক
স্বরনী ডিজিটাল
সওদাগরপট্টি,সেতাবগঞ্জ বাজার,বোচাগঞ্জ, দিনাজপুর।

আপনার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা, মহান আল্লাহপাক আপনাকে সবসময় সুস্থ ও সুন্দর রাখুক দোয়া রাখি।

স্বরণী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর জুনিয়র টেকনিশিয়ান মোঃ সোহেলের কর্ম দক্ষতা ট্রেইনিং শেষে স্বরণী ডিজিটাল এর পক্ষ থেকে ত...
21/07/2022

স্বরণী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর জুনিয়র টেকনিশিয়ান মোঃ সোহেলের কর্ম দক্ষতা ট্রেইনিং শেষে স্বরণী ডিজিটাল এর পক্ষ থেকে তাকে কিছু সেফটি সরঞ্জাম অনুপ্রেরণা মূলক শুভেচ্ছা উপহার সরুপ তুলে দেয়া হয়।

গত ০৮ জুলাই ২০২২ স্বরণী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর র‍্যাফেল ড্র অনুষ্ঠানে, সেটাপ বক্সে ০১ বছরের রিচার্জ বিজয়ী ভাগ্যবান ...
20/07/2022

গত ০৮ জুলাই ২০২২ স্বরণী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর র‍্যাফেল ড্র অনুষ্ঠানে, সেটাপ বক্সে ০১ বছরের রিচার্জ বিজয়ী ভাগ্যবান মোঃ রশিদুল ইসলাম ঠিকানাঃ আজিমাবাদ, তার হাতে ডিজিটাল সেটাপ বক্স এর ০১ বছরের রিচার্জ সহ স্বরণী ডিজিটাল এর পক্ষ থেকে হাতে তুলে দেয়া হয়।

আজ ১৭ জুলাই ২০২২ আমাদের স্বরণী ডিজিটাল নেটওয়ার্ক এর নতুন সংযোগ প্রদান ক্যাম্পেইনের সর্বোচ্চ সংযোগ দিয়েছেন একই এলাকায় ০৯ ...
17/07/2022

আজ ১৭ জুলাই ২০২২ আমাদের স্বরণী ডিজিটাল নেটওয়ার্ক এর নতুন সংযোগ প্রদান ক্যাম্পেইনের সর্বোচ্চ সংযোগ দিয়েছেন একই এলাকায় ০৯ টি সংযোগ আমাদের স্বরণী ডিজিটাল এর সহকর্মী মোঃ রবিউল ইসলাম,তাই তাকে দিনের সেরা সহকর্মী হিসেবে অনুপ্রেরণা মূলক একটি ফ্রী-বক্স প্রদান করছেন স্বরণী ডিজিটাল এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোঃ তানজীর রিজওয়ান চৌধুরী।

স্বরণী ডিজিটাল সেটাপ বক্স এর গ্রাহক আজ স্বরণী ডিজিটাল নেটওয়ার্ক এর অফিসে এসে,ল্যাবএইড দিনাজপুরে চিকিৎসা গ্রহণের জন্য বিশ...
16/07/2022

স্বরণী ডিজিটাল সেটাপ বক্স এর গ্রাহক আজ স্বরণী ডিজিটাল নেটওয়ার্ক এর অফিসে এসে,ল্যাবএইড দিনাজপুরে চিকিৎসা গ্রহণের জন্য বিশেষ ছার গ্রহণ করছেন আমাদের সন্মানিত গ্রাহক, মোঃ জাবেদ ইকবাল।

শত্রুতা মিত্রতায় পরিণত হোক, এই কামনায় সকলের প্রতি রইল পবিত্র ঈদুল  আজহার শুভেচ্ছা "ঈদ মোবারক"
09/07/2022

শত্রুতা মিত্রতায় পরিণত হোক, এই কামনায় সকলের প্রতি রইল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা "ঈদ মোবারক"

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ দশকের পর দশক ধরে টিভি নাটকে অভিনয় করে গেছেন। অভিনয় দক্ষতার গুণে দর্শকদের হৃদয়ে পেয়েছেন স্...
08/07/2022

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ দশকের পর দশক ধরে টিভি নাটকে অভিনয় করে গেছেন। অভিনয় দক্ষতার গুণে দর্শকদের হৃদয়ে পেয়েছেন স্থায়ী আসন। বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রয়াণে শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

স্থানঃ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম,স্কুল রোড,সেতাবগঞ্জ। তারিখঃ০৮ জুলাই ২০২২সময়ঃবিকাল ০৫.০০ ঘটিকায়।সংস্কৃতিক অনুষ্ঠানঃ স...
07/07/2022

স্থানঃ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়াম,স্কুল রোড,সেতাবগঞ্জ।
তারিখঃ০৮ জুলাই ২০২২
সময়ঃবিকাল ০৫.০০ ঘটিকায়।
সংস্কৃতিক অনুষ্ঠানঃ সন্ধ্যা ০৮.০০ ঘটিকায়।

আয়োজনেঃ স্বরনী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক।
সার্বিক সহযোগিতায়ঃ কার্নিভাল ইন্টারনেট।

সন্মানিত সুধী আসলামুয়ালাইকুম, সরনী ডিজিটাল  এর গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা, সরনী ডি...
04/07/2022

সন্মানিত সুধী আসলামুয়ালাইকুম, সরনী ডিজিটাল এর গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা, সরনী ডিজিটাল এর সকল গ্রাহকদের অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, Digital set top box ক্যাম্পেইন এর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আগামী ০৮ জুলাই ২০২২ রোজ শুক্রুবার বিকেল ০৫ ঘটিকায়/স্থান আব্দুর রৌফ চৌধুরী অডিটেরিয়াম,স্কুল রোড,সেতাবগঞ্জ ।আপনার এই ঈদ উল আযহার সবচাইতে প্রয়োজনীয় এবং আকর্ষণীয় উপহার তিনটি অত্যাধুনিক যমুনা ফ্রিজ সহ আরও অনেক উপহার, তাই সকল গ্রাহকদের বক্সের কাগজের খালি কাভার নিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আহবান জানানো হলো ,

সন্মানিত গ্রাহকগন আজই চলে আসুন সরনী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর অফিসে এবং ক্রয় করুন আপনার সেটাপ বক্স,এবং আপনার বকেয়া পরিশোধ করুন,আর হয়ে যান এই ঈদের বিজয়ী ক্রেতা।

যোগাযোগ
সরনী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক
সওদাগর পট্টি, সেতাবগঞ্জ বাজার।
মোবাইলঃ০১৯০৮৭৫৪৮৭৬

21/06/2022
প্রানের শহর সেতাবগঞ্জ, স্বরণী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর হাত ধরে এগিয়ে চলছে প্রতিনিয়ত, ঝকঝকে টিভির দুনিয়ায়। আপনার টেলিভ...
20/06/2022

প্রানের শহর সেতাবগঞ্জ, স্বরণী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর হাত ধরে এগিয়ে চলছে প্রতিনিয়ত, ঝকঝকে টিভির দুনিয়ায়।

আপনার টেলিভিশনটি স্বরনী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক এর ঝকঝকে টিভির দুনিয়ায় সংযোগ করতে আজই যোগাযোগ করুন।

📞 01908754876
📞 01558140862

স্বরনী ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক
সওদাগরপট্টি, সেতাবগঞ্জ বাজার
বোচাগঞ্জ, দিনাজপুর।

সীতাকুণ্ডে কনটেইনার ডিপো বিস্ফোরণে নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আ...
05/06/2022

সীতাকুণ্ডে কনটেইনার ডিপো বিস্ফোরণে নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের বীর যোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবক এবং আহতদের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত চিকিৎসকদের প্রতি রইল অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।
সকলের সহযোগিতায় বাংলাদেশ এই শোক কাটিয়ে উঠুক।

প্রয়োজনের সাথে প্রযুক্তি যোগ করেই আমরা পৌঁছে যাচ্ছি অভীষ্ট লক্ষ্যে। অবিচল এক বাংলাদেশ গড়ে তোলার অংশীদারিত্বে, বিজয়ের চেত...
16/12/2021

প্রয়োজনের সাথে প্রযুক্তি যোগ করেই আমরা পৌঁছে যাচ্ছি অভীষ্ট লক্ষ্যে। অবিচল এক বাংলাদেশ গড়ে তোলার অংশীদারিত্বে, বিজয়ের চেতনাই ছিলো, আছে আমাদের মূলমন্ত্র হয়ে। বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা!

১৪ ডিসেম্বর : শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির সূর্যসন্তানদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি ৷শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ স...
14/12/2021

১৪ ডিসেম্বর : শহীদ বুদ্ধিজীবী দিবস

জাতির সূর্যসন্তানদের প্রতি
আমাদের শ্রদ্ধাঞ্জলি ৷

শহীদ বুদ্ধিজীবী দিবস। দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। বাঙ্গালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, ঠিক তখন পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের রাতের আঁধারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

স্বাধীনতাবিরোধী চক্র বুঝতে পেরেছিল, পরাজয় তাদের অনিবার্য। জাতির এই শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে এ মাটিতে ওরা বসবাস করতে পারবে না। যুদ্ধবিধ্বস্ত এই দেশ আবার ফুলে ফলে ভরে উঠবে। তাই পরিকল্পিতভাবে জাতিকে মেধাহীন ও পঙ্গু করতে দেশের বরেণ্য সব ব্যক্তিদের রাতের অন্ধকারে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের হত্যাকান্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা যা বিশ্বব্যাপী শান্তিকামী মানুষকে স্তম্ভিত করেছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায়।

১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরপরই শহীদ বুদ্ধিজীবীদের নিকট আত্মীয়রা মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে তাদের গলিত ও ক্ষত বিক্ষত লাশ খুঁজে পায়। বুদ্ধিজীবীদের লাশে ছিল আঘাতের চিহ্ন। চোখ, হাত-পা ছিল বাঁধা। কারো কারো শরীরে ছিল একাধিক গুলি। অনেককে হত্যা করা হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে। লাশের ক্ষত চিহ্নের কারণে অনেকেই প্রিয়জনের মৃতদেহ শনাক্ত করতে পারেননি।

১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সঙ্কলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’-এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।

বিস্তারিত :
is.gd/2vIgCA

ঈশ্বরদী ক্যাবল ভিশন এর সত্বাধিকারী শ্রদ্ধেয় ফারুক হোসেন ভাই ইন্তেকাল করেছেন,ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
30/11/2021

ঈশ্বরদী ক্যাবল ভিশন এর সত্বাধিকারী শ্রদ্ধেয় ফারুক হোসেন ভাই ইন্তেকাল করেছেন,ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও  সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা,...
01/11/2021

বোচাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা, সর্বজন শ্রদ্ধেয়, প্রয়াত অধ্যক্ষ আব্দুর রশীদ স্যারের ৮৫ তম জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

18/10/2021

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ক্যাবল টিভি ব্যবসায়ী মিন্টু ভাই আজ ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।

Address

Soudagarpotti, Setabganj Buzzer, Bochaganj
Dinajpur
5216

Telephone

+8801794952105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soroni Digital Cable Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Soroni Digital Cable Network:

Videos

Share